বাংলালিংক মিনিট চেক কোড ২০২৪ | বাংলালিংক মিনিট দেখার নিয়ম

বাংলালিংক মিনিট চেক কোড সম্পর্কে আজকে আপনাদের জানাবো।আপনি যদি বাংলালিংক মিনিট দেখার নিয়ম খুঁজে এখানে এসে থাকেন, তবে আপনি সঠিক যায়গায় রয়েছেন। 

Banglalink minute check করতে দরকারি সকল কোড এখানে রয়েছে। সহজে banglalink sim minute check করতে ব্যাবহার করতে পারেন বাংলালিংক USSD কোড।  

For instance, বর্তমানে বাংলালিংক তাদের গ্রাহকদের জন্য প্রকাশ করেছে চমৎকার সব সস্তা দামের মিনিট অফার। অনেক মিনিট প্যাক ব্যাবহারকারী এখন বাংলালিংক মিনিট প্যাক পছন্দ করেন।

ব্যবহারকারী দীর্ঘদিন ধরে Banglalink minute Pack ব্যবহার করছেন, এবং নতুন সিম ব্যাবহারকারীরা কম দামে বেশি মেয়াদ পাওয়ার কারনে বাংলালিংক থেকে মিনিট প্যাক কিনেন। 

এছাড়াও বাংলালিংক তাদের গ্রাহকদের কাছে খুবই বেশি পরিচিতি লাভ করেছে তাদের কম দামে বেশি মেয়াদি সাপ্তাহিক ও ৩০ দিন মেয়াদে মিনিট অফার গুলো প্রদানের মাধ্যমে।

ডিসকাউন্টে সকল সিমের মিনিট, ইন্টারনেট ও বান্ডেল অফার ক্রয় করতে DESH OFFER সাইটে ভিজিট করুন।

এখানে বলে রাখা ভালো বাংলাদেশের অন্যান্য সকল নেটওয়ার্ক তুলনা করলে কম দামে মাসিক মিনিট প্যাক দিচ্ছে।

বাংলালিংক ১৫৭ টাকা রিচার্জ অফার এখন গ্রাহকদের ৩০ দিন মেয়াদে ২৫০ মিনিট প্যাক সরবরাহ করে থাকে। 

Banglalink Minute Check Code 2024 | বাংলালিংক মিনিট চেক কোড 

বাংলালিংক মিনিট চেক কোড 
বাংলালিংক মিনিট চেক কোড 

আপনি কি আপনার বাংলালিংক মিনিট ব্যালেন্স চেক করতে Banglalink Minute Check কোড খুঁজছেন? তাহলে এই নিবন্ধটি আপনার জন্য খুবই সহায়ক।

Banglalink Minute Check Code is *121*100#. সহজে বাংলালিংক মিনিট চেক করতে ডায়াল করুন * 121*100#। 

মোবাইল ফোনে নেটওয়ার্ক থাকলে আপনার মোবাইল স্ক্রীনে বাংলালিংক থেকে ক্রয় করা আপনার মিনিট প্যাক এর অবশিষ্ট মিনিট সম্পর্কে আপনি সহজেই জানতে পারবেন। 

বাংলালিংক মিনিট চেক কোড হচ্ছে *১২১*১০০#।

বন্ধুরা আপনার বাংলালিংক সিমটি মোবাইলে লাগানো থাকলে সরাসরি আপনার মোবাইলের ডায়াল প্যাড থেকে *১২১*১০০# ডায়াল করুন মিনিট, দেখতে পাবেন।

বাংলালিংক মিনিট দেখার কোড ও দরকারি USSD কোড লিস্ট

Bl minute balance check code এবং বাংলালিংক মিনিট কেনার কোড সহ সকল দরকারি কোড লিস্ট দেখে নিন এক নজরে।

যেখানে আপনার জন্য রয়েছে বাংলালিংক মিনিট চেক কোড সহ অন্যান্য সকল কোড।

Banglalink minute check*121*100#
BL Owner Number check*511#
BL Internet balance check*5000*500# or *124*3#
BL account check*124#
BL SMS check*121*100#
বাংলালিংক মিনিট চেক কোড

