Banglalink New SIM Offer 2024 Price | বাংলালিংক নতুন সিম অফার ২০২৪

হেলো বন্দুরা, আপনারা কি Banglalink New SIM Offer 2024 সম্পর্কে জানতে ইচ্ছুক? হ্যাঁ বন্দুরা, আজকে আপনাদের এই পোস্টে বাংলালিংক নতুন সিম অফার ও নতুন সিমের দাম সম্পর্কে জানাবো। এখন বাংলালিংক নতুন সিমে প্রথম রিচার্জে  মিনিট, কল রেট এর সাথে ৩ জিবি ইন্টারনেট পাবেন। তারপর প্রতি মাসে ১৮ টাকা রিচার্জে ২ জিবি করে পরবর্তী ১১ মাস পর্যন্ত আরও  22 GB Free internet পাচ্ছেন।

বাংলালিংক নতুন সিমে ইন্টারনেট অফার এর পাশাপাশি আপনি পাচ্ছেন যেকোনো অপারেটরে ১ পয়সা/সেকেন্ড কলরেট অফার। নতুন সিম ক্রয় করলেই ৩ জিবি ফ্রি ইনস্ট্যান্ট ইন্টারনেট বোনাস, এর সাথে চলুন দেখে নেই বাংলালিংক নতুন সিম অফার চেক ও অফার ক্রয় পদ্দতি সমূহ।

বাংলাদেশের দ্রুততম মোবাইল টেলিকম নেটওয়ার্ক বাংলালিংক নতুন সিমে প্রথমবার ৪৮ টাকা রিচার্জ করলে চমৎকার সব  অফারগুলি পেয়ে যাবেন, যা আপনি চিন্তাও করেন নিন।

তাই দেরি না করে এখনি একটি নতুন বাংলালিংক সিম কিনুন এবং ক্রয় পরবর্তী ৪৮ টাকা রিচার্জ করুন, পাচ্ছেন 3GB ইন্টারনেট বোনাস, 11 মিনিট এবং রয়েছে প্রতিমাসে ২ জিবি করে 22GB পর্যন্ত ইন্টারনেট বোনাস।

Banglalink New SIM Offer 2024 Price | বাংলালিংক নতুন সিম অফার ২০২৪ দেখে নিন

Banglalink New SIM Offer 2023 Price  বাংলালিংক নতুন সিম অফার ২০২৩ দেখে নিন
Banglalink New SIM Offer 2024 Price
ডিসকাউন্টে সকল সিমের মিনিট, ইন্টারনেট ও বান্ডেল অফার ক্রয় করতে DESH OFFER সাইটে ভিজিট করুন।

এখন আপনি বাংলালিংক নতুন সংযোগের সাথে ২৫ জিবি ফ্রি ইন্টারনেট বোনাস পাচ্ছেন !   

সব মিলিয়ে, আপনি এক বছরে 25GB ইন্টারনেট উপভোগ করতে পারেন, এবং যে কোনো অপারেটর নম্বরে ১ পয়সা/সেকেন্ড (ট্যাক্স ছাড়া) একটি বিশেষ কল রেট উপভোগ করতে পারবেন।

এই Banglalink New SIM Offer ঐ সকল প্রিপেইড গ্রাহকদের জন্য প্রযোজ্য যারা চার অক্টোবর 2023, বা তার পরে প্রথম ৪৮ টাকা রিচার্জ করে নতুন সংযোগ ব্যবহার করা শুরু করেছেন৷

বাংলালিংক নতুন সিম অফার হচ্ছে প্রথমবার ৪৮ টাকা রিচার্জ প্যাক। তারপর প্রতিমাসে, New Banglalink SIM Offer 18 Taka recharge offer গ্রাহকদের দিচ্ছে তাত্ক্ষণিক ২ জিবি ইন্টারনেট বোনাস।

অর্থাৎ বাংলালিংক নতুন সিমের সাথে রয়েছে ২২ জিবি ফ্রি ইন্টারনেট ( প্রতি মাসে ২ জিবি) করে।

Banglalink new sim offer 2024 তে কি কি পাচ্ছেন 

First RechargeInternetMinuteValidity
48 Taka3 GB11 Minutes7 Days

Banglalink new sim offer 18 tk 2GB

প্রতিমাসে একবার ১৯ টাকা রিচার্জে নতুন বাংলালিংক গ্রাহক পাচ্ছেন ২ জিবি করে ইন্টারনেট ৭ দিন মেয়াদে।

AmountInternetMinuteValidity
18 Taka2 GB7 Days
Banglalink New SIM Offer 2024 Price
  • আপনি ১১ মাস পর্যন্ত মাসে ২ জিবি ইন্টারনেট করে পাবেন ২২ জিবি ইন্টারনেট।
  • Banglalink new sim offer 18 TK 2GB code is *121*300#.

