What is agent banking in Bangladesh or Agent banking কি? বাংলাদেশের শহরে ও গ্রামেগঞ্জে এজেন্ট ব্যাংকিং ব্যাবহার করেন এমন অনেক গ্রাহক রয়েছে। Agent banking গ্রাহক চাহিদা দিনে দিনে বেড়েই চলেছে। বর্তমানে এজেন্ট ব্যাংকিং আমাদের অর্থনীতিক উন্নয়নে ভালো অবদান রাখছে।
বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে এজেন্ট ব্যাংকিং এর ভূমিকা অনন্য। একটি ব্যাংক পরিচালনা করতে অনেক সংখ্যক কর্মীর প্রয়োজন হয়।
Also read: Bkash in bangladesh
তবে যে সকল এলাকার অঞ্চলে ব্যাংকিং সুবিধা নেই সেসব এলাকায় বিভিন্ন ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেবার মাধ্যমে গ্রাহকদের সেবা দিয়ে যাচ্ছে।
এতে করে অল্প সংখ্যক কর্মী দিয়েও ব্যাংকিং এর সুবিধা সাধারণ মানুষের কাছে পৌছে দেয়া যায়।
বর্তমানে এজেন্ট ব্যাংকিংয়ের এতটা প্রসার ঘটেছে যে একজন সাধারণ গ্রাহক কিছু না জানলেও তার ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করে সহজেই টাকা উত্তোলন ও জমা দিতে পারবেন।
তাই বাংলাদেশের পেক্ষাপটে এজেন্ট ব্যাংকিং এর গুরুত্ব ধীরে ধীরে বেড়ে চলেছে।
দেশের প্রত্যন্ত অঞ্চলে গরিব কৃষক এবং সাধারণ প্রান্তিক জনগোষ্ঠীর কাছে ব্যাংকিং সেবা পৌঁছে দিতে এজেন্ট ব্যাংকিং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
What is agent banking in Bangladesh | এজেন্ট ব্যাংকিং কী

এজেন্ট ব্যাংকিং হচ্ছে কোনও ব্যাংক বা আর্থিক নেটওয়ার্ক তার কার্যক্রম সাধারণ জগনের কাছে পৌঁছে দিতে গ্রাহকের জন্য তাদের নির্দিষ্ট ব্রাঞ্চ ছাড়াও কোনও মোবাইল নেটওয়ার্ক অপারেটর দ্বারা বা অন্য কোন উপায়ে গ্রাহকের লেনদেন প্রক্রিয়াজাত করার জন্য চুক্তিবদ্ধ হয়ে ব্যাংকের বাইরেও গ্রাহকের সেবা দিয়ে থাকে, তাকে এজেন্ট ব্যাংকিং বলা হয়।
ব্রাঞ্চের পরিবর্তে, এটি মালিকানাধীন বা খুচরা বিক্রয় কেন্দ্রের একজন কর্মচারী যিনি লেনদেন পরিচালনা করেন এবং গ্রাহকরা টাকা জমা দিতে, টাকা উত্তোলন করতে, তহবিল স্থানান্তর করতে, বিল পরিশোধ করতে, অ্যাকাউন্টের ভারসাম্য সম্পর্কে জিজ্ঞাসা করে জানতে পারেন।
Also read: বিকাশ এজেন্ট ব্যবসা লাভ
ব্যাংকিং এজেন্ট পয়েন্ট গুলি ফার্মাসি, বাজার, গ্রাহক সুবিধার্থে স্টোর, ডাকঘর এবং নির্দিষ্ট কোন জনবহুল যায়গা হতে পারে।
এজেন্ট ব্যাংকিং সেবার বাংলাদেশের প্রথম ডাচ-বাংলা ব্যাংক থেকে চালু হয়।
বর্তমানে ইসলামী ব্যাংক সহ আরো অন্যান্য ব্যাংক এজেন্ট ব্যাংকিং শাখা উদ্বোধন করছে দেশের প্রত্যন্ত অঞ্চলে।
