বিকাশে বিদ্যুৎ বিল পরিশোধ করার নিয়ম | ঘরে বসে পল্লী বিদ্যুৎ বিল দিন

Bkash Pay Bill service ব্যাবহার করে বিকাশে বিদ্যুৎ বিল পরিশোধ করার নিয়ম সম্পর্কে জানতে চান। আপনি যদি নিয়মিত বিকাশ ব্যবহার করেন তবে আপনি সহজেই আপনার ঘরের বিদ্যুতের বিল বিকাশের মাধ্যমে পরিশোধ করতে পারেন। কথাটি এখন অনেকে জানেন এবং জানা সত্ত্বেও কিভাবে বিকাশ থেকে বিদ্যুৎ বিল পে করতে হয় না জানার কারনে ইচ্ছা থাকা সত্ত্বেও অনেকে বিল পে করতে পারেন না। 

এক সময় লোকেরা তাদের আর্থিক লেনদেন ( বিল প্রদান, টাকা পাঠানো, টাকা ক্যাশ করতে) সম্পূর্ণ করার জন্য ব্যাংক গুলিতে ভির জমাতো। বিল পরিশোধ করার জন্য লাইনে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করা ছাড়া গ্রাহকদের কিছুই করার ছিল না। 

পরবর্তীতে লোকেরা ইন্টারনেট ব্যাংকিং সেবা ব্যবহার করে ঘরে বসে বিল সহ নান বিধি আর্থিক লেনদেন সম্পন্ন করার চেষ্টা করেছে। 

বর্তমানে মোবাইল ব্যাংকিং সেবা শুরু হওয়ার পর লোকেদের নানা কাজে বিশেষ গতি পায়। কেননা বর্তমানে চলেছে মোবাইল ব্যাংকিং সেবার যুগ।

বাংলাদেশের চলমান মোবাইল ব্যাংকিং সেবা সমূহের মধ্যে অন্যতম একটি নাম বিকাশ। বিকাশ থেকে আর্থিক লেনদেন, বিদ্যুৎ বিল পরিশোধ থেকে শুরু করে মোবাইল রিচার্জও এখন করা যায় এই মোবাইল ব্যাংকিং সেবার মাধ্যমে। 

ডিসকাউন্টে সকল সিমের মিনিট, ইন্টারনেট ও বান্ডেল অফার ক্রয় করতে DESH OFFER সাইটে ভিজিট করুন।

ভিন্ন ভিন্ন সংস্থার বিদ্যুৎ বিল প্রধানের পদ্ধতি কিছুটা ভিন্ন ভিন্ন। আপনি আমাদের দেখান পদ্দতি অনুসরণ করে বাংলাদেশে চলমান সকল প্রকার বিদ্যুৎ মিটারের বিল দিতে পারবেন।

তবে এখানে আমরা আপনাদের বিকাশে পল্লী বিদ্যুৎ বিল পরিশোধ করার নিয়ম সম্পর্কে জানানোর চেষ্টা করব। পল্লী বিদ্যুৎ মিটার রিচার্জ পদ্দতি দুই ধরনের, একটি হচ্ছে পোস্টপেইড মিটার রিচার্জ এবং অন্যটি হচ্ছে প্রিপেইড মিটার রিচার্জ। পল্লী বিদ্যুৎ থেকে এখন আপনি উভয় ধরনের মিটার রিচার্জ করতে পারবেন।

অনলাইনে পল্লী বিদ্যুৎ বিল পরিশোধের সুযোগ দিচ্ছে বাংলাদেশে অনেক প্রতিষ্ঠান। তবে এই পোস্টে আমরা আপনাদের বিকাশ থেকে অনলাইনে পল্লী বিদ্যুৎ বিল পরিশোধ করার নিয়ম জানাবো। 

বিকাশে বিদ্যুৎ বিল পরিশোধ করার নিয়ম | অনলাইনে পল্লী বিদ্যুৎ বিল পরিশোধ

বিকাশের মাধ্যমে বিদ্যুৎ বিল পরিশোধ করার সহজ উপায় হচ্ছে বিকাশ অ্যাপ ব্যবহার করা। তবে আপনি করবেন না এখানে আমাদের বাটন সেট ব্যবহার করে কিভাবে পল্লী বিদ্যুৎ মিটার রিচার্জ করতে হয় তাও জানানো হবে।  