Banglalink minute balance check in apps

বন্ধুরা আপনি নিশ্চয়ই বাংলালিংক মিনিট চেক করার পদ্ধতি সম্পর্কে জানতে পেরেছেন।

তবে আপনি চাইলে বাংলালিংক মিনিট চেক করার কোড ছাড়াও বাংলালিনক মিনিট সম্পর্কে জানতে পারেন MyBL app ব্যবহারের মাধ্যমে। 

মাই বাংলালিংক অ্যাপ ব্যবহার করে বাংলালিংক সিমের ব্যালেন্স পরীক্ষা করতে অবশ্যই আপনার কাছে একটি এন্ড্রয়েড মোবাইল ফোন এবং আপনার একটি ইন্টারনেট সংযোগ থাকা জরুরী।

এই পদ্দতিকে minute check in banglalink বলে থাকেন অনেকে, আমাদের দেখানো পদ্দতি ব্যাবহারে আপনার সমস্যা সহজেই সমাধান হবে।

আরও পড়ুনঃ

Banglalink Call Rate Offer 2024

Banglalink Recharge Offer 2024

বাংলালিংক ৯ টাকা ১৫ মিনিট কোড 

বন্ধুরা এই মুহূর্তে বাংলালিংক ৯ টাকায় ১৪ মিনিট অফার প্রদান করা হচ্ছে, যদিও পূর্বে গ্রাহক ১৫ মিনিট পেতেন এই অফারে।

তবে ৯ টাকা ১৪ মিনিট প্যাক অফারটি সরাসরি বাংলালিংক রিচার্জে উপলব্ধ না থাকলেও আপনি বাংলালিনক মিনিট কার্ড ব্যবহারের মাধ্যমে কিনতে পারেন।

এবং বাংলালিংক মিনিট কোড ব্যবহারের মাধ্যমে আপনি সহজেই ক্রয় করতে পারেন।

বাংলালিংক ২৪ টাকা ৪০ মিনিট কোড 

বন্ধুরা এই মুহূর্তে বাংলালিংক ২৪ টাকায় ৩৭ মিনিট দিচ্ছে, বর্তমানে ৩৭ মিনিট প্রদান করা হলেও পূর্বে ৪০ মিনিট দেয়া হচ্ছিল। 

অফারটি সরাসরি ২৪ টাকা বাংলালিংক রিচার্জে পাওয়া যাচ্ছে। এছাড়াও আপনি বাংলালিংক মিনিট কেনার কোড *০# ব্যবহারের মাধ্যমে আপনি সহজেই ক্রয় করতে পারেন। 

বাংলালিংক ২৭ টাকা ৪৫ মিনিট কোড 

বন্ধুরা আপনারা যারা রেগুলার বাংলালিংক মিনিট প্যাক গুলি কম দামে বেশি মেয়াদে খুঁজেন, তাদের বলছি আপনারা সরাসরি বাংলালিংক ২৭ রিচার্জ অফার কিনে পাচ্ছেন ৪৫ মিনিট, মিনিট গুলি ব্যাবহার করতে পারবেন ৩ দিন। 

কেননা বর্তমান সময়ে বাংলালিংক রিচার্জ মিনিট অফার ২০২৪ গুলিতে বেশ কিছু পরিবর্তন লক্ষণীয়।

বর্তমানে বাংলালিংক ২৪ টাকা ৩৭ মিনিট অফার প্রদান করা হলেও, এখন বাংলালিংক ২৭ টাকার আরও একটি নতুন মিনিট অফার চালু করা হয়েছে।

যে অফারে গ্রাহকদের ৪৫ মিনিট দেয়া হচ্ছে তিন দিন মেয়াদে। অন্য কোন অপারেটরে এই ধরনের অফার চলমান নেই। 

তাই দেরি নাকরে সরাসরি ২৭ টাকা রিচার্জে বাংলালিংক ৪৫ মিনিট প্যাক ক্রয় করুন। বাংলালিংক মিনিট চেক কোড হচ্ছে *১২১*১০০# 

