Bkash Cash Out Charge | বিকাশ ক্যাশ আউট চার্জ কত ও লিমিট জানুন

Bkash Cash Out Charge কত টাকা বা বিকাশে হাজারে কত টাকা কাটে সম্পর্কে অনেকেই জানতে চান। বিকাশ ক্যাশ আউট চার্জ সম্পর্কে বিস্তারিত জানতে নিবন্ধনটি মনোযোগ সহকারে পড়া জরুরি। কেননা বাংলাদেশের সবথেকে বেশি ব্যাবহার করা মোবাইল ব্যাংকিং সেবা দাতা প্রতিষ্ঠন হল বিকাশ। বিকাশ অ্যাপ ক্যাশ আউট চার্জ এবং USSD code দিয়ে বিকাশ ক্যাশ আউট চার্জ ভিন্ন ভিন্ন। তাই আপনি যদি বিকাশ মোবাইল ব্যাংকিং ব্যাবহার করেন তবে bkash 1000 cash out charge কত? তা আপনাকে জানা দরকার।

দেশের প্রায় ৮০% মোবাইল ব্যাংকিং লেনদেন এখন বিকাশ এর মাধ্যমে হচ্ছে। দেশের প্রত্যন্ত অঞ্চলে , গ্রামেগঞ্জে বিকাশের চাহিদা লক্ষণীয়।

Above all, তাই আমরা আপনাদের বিকাশ চার্জ সম্পর্কে জানাতে আরও একটি পোস্ট নিয়ে হাজির হলাম। অনেকেই জানেন যে বিকাশ চার্জ হাজারে ২০ টাকা । আসলে তা নয়, বিস্তারিত জানতে সম্পূর্ণ পোস্ট পড়ুন।

Bkash cash out charge – Bkash cash out charge calculator ()

Bkash cash out charge | Bkash cash out charge calculator
Bkash cash out charge (বিকাশ ক্যাশ আউট চার্জ)

Bkash cash out charge is 1.85% using the Bkash USSD code *247#. If you use bkash mobile app you cash out and charge 1.75%.

ডিসকাউন্টে সকল সিমের মিনিট, ইন্টারনেট ও বান্ডেল অফার ক্রয় করতে DESH OFFER সাইটে ভিজিট করুন।

But, সর্বশেষ বিকাশ এর পক্ষ থেকে প্রকাশিত আপডেট অনুসারে বিকাশের খরচ কমানো হল বলে যে তথ্য প্রচার করা হচ্ছে তা অনেকটাই শুভঙ্করের ফাঁকি।

কেননা সর্বশেষ প্রকাশিত যে bkash cash out charge rate কম করা হয়েছে বলে প্রতারণা করছে তাতে দেখা যায় যে একজন গ্রাহক একটি এজেন্ট নাম্বার সেভ করার মাধ্যমে প্রতিমাসে ২৫ হাজার টাকা পর্যন্ত কম খরচে ( bkash charge 14.90 Taka) ক্যাশ আউট করতে পারবেন.

মূলত পূর্বে গ্রাহকরা কে কোন বিকাশ এজেন্ট নম্বরে বিকাশ অ্যাপ ব্যবহারের ১৭ টাকা ৫০ পয়সা করে ক্যাশ আউট চার্জে টাকা বের করতে পারতেন।

তবে বর্তমানে Bkash apps থেকে bkash cash out charge rate এবং ম্যানুয়ালি *২৪৭# ডায়াল করেও একই। 

বিকাশে হাজারে কত টাকা কাটে? bkash cash out charge calculator

আপনি যদি এমন প্রশ্ন করেন তবে আমি বলবো এখন bkash khoroch বিকাশ অ্যাপ এবং ম্যানুয়াল পদ্দতি ব্যাবহার করে একই।

আপনি যদি এজেন্ট নম্বর সেভ না করেন তবে আপনার bkash cash out rate 18.50 Taka পরবে।

শুধুমাত্র বিকাশ এজেন্ট নাম্বার সেভ করার মাধ্যমে আপনি হাজারে ১৪ টাকা ৯০ পয়সা বিকাশে ক্যাশ আউট চার্জ হারে টাকা বের করতে পারবেন।

তবে এখানেও গ্রাহকদের জন্য একটি শর্ত জুড়ে দিয়েছে বিকাশ কর্তৃপক্ষ যেকোনো একটি এজেন্ট নাম্বার সেভ করে নিতে হবে এবং ঐ এজেন্ট নম্বরে প্রতিমাসে সর্বোচ্চ ২৫ হাজার টাকা পর্যন্ত লিমিট থাকবে।