আরও পড়ুনঃ

Banglalink MB Offer 2024

Banglalink Call Rate Offer 2024

বাংলালিংক ৪৮ টাকা প্রথম রিচার্জ অফার

রিচার্জ করুন 48 টাকা তাত্ক্ষণিক ফ্রি ডেটা 2 জিবি ফ্রি ডেটার মেয়াদ 7 দিন ইন্টারনেট ব্যালেন্স চেক কোড * 5000 * 500 #
প্রথমবারের রিচার্জের ৪৮ টাকা মূল অ্যাকাউন্টে থাকবে ।

রিচার্জ করুন৪৮ টাকা
তাত্ক্ষণিক ফ্রি ইন্টারনেট3 জিবি
ফ্রি ডেটার মেয়াদ7 দিন
ইন্টারনেট ব্যালেন্স চেক কোড* 5000 * 500 #
মূল অ্যাকাউন্টে থাকবে৪৮ টাকা

৪৮ টাকা বাংলালিংক নতুন সিমে গ্রাহকরা আরও পাবেন:

  • দেশের সকল অপারেটরে ১ পয়সা / সেকেন্ডের একটি বিশেষ কলরেট।
  • ৩০ দিন মেয়াদে সমস্ত অপারেটরদের ১পয়সা / সেকেন্ডের (+ ট্যাক্স) একটি বিশেষ কল রেট।
  • একাধিক কল রেটের ক্ষেত্রে গ্রাহকদের সর্বনিম্ন কলরেটে চার্জ নেওয়া হবে
  • 3 জিবি এর তাত্ক্ষণিক বোনাস, 7 দিনের জন্য ।
  • বোনাস ইন্টারনেট ভলিউম বা বৈধতা শেষ হওয়ার পরে, ১ টাকা / এমবি-র ডিফল্ট পে-অ-গো-যুক্তি অনুসারে চার্জ হবে।
  • প্রথম রিচার্জের অফারটি 48 টাকায়।
  • 48 কেবলমাত্র নতুন গ্রাহকদের জন্য এবং কেবলমাত্র প্রথম রিচার্জে টাকার জন্য উপলব্ধ।

বাংলালিংক নতুন সিমে ফ্রি ইন্টারনেট প্রতি মাসে 2 জিবি:

প্রথমবারের ৪৮ টাকা রিচার্জ করে 3 জিবি ও ১ পয়সা / সেকেন্ডের একটি বিশেষ কলরেট অফার গ্রহনের পর, একজন গ্রাহক মাসে ১ জিবি ফ্রি ইন্টারনেট অফারের এর জন্য যোগ্য হয়ে ওঠে,

  • ২ জিবি (মেয়াদ 7 দিন) এর একটি বিশেষ ইন্টারনেট প্যাক।
  • যা কেবলমাত্র ইউএসএসডি ডায়াল * 121 * 300 # এর মাধ্যমে নেওয়া যেতে পারে।
  • প্যাকটি প্রতি মাসে একবার পাওয়া যাবে (প্রথম ৪৮ টাকার রিচার্জ থেকে) ১১ বার পর্যন্ত।
  • নতুন বাংলালিংক সিমের সকল গ্রাহক এই ইউএসএসডি ( USSD code * 132 * 111 # ) ডায়ালের মাধ্যমে ২২ গিগাবাইট পর্যন্ত সুবিধা নিতে পারবেন।
  • এই অফার সমূহ অটো রেনুয়াল না।
  • অব্যবহৃত ইন্টারনেট মেয়াদ শেষে, মেয়াদ বাড়ানো যাবে না।
  • বাংলালিংক ইন্টারনেট ব্যালেন্স চেক করতে ডায়াল করুন * 5000 *500 #

বাংলালিংক নতুন সিম অ্যাক্টিভেশন বোনাস:

  • প্রি-লোডড ৫ টাকা টি ব্যালেন্স, ১৫ দিনের জন্য।
  • যে কোনও বাংলালিংক পরিষেবার জন্য ব্যবহার করা যেতে পারে।
  • ৫০ এমবি বোনাস ইন্টারনেট, 3 দিনের জন্য বৈধ।
  • যে কোনও অপারেটরে 50 টি বোনাস এসএমএস, 10 দিনের জন্য।
  • বাংলালিংক সিমের ব্যালেন্স চেক কোড হচ্ছে *১২৪#।
  • নতুন বাংলালিংক সিমের প্রধান অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করতে ডায়াল করুন * 121 * 100 #
  • 10 সেকেন্ডে পালস কল রেট হার 24/7 ঘন্টা ।

আরও পড়ুনঃ

Banglalink MB Offer 

বাংলালিংক ইন্টারনেট অফার ২০২৪

Banglalink new SIM price | বাংলালিংক নতুন সিমের দাম কত  

Banglalink NEW sim price 200 TK. বন্ধুরা অফিশিয়ালি বাংলালিংক নতুন সিমের দাম ২০০ টাকা।

