পরিবারের কষ্টের স্ট্যাটাস বানী উক্তি বাংলা

পরিবারের কষ্টের স্ট্যাটাস সম্পর্কে জানতে অনেকেই গুগল সার্চ করে থাকেন। মানুষ সামাজিক জীব একে অপরে মিলেমিশে পরিবারে বসবাস করে এবং এই পরিবার-পরিজন থেকেই অনেক সময় কষ্ট পায় ও নিজেকে দুঃখী মনে করে, নিজের জন্য প্রশান্তি খুঁজে কষ্টের স্ট্যাটাস এসএমএস এর মাধ্যমে।

অনেকেই বর্তমানে তার মনের ভাব সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখে সবাইকে জানাতে চায়।  জানাতে চায় পরিবার বিষয়ে তার মনের কষ্টের বাণী গুলো। কিন্তু অনেকেই সঠিক ভাবে গুছিয়ে লিখতে পারেন না, তাই তারা গুগোল করে থাকেন পরিবারের কষ্টের স্ট্যাটাস সম্পর্কে জানতে।  

তাই এই পোস্টে আমরা আপনাদের সুবিধার্থে বাংলা কষ্টের স্ট্যাটাস সম্পর্কে একটি পোস্ট নিয়ে এসেছি।

বিশিষ্ট জনদের পরিবারের কষ্টের স্ট্যাটাস বাংলা 

বিশিষ্ট জনদের পরিবারের কষ্টের স্ট্যাটাস বাংলা 
বিশিষ্ট জনদের পরিবারের কষ্টের স্ট্যাটাস বাংলা 

যুগে যুগে মানুষের জন্য অনেক বিশিষ্টজনেরা তাদের লেখনীর মাধ্যমে রেখে গেছেন তাদের ভাবনা চিন্তাধারার কিছু অংশ। সেগুলি হচ্ছে পরিবারের কষ্টের স্ট্যাটাস। তাই পরিবারের কষ্টের স্ট্যাটাস পোস্ট পড়ুন মহান বেক্তিদের বানী।

ডিসকাউন্টে সকল সিমের মিনিট, ইন্টারনেট ও বান্ডেল অফার ক্রয় করতে DESH OFFER সাইটে ভিজিট করুন।

এমন মহাজ্ঞানীর সংখ্যাও কম নয় যারা কষ্ট নিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন এবং কষ্ট বিষয়ে আমাদেরকে বিভিন্ন স্ট্যাটাস। দিয়েছেন

মূলত কষ্ট অনেক প্রকারের হয়ে থাকে তবে পরিবারের কাছ থেকে পাওয়া কষ্টটা অনেক সময় বড় বলে মনে হয়। যা সহজে ভুলতে চাইলেও ভুলা যায় না এমনই কিছু পরিবার থেকে কষ্ট হওয়া মানুষের স্ট্যাটাস গুলিকে সমন্বয় করে এই পোস্টটি সাজানো হয়েছে। 

এমন অনেক কষ্ট রয়েছে যা আপনার মনের কোন জমা থাকবে মৃত্যর আগ পযর্ন্ত। যাই হোক না সুখ ও দুঃখের মাঝে আমরা বড় হয় নানা সময়ে দুঃখ আপনার পিছু ছাড়তে চাইবে না।

তবে মনে রাখবেন যে পরিবার থেকে আপনি কষ্ট পেয়েছেন এই পরিবারটি আপনার সুখের জন্য অনেক চিন্তা করছে এবং আপনাকে সুখী রাখতে এবং আপনিও পরিবারকে সুখী রাখতে সদা সচেষ্ট থাকবেন, কষ্ট কখনো ভেঙে পড়বেন না।

