How many bkash account can i open with 1 nid সম্পর্কে আজকে জানাবো আপনাদের। এখন বাংলাদেশের এক নম্বর মোবাইল ব্যাংকিং সেবা বিকাশ। প্রতিদিন হাজার হাজার নতুন বিকাশ একাউন্ট খোলা হচ্ছে। আবার অনেকেই তাদের পুরনো বিকাশ একাউন্ট নিয়ে সমস্যায় রয়েছেন।
বিকাশের তথ্য তথ্য মতে বর্তমানে বিকাশের গ্রাহক সংখ্যা পাঁচ কোটিরও বেশি।
Also read: বিকাশ সেন্ড মানি চার্জ
এই বিপুল সংখ্যক গ্রাহকের অনেকেরই সমস্যা থাকে যারা একের অধিক একাউন্ট খুলতে চান। যা বর্তমান বিকাশে সম্ভব নয়।
প্রথমে একটি nid দিয়ে আমরা একাধিক বিকাশ একাউন্ট খুলতে পারতাম। যতটি খুশি।
পরবর্তী সময় ঘোষনা করে যে একটি nid দিয়ে প্রতটি মোবাইল অপারেটরে একটি করে বিকাশ একাউন্ট খোলা যাবে।
how many bkash account can i open with 1 nid

পরবর্তীতে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী বিকাশ তার নিয়ম পরিবর্তন করে একজন গ্রাহক কে একটি বিকাশ একাউন্ট খোলার অনুমতি দেয়।
তবে এর পূর্বেই অনেক গ্রাহক বিভিন্ন সমস্যায় জর্জরিত বিকাশ একাউন্ট নিয়ে।
যাদের একটি স্মার্ট কার্ড রয়েছে এবং একটি পুরনো এনআইডি কার্ড রয়েছে।
তারা বুদ্ধি খাটিয়ে nid নাম্বার ভিন্ন হওয়ার কারণে একটি একটি দুইটি একাউন্ট খুলেছেন।
After that, বিকাশ যখন এই বিষয়টি লক্ষ্য করে তখন পুনরায় অনেক অ্যাকাউন্ট বন্ধ হয়ে যায়।
বিকাশ বিষয়টি লক্ষ্য করে, তাদের দুটি একাউন্ট থেকে একটি একাউন্ট রেখে একটি বন্ধ করে দিয়েছে।
তাই বর্তমানে আপনার স্মার্ট কার্ড এবং নরমাল আইডি কার্ড যেটাই থাকুক না কেন আপনি সব মিলিয়ে একটা nid দিয়ে একটি বিকাশ একাউন্ট খুলতে পারবেন।
আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন।
একটা nid দিয়ে কয়টি বিকাশ একাউন্ট খোলা যায়?
একটি nid দিয়ে শুধুমাত্র ১ টি বিকাশ একাউন্ট খোলা যায়। বর্তমানে এর বেশি খোলা সম্ভব নয়। যাদের আইডি কার্ড দিয়ে একাউন্ট খোলা আছে তারা আর কোন নতুন বিকাশ একাউন্ট খুলতে পারবেন না।
See More Article
বিকাশ একাউন্ট খুলতে nid কার্ড কেন লাগে?
বিকাশ ব্যাংকের মত আপনাকে সেবা দিয়ে থাকে তাই বিকাশ একাউন্ট খুলতে nid কার্ড কেন লাগে।
আমরা অনেকেই জানি বিকাশ একটি মোবাইল ব্যাংকিং সেবা।
ব্যাংকে আপনি ঠিক যেমন সেবা পেয়ে থাকেন, বিকাশ ও আপনাকে ব্যাংকিং সেবাই দিয়ে থাকে মোবাইলের মাধ্যমে।
তবে অনেকেই মনে করেন যে বিকাশ আর তেমন কি। মূলত এমনটা নয়।
আপনার আপনার টাকাকে সুরক্ষিত করতে এবং বিকাশের মূল অনার যার নামে বিকাশ তাকে খুঁজে পেতে সঠিক পদ্ধতি হচ্ছে এনআইডি দিয়ে বিকাশ খোলা। অনেকে বিষয়টিকে ঝামেলা মনে করলেও এটি সঠিক পদ্ধতি।
কেননা বর্তমানে বিকাশ ব্যবহার করে অনেক গ্রাহক হয়রানির শিকার।
মোবাইল থেকে টাকা চুরি হয়ে যাওয়া, ও বিভিন্ন সমস্যায় আপনাকে বিকাশ সঠিক সমাধান তখনই দিতে পারবে যখন বিকাশ করা সিমটি এবং বিকাশ একাউন্ট টি আপনার নিজের নামে হবে।
Also read: জিপি এসএমএস প্যাক
যদি বিকাশে আপনার নিজের নামে না হয় তবে আপনার সেবা নিতে বিড়ম্বনার শিকার হতে হবে।
তাই বিকাশের একটি এনআইডি দিয়ে একটি বিকাশ খোলার নিয়ম কে অনুসরন করুন নিজের নামে বিকাশ ব্যবহার করুন এবং সুরক্ষিত থাকুন। ধন্যবাদ……
আপনার nid দিয়ে একটি একাউন্ট থাকার কারণে নতুন একাউন্ট খুলতে পারছেন না?
আপনারা জানেন একটা nid দিয়ে কয়টি বিকাশ একাউন্ট খোলা যায়।
আপনার nid দিয়ে যদি একটি বিকাশ একাউন্ট খোলা থাকে তবে আপনি দ্বিতীয় একাউন্ট আপনার নামেই খুলতে পারবেন না।
কিন্তু আপনার চলমান একাউন্ট ব্যবহার করতে সমস্যা হলে বা ঐ সিমটি ব্যবহার করবেন না এমন হলে।
আপনি নতুন একটি বিকাশ একাউন্ট খুলতে পারবেন তবে আপনার পূর্বের একাউন্টটি ডিলিট বা বন্ধ করতে হবে।
For instance, পূর্বের একাউন্ট ডিলিট করার একধিক উপায় রয়েছে।
বিকাশ একাউন্ট ডিলিট করার নিয়ম
তবে প্রথমে আপনাকে বিকাশ একাউন্ট ব্যালেন্স ০ করে নিতে হবে বিকাশের অফিশিয়াল সাইট থেকে আপনি বিকাশ পার্মানেন্টলি ডিলিট করতে পারবেন।
In addition, বিকাশের সার্ভিস পয়েন্ট গুলোতে সরাসরি হাজির হয় আপনি আপনার বিকাশ একাউন্টটি বন্ধ করে নতুন আরেকটি বিকাশ একাউন্ট খুলতে পারবেন।
How many bkash account can I open with 1 nid?
In 2021 you can open 1 bkash account from your NID card. one id card one and more account, the old system is not working.
আড়ও পড়ুনঃ
In conclusion,
আশা করি, আপনি বুজতে পেরেছেন How many bkash account can i open with 1 nid. একটা nid দিয়ে কয়টি বিকাশ একাউন্ট খোলা যায় এই বিষয়ে আপনার ধারণা পরিস্কার বলে মনে করি।
ইন্টারনেট অফার, মিনিট অফার, এসএমএস অফার সম্পর্কে সবার আগে জানতে ফেসবুক পেজ জয়েন করুন।