Bkash Agent Registration System | বিকাশ এজেন্ট একাউন্ট খোলার নিয়ম

Bkash agent registration পদ্ধতি সম্পর্কে আজকে আপনাদের জানাবো। বিকাশ ব্যবসা করার জন্য অনেকেই এখন বিকাশ এজেন্ট একাউন্ট খোলার নিয়ম সম্পর্কে জানতে চান। আমি গত ৬ বছর যাবৎ bkash agent number পরিচালনা করছি এবং বিকাশের সাথে ব্যবসা করছি তাই এই সম্পর্কে আপনাদের পরিষ্কার ধারণা দিতে পারব। 

bkash agent profit সম্পর্কে পূর্বে একটি পোস্টে আপনাদের আলোচনা করেছিলাম অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন বিকাশ এজেন্ট খোলার নিয়ম সম্পর্কে।

এজেন্ট ব্যাংকিং এর মতোই মোবাইল ব্যাংকিং সেবা সমুহ এর এজেন্ট পয়েন্ট গুলো বেশ জনপ্রিয় হয়ে উঠেছে মূলত গ্রাহকবান্ধব সেবা গ্রাহকের কাছে খুবই স্বল্প সময়ে এবং নিরাপদে পৌঁছে দেওয়ার কারনে।

Bkash Agent Registration System | বিকাশ এজেন্ট একাউন্ট খোলার নিয়ম

বিকাশ এজেন্ট একাউন্ট খোলার নিয়ম
বিকাশ এজেন্ট একাউন্ট খোলার নিয়ম

আপনি দেশের বর্তমান এজেন্ট পয়েন্ট গুলির দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন কোনো না কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানে অথবা কোন না কোন দোকানে বিকাশ এজেন্ট সিম গুলো চলছে।

ডিসকাউন্টে সকল সিমের মিনিট, ইন্টারনেট ও বান্ডেল অফার ক্রয় করতে DESH OFFER সাইটে ভিজিট করুন।

 আপনি চাইলেই ঘরে বসে বিকাশ এজেন্ট সিম পরিচালনা করতে পারবেন না।

তাই আপনাকে একটি নির্দিষ্ট ব্যবসাপ্রতিষ্ঠান বা দোকান নিতে হবে বিকাশ এজেন্ট পরিচালনা করার জন্য। 

  • একটি বিকাশ এজেন্ট সিম খোলার জন্য প্রথমেই আপনাকে একটি দোকান চালু করতে হবে। 
  • দোকানের নাম নির্ধারণ করে একটি ট্রেড লাইসেন্স তৈরি করতে হবে। 
  • তারপর একটি টিন সার্টিফিকেট তৈরি করতে হবে। 

Bkash Agent Registration System এর পরবর্তী ধাপে আপনাকে বিকাশ এস আর এর সাথে যোগাযোগ করতে হবে। 

তবে আপনার এরিয়ায় যদি বিকাশ SR নিয়মিত না আসে তবে আপনার আশেপাশে যেখানে বিকাশ এজেন্ট দোকান রয়েছে ঐখানে যোগাযোগ করুন।

তাদের কাছ থেকে যদি আপনি সদুত্তর না পান তবে অবশ্যই আপনার নিকটস্থ বিকাশ ডিস্ট্রিবিউশন হাউজের যেতে পারেন। 

অথবা আপনি বিকাশের অফিশিয়াল ওয়েবসাইটে বিকাশ এজেন্ট সিম নেওয়ার জন্য আবেদন করতে পারেন।

এছাড়াও আপনি বিকাশ কাস্টমার কেয়ার হেল্পলাইন নাম্বারে কন্টাক করার মাধ্যমে আপনার এলাকার নিকটস্থ ডিসট্রিবিউশন হাউজের অবস্থান সম্পর্কে জেনে তাদের সাথে যোগাযোগ করার মাধ্যমে কাগজ জমা দিতে হবে।

এজেন্ট ব্যাংকিং কিভাবে নিতে হয় – বিকাশ এজেন্ট একাউন্ট খোলার নিয়ম (বিকাশ এজেন্ট রেজিস্ট্রেশন করার নিয়ম)

উপরে উল্লেখিত আলোচনা থেকে আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন বিকাশ এজেন্ট নেওয়ার জন্য প্রাথমিক জিনিস গুলো কি কি?