তবে বাংলালিংক সিমের ক্যাপ্টেন চলাকালীন সময়ে আপনি সিম আরও সস্তা দামে ক্রয় করতে পারবেন। 

অনেকক্ষেত্রে শহরের বিভিন্ন পয়েন্টে সিম গুলি ফ্রি দেওয়া হয়। কিন্তু বলে রাখা ভাল নতুন বাংলালিংক সিম 200 টাকা মূল্য নেয়া হলেও, আপনি দোকান থেকে উল্লেখিত অফার গুলিসহ পাবেন।

তবে আপনি যদি ক্যাপ্টেন শপ থেকে সিম ক্রয় করে তবে রিচার্জ সহ অন্যান্য অফারগুলি গ্রহণ করতে আপনাকে এই টাকা খরচ করতে হতে পারে।

এই বাংলালিংক নতুন সিম অফারটি কেবল দেশ এক রেট দারুনের( Desh Ek Rate Darun ) জন্য উপযুক্ত
Pay as you go সাথে সাথে ভ্যাট, এসডি এবং এসসি প্রযোজ্য।

How can I get new SIM offer in Banglalink?

একটি নতুন বাংলালিংক সিম ক্রয় করার জন্য আপনি আপনার নিকটস্থ ফ্লেক্সিলোড দোকানে অথবা বাংলালিংক কাস্টমার কেয়ার, সার্ভিস পয়েন্টে ভিজিট করতে পারেন। সেখান থেকে আপনি সহজেই একটি নতুন বাংলালিংক সিম পেতে পারেন।

What is the price of Banglalink SIM?

অফিশিয়ালি একটি নতুন বাংলালিংক সিমের মূল্য নির্ধারণ করা হয়েছে দুইশত টাকা। আপনি যদি বাংলালিংক সিম ক্যাম্পেইন চলাকালীন সময়ে বিভিন্ন পয়েন্টগুলো থেকে ক্রয় করেন, তবে আরও সস্তা দামে ক্রয় করতে পারবেন।

বাংলালিংক নতুন সিমের অফার ১৮ টাকায় ২ জিবি?

এখন আপনি একটি নতুন বাংলালিংক সিম ক্রয় করে ১৮ টাকায় ২ জিবি ইন্টারনেট পেতে পারেন। প্রথম রিচার্জ ৪৮ টাকা রিচার্জের পর প্রতি মাসে ১৮ টাকা রিচার্জে আপনাকে ২ জিবি করে ইন্টারনেট দেয়া হবে। 

Banglalink new sim offer 6 tk 1gb

বন্ধুরা বর্তমানে banglalink new sim offer 6 tk 1gb কোন অফার চলমান নেই। তবে বাংলালিংক ৬ টাকা ১ জিবি অফার সম্পর্কে জানতে পারলে আপনাদের জানানো হবে।

Banglalink new sim offer 19 tk 2gb

প্রিয় নতুন বাংলালিংক সিম গ্রাহক বর্তমানে আপনি আপনার বাংলালিংক সিমে ১৮ টাকায় ২ জিবি ইন্টারনেট পাচ্ছেন, ১৯ টাকায় নয়।

Banglalink new sim offer 19 tk 2gb একটি একটি রেগুলার বাংলালিংক ইন্টারনেট অফার নয়, তবে আপনি প্রমোশনাল অফার এর মাধ্যমে এই অফারটি ক্রয় করতে পারবেন যদি এই অফার সম্পর্কে বাংলালিনক আপনাকে কোন ধরনের এসএমএস দিয়ে থাকে তবে।

আরও পড়ুনঃ

বাংলালিংক মিনিট চেক কোড

বাংলালিংক মিনিট অফার 

INConclution:

বন্দুরা, Banglalink new sim offer 2024 আপনাদের কেমন লাগলো জানবেন। এখাণে আপনি Banglalink new SIM price সম্পর্কে জানতে পেরেছেন।

আশা করি, বাংলালিংক নতুন সিম অফার  ও দাম সম্পর্কে আপনি সঠিক ধারনা পেয়েছেন। পোস্ট ভালো লাগলে LIKE , Share করতে ভুলবেন না।

Banglalink SIM offer সম্পর্কে জানতে আমাদের সাথে থাকুন। এবং জয়েন করুন আমাদের ফেসবুক পেজ।  

কমদামে মিনিট, ইন্টারনেট ও বান্ডেল অফার কিনতে ভিজিট করুনঃ এখানে ক্লিক করুন
বিডি অফার নিউজ ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন
বিডি অফার নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকুনঃ এখানে ক্লিক করুন
সকল সিমের অফার সম্পর্কে জানতে ভিজিট করুনঃ www.bdoffernews.com সাইট ।

Leave a Comment