একই পদ্দতি অনুসরণ করে অন্য সকল বিদ্যুৎ মিটার রিচার্জ করতে পারবেন। 

বিকাশে প্রিপেইড বিদ্যুৎ বিল পরিশোধ করার নিয়ম

বর্তমান সময়ে প্রিপেইড বিদ্যুৎ মিটার (Prepaid biddut meter) দয়া হচ্ছে বাংলাদেশের নানা প্রান্তে। পল্লী বিদ্যুৎ এর সকল গ্রাহকদের গ্রাহককে পল্লী বিদ্যুৎ প্রিপেইড মিটারের  আওতায় আনা হবে বলে ঘোষণা করা হয়েছে।

এই পদ্ধতিতে আপনাকে মোবাইল রিচার্জের মত আপনার পল্লী বিদ্যুৎ প্রিপেইড মিটারে টাকা রিচার্জ করতে হবে অতঃপর আপনার ঘরে বিদ্যুৎ চলবে।  আপনার মিটারে টাকা না থাকলে আপনার সংযুক্তি স্লো হয়ে যাবে।

এখন বিকাশে বিদ্যুৎ বিল পরিশোধ করার একাধিক নিয়ম রয়েছে। এছাড়াও আপনি অনেকগুলো পদ্ধতি ব্যবহার করতে পারেন তার মধ্যে অন্যতম এছাড়াও গ্রামীণফোনেরGpay থেকেও  বিকাশে বিদ্যুৎ বিল পরিশোধ করার নিয়ম

বিকাশে পোস্টপেইড বিদ্যুৎ বিল পরিশোধ করার নিয়ম

বিকাশে পোস্টপেইড বিদ্যুৎ বিল পরিশোধ করার নিয়ম
বিকাশে পোস্টপেইড বিদ্যুৎ বিল পরিশোধ করার নিয়ম

আপনি বিকাশে পোস্টপেইড ( কাগজের বিল )  বিদ্যুৎ বিল পরিশোধ করতে বিকাশ অ্যাপ এবং বিকাশ ইউএসএসডি কোড ব্যাবহার করতে পারেন। ইউএসএসডি কোড পদ্দতি কিছুটা জটিল।

তাই আপনার কাছে একটি স্মার্টফোন থাকলে বিকাশ অ্যাপ থেকে বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারেন সহজে।

বিকাশ মোবাইল ব্যাংকিং সেবা কার্যক্রম আপনাকে বিভিন্ন সেবা গ্রাহকের হাতের মুঠোয় নিয়ে আসতে এবং আমাদের জীবনকে একদম সহজ করে তুলতেই নতুন নতুন সেবা নিয়ে হাজির হচ্ছে।

তারই ধারাবাহিকতায় বিকাশ (bkash) নিয়ে এসেছে ‘পে বিল’ সার্ভিস। আপনার অনলাইনে পল্লী বিদ্যুৎ বিল পরিশোধ করতে আর কষ্ট করতে হবে না। এখন ‘Pay Bill’ সার্ভিস-এর মাধ্যমে ঘরে বসেই online palli bidyut bill বিকাশ করুন দিনের যেকোনো সময়। 

আরও পড়ুনঃ

Bkash Cash Out Charge

Bkash Ekyc App Download Link

বিকাশ পে বিল অফার দিচ্ছে এখন গ্রাহকদের। এই বিষয়ে আপনি বিস্তারিত জানতে পারবেন অন্য আরও একটি পোস্টে। 

সরাসরি বিকাশে বিদ্যুৎ বিল দেওয়ার নিয়ম: 