হুমায়ুন আহমেদ বাংলা কষ্টের উক্তি

হুমায়ুন আহমেদ বাংলা কষ্টের উক্তি
হুমায়ুন আহমেদ বাংলা কষ্টের উক্তি

বাংলাদেশের জনপ্রিয় একজন লেখক হচ্ছেন হুমায়ূন আহমেদ।  বাংলা সাহিত্যে অবদানের কথা কখনোই ভোলা সম্ভব নয় তিনি পরিবারের কষ্টের উপলক্ষগুলো অনুধাবন করেছেন এবং পরিবারের কষ্টের উক্তি নিয়ে কিছু স্ট্যাটাস তার বিভিন্ন বইয়ে লিখেছেন। 

“ মধ্যবিত্ত পরিবারের মানুষগুলোই ধরণীর আসল রূপ দেখতে পায়।”

লেখকঃ হুমায়ূন আহমেদ

এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শিক্ষক নিজের বাবা, যে ছেলে গোটা ছাত্রজীবন তার বাবার সাথে বসে রাতের খাবার খাবে, সে কোনোদিনই নীতি থেকে বিচ্যুত হবে না।

লেখকঃ হুমায়ুন আহমেদ।

“ একসাথে কখনো সবাইকে সুখী করা সম্ভব না | আপনি কখনই পারবেন না | কাউকে না কাউকে অসন্তুষ্ট রাখতেই হবে | আর তাতেই মনে হয় নিজের গোটা পৃথিবীর একটা প্রান্ত অসম্পূর্ণ থেকে যায় ”

লেখকঃ হুমায়ূন আহমেদ

আরও পড়ুনঃ

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স টিকেট চেক

জন্ম নিবন্ধন যাচাই অনলাইন চেক

পরিবার নিয়ে কষ্টের উক্তি

পরিবার নিয়ে কষ্টের উক্তি
পরিবার নিয়ে কষ্টের উক্তি

পরিবারের ব্যাপারটা অনেক গভীর, যেখানে সকলের জন্য অনেক বাধ্যবাধকতা আবার অনেকের জন্য সাত খুন মাফ! তবে মানুষ বিপদে-আপদে, সুখে-দুঃখে যারা একসঙ্গে বসবাস করে থাকে, তারা চেষ্টা করে সুখে ও কষ্টের সময়ে সাথে থাকতে, একেই বলে পরিবার।

আপনি পরিবারের মূল্য তখনি বুজবেন যখন আপনি পরিবার থেকে দূরে থাকবেন।

“ একটিমাত্র পুষ্পিত সুগন্ধ বৃক্ষে যেমন সমস্ত বন সুবাসিত হয়, তেমনি একটি সু-পুত্রের দ্বারা সমস্ত কুল ধন্য হয়।”

“ একটি কুবৃক্ষের কোটরের আগুন থেকে যেমন সমস্ত বন ভস্মীভূত হয়, তেমনি একটি কু-পুত্রের দ্বারাও বংশ দগ্ধ হয় ।”

লেখকঃ চাণক্য চাণক্য

“ জগতে মাতা ও পিতার সেবা সুখকর। শ্রমণ ও পণ্ডিতদের পরিচর্যা জগতে সুখ দায়ক। বার্ধক্য পর্যন্ত শীল (নীতি) পালন সুখকর।শ্রদ্ধায় প্রতিষ্ঠিত হওয়াই সুখদায়ক। প্রজ্ঞালাভই সুখ জনক, পাপ না করাই সুখাবহ। ”

—- গৌতম বুদ্ধ

যার মা আছে, সে কখনও গরীব নয়।

—- আব্রাহাম লিঙ্কন

পিতার আত্মনিয়ন্ত্রণই ছেলেমেয়েদের পক্ষে সর্বশ্রেষ্ঠ উদাহরণ৷

—- ডেমোক্রিটাস

পরিবার কোনও গুরুত্বপূর্ণ জিনিস নয়, কারন এটিই সব কিছু।

—মাইকেল জে ফক্স

পরিবার মানেই কেউ পিছনে বা ভুলে যায় না।

— ডেভিড ওগডেন স্টিয়ার্স

বিশ্ব শান্তি প্রচারের জন্য আপনি কী করতে পারেন? বাড়িতে গিয়ে আপনার পরিবারকে ভালবাসুন।