বাংলালিংক মিনিট কেনার কোড 

বন্ধুরা আমাদের মধ্যে এমন অনেকেই রয়েছেন যারা তাদের সিমে পর্যাপ্ত ব্যালেন্স রিচার্জ করে থাকেন। তারা শুধু প্রয়োজনীয় সময়ে মিনিট অফার টি কিনতে চান।

সেই সকল বাংলালিংক গ্রাহকদের জন্য মিনিট কেনাকে আরও সহজ করতে বাংলালিংক একটি ইউএসএসডি কোডের মাধ্যমে একটি মিনিট লিস্ট প্রদান করে থাকে।

উক্ত কোড ডায়াল করলে বাংলালিংক সিমে চলমান সকল মিনিট প্যাক আপনার সামনে হাজির হবে।

বাংলালিংক মিনিট কেনার কোড হচ্ছে *১১০০#।

এই বাংলালিনক মিনিট প্যাক কোড ডায়াল করলে আপনি সহজেই সকল বাংলালিনক মিনিট প্যাক সম্পর্কে জানতে পারবেন।

উক্ত মিনিট প্যাক লিস্ট থেকে আপনি আপনার পছন্দের মিনিট অফার টি সিলেক্ট করে সহজেই যে কোন সময় ব্যবহার করতে পারবেন আপনার মোবাইলে পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্স থাকলে।

আরও পড়ুনঃ

বাংলালিংক মিনিট অফার ২০২৪

বাংলালিংক ইন্টারনেট অফার ২০২৪

বাংলালিংক মিনিট চেক কোড কত?

বাংলালিংক মিনিট চেক কোড হলো *১২১*১০০#, এই কোডটি ডায়াল করলে আপনি বাংলালিংক মিনিট ব্যালেন্স সম্পর্কে জানতে পাবেন।

কিভাবে বাংলালিংক মিনিট চেক করবো?

বাংলালিংক সিমের মিনিট চেক করার কোড হচ্ছে *১২১*১০০#, কোডটি ডায়াল করার পর আপনি বাংলালিংক মিনিট সম্পর্কে জানতে পাবেন। তবে এছাড়াও আপনি মাই বাংলালিংক অ্যাপ ব্যবহার করে banglalink এর মিনিট দেখতে পারেন।

In conclusion,

Banglalink Minute Check Code number 2024 পোস্টে আজ এই পর্যন্তই। বাংলালিংক মিনিট চেক কোড কত এ সম্পর্কে আপনি বিস্তারিত জানতে পেরেছেন বলে মনে করি।

আশা করি আপনি বাংলালিংক মিনিট চেক কোড সম্পর্কে জানতে পেরেছেন। বাংলালিংক মিনিট চেক কোড সম্পর্কে আপনার কোন প্রশ্ন থাকে আমাদের কমেন্ট করে জানান।

আমার মনে হয় এখন বাংলালিংক মিনিট ব্যালেন্স চেক করতে আপনার কোন সমস্যা হবে না।

আপনি যদি বাংলালিংক মিনিট দেখার কোড ব্যাবহারে কোন সমস্যায় পড়েন, দয়া করে আমাদের কমেন্ট জানান।

In addition, দেশে চলমান সকল মোবাইল ব্যাংকিং সেবা, টেলিকম অফার ও চমৎকার Bangla SMS সম্পর্কে জানতে আমাদের সাইট নিয়মিত ভিজিট করুন।

জয়েন করুন আমাদের ফেসবুক পেজ।

কমদামে মিনিট, ইন্টারনেট ও বান্ডেল অফার কিনতে ভিজিট করুনঃ এখানে ক্লিক করুন
বিডি অফার নিউজ ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন
বিডি অফার নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকুনঃ এখানে ক্লিক করুন
সকল সিমের অফার সম্পর্কে জানতে ভিজিট করুনঃ www.bdoffernews.com সাইট ।

Leave a Comment