রবি ইন্টারনেট অফার ২০২৩ পোস্টে আপনাদের সবাইকে স্বাগতম। এই পোস্টে আমরা আপনাদের সবাইকে নতুন রবি ইন্টারনেট অফার অফার সম্পর্কে জানাবো। বর্তমানে বাংলাদেশে রবি গ্রাহকরা নতুন রবি ইন্টারনেট প্যাকেজ খুঁজে নিজেদের সময় নষ্ট করতে হচ্ছে।
মূলত সাম্প্রতিক সময়ে বিভিন্ন কারণে রবির ইন্টারনেট প্যাকেজ গুলির মূল্য বৃদ্ধি করা হয়েছে এবং রবি তাদের গ্রাহকদের জন্য নতুন নতুন ইন্টারনেট অফার প্রকাশ করছে।
আপনি যদি রেগুলার ইন্টারনেট অফার ব্যবহার করেন তবে সঠিক রবি ইন্টারনেট অফার 2023 সম্পর্কে আপনাকে জানতে হবে। সঠিক রবি অফারটি খুঁজে পেতে এই পোস্টটি সম্পুর্ণ পড়তে হবে আপনাকে।
হেডলাইন Off Contents
নতুন রবি ইন্টারনেট অফার ২০২৩ প্যাকেজ

আপনারা যারা রেগুলার রবি ইন্টারনেট প্যাক ব্যবহার করেন তাদের অবগতির জন্য জানাচ্ছি যে বর্তমানে রবি গ্রাহকদের জন্য শুধুমাত্র ইন্টারনেট দেয়ার ক্ষেত্রে যে অফারগুলো রেখেছে সেগুলোর অফিশিয়াল একটি তালিকা প্রকাশ করেছে।
রবি অফিশিয়াল ইন্টারনেট প্যাকেজ তালিকা থেকে আমরা সাতটি রবি ইন্টারনেট অফার খুঁজে পেয়েছি যে গুলো একদমই নতুন।
এই সাতটি অফারে গ্রাহকদের শুধুমাত্র ইন্টারনেট দেয়া হয়ে থাকে।
আপনি যদি মনে করেন যে আপনি কম টাকায় রবিতে ইন্টারনেট ক্রয় করবেন তবে আপনাকে রবি টেলিকম থেকে ইন্টারনেট অফার সম্পর্কিত সেন্ড করা এসএমএস গুলোর দিকে লক্ষ রাখতে হবে।
তবে ঐ সকল অফার গুলো 4g অফারের আওতায় নাও থাকতে পারে। সর্বোচ্চ এবং সেরা গতির ইন্টারনেট সুবিধা উপভোগ করতে আপনি রবির অফিশিয়াল ব্যানারে প্রকাশিত সর্বশেষ ইন্টারনেট প্যাকেজ গুলো থেকে আপনার পছন্দের প্যাকেজ টি ক্রয় করুন।
রবি ইন্টারনেট অফার ২০২৩ লিস্ট
Recharge | Internet | Activetion | Validity |
68 Taka | 4 GB | *123*68# | 3 Days |
89 Taka | 9 GB | *123*89# | 3 Days |
Robi weekly offer | 7 Days | ||
129 Taka | 8 GB | *123*129# | 7 Days |
148 Taka | 12 GB | *123*148# | 7 Days |
Robi Monthly net Pack | 30 Days | ||
349 Taka | 14 GB | *123*349# | 30 Days |
449 Taka | 30 GB | *123*449# | 30 Days |
497 Taka | 40 GB | *123*497# | 30 Days |
রবি এমবি কেনার কোড ২০২৩
প্রিয় পাঠক আপনাদের সুবিধার্থে রবি ইন্টারনেট অফার ২০২৩ পোস্টে রবি এমবি কেনার কোড লিস্ট প্রধান করা হয়েছে।
আপনার ব্যবহৃত রবি সিমে পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্স থাকলে আপনি সরাসরি রবি ইন্টারনেট কেনার এক্টিভেশন কোড ডায়াল করে তবে সারণিতে উল্লেখিত পরিমাণ ডাটা ক্রয় করতে পারবেন।
এছাড়াও রবি ইন্টারনেট প্যাক ২০২৩ কিনতে আপনি সারণিতে উল্লেখিত পরিমাণ টাকা আপনার মোবাইলে রিচার্জ করুন।
রবি ইন্টারনেট প্লাস মিনিট অফার ২০২৩