— মাদার তেরেসা

পরিবার রক্তের চেয়ে বেশি — ক্যাসান্দ্রা ক্লেয়ার

পরিবার এবং বন্ধুরা হ’ল গুপ্তধন, তাদের সন্ধান করুন এবং তাদের ধন উপভোগ করুন।

— ওয়ান্ডা হপ কার্টার

এমন কিছু নেই যা আপনাকে পরিবারের চেয়ে পাগল করে তোলে।

— জিম কসাই

বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হ’ল পরিবার এবং ভালোবাসা।

— জন উডেন

সমস্ত সুখী পরিবার এক রকম; প্রতিটি অসুখী পরিবার নিজের উপায়ে অসন্তুষ্ট।

— লিও টলস্টয়

পরিবার নিয়ে কিছু চিরন্তন বানী 

পরিবার সম্পর্কে তেমন কিছু বলার নেই কেননা আমরা যারা পরিবারে বসবাস করি পরিবারের সুবিধা অসুবিধাগুলো সকলেই কম বেশি জানি। 

পরিবারের সেরা ফেসবুক স্ট্যাটাস
পরিবারের সেরা ফেসবুক স্ট্যাটাস 

পরিবারের কষ্টের স্ট্যাটাস সময়ের মধ্যে এমন কিছু কথা রয়েছে যে কথাগুলো সকল পরিবারের জন্য প্রযোজ্য। 

একটি সুখী পরিবারে প্রত্যেক সদস্য পরস্পরের পরিপূরক হয়..আর অসুখী পরিবারের সদস্যরা পরস্পরের মূল্য দিতে জানে না..

একমাত্র পরিবার-ই এমন জায়গা যেখানে তুমি তোমার মনের কথা খুলে বলতে পারবে.. কোনো ভাবনা চিন্তা ছাড়াই…বাকি সবার সামনে তোমায় একটু হলেও বুঝে শুনে কথা বলতে হবে.. পরিবারের কষ্টের স্ট্যাটাস নিয়ে ভেবনা।

কখনো কখনো পরিবারের খুশির জন্যে ভালবাসার বিসর্জন দেওয়াটা বেদনাদায়ক ঠিকই, কিন্তু কখনো এরকম কিছু ভেবো না যে, তাকে পেলে তুমি বেশি খুশি থাকতে!

প্রথমত ঈশ্বর এমন অনেক কিছু দেখতে পান ও জানেন যা আমরা জানি না বা দেখতে পাই না,তাই তিনি যা করেন তা মঙ্গলের জন্যেই করেন.

দ্বিতীয়ত,তাকে পেয়ে তোমাকে নিজের পরিবারকে হয়তো হারাতে হত যেটা কখনই কাম্য নয়!

কে কতটা ধনী তা আপাতভাবে হয়ত তার ধনসম্পত্তির পরিমান দেখে বোঝা যায়.. কিন্তু প্রকৃতপক্ষে সেই ধনী যার কাছে পরিবারের ভালবাসার সম্পদ আছে…

কোনো পরিবার-ই নিখুত নয়.. তর্ক,ঝগড়া,বাকবিতন্ডার পরেও এক্ল্টা পরিবার শেষে একটা পরিবার-ই থাকে.. পরিবারের ভালবাসা কোনো কিছু দিয়েই প্রতিস্থাপন করা সম্ভব নয়..