  • বিকাশে বিদ্যুৎ বিল পরিশোধ করার নিয়ম অনুসরন করতে প্রথমে আপনার বিকাশ একাউন্ট থেকে *২৪৭# ডায়াল করুণ।
  • এখন আপনি বিকাশ মেনু লিস্টে থাকা ৬ নাম্বর অপশান “পে বিল” (Pay Bill) সিলেক্ট করুন। 
  • আপনি কাগজের বিল দিতে চাইলে 1. Electricity (Postpaid) সিলেক্ট করুন। 
  • তারপর ১ চেপে Palli Bidyut (Postpaid) সিলেক্ট করুন।
  • তারপর 2. Make Payment সিলেক্ট করুন।
  • 1 চেপে Input SMS A/C NUMBER  ( এসএমএস একাউন্ট নাম্বার) সিলেক্ট করুন। 
  • এখন কাগজের পল্লিবিদ্যুৎ বিলে উল্লেখিত ‍এসএমএস নিাম্বারটি দেন।
  • বিলের মাস ও বছর দিন।
  • পল্লিবিদ্যূত বিলে উল্লেখিত বিলের ( টাকা ) পরিমান আপনার মোবাইল স্ক্রিনে প্রদর্শিত হবে।
  • আপনার বিকাশ Pin number দিয়ে সাবমিট করলেই বিল (bill) দেওয়া হয়ে যাবে। 

আপনার কাজ শেষ।

এখন আপনার মোবাইল ফোনে দুইটি এসএমএস আসবে। প্রথম এসএমএস টি আপনার Request গ্রহণ করা হয়েছে তা জানাতে এবং দ্বিতীয়টিতে আপনার bill পরিশোধ সম্পন্ন হয়েছে জানিয়ে একটি TRX ID ( ট্রানজেকশন আইডি) লেখা থাকবে।

এখন আপনি সেই ট্রানজেকশন আইডি নাম্বার টি আপনার পরিশোধ করা পল্লী বিদ্যুৎ বিলের ( যে মাসের বিলের পরিশোধ করেছেন) উপর পরিশোধের তারিখ সহ লিখে রাখুন।

একজন Bkash গ্রাহক এক মাসে সর্বোচ্চ পাঁচবার পল্লী বিদ্যুৎ বিল প্রদান করতে পারবেন।

বিদ্যুৎ বিল বিকাশে দেয়ার পূর্বে একাউন্টের এসএমএস নম্বরটি ভালোভাবে দেখে নিন।

আরও পড়ুনঃ

বিকাশে টাকা পাঠানোর নিয়ম

Bkash To Bank Transfer System

প্রত্যেক পল্লী বিদ্যুৎ কাস্টমার Bill copy কিংবা সংশ্লিষ্ট কাগজপত্রে উল্লিখিত ৬ ডিজিটের কাস্টমার আইডি নাম্বার দিয়ে Bkash ব্যাবহার করে Pay bill ট্রানজেকশন করতে পারবেন।

বিকাশ অ্যাপ থেকে পোস্টপেইড বিদ্যুৎ বিল পরিশোধ করার নিয়ম

বিকাশ অ্যাপ থেকে পোস্টপেইড বিদ্যুৎ বিল পরিশোধ করার নিয়ম
বিকাশ অ্যাপ থেকে পোস্টপেইড বিদ্যুৎ বিল পরিশোধ করার নিয়ম

পল্লী বিদ্যুৎ মিটার বিল পরিশোধ করার জন্য আপনার কাছে একটি অ্যান্ড্রয়েড সেট থাকতে হবে এবং মোবাইলে বিকাশ অ্যাপ ইন্সটল করে লগইন করতে হবে। 

  • বর্তমানে বিকাশের মেনু লিস্টের 6 নম্বরে থাকা পে বিল (pay bill)) সার্ভিস  নির্বাচন করুন।
  • তারপর বিদ্যুৎ (Electricity) নির্বাচন করুন। 
  • Palli Bidyut (Postpaid) সিলেক্ট করুন।
  • এখন বিলের মাসটি মিলিয়ে নিন এবং এসএমএস অ্যাকাউন্ট নাম্বার দিন। (Enter SMS account number).  
  • পল্লী বিদ্যুৎ বিলে উল্লেখিত বিলের ( টাকা ) পরিমান আপনার মোবাইল স্ক্রিনে প্রদর্শিত হবে।
  • আপনার বিকাশ পিন দিয়ে সাবমিট করলেই বিল (bill) দেওয়া হয়ে যাবে। 

