বিকাশ একাউন্ট খোলার নিয়ম সম্পর্কে আমরা অনেকেই জানতে চাই। নিজে নিজে বিকাশ একাউন্ট খোলা এবং অনলাইনে বিকাশ একাউন্ট খোলার নিয়ম সম্পর্কে জানতে অনেকের আগ্রহ লক্ষণীয়। একটা nid দিয়ে কয়টি বিকাশ একাউন্ট খোলা যায় এই বিষয়ে অনেকে জানতে চান অনেকেই, সকল তথ্য রয়েছে এখানে।
হেডলাইন Off Contents
- 1 বিকাশ কি?
- 2 নিজে নিজে ঘরে বসে বিকাশ একাউন্ট খোলার নিয়ম । অনলাইনে বিকাশ একাউন্ট খোলার নিয়ম
বিকাশ কি?
বাংলাদেশে এখন উন্নত প্রজুক্তি ব্যাবহারে সক্ষম একটি দেশ।
ব্যাংকিং সেরার একটি উন্নত প্রজুক্তি internet banking থেকে আরও এক ধাপ এগিয়ে mobile banking সেবা ব্যাবহার করছে বাংলাদেশের মানুষ।
দেশের প্রত্যন্ত অঞ্চলের গ্রামীন জনগোষ্ঠীর টাকা পাঠানোকে আরও সহজ করতে বিকাশ নামে ২০১১ সালে দেশে একটি মোবাইল ব্যাংকিং সেবা চালু হয়। ঘরে বসে নিজের প্রিয় জনকে টাকা পাঠানোর একটি সহজ সমাধান হল বিকাশ।
ইন ২০২০ দেশের প্রায় ৯০ ভাগ মানুষের কাছে পৌঁছে গেছে এই মোবাইল ব্যাংকিং সেবা, যা দেশের এক প্রন্ত থেকে অন্য প্রান্তে টাকা পাঠানোকে অনেক সহজ করেছে।
In addition, শুধু দেশে নয় দেশের বাইরে বিদেশেও অনেক দেশে বিকাশ তাদের এই সেবা চলু করেছে।
বর্তমানে দেশের এক নম্বর মোবাইল ব্যাংকিং সেবা বিকাশ, আশা করি আপনি বিকাশ কি তা বুজতে পেরেছেন।
নিজে নিজে ঘরে বসে বিকাশ একাউন্ট খোলার নিয়ম । অনলাইনে বিকাশ একাউন্ট খোলার নিয়ম
আমাদের বর্তমান কর্ম বেস্ত জীবনে সময়ের মূল্য অনেক। প্রয়োজনীয় লেনদেন টি সহজে করতে বর্তমানে আপনার একটি বিকাশ অ্যাকাউন্ট থাকা একান্ত জরুরী।
তাই অনেকই নিজে নিজে বিকাশ একাউন্ট খোলার নিয়ম সম্পর্কে জানতে চান। মোবাইলে বিকাশ একাউন্ট খোলার নিয়ম অনেক সহজ।
Also read:
বিকাশ একাউন্ট কত প্রকার?
Above all, বিকাশ একাউন্ট খোলার পূর্বে আপনাকে জানতে হবে বিকাশ একাউন্ট কত ধরণের হয়।
বিকাশ অ্যাকাউন্ট অনেক ধরনের হয়, কিন্তু আমাদের জানার প্রয়োজন পড়ে এমন বিকাশ একাউন্টের সংখ্যা ৩ টি।
- ⇒বিকাশ পার্সোনাল একাউন্ট,
- বিকাশ এজেন্ট একাউন্ট,
- বিকাশ মার্চেন্ট একাউন্ট,
আমারা যারা সাধারণ ব্যাবহারকারী তাদের একটি বিকাশ পার্সোনাল একাউন্ট প্রয়োজন। কিন্তু আমরা আমাদের বিকাশ পার্সোনাল একাউন্ট থেকে টাকা পাঠাতে কয়েকটি মাধ্যম ব্যাবহার করতে পারি।
যেমন,
- পার্সোনাল টু পার্সোনাল সেন্ড মানি করা,
- পার্সোনাল থেকে এজেন্ট নম্বরে ক্যাশ আউট করা,
- বিকাশ পার্সোনাল থেকে মার্চেন্ট/ পেমেন্ট নম্বরে পেমেন্ট করা।
Above all, বিকাশ পার্সোনাল টু বিকাশ এজেন্ট একাউন্টে টাকা লেনদেন অনেক নিরাপদ। কেননা এতে ভুলের সম্ভাবনা অনেক কম।