সেইসাথে আপনাকে আরও জানাচ্ছি এখানে আপনাকে কিছু জিনিস লক্ষ্য রাখতে হবে।

সেটা হচ্ছে আপনি যদি আপনার নিজের নামে বিকাশ এজেন্ট চালু করতে চান তবে অবশ্যই ট্রেড লাইসেন্সে আপনার ভোটার আইডি কার্ডের নামের সাথে মিল রেখে হুবহু ট্রেড লাইসেন্স তৈরি করতে হবে।

একই সাথে টিন সার্টিফিকেট এর রেজিস্ট্রেশন করার সময় ও একই নামো আইডি কার্ড ব্যবহার করতে হবে।

এই তথ্যগুলি মনে রাখলে Bkash Agent Registration করতে আপনি সহজেই বিকাশ এজেন্ট জন্য আবেদন করতে পারবেন।

আরও পড়ুনঃ

বিকাশ পার্সোনাল একাউন্ট লিমিট কত? বাড়লো বিকাশ লেনদেনের লিমিট

Bkash agent number –  বিকাশ এজেন্ট নম্বর

আপনি যে কোন নম্বর কে বিকাশ এজেন্ট হিসাবে বাছাই করতে পারেন। 

তবে এখানে আমি আপনাকে দীর্ঘদিন থেকে বিকাশ এজেন্ট ব্যবহারের অভিজ্ঞতা থেকে বলছি আপনাকে অবশ্যই একটি ভালো নাম্বার নির্বাচন করা জরুরি।

এর মূল কারণ হচ্ছে আপনার নাম্বারটি গ্রাহকের যত তাড়াতাড়ি সম্ভব মুখস্থ হবে আপনার গ্রাহক সংখ্যা বাড়ার সম্ভাবনা ততই বেশি।

এছাড়াও বিভিন্ন গ্রাহককে ফোন কলের মাধ্যমে bkash agent number দিতে হয় লেনদেনর কাজে।

তাই আপনি যদি একটি ভাল নাম্বার পছন্দ করেন তবে অবশ্যই নাম্বারটি বলে অন্যকে দিতে আপনার কোন সমস্যার সম্মুখীন হতে হবে।

আপনি বিকাশ এজেন্ট খোলার জন্য যে বিকাশ এজেন্ট নাম্বার টি নির্বাচন করবেন ওই নাম্বারে পূর্বে থেকে কোন ধরনের বিকাশ পার্সোনাল একাউন্ট খোলা থাকলে সেই সিম টি বিকাশ এজেন্ট এর জন্য গ্রহণযোগ্য হবে না।

তাই আপনাকে বিকাশ এজেন্ট নাম্বার হিসেবে একদম নতুন একটি সিম নির্বাচন করাই উত্তম বলে আমি মনে করি। 

বিকাশ এজেন্ট হওয়ার নিয়ম

আশাকরি এতক্ষণে আপনি বিকাশ এজেন্ট হওয়ার নিয়ম সম্পর্কে জানতে পেরেছেন।

যেহেতু আমি এখানে Bkash Agent Registration System  সম্পর্কে আপনাদের জানাতে চলেছি তাই আবারও একটি চেকলিস্ট দিচ্ছি যে চেকলিস্ট গুলো অনুসরণ করে আপনি সহজেই বিকাশ এজেন্ট নিতে পারেন।

  • প্রথমত  আপনার একটি ব্যবসা প্রতিষ্ঠান থাকতে হবে। সরকার অনুমোদিত যেকোন ধরনের ব্যবসা হতে পারে। 
  • উক্ত ব্যবসা প্রতিষ্ঠান একটি ট্রেড লাইসেন্স থাকতে হবে।
  • ট্রেড লাইসেন্স যেই নামে রয়েছে সেই নামের একটি টিন সার্টিফিকেট থাকতে হবে।
  • যে নামে বিকাশ এজেন্ট একাউন্ট খুলতে চান ওই ব্যক্তির ভোটার আইডি কার্ডের নামের সাথে ট্রেড লাইসেন্স ও টিন সার্টিফিকেট এর মিল থাকতে হবে।
  • বিকাশ এজেন্ট গ্রহীতার দুই কপি পাসপোর্ট সাইজের ছবি জমা দিতে হবে।
  • একটি মোবাইল নাম্বার নির্বাচন করতে হবে যে নাম্বারটিতে এখনো কোনো ধরনের বিকাশ একাউন্ট খোলা নেই। 

উল্লেখিত কাগজপত্র গুলো আপনার কাছে থাকলে Bkash Agent Registration করার জন্য আপনি বিকাশ SR এর সাথে অথবা সুপারভাইজারের সাথে অথবা সরাসরি বিকাশ অফিসে যোগাযোগের মাধ্যমে কাগজপত্রগুলো জমা দিতে পারেন।

আরও পড়ুনঃ

নগদ একাউন্ট হালনাগাদ করার নিয়ম | নিজেই নগদ একাউন্ট ঠিক করুন

Bkash Agent Registration charge – বিকাশ এজেন্ট হতে কত টাকা লাগে

বিকাশ এজেন্ট হতে কত টাকা লাগে এমন প্রশ্ন এখন অনেক নতুন বিকাশ এজেন্ট সিম নিতে চান প্রার্থীদের মনে।  

তবে আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে বিকাশ এজেন্ট রেজিস্ট্রেশন করতে আপনাদের কাছ থেকে বিকাশ কোন ধরনের চার্জ নিয়ে থাকে না।

আপনাদের বলতে পারি বিকাশ এজেন্ট হতে হলে টাকা লাগে না এটা একদমই ফ্রি।

শুধুমাত্র আপনার কাছে বিকাশ এজেন্ট নেওয়ার জন্য পর্যাপ্ত কাগজপত্র থাকলেই চলবে।

Bkash agent commission rate – বিকাশ এজেন্ট কমিশন

বিকাশ এজেন্টের প্রতি হাজারে ৪ টাকা ১০ পয়সা কমিশন দিয়ে থাকে।

অর্থাৎ আপনি যদি বিকাশ এজেন্ট সিম থেকে ১০০০ টাকা বিক্রি করেন তবে বিকাশ আপনাকে ৪ টাকা ১০ পয়সা কমিশন হিসাবে আপনার একাউন্টে জমা করে দিবে।

সেই হিসেবে আপনি যদি ১০ হাজার টাকা বিক্রি করেন তবে আপনার একাউন্টে ৪১ টাকা বিকাশ কমিশন হিসেবে যুক্ত করে দিবে। 

এক্ষেত্রে অনেকের মনে প্রশ্ন থাকতে পারে একজন সাধারন গ্রাহককে ১০০০ টাকা পাঠানোর জন্য ২০ টাকা খরচ দিতে হয় এটা কিভাবে হয়।

মূলত বিষয়টি হচ্ছে একজন গ্রাহক যখন একটি বিকাশ এজেন্ট কে বলেন যে তিনি একহাজার টাকা পাঠাতে চাচ্ছেন খরচসহ তখন উক্ত এজেন্ট তাকে ১০২০ টাকা দেওয়ার জন্য অনুরোধ করে এবং গ্রাহকের দেয়া ১০২০ টাকাই উক্ত গ্রাহকের প্রদত্ত নাম্বারে সেন্ড করে থাকে।

এখানে এজেন্টের কম নেওয়ার কোনো সুযোগ নেই, এজেন্ট সরাসরি বিকাশ কোম্পানির কাছ থেকে ৪.১০ পয়সা কমিশন পাবে তার লেনদেনটি সফলভাবে সম্পন্ন হওয়ার পর।

একই ক্ষেত্রে যদি কোন গ্রাহক বিকাশ এজেন্টের কাছে 10000 টাকা খরচ সহ পাঠানোর জন্য অনুরোধ করে তবে উক্ত এজেন্ট গ্রাহককে 10200 টাকা দেওয়ার জন্য অনুরোধ করে এবং গ্রাহকের দেয়া নাম্বারে বিকাশ এজেন্ট নাম্বার থেকে 10200 টাকা সেন্ড করে দেয়।

 10200 টাকা লেনদেন সফলভাবে সম্পন্ন হওয়ার পরে বিকাশ এর পক্ষ থেকে উক্ত এজেন্টের নাম্বারে ৪১  টাকা কমিশন হিসেবে যুক্ত হয়ে যায়। 

আশা করি bkash agent commission rate বুঝতে পেরেছেন।

বিকাশ এজেন্ট কমিশন (bkash agent profit) সম্পর্কে আরো বিস্তারিত জানতে বিকাশ অফিশিয়াল ওয়েবসাইট ভিজিট করতে পারেন।

Bkash agent profit chat – বিকাশ এজেন্ট কমিশন লাভ

Sending  AmountBkash agent commission
500 TAKA2.05 TAKA
1000 TAKA4.10 TAKA
10000 TAKA41.00 TAKA
বিকাশ এজেন্ট একাউন্ট খোলার নিয়ম ও কমিশন
  • Bkash agent commission rate রেট পরিবর্তিন হয়।
  • তবে খুব বেশি পরিবর্তন হয়না ১০ থেকে ২০ পয়সা উপরে যায় বিভিন্ন কেম্পেন চলাকালিন সময়ে।
  • এর থেকে কম এখনো বিকাশ এজেন্টকে কমিশন দিতে দেখা যায়নি বিকাশ কোম্পানির পক্ষ থেকে। 

Bkash agent app download

Bkash agent commission (bkash agent Profit) কিছুটা ভিন্নতা রয়েছে bkash agent app ব্যাবহারে। Bkash ajent USSD code ব্যাবহার করে লেনদেন করলে সামান্য কিছু কম কমিশন পাবেন।

পূর্বে Bkash agent app থেকে লেনদেন করলে ৪.৩০ টাকা প্রতি হাজারে কমিশন দেয়া হচ্ছিল তবে বর্তমানে Bkash agent অ্যাপ এবং ম্যানুয়াল ক্যাশ ইন উভয় পদ্দতিতে ৪.১০ টাকা দেয়া হচ্ছে।

বিকাশ এজেন্ট থেকে টাকা পাঠানোর নিয়ম

আপনি যখন একজন এজেন্ট হবেন তখন আপনাকে বিকাশ এজেন্ট নাম্বার থেকে কিভাবে টাকা পাঠাতে হয় এই বিষয়টি সম্পর্কে পরিষ্কার ধারণা থাকতে হবে।

মূলত এজেন্ট নাম্বার থেকে কোনো গ্রাহক ঠিক যে পরিমাণ টাকা আপনাকে প্রদান করার জন্য বলবে আপনি ঠিক ওই পরিমাণ টাকা গ্রাহকের প্রদত্ত নাম্বারে সেন্ড করবেন।

গ্রাহক যদি খরচ ছাড়া টাকা পাঠেতে বা সেন্ড করতে চায় তবে আপনি একজন বিকাশ এজেন্ট হিসাবে তাই করবেন।

এখানে আপনার কমিশনের (bkash agent profit) কথা চিন্তা করতে হবে না।

বিকাশের পক্ষ থেকে বিকাশের এজেন্টদেরকে তাদের বিকাশ এজেন্ট নাম্বারে লেনদেন সম্পন্ন হবার সাথে সাথেই এজেন্ট নম্বরে প্রতি হাজারে 4 টাকা 10 পয়সা হারে টাকা জমা করে দেয়া হয়।

আপনি একজন গ্রাহকের কাছ থেকে কখনই বাড়তি টাকা চার্জ করতে পারবেন না বিকাশের নিয়ম অনুসারে এটা দণ্ডনীয় অপরাধ।

FAQS – বিকাশ এজেন্ট রেজিস্ট্রেশন

How can I become a bKash agent?

To open an agent/merchant account, contact person Voter id number, trade license number, contact number, business name, business address, email address

বিকাশ এজেন্ট একাউন্ট খোলার নিয়ম কি?

বিকাশ এজেন্ট একাউন্ট খোলার নিয়ম হচ্ছে আপনার একটি ব্যবসা প্রতিষ্ঠান থাকতে হবে।

বিকাশ এজেন্ট হতে কত টাকা লাগে?

বিকাশ এজেন্ট খোলা ফ্রি, অর্থাৎ বিকাশ এজেন্ট হতে কোন টাকা লাগেনা।

In conclusion,

আশা করি Bkash agent registration পদ্ধতি সম্পর্কে আপনি সঠিকভাবে জানতে পেরেছেন। বিকাশ এজেন্ট একাউন্ট খোলার নিয়ম বিষয়ে আপনার আরো কিছু জানার থাকলে আমাদের কমেন্ট করে জানান।

বাংলাদেশের চলমান মোবাইল টেলিকম অফার এবং মোবাইল ব্যাংকিং সেবা সমূহের বিভিন্ন অফার কমিশন ও অন্যান্য বিষয়গুলো সম্পর্কে জানতে নিয়মিত আমাদের ওয়েবসাইট ভিজিট করুন।

যেসকল ভাইরা বিকাশ এজেন্ট সিম নিতে আগ্রহী আপনার আশেপাশের সকলকে বিকাশ এজেন্ট নেওয়ার নিয়ম সম্পর্কে জানিয়ে দিন শেয়ার করুন তাদের সাথে এই পোস্টটি তাদের উপকারে আসবে। 

বিকাশ একাউন্ট সম্পর্কে আরো জানতে চাইলে আমাদের কমেন্ট করে জানান সেইসাথে জয়েন করুন আমাদের ফেসবুক পেজ। 

কমদামে মিনিট, ইন্টারনেট ও বান্ডেল অফার কিনতে ভিজিট করুনঃ এখানে ক্লিক করুন
বিডি অফার নিউজ ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন
বিডি অফার নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকুনঃ এখানে ক্লিক করুন
সকল সিমের অফার সম্পর্কে জানতে ভিজিট করুনঃ www.bdoffernews.com সাইট ।

Leave a Comment