আরও পড়ুনঃ

পদ্মা সেতু A to Z

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স টিকেট চেক

পরিবার নিয়ে ইসলামিক উক্তি – পরিবারের কষ্টের স্ট্যাটাস

আপনি যদি পরিবার নিয়ে ইসলামিক উক্তি অনুসন্ধান করে থাকেন তবে আপনি সঠিক জায়গায় রয়েছেন। ইসলাম পরিবারের প্রতি গুরুত্ব দিয়ে থাকে। 

দুনিয়ার শ্রেষ্ঠ ধর্ম হচ্ছে ইসলাম এবং ইসলাম একটি শান্তি ও নীতির ধর্ম। 

পরিবারে কষ্টের যাই হোকনা কেন ইসলাম সর্বদা সহনশীলতা বজায় রেখে পরিবারিক শান্তি বজায় রাখার বার্তা দিয়ে থাকে। 

 আমরা এখানে সেরা কিছু পরিবার নিয়ে ইসলামিক উক্তি সংগ্রহ করে আপনাদের জন্য নিয়ে এসেছি। আশা করি আপনাদের ভাল লাগবে এই পরিবারের কষ্টের উক্তি গুলি।

মধ্যবিত্ত পরিবারের কষ্টের স্ট্যাটাস

মধ্যবিত্ত পরিবারের কষ্টের স্ট্যাটাস
মধ্যবিত্ত পরিবারের কষ্টের স্ট্যাটাস

১. একটি সুখী পরিবারে প্রত্যেক সদস্য পরস্পরের পরিপূরক হয়। আর অসুখী পরিবারের সদস্যরা পরস্পরের মূল্য দিতে জানে না।

২. একমাত্র পরিবারই এমন জায়গা যেখানে তুমি তোমার মনের কথা খুলে বলতে পারবে। কোনও ভাবনা চিন্তা ছাড়াই। বাকি সবার সামনে তোমায় একটু হলেও বুঝে শুনে কথা বলতে হবে।

৩. কে কতটা ধনী তা আপাতভাবে হয়তো তার ধনসম্পত্তির পরিমাণ দেখে বোঝা যায়। কিন্তু প্রকৃতপক্ষে সেই ধনী যার কাছে পরিবারের ভালোবাসার সম্পদ আছে।

৪. কোনও পরিবার-ই নিখুত নয়। তর্ক, ঝগড়া, বাকবিতন্ডার পরেও একটা পরিবার শেষে একটা পরিবারই থাকে। পরিবারের ভালবাসা কোনও কিছু দিয়েই প্রতিস্থাপন করা সম্ভব নয়।

৫. জীবনে দুজনকে কখনও কষ্ট দিও না। প্রথম, যে তোমার জয়প্রাপ্তির জন্য সারা জীবন নিজের খুশীর চেয়ে তোমার খুশীকে বেশি প্রাধান্য দিয়ে এসেছে- তোমার পিতা। দ্বিতীয়, যাকে তুমি নিজের সব দুঃখে ডেকেছো- তোমার মা।

৬. জীবনে দুজনকে কখনও ভুলে যেও না। যে নিজে সবকিছু হারিয়েছে তোমাকে জেতানোর জন্যে- তোমার বাবা! যে তোমার সব দুঃখে তোমার সাথে তোমার পাশে ছিল- তোমার মা!

৭. জন্মের পার আমাদের জীবনে একে একে অনেকে আসে। আবার চলেও যায়। কেউ বা থেকে যায়।  কিন্তু তাঁরা কেউ এমন নয় যে আর পাওয়া যাবে না। শুধুমাত্র মা বাবাই এমন এক অমূল্য সম্পদ, যারা অদ্বিতীয়।

৮. যখন সারা পৃথিবী তোমার দিক থেকে মুখ ফিরিয়ে নেবে, তখন কয়েকজন থাকবে যে তোমার সঙ্গ ছাড়বে না। তোমার সব বিপদে তোমায় সাহস যোগাবে।তারা তোমার পরিবারের সদস্য। তাই পরিবারকে ভালোবাসো।

৯. যদি জীবনে বড় হতে চাও তাহলে কখনও নিজের বাবা মা কে অশ্রদ্ধা করো না। তাঁদের চেয়ে বেশি আর কেউ তোমার ভালো চাইবেন না কখনও!