বিকাশ পার্সোনাল একাউন্ট খোলার নিয়ম
আপনি এখন দুইভাবে বিকাশ খুলতে পারেন অনলাইনে এবং অফলাইনে।
ডিজিটাল রেজিস্ট্রেশন পদ্দতি Ekyc আশার পর এখন আপনি চাইলে মিনিটেই আপনার নিজের বিকাশ একাউন্ট একটিভ করতে পারেন।
অনলাইনে নিজে বিকাশ একাউন্ট খোলার নিয়ম
এখন আপনি নিজে নিজের বিকাশ একাউন্ট খুলতে চাইলে আপনার একটি স্মার্টফোন থাকতে হবে।
প্রয়োজনে আপনি অন্য কারো ফোন ব্যাবহার করেও একাউন্ট খুলতে পারেন। তবে এটা নিরাপদ নয়।
অনলাইনে নিজেই বিকাশ একাউন্ট খোলার নিয়ম অনুসরন করতে Bkash apps টি ডাউনলোড করে ইন্সটল করুন। এখন আপনি বিকাশ অ্যাপটি লগইন/ রেজিস্ট্রেশন বাটনে ট্যাব করুন।
Step 1#: বিকাশ একাউন্ট খোলার জন্য বিকাশ অ্যাপ চালু করুন।
Step 2#: রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করুন।
Step 3#: এখন আপনি যে নম্বরে বিকাশ একাউন্ট খুলতে চান ঐ নম্বরটি লিখুন। এবং অ্যাপে নিচের দিকে থাকা পরবর্তী বাটনে ট্যাব করুন।
Step 4#: আপনি যে অপারেটর নেটওয়ার্ক ব্যাবহার করছেন তা নির্বাচন করুন।
Step 5#: একটি এসএমএস এর মাধ্যমে আপনি একটি ভেরিফিকেশন কোড পাবেন। যে মোবাইল থেকে আপনি বিকাশ একাউন্ট খোলার চেষ্টা করছেন ঐ সেটে সিম ও অ্যাপ ইন্সটল করা থাকলে নিজেই তার ভেরিফিকেশন কোড ফিল করে নিবে।
Step 5#: তারপর আপনার NID CARD এর দুই দিকের ছবি তুলুন।
Step 5#: আপনার প্রয়োজনীয় তথ্য দিয়ে রবর্তী বাটনে ট্যাব করুন।
এখানে দেয়া তথ্য গুলি হচ্ছে আপনার পেশা, কর্ম, ধর্ম, অ্যাকাউন্ট তৈরির উদ্দেশ্য ইতাদি।
Step 5#: এখন আপনার ছবি তুলুন। ছবি তোলার জন্য যে জায়গাটিতে পর্যাপ্ত পরিমাণ আলো রয়েছে এমন একটি স্থান নির্ধারণ করুন। এবং চেষ্টা করুন আইডি কার্ডে আপনার যে ধরনের ছবির পজিশান রয়েছে ঠিক ঐভাবে অবস্থান নিতে। কোন কারনে ছবি উঠাতে সমস্যা হলে ১ থেকে ২ বার চোখের চোখ বন্ধ করে খোলার চেষ্টা করুন, ক্যামেরার সামনে থেকে।
এভাবেই নিজে নিজে ঘরে বসে বিকাশ একাউন্ট খোলার নিয়ম।
আরও পড়ুনঃ
বিকাশে বিদ্যুৎ বিল পরিশোধ করার নিয়ম | ঘরে বসে পল্লী বিদ্যুৎ বিল দিন
NOTE: বিকাশ থেকে বলা হচ্ছে এখন আপনি অ্যাপ থেকে বিকাশ অ্যাকাউন্ট খুললে ২৫০ টাকা পর্যন্ত বোনাস পেতে পারেন।
একটা nid দিয়ে কয়টি বিকাশ একাউন্ট খোলা যায় এবং খোলার নিয়ম
২০১৮ পর্যন্ত আপনি একটি nid card দিয়ে একধিক বিকাশ একাউন্ট চালু করতে পারতেন।
After that, বাংলাদেশ ব্যাংক নির্দেশনা অনুযায়ী এখন আপনি একটি জাতীয় পরিচয় পত্র ( NID ) দিয়ে একটি মোবাইল ব্যাংকিং সেবার একটি একাউন্ট খুলতে পারবেন।
