নগদ মোবাইল ব্যাংকিং এজেন্ট কমিশন কত টাকা । Nagad Agent Commission

নগদ মোবাইল ব্যাংকিং এজেন্ট কমিশন কত টাকা?  নগদ মোবাইল ব্যাংকিং উদ্যোক্তা কমিশন প্রতি হাজারে কত টাকা দেয়া হয়। নগদ মোবাইল ব্যাংকিং এজেন্ট কি এবং কিভাবে কাজ করে। নগদ মোবাইল ব্যাংকিং উদ্যোক্তা হবার নিয়ম এবং নগদ এজেন্ট কমিশন এই সকল বিষয় নিয়ে আমাদের আজকের এই পোস্ট।

বর্তমানে বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয় মোবাইল ব্যাংকিং সেবা হিসেবে নগদ এর নাম সবার আগে আসে। এর কিছু কারণ রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে ক্যাশ আউট চার্জ এবং সেন্ডমানি খরচ ফ্রি হওয়া। 

মোবাইল ব্যাংকিং সেবা বিকাশের মত নগদেও এজেন্ট ব্যবস্থা রয়েছে। বিকাশ/রকেট অথবা নগদ যে কোন একটি মোবাইল ব্যাংকিং সেবার এজেন্ট হতে হলে আপনার অবশ্যই একটি ব্যবসা থাকতে হবে। 

সেই বিষয়ে পরে আলোচনা করা হবে চলুন প্রথমে জেনে নেই নগদ এজেন্ট কমিশন কত বা নগদ উদ্যোক্তা কমিশন কত। নগদে প্রতি হাজারে কত টাকা কমিশন পাওয়া যায়। নগদ মোবাইল ব্যাংকিং এজেন্ট কমিশন সম্পর্কে সঠিক সঠিক তথ্য জানুন। 

নগদ মোবাইল ব্যাংকিং এজেন্ট কমিশন কত টাকা | নগদ মোবাইল ব্যাংকিং উদ্যোক্তা বা এজেন্ট কমিশন কত

নগদ মোবাইল ব্যাংকিং এজেন্ট কমিশন কত টাকা
নগদ মোবাইল ব্যাংকিং এজেন্ট কমিশন কত টাকা
ডিসকাউন্টে সকল সিমের মিনিট, ইন্টারনেট ও বান্ডেল অফার ক্রয় করতে DESH OFFER সাইটে ভিজিট করুন।

বাংলাদেশের জনপ্রিয় মোবাইল ব্যাংকিং সেবা নগদের এজেন্টদেরকে উদ্যোক্তা বলা হয়ে থাকে। তাই আপনি যদি একজন নগদ উদ্যোক্তা হতে আগ্রহী হন বা একজন নগদ এজেন্ট হতে চান তবে আপনাকে নগদ উদ্যোক্তাদের কি পরিমান কমিশন দেয় এই সম্পর্কে সঠিক ধারণা থাকতে হবে।

নগদের একজন উদ্যোক্তা কিংবা এজেন্ট হওয়ার মাধ্যমে আপনি প্রতি এক হাজার টাকা বা ততোধিক লেনদেনের ক্ষেত্রে যে কমিশন পাবেন বা আয় করবেন সেটি নিচে দেয়া হল।

নগদ মোবাইল ব্যাংকিং এজেন্ট কমিশন শতকরা হিসাবে দেয়া হয়। আপনি নগদ এজেন্ট একাউন্ট থেকে সর্বনিম্ন ৫০ টাকা পর্যন্ত ক্যাশ ইন করা যায় যেকোনো নগদ পারসোনাল নাম্বারে।

একজন নগদ উদ্যোক্তা ১০০০ টাকা ক্যাশ ইন করলে যে কমিশন পাবেন, ৫০ টাকা ক্যাশ ইন করলেও ঠিক একই হারে কমিশন পেয়ে থাকেন।  

নগদ এজেন্ট একাউন্ট কমিশন শতকরা ০.৪১%। অর্থাৎ নগদ উদ্যোক্তা ১০০০ টাকা ক্যাশ ইন করলে ৪ টাকা ১০ পয়সা কমিশন পাবেন। এবং নগদ মোবাইল ব্যাংকিং এজেন্ট ১০০০ টাকা  ক্যাশ ইন করলে ৪১ টাকা কমিশন পাবেন।

যদি কোন নগদ মোবাইল ব্যাংকিং এজেন্ট উদ্যোক্তা ৫০ টাকা ক্যাশ ইন করেন তবে ০.৪১% হারে ০.০২০৫ পয়সা পাবেন।

আরও পড়ুনঃ 

ব্লগ তৈরি করার নিয়ম | কিভাবে ব্লগ সাইট বানাব

অনলাইন থেকে আয় করার উপায়

নগদ এজেন্ট একাউন্ট খোলার নিয়ম কি? 