১০. তোমার বাইরের জগতে যাই হয়ে থাক না কেন। তার আঁচ কখনও তোমার পরিবারের উপর পড়তে দিও না। হতে পারে তোমার সবকিছুই তোমার পরিবারের জন্যে। কিন্তু তোমার পরিবারের কাছে তুমিই তাঁদের জগৎ।

আরও পড়ুনঃ

নতুন জন্ম নিবন্ধনের জন্য আবেদন করার নিয়ম

ফেসবুক আইডি ভেরিফাই করার নিয়ম

পরিবারের কষ্টের ফেসবুক স্ট্যাটাস 

পরিবারের কষ্টের ফেসবুক স্ট্যাটাস
পরিবারের কষ্টের ফেসবুক স্ট্যাটাস 

বর্তমানে ইন্টারনেট ব্যবহারে দিনে বেড়েই চলেছে মানুষ মনের ভাব প্রকাশ করার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমকে ব্যাপকভাবে ব্যবহার করছে। 

সেইসাথে বর্তমানে মনের ভাব প্রকাশের মাধ্যম হয়ে উঠেছে ফেসবুক নামক একটি সোশ্যাল মিডিয়া। 

যারা পরিবারকে নিয়ে ফেসবুক স্ট্যাটাস পেতে ইন্টারনেটে অনুসন্ধান করছেন, তারা দেখতে পারেন এই পোস্ট। আজকের পোস্টে আমরা তুলে ধরেছি পরিবার নিয়ে ফেসবুক স্ট্যাটাস। এখান থেকে আপনারা পরিবার নিয়ে ফেসবুক স্ট্যাটাস সংগ্রহ করতে পারবেন।

১| পরিবার শুধু গুরুত্বপূর্ণ নয়, পরিবারই সবকিছু!

২| পরিবারের সঙ্গে কাটানো সময়টাই আপনি সারা জীবন মনে রেখে দেবেন!

৩| পরিবার হল পরিবার (পারিবারিক বন্ধন নিয়ে উক্তি), ব্যস! আর কোনও কথা হবে না!

৪| প্রকৃতি আমাদের কিছু দুর্দান্ত ব্যাপার উপহার দিয়েছে (পরিবার নিয়ে ফেসবুক স্ট্যাটাস)। পরিবার হল তারই মধ্যে অন্যতম!

৫| বিপদের সময় একমাত্র পরিবারই কাজে আসে (ফ্যামিলি নিয়ে স্ট্যাটাস)!

আরও পড়ুনঃ

অনলাইনে আয় করার সহজ উপায়

ঈদ মোবারক শুভেচ্ছা এসএমএস স্ট্যাটাস

উপসংহার,

আশা করি এখানে আপনি আপনার পছন্দের পরিবারের কষ্টের স্ট্যাটাস  ও বাণী খুঁজে পেয়েছেন।

আপনার মনে থাকা কষ্ট গুলো কে কখনোই মনের মধ্যে সীমাবদ্ধ করে রাখার চেষ্টা করবেন না।

 সর্বদা চেষ্টা করার মনোভাব গুলো কোন না কোন মাধ্যমে প্রকাশ করার সেটা বন্ধুর কাছে হতে পারে সামাজিক যোগাযোগ মাধ্যমে হতে পারে অথবা পরিবারের নিজেদের মধ্যে আলোচনা মাধ্যমে হতে পারে।

বাংলাদেশের জনপ্রিয় সব টেলিকম অফার মোবাইল ব্যাংকিং অফার এসএমএস অফারগুলো জানতে আমাদের সাথে থাকুন জয়েন করুন আমাদের ফেসবুক পেজ।

কমদামে মিনিট, ইন্টারনেট ও বান্ডেল অফার কিনতে ভিজিট করুনঃ এখানে ক্লিক করুন
বিডি অফার নিউজ ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন
বিডি অফার নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকুনঃ এখানে ক্লিক করুন
সকল সিমের অফার সম্পর্কে জানতে ভিজিট করুনঃ www.bdoffernews.com সাইট ।

Leave a Comment