যে সকল অফার গুলোতে রবি গ্রাহকদের ইন্টারনেট এবং মিনিট একসাথে প্রদান করা করে থাকে সেই সমস্ত অপরকে রবি বান্ডেল অফার বলা হয়ে থাকে। বর্তমানে রবি ইন্টারনেট দেয়ার ক্ষেত্রে অফারের পরিমাণ কম লক্ষণীয় হলেও রবি বান্ডেল অফার ২০২৩ এ বিপুল পরিমাণ অফার রয়েছে।
অন্য যে কোনো সময়ের তুলনায় বর্তমানে রবি টেলিকম এর পক্ষ থেকে গ্রাহকদেরকে বেশি বেশি বান্ডেল অফার প্রদান করা হচ্ছে।
কেননা বাংলাদেশের জনগণ মিনিট এবং ইন্টারনেট একসাথে ক্রয় করাকে পছন্দ করে যা রবি টেলিকম বুঝতে পেরেছে।
শুধু রবি নয় বাংলাদেশের সকল টেলিকম অপারেটর গ্রাহকদের ইন্টারনেট এবং মিনিট একসাথে প্রদান করার ক্ষেত্রে বিশেষ আগ্রহ দেখাচ্ছে।
তারই ধারাবাহিকতায় রবি ইন্টারনেট অফার ২০২৩ লিস্টে গ্রাহকদের 13 টি নতুন বান্ডেল অফার লিস্ট প্রকাশ করেছে।
নতুন রবি বান্ডেল অফার লিস্ট ২০২৩

Recharge | Combo Package | Validity |
36 Taka | 1 GB + 15 Minutes | 3 Days |
79 Taka | 3 GB + 30 Minutes | 3 Days |
98 Taka | 2 GB + 25 Minutes | 7 Days |
122 Taka | 2 GB + 70 Minutes | 7 Days |
149 Taka | 4 GB + 150 Minutes | 7 Days |
198 Taka | 4 GB + 150 Minutes | 30 Days |
269 Taka | 5 GB + 2000 Minutes | 30 Days |
397 Taka | 10 GB + 200 Minutes | 30 Days |
499 Taka | 22 GB + 500 Minutes | 30 Days |
599 Taka | 25 GB + 500 Minutes | 30 Days |
648 Taka | 30 GB + 700 Minutes | 30 Days |
799 Taka | 40 GB + 800 Minutes | 30 Days |
899 Taka | 50 GB + 1000 Minutes | 30 Days |
=> রবি ইন্টারনেট কেনার কোড ২০২৩ FAQS
রবি ইন্টারনেট অফার 2023 কি?
রবি ইন্টারনেট অফার ২০২৩ হচ্ছে রবি থেকে সর্বশেষ প্রকাশিত নতুন রবি ইন্টারনেট অফার সমূহের তালিকা। যা এই পোস্টে আপনাদের জানানো হয়েছে।
কিভাবে রবি ইন্টারনেট অফার ক্রয় করব?
বর্তমানে রবি ইন্টারনেট অফার কেনার একাধিক পদ্ধতি থাকলেও সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে রবি রিচার্জ এর মাধ্যমে রবি থেকে সহজেই ইন্টারনেট প্যাকেজ ক্রয় করা।
রবি বান্ডেল অফার কি?
রবি বান্ডেল অফার হচ্ছে মিনিট এবং ইন্টারনেট একই সাথে প্রদান করা অফার সমূহ?
রবিতে কি ধরনের ইন্টারনেট অফার পাওয়া যায়?
বর্তমানে রবিতে সাপ্তাহিক মাসিক ও তিন দিন মেয়াদে ইন্টারনেট অফার সহজে রিচার্জের মাধ্যমে ক্রয় করা যায়।
রবি এমবি কেনার কোড কত?
রবি এমবি কেনার কোড হচ্ছে *১২৩#। তবে নির্দিষ্ট পরিমান রবি ইন্টারনেট অফার ক্রয় করতে সারণী থেকে সঠিক কোড ডায়াল করুন।
উপসংহার,
আশা করি আপনারা রবি ইন্টারনেট অফার ২০২৩ সম্পর্কে সঠিক তথ্য খুঁজে পেয়েছেন।
আমরা বিডি অফার নিউজ এর পক্ষ থেকে সর্বদা চেষ্টা করি আপনাদেরকে সঠিক রবি সিমের অফার সম্পর্কে জানাতে। রবি ইন্টারনেট কেনার কোড ২০২৩ ও ইন্টারনেট অফার সম্পর্কে আপনার কোন মন্তব্য থাকলে কমেন্ট করে জানান।
সেইসাথে এই ব্লগে আমরা বাংলাদেশের জনপ্রিয় সকল টেলিকম অপারেটর এবং মোবাইল ব্যাংকিং এর অফার সহ সমস্ত তথ্য রেগুলার আপডেট করে থাকি।
সকল টেলিকম অফার, মোবাইল ব্যাংকিং সেবা বিকাশ, নগদ, রকেট সম্পর্কে ১০০% নির্ভুল তথ্য নিয়মিত পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট।
এবং ফেজবুকে আপডেট পেতে জয়েন করুন আমাদের Facebook page.