The Necessity of agent banking in Bangladesh
ব্যাংক ব্যবস্থায় নন-ব্যাংকারদের অন্তর্ভুক্ত করতে বাংলাদেশ ব্যাংক এজেন্ট ব্যাংকিং পরিষেবা চালু করেছে।
এই বিষয়ে, বাংলাদেশ ব্যাংক এজেন্ট ব্যাংকিং সম্পর্কিত ০৩ ডিসেম্বর, ২০১৩ সালে একটি প্রজ্ঞাপন জারি করেছে।
এজেন্ট ব্যাংকিংয়ের মূল উদ্দেশ্য হ’ল যেখানে ব্যাংকিং পরিষেবা এখনও পৌঁছায়নি বা ব্যাংকের শাখাগুলি প্রসারিত হয়নি, এমন অঞ্চলের জনগণকে ব্যাংকিং সেবা প্রদান করা।
Agent banking আর্থিকভাবে টেকসই একটি কার্যকর পদ্দতি।
Role of agent banking in bangladesh
কারণ ব্যাংকের একটি নতুন শাখা খোলতে এবং পরিচালনা করতে প্রচুর অর্থ ব্যয় করতে হয় ব্যাংককে।
বাংলাদেশে প্রায় ৪ কোটি গ্রাহক সংখ্যা নিয়ে ৬৫০ টিরও বেশি লাইসেন্স যুক্ত মাইক্রো ফিনান্স সংস্থা (এমএফআই) কাজ করছে।
এই এমএফআই প্রতিষ্ঠান গুলি দারিদ্র্য পীড়িত মানুষকে টার্গেট করে থাকে। তাদের আরও ছোট আর্থিক পরিষেবা সরবরাহ করার ক্ষেত্রে দুর্দান্ত ভূমিকা করেছে।
তবে বাংলাদেশ ব্যাংকের নিয়ম কাঠামোর বিষয়ে তাদের নিয়ন্ত্রণে সীমাবদ্ধতা রয়েছে।
ফলস্বরূপ, এজেন্ট ব্যাংকিংয়ের প্রয়োজনীয়তা বাংলাদেশে আরও ন্যায়সঙ্গত হয়ে ওঠেছে।
গুরুত্বপূর্ণ ব্যাংক গুলি যদি কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশিকা সঠিকভাবে মেনে এজেন্ট ব্যাংকিং পরিচালনা করে, তবে তা দেশের জন্য মঙ্গল বয়ে আনবে।
এজেন্ট ব্যাংকিং দেশের প্রত্যন্ত অঞ্চলে আর্থিক সেবা প্রদান করতে পারে এবং প্রান্তিক মানুষের ব্যাংকিং সেবা নিশ্চিত করতে পারে।
এই আর্থিক সেবার অন্তর্ভুক্তি নিশ্চিতকরণ এবং দারিদ্র্যমুক্ত বাংলাদেশের স্বপ্ন সফল ভাবে বাস্তবায়নে ভালো কাজ করতে পারে।
কিছু ব্যাংক ইতোমধ্যে বাংলাদেশ ব্যাংকের অনুমোদনে এজেন্ট ব্যাংকিং পরিষেবা চালু করেছে।
বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে গাইডলাইন জারি করেছে।
বাংলাদেশ ব্যাংক এজেন্ট ব্যাংকিং ব্যবস্থাকে আরও সুরক্ষিত ও গ্রাহক বান্ধব করার জন্য বিশেষ নির্দেশিকা গুলি আপডেট করার জন্য কঠোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
List of agent banking in Bangladesh
বর্তমানে ভিবিন্ন ব্যাংকের এজেন্ট ব্যাংকিং ব্রাঞ্চ রয়েছে 5,791 টি।
Agent Banking Bank list |
Dutch – Bangla Bank Limited |
United Commercial Bank Limited |
Al-Arafah Islami Bank |
Midland Bank |
Standard Bank Limited |
NRB Commercial