আপনি যদি নাম্বার পরিবর্তন করতে চান তবে পরবর্তী মাসে আপনাকে নাম্বার পরিবর্তন করতে হবে।

বিকাশ চার্জ হাজারে কত? বিকাশে ক্যাশ আউট খরচ

বিকাশ চার্জ হাজারে কত বিকাশে ক্যাশ আউট খরচ
বিকাশ চার্জ হাজারে কত? বিকাশে ক্যাশ আউট খরচ

প্রতি মাসে কত টাকা ১৪.৯০ পয়সা চার্জ তখনি কাটা হবে যখন আপনি একটি বিকাশ এজেন্ট নাম্বার সেভ করে নিবেন আপনার বিকাশে।

এছাড়া আপনি যদি বলেন বিকাশ চার্জ হাজারে কত? আমি বলবো বিকাশ চার্জ হাজারে ১৮.৫০ টাকা।

তাই বুঝতে পেরেছেন বিকাশ গ্রাহকদের কি পরিমান বিভ্রান্তির মধ্যে ফেলেছে এবং ব্যাপক প্রচারণা চালাচ্ছে বিকাশে ক্যাশ আউট খরচ কমল বলে।

That means Bkash charge for 1000 tk is 18.50. If you are saving a Bkash Agent on your Bkash personal account, then you can cash out up to 25000 Taka per month at a cost of 14.50 Taka.

In addition, বিকাশ ক্যাশ আউট চার্জ কত বা বিকাশে হাজারে কত টাকা কাটে এ নিয়ে আজকের পর আপনার কোন প্রশ্ন থাকবে না একজন সাধারন বিকাশ গ্রাহকের।

For instance, বিকাশ এটিএম ক্যাশ আউট চার্জ, Bkash apps ক্যাশ আউট চার্জ অ্যান্ড USSD code *২৪৭# দিয়ে বিকাশ ক্যাশ আউট ফ্রি কিছুটা আলাদা।

bkash 1000 tk charge – বিকাশ চার্জ হাজারে কত টাকা

বিকাশ ইউএসএসডি কোড ডায়াল করেও বিকাশ ক্যাশ আউট চার্জ ১৮.৫০ টাকা। এক্ষেত্রে বিকাশ ১.৮৫ শতাংশ চার্জ ক্যাশ আউট চার্জ করে থাকে।

Therefore, বিকাশ ক্যাশ আউট ফি USSD code *২৪৭# ডায়াল করে করলে ১৮.৫০ টাকা।

এই ক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে যে অ্যাপ রেজিস্ট্রেশন করা থাকলেও *247# কোড দিয়ে ক্যাশ আউট করেন, তবে আপনাকে এই চার্জ দিতে হবে।

Bkash cash out charge from app

Bkash cash out charge from app
Bkash cash out charge from app

বিকাশ অ্যাপ দিয়ে ক্যাশ আউট চার্জ ম্যানুয়ালি *২৪৭# দিয়ে করলে যেই চার্জ করা হয় তা থেকে ১ টাকা কম ছিল।

তবে বর্তমানে bkash cash out charge from app and USSD CODE *247# all are the same.

For instance, বিকাশ তাদের গ্রাহকদের অ্যাপ ব্যাবহারে উৎসাহিত করতে কিছুদিন Bkash app দিয়ে  বিকাশ ক্যাশ আউট চার্জ  রাখা হিয়েছিল ১৫ টাকা মাত্র।

এই বিকাশ অ্যাপ ক্যাশ আউট অফারটি এখন আর নেই ।

SO, Bkash apps cash out charge এখন ১৭.৫০ টাকা।

যা পূর্বে ১৮.৫০ ছিল , মাজে ৬ মাসের জন্য বিকাশ অ্যাপ দিয়ে ক্যাশ আউট চার্জে কিছুটা ছাড় দিয়ে ১৫ টাকা করা হয়ে ছিল।

After that, বিকাশ অ্যাপ ক্যাশ আউট খরচ বাড়িয়ে এখন ১৭.৫০ টাকা প্রতি হাজারে রাখা হচ্ছে। bkash 1000 cash out charge 18.50 Taka.