NID দিয়ে বিকাশ একাউন্ট খুলতে আপনি বিকাশ এজেন্ট দের কাছে যেতে পারেন অথবা আপনি বিকাশ প্রদত কাস্টমার কেয়ারে ভিজিট করতে পাড়েন আপনার NID কার্ড নিয়ে।
এছাড়াও চেষ্টা করবেন বিকাশ ডিজিটাল রেজিস্ট্রেশন পয়েন্ট সমূহে যেতে, যেখানে NID কার্ড কপি ও চবির কোন প্রয়োজন নেই।
However, ছবি ছাড়াই শুধু NID আইডি কার্ড দিয়ে মিনিটেই আপনার বিকাশ একাউন্ট খোলা সম্বভ হয়ে যাবে।
জন্ম নিবন্ধন দিয়ে বিকাশ একাউন্ট খোলা
বন্ধুরা জন্ম নিবন্ধন দিয়ে বিকাশ একাউন্ট খোলা একটু ভিন্ন নিজ থেকে অথবা বিকাশ এজেন্ট পয়েন্ট থেকে হবে না। আপনাকে বিকাশ কাস্টমার কেয়ারে বা বিকাশ সার্ভিস সেন্টার যেতে হবে।
সাথে নিয়ে যেতে হবে এক কপি ছবি ও আসল জন্ম নিবন্ধন কপি।
See More Article
In conclusion,
নিজে নিজে ঘরে বসে বিকাশ একাউন্ট খোলার নিয়ম সম্পর্কে জানতে পেরেছেন বলে আশা করি। এই সম্পর্কে আরও জানার থাকলে কমেন্ট করুন।
JOIN KORUN AMADER FACEBOOK PAGE.
বিকাশ একাউন্ট খুললে কত টাকা বোনাস?
নিজের ঘরে বসে বিকাশ এপস ব্যবহার করে বিকাশ পার্সোনাল একাউন্ট খোলার মাধ্যমে বর্তমানে 150 টাকা পর্যন্ত একাউন্ট অপেনিং বোনাস পেতে পারেন।
মোবাইলে বিকাশ একাউন্ট খোলার নিয়ম?
মোবাইল দিয়ে বিকাশ একাউন্ট খোলার জন্য আপনার কাছে একটি স্মার্টফোন থাকতে হবে। প্রথমেই আপনার স্মার্টফোনে গুগল প্লে স্টোর থেকে বিকাশ অ্যাপটি ডাউনলোড ইনস্টল করে নিন। তারপর বিকাশ অ্যাপের নিচের অংশে থাকা রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করে পরবর্তী পদক্ষেপ গুলো অনুসরন করুন। মোবাইল দিয়ে বিকাশ একাউন্ট খোলার জন্য আপনার জাতীয় পরিচয় পত্রের প্রয়োজন হবে, জাতীয় পরিচয় পত্রের দুই দিকের ছবি স্ক্যান করুন।
একটা nid দিয়ে কয়টি বিকাশ একাউন্ট খোলা যায়?
পূর্বে একটি NID দিয়ে একাধিক বিকাশ পার্সোনাল একাউন্ট খোলা গেলেও বর্তমানে বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুসারে একটি ভোটার আইডি বা NID কার্ড ব্যবহার করে একটিমাত্র বিকাশ পার্সোনাল একাউন্ট খোলা সম্ভব।
অ্যাপ ছাড়া কি বিকাশ একাউন্ট খোলা যায়?
বিকাশ অ্যাপ ছাড়া বিকাশ এজেন্ট একাউন্ট খোলা সম্ভব। বিকাশ অ্যাপ থেকে নিজেই নিজের একাউন্ট খোলা যায়, তবে আপনার কাছে যদি অ্যাপ ব্যবহারের সুবিধা না থাকে তবে আপনি বিকাশ এজেন্ট পয়েন্ট গুলোতে ভিজিট করুন অথবা বিকাশ সার্ভিস সেন্টারে ভিজিট করে সহজেই বিকাশ একাউন্ট চালু করে নিতে পারেন।
বিডি অফার নিউজ ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন ।
বিডি অফার নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকুনঃ এখানে ক্লিক করুন ।
সকল সিমের অফার সম্পর্কে জানতে ভিজিট করুনঃ www.bdoffernews.com সাইট ।