কোপা ফাইনালে ব্রাজিল! টানা পঞ্চম শিরোপার হাতছানি

ব্রাজিলের পুরুষ ফুটবলে যেখানে একের পর এক ব্যর্থতা, সেখানে মেয়েদের ফুটবলে চলছে বিজয়ের জোয়ার। এবারও সেই ধারাবাহিকতা ধরে রেখে কোপা আমেরিকার ফাইনালে জায়গা করে নিয়েছে ব্রাজিল নারী দল।

বাংলাদেশ সময় আজ সকালে ইকুয়েডরের রাজধানী কুইটোতে অনুষ্ঠিত সেমিফাইনালে উরুগুয়েকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে তারা। এই জয়ের মাধ্যমে টানা পঞ্চমবারের মতো ফাইনালে উঠল ব্রাজিল, আর এবার লক্ষ্য তাদের নবম শিরোপা

উরুগুয়েকে নিয়ে একচেটিয়া খেলা
খেলার শুরু থেকেই আক্রমণে চাপে রাখে ব্রাজিল। ম্যাচের প্রথম ২৭ মিনিটেই তারা ৩টি গোল করে উরুগুয়ের স্বপ্ন ভেঙে দেয়। দ্বিতীয়ার্ধে উরুগুয়ে এক আত্মঘাতী গোল করে ব্যবধান কমালেও সেটা খুব বেশি কাজে আসেনি। উল্টো ব্রাজিল আরও দুই গোল দিয়ে ব্যবধান বাড়িয়ে নেয়।

কারা করলেন গোল?
ব্রাজিলের হয়ে দুই গোল করেন আমান্দা গুতিয়েরেস
একটি করে গোল করেন গিও গারবেলিনি, মার্তা এবং দুদিনিয়া

আরও পড়ুনঃ

উত্তরা মেট্রোস্টেশন ঘিরে ‘সিন্ডিকেট’ জুলুম, দেখেও চুপ পুলিশ!

অপ্রতিরোধ্য ব্রাজিল নারী দল
এখন পর্যন্ত মেয়েদের কোপা আমেরিকার ৯টি আসরের মধ্যে ৮ বারই চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিল। একমাত্র ২০০৬ সালে শিরোপা গেছে আর্জেন্টিনার ঘরে। এবার ফাইনালে জিতলে ৯ বার কোপা জয়ের কীর্তি গড়বে সেলেসাও নারীরা।

ডিসকাউন্টে সকল সিমের মিনিট, ইন্টারনেট ও বান্ডেল অফার ক্রয় করতে DESH OFFER সাইটে ভিজিট করুন।

ফাইনালে মুখোমুখি কলম্বিয়া!
আগামী শনিবার বাংলাদেশ সময় রাত ৩টায় ফাইনালে মুখোমুখি হবে ব্রাজিল ও কলম্বিয়া। ২০২২ সালের ফাইনালেও এই দুই দল মুখোমুখি হয়েছিল, তখন ১-০ গোলে জিতেছিল ব্রাজিল

এবারও কি ইতিহাস নিজেদের পক্ষে রাখতে পারবে ব্রাজিল নারী দল?

আরও পড়ুনঃ

বাংলাদেশ ১০০ টাকা ইন্ডিয়ান রুপি আজকের রেট

কমদামে মিনিট, ইন্টারনেট ও বান্ডেল অফার কিনতে ভিজিট করুনঃ এখানে ক্লিক করুন
বিডি অফার নিউজ ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন
বিডি অফার নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকুনঃ এখানে ক্লিক করুন
সকল সিমের অফার সম্পর্কে জানতে ভিজিট করুনঃ www.bdoffernews.com সাইট ।

Leave a Comment