Bkash ATM cash Out charge

অনেক বিকাশ গ্রাহক জানেন না যে তারা এটিএম থেকেও বিকাশের টাকা তুলতে পারেন। এটিএম ক্যাশ আউট করে টাকা তুলতে রকেট সব থেকে জনপ্রিয় হলেও বিকাশ এটিএম ক্যাশ আউট সেবা দিচ্ছে।

For instance, Bkash cash out খরচ from atm অন্যান্য পদ্দতিতে থেকে পূর্বে বিকাশ ক্যাশ আউট খরচ থেকে বেশি থাকলেও বর্তমানে কম করা হয়েছে।

বিকাশ এটিএম ক্যাশ আউট চার্জ প্রতি হাজারে ১৪ টাকা করে কাটা হয়। বর্তমানে দেশের ২০ টির বেশি এটিএম শাখা থেকে আপনি সহজেই বিকাশের টাকা উত্তলন করতে পারবেন।

Bkash 1000 cash out charge

Cash out chargeTAKA
USSD Code * 247 #18.50 Taka
Bkash app cash out charge18.50 Taka
Bkash cash out charge From ATM14 Taka
Bkash Cash Out Charge from app and manually

bkash 500 tk cash out charge – বিকাশ ৫০০ টাকা ক্যাশ আউট চার্জ

bkash 500 tk cash out charge is 9.25 Taka. অর্থাৎ বিকাশ 500 টাকা ক্যাশ আউট চার্জ 9 টাকা 25 পয়সা।

Bkash cash out limit

অনেক বিকাশ গ্রাহক জানতে চান যে তিনি মাসে কত টাকা পর্যন্ত ক্যাশ আউট করতে পারবেন।

আবার অনেকে এও জানতে চান Bkash cash out limit per day কত টাকা এবং এক দিনে কতবার ক্যাশ আউট করা যায়।

SO, বিকাশ ক্যাশ আউট খরচ কত ? এর সাথে আপনাকে এও জানাবো Bkash daily cash out limit and Bkash monthly cash out limit সম্পর্কে।

বিকাশ ক্যাশ আউট লিমিট না জেনে প্রয়োজনের অনেক সময় আমরা বিকাশ থেকে স্বল্প পরিমাণ টাকা ক্যাশ আউট করে থাকি।

আরও অফার দেখুন

বিকাশ পার্সোনাল একাউন্ট লিমিট কত? বাড়লো বিকাশ লেনদেনের লিমিট

For instance, আপনার জানা দরকার যে আপনি দিনে কতবার ও কত টাকা পর্যন্ত বিকাশ থেকে ক্যাশ আউট করতে পারবেন।

তাছাড়া জানা প্রয়োজন যে বিকাশে মাসে কত টাকা ক্যাশ আউট করা যায় এবং সর্বোচ্চ কতবার করা যায়।

বিকাশ ক্যাশ আউট লিমিট ডেইলি ও মাসিক

Bkash cash out limitTotal TakaTransaction
Per day limit250005 টি
Monthly limit150,00025 টি
Bkash Cash Out Charge from daily and monthly

Bkash cash out limit per day

একদিনে আপনি আপনার বিকাশ পার্সোনাল একাউন্ট লিমিট থেকে সর্বোচ্চ ২৫০০০ টাকা ক্যাশ আউট করতে পারবেন।

এই টাকা প্রয়োজনে একবারে বা দিনে সর্বোচ্চ ৫ বার ক্যাশ আউট এর মাধ্যমে উত্তোলন করতে পারনে।

Above all, আপনাকে একটি কথা মনে রাখা দরকার যে দৈনিক ক্যাশ আউটের সাথে মাসিক ক্যাশ আউটের সম্পর্ক রয়েছে।

SO, আপনারা যারা বিকাশ পার্সোনাল একাউন্ট থেকে বেশি লেনদেন করেন তারা ছোট ছোট ক্যাশ আউট গুলি পরিহার করুন।

বিকাশ এজেন্ট ব্যবসা লাভ সুবিধা

মনে রাখুন, যদি আপনি দিনে ১০০০০ টাকার একটি ক্যাশ আউট করেন তারপররেও একই দিনে আপনার আরও ৪ টি ক্যাশ আউট রয়েছে যেখানে আপনি ১৫০০ টাকা পর্যন্ত করতে পারবেন।

Bkash monthly cash out limit

Personal Bkash account Limit আপনার মাসিক ক্যাশ আউটের সাথে জড়িত। Personal Bkash account monthly Limit 150,000 taka.