আপনি চাইলে উল্লেখিত নিয়মে আপনি আপনার নিজের কাগজের ট্রানজেকশন আইডি টি লিখে রাখতে পারেন বেচারীকে আপনি বিদ্যুৎ বিল পরিশোধ করেছেন।

বিকাশে প্রিপেইড বিদ্যুৎ বিল পরিশোধ করার নিয়ম

বিকাশে প্রিপেইড বিদ্যুৎ বিল পরিশোধ করার নিয়ম
বিকাশে প্রিপেইড বিদ্যুৎ বিল পরিশোধ করার নিয়ম
  • বিকাশ থেকে পল্লী বিদ্যুৎ প্রিপেইড মিটার বিল পরিশোধ করতে আপনাকে পোস্টপেইড বিলের যায়গায় প্রিপেইড বিল নির্বাচন করতে হবে।
  • প্রিপেইড মিটার বিল দিতে আপনাকে আপনারা মিটার কার্ডের নম্বর লিখতে হবে এবং আপনার মোবাইল নম্বর দিতে হবে। 
  • আপনার মোবাইলে একটি টোকেন নম্বর চলে আসবে।
বিকাশ অ্যাপ থেকে prepaid বিদ্যুৎ বিল পরিশোধ করার নিয়ম
  • বিকাশ APPs থেকে পল্লী বিদ্যুৎ প্রিপেইড মিটার বিল পরিশোধ করতে আপনাকে প্রিপেইড বিল নির্বাচন করতে হবে।
  • তারপর আপনারা মিটার কার্ডের নম্বর লিখতে হবে।
  • প্রিপেইড মিটার টোকেন পেতে আপনাকে আপনার মোবাইল নম্বর দিতে হবে। আপনার মোবাইলে একটি টোকেন নম্বর চলে আসবে। পল্লী বিদ্যুৎ প্রিপেইড মিটার কোন নম্বরে ২০ টি সংখ্যা থাকে।
  • টোকেন নম্বরটি আপনারা মিটারে মোবাইল রিচার্জ কার্ডের মত ডায়াল করতে হবে।

আরও পড়ুনঃ

বিকাশে বিদ্যুৎ বিল পরিশোধ করার নিয়ম FAQS

অনলাইনে পল্লী বিদ্যুৎ বিল পরিশোধ করবো কিভাবে?

বিকাশ থেকে এখন আপনি ঘরে বসে অনলাইনে পল্লী বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন।

বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধের নিয়ম কি?

প্রিয় পল্লী বিদ্যুৎ গ্রাহক আপনার যদি বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ করতে হয় তবে আপনি অবশ্যই ব্যাংককে অথবা পল্লী বিদ্যুৎ অফিসে গিয়ে দিবেন। বিকাশ থেকে কখনো বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধে করবেন না। সমস্যা হওয়ার সম্ভাবনা নেই।

বিদ্যুৎ বিল দেখার নিয়ম কি?

আপনার বিদ্যুৎ বিল দেখার নিয়ম হচ্ছে আপনি সরাসরি বিদ্যুৎ অফিস যোগাযোগ করুন। আপনি চাইলে বিকাশ থেকেও বিদ্যুৎ বিল দেখতে পারেন।

উপসংহার

আশা করি আপনি Bkash Pay Bill service ব্যাবহার করে বিকাশে বিদ্যুৎ বিল পরিশোধ করার নিয়ম সম্পর্কে জানতে পেরেছেন।

আপনি যদি নিয়মিত বিকাশ ব্যবহার করেন তবে আপনি বিকাশের মাধ্যমে অনলাইনে পল্লী বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন।

মোবাইল ব্যাংকিং ও টেলিকম অফার সম্পর্কে রেগুলার উপডেট জানতে জয়েন করুন আমাদের ফেসবুক পেজ। 

কমদামে মিনিট, ইন্টারনেট ও বান্ডেল অফার কিনতে ভিজিট করুনঃ এখানে ক্লিক করুন
বিডি অফার নিউজ ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন
বিডি অফার নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকুনঃ এখানে ক্লিক করুন
সকল সিমের অফার সম্পর্কে জানতে ভিজিট করুনঃ www.bdoffernews.com সাইট ।

Leave a Comment