প্রিয় পাঠক নগদ মোবাইল ব্যাংকিং এজেন্ট কমিশন থেকে টাকা আয় করতে চাইলে আপনাকে নগদ উদ্যোক্তা হতে হবে। Nagad agent commission সম্পর্কে সঠিক তথ্য জেনে আপনি আজি নতুন নগদ উদ্যোক্তা হোন।

আপনি নগদ উদ্যোক্তা হলেই নগদ মোবাইল ব্যাংকিং এজেন্ট কমিশন পেতে পারবেন।

এখন আপনি যেকোন প্রকার দোকানে এজেন্ট নিতে পারেন। সেটা টেলিকম দোকান হতে পারে বা অন্য যে কোন ব্যবসা। যদি আপনি মোবাইল ব্যাংকিং এজেন্ট ব্যবসা কিরতে আগ্রহী হন এবং আপনার প্রয়োজনীয় কাগজপত্র থাকে তবে আপনি একটি এজেন্ট খুব সহজেই নিতে পারেন।  

নগদ মোবাইল ব্যাংকিং এজেন্ট কিভাবে নিবেন – নগদ উদ্যোক্তা বা এজেন্ট কিভাবে নিতে হয়

১. আপনার ব্যবসা প্রতিষ্ঠানের নতুন নবায়ন করা ট্রেড লাইসেন্স।
২. ব্যবসা প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স যে নামে তার ছবি এবং আইডি কার্ডের ফটোকপি।
৩. দোকানের সিল
৪. একটি মোবাইল নাম্বার যাতে কোন নগদ একাউন্ট খোলা নেই।

বন্ধুরা এক্ষেত্রে মনে রাখবেন অনেকের আইডি কার্ড না থাকায় নিজ নামে ব্যবসা প্রতিষ্ঠানের প্রয়োজনীয় কাগজপত্র করতে পারেন না। 

ঘরের কোন সদস্য বা আত্মীয়ের নামে করেন তাতে কোন সমস্যা নেই। আপনি প্রয়োজনীয় কাগজপত্র ব্যবহার করবেন।  

তবে, প্রয়োজনীয় কাগজপত্র আপনার নিজের নামে না হলে আপনার বাবা বা মায়ের নামে হলে সর্বোত্তম।

নগদ এজেন্ট কিভাবে কাজ করে?

আপনারা নিশ্চয়ই বিকাশ এজেন্ট দেখেছেন। অনেকে বিকাশ এজেন্ট থেকে টাকা উত্তোলন করেছেন।

ঠিক বিকাশ এজেন্ট যে ভাবে কাজ করে নগদ এজেন্ট ও একই ভাবে কাজ করে। বর্তমানে টাকা সেন্ড করতে প্রয়োজন অনুসারে নগদও আপনাকে ঠিক একই ধরনের সেবা দিয়ে থাকে। 

আরও পড়ুনঃ

Prepaid Meter Recharge In Bangladesh | পল্লী বিদ্যুৎ প্রিপেইড মিটার রিচার্জ

নতুন গুগল একাউন্ট খোলার নিয়ম

মনে রাখবেন বিকাশ থেকে নগদের খরচ অনেক কম

অনেকে ভাবেন আবার এখন বিকাশ ছাড়িয়ে যাবে। এখন আপনি একই সিমে বিকাশ/ নগদ/ রকেট মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট খুলতে পারেন। 

পার্সোনাল বা ব্যক্তিগত গ্রাহকের মতামত যাই হোক না কেন একজন ব্যবসায়ী হিসেবে আপনাকে বিকাশের পাশাপাশি নগদ রাখতে হবে। 

কেননা দিনে দিনে নগদ এর পাশাপাশি বিকাশে চাহিদা বেড়েই চলেছে। নগদ নগরদের ব্যাপক চাহিদা, প্রচারণা ও কম ক্যাশ আউট সুবিধা লক্ষ করলেই আপনি বুঝতে পারবেন এই বিষয়টি।  

নগদে সেবার মান নিয়ে প্রশ্ন থাকলে আপনাকে বলতে পারি নগদে সেবার মান ভালো হওয়ার কারণেই খুব অল্পসংখ্যক সময়ের নগদ দৈনিক ৪০০ কোটি টাকার মাইলফলক এবং ৪০০ কোটি গ্রাহকের মাইলফলক স্পর্শ করতে পেরেছে অনেক মোবাইল ব্যাংকিং সেবা থেকে অনেক কম সময়ে।

FAQS – Nagad Agent Commission

নগদ মোবাইল ব্যাংকিং এজেন্ট কমিশন কত?

নগদ মোবাইল ব্যাংকিং এজেন্ট কমিশন প্রতি হাজারে ৪৭ টাকা ১০ পয়সা।

নগদ মোবাইল ব্যাংকিং ডিলার কমিশন কত টাকা?

নগদ মোবাইল ব্যাংকিং ডিলার কমিশন প্রতি হাজারে ৪ টাকা ১০ পয়সা।

১০০০ টাকা ক্যাশ ইন করেলে নগদ উদ্যোক্তা কত টাকা কমিশন পাবেন?

১০০০ টাকা ক্যাশ ইন করেলে নগদ উদ্যোক্তা কমিশন হিসাবে পাবেন ৪.১০ টাকা। 

১০০০০ টাকা ক্যাশ ইন করলে নগদ মোবাইল ব্যাংকিং ডিলার কত টাকা কমিশন পাবেন?

১০০০০ টাকা ক্যাশ ইন করলে নগদ মোবাইল ব্যাংকিং ডিলার কত টাকা কমিশন পাবেন ১০০০ টাকা ক্যাশ ইনের ১০ গুণ। অর্থাৎ ১০০০০ টাকা বিক্রি করলে (১০*৪.১০=৪১) ৪১ টাকা নগদ মোবাইল ব্যাংকিং এজেন্ট কমিশন পাবেন।

নগদ উদ্যোক্তা কমিশন কত টাকা?

নগদ উদ্যোক্তা কমিশন প্রতি হাজারে ৪ টাকা ১০ পয়সা।

উপসংহার, 

আশা করি আপনি জানতে পেরেছেন নগদ এজেন্ট কিভাবে নিতে হয় এবং নগদ মোবাইল ব্যাংকিং এজেন্ট কমিশন কত টাকা। 

নগদ মোবাইল ব্যাংকিং উদ্যোক্তা কমিশন অনেক সময় নগদ কর্তৃপক্ষ থেকে বাড়ানো হয়। নগদ এজেন্ট বা উদ্যোক্তাদের  উৎসাহ প্রদানের লক্ষ্যে কিছুটা বাড়িয়ে দিয়ে থাকে। তবে এর পরিমান খুব বেশি নয় দশ পয়সা বা বিশ পয়সা বাড়তি কমিশন দেওয়া হয়ে থাকে এজেন্টদেরকে একটি বিশেষ ক্যাম্পেইনের আওতায়।

বিডি-অফার-নিউজ.কম সাইটে বাংলাদেশের সকল সিমের মিনিট ও ইন্টারনেট অফার সম্পর্কে জানতে পারেন।

আমারা এই ব্লগে বাংলাদেশের জনপ্রিয় সকল মোবাইল ব্যাংকিং সেবা সেবা বিকাশ, নগদ, রকেট সম্পর্কে ১০০% সঠিক তথ্য প্রদান করা হয়ে থাকে নিয়মিত।

Join our Facebook page.

কমদামে মিনিট, ইন্টারনেট ও বান্ডেল অফার কিনতে ভিজিট করুনঃ এখানে ক্লিক করুন
বিডি অফার নিউজ ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন
বিডি অফার নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকুনঃ এখানে ক্লিক করুন
সকল সিমের অফার সম্পর্কে জানতে ভিজিট করুনঃ www.bdoffernews.com সাইট ।

Leave a Comment