এই এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা আপনি যদি আপনি ক্যাশ আউট করে তুলতে চান তবে আপনি সর্বোচ্চ ২০ বারে এবং সর্বোচ্চ ২৫০০০ টাকা প্রতি ট্রানজেকশনে তুলতে পারবেন।

For instance, ক্যাশ আউট করতে পারবেন মাসে ২০ বার ( ১৫০০০০/২০=৭৫০০ ) মানে আপনার প্রতিটি ক্যাশ আউট ৭৫০০ টাকা করে গড়।

এখন আপনার লেনদেনের পরিমাণ অনুসারে বিকাশ ক্যাশ আউট করুন।

NOTE: যদি আপনি একটি ক্যাশ আউট ট্রানজেকশনে ৫০০ টাকা করেন তবে আপনার দৈনিক লিমিট থেকে একটি এবং মাসিক লিমিট থেকে একটি ট্রানজেকশন কাউন্ট হবে।

SEE MORE:

নগদ একাউন্ট হালনাগাদ করার নিয়ম | নিজেই নগদ একাউন্ট ঠিক করুন

In conclusion,

এই পোস্ট Bkash cash out charge আপনার উপকারে আশে তবে এই পোস্ট করা ধন্য। However, bkash app cash out fee সম্পর্কে আপনার আরও কিছু জানার থাকলে কমেন্ট করুন।

যদি রবি মিনিট কেনার কোড সম্পর্কে এখান থেকে জানতে পারেন। টেলিকম অফার, মোবাইল ব্যাংকিং সম্পর্কে জানতে, আমাদের Facebook page জয়েন করুন।

Bkash cash out charge fee

বিকাশ থেকে ফ্রি ক্যাশ আউট করা কখনোই সম্ভব নয়। bkash cash out charge fee is 1.85% form dial code *247#. 

আপনার কাছে যদি বিকাশ অ্যাপ থেকে তবে আপনি পূর্বে ১৭.৫০ টাকা খরচে ক্যাশ আউট করতে পারলেও এখন আপনার খরচ হচ্ছে ১৮.৫০ টাকা। 

Bkash cash out charge calculator – Bkash cash out charge rate

বিকাশ ক্যাশ আউট চার্জ ক্যালকুলেটর ব্যাবহার করার কি দরকার আপনি জেনে নিন বিকাশ আপনার কাছ থেকে ১.৮৫% টাকা ক্যাশ আউট চার্জ করে থাকে। 

Bkash cash out charge from app

বন্ধুরা পূর্বে বিকাশ অ্যাপ ব্যাবহার করে ক্যাশ আউট চার্জ ছিল ১৭.৫০ টাকা। বিকাশে প্রিয় এজেন্ট নাম্বার পদ্দতি চালু হওয়ার পর এখন প্রিয় এজেন্ট ছাড়া খরচ ১৮.৫০ টাকা।

Bkash cash out charge from agent is 18.50 Taka per thousand. Bkash cash out charge per thousand is 18.50 Tk.

বিকাশ ক্যাশ আউট সম্পর্কে কিছু প্রশ্ন ও উত্তর 

বিকাশ ক্যাশ আউট চার্জ কত টাকা?

বিকাশ ক্যাশ আউট চার্জ শতকরা ১.৮৫%, অর্থাৎ বিকাশ ক্যাশ আউট চার্জ প্রতি হাজারে ১৮.৫০ টাকা।

বিকাশে হাজারে কত টাকা কাটে?

বিকাশে হাজারে ১৮.৫০ টাকা কাটে। তবে আপনি বিকাশ প্রিয় এজেন্ট নাম্বার সেভ করার মাধ্যমে প্রতি হাজারে ১৪.৯৯ টাকা খরচে ক্যাশ আউট করতে পারবেন।

bkash 1000 tk charge?

bkash 1000 tk charge 18.50 Taka.

bkash 500 tk cash out charge?

bkash 500 tk cash out charge is 9.25 Taka.

বিকাশে ৫০০ টাকায় খরচ কত টাকা?

বিকাশে ৫০০ টাকায় খরচ ৯ টাকা ২৫ পয়সা।

কমদামে মিনিট, ইন্টারনেট ও বান্ডেল অফার কিনতে ভিজিট করুনঃ এখানে ক্লিক করুন
বিডি অফার নিউজ ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন
বিডি অফার নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকুনঃ এখানে ক্লিক করুন
সকল সিমের অফার সম্পর্কে জানতে ভিজিট করুনঃ www.bdoffernews.com সাইট ।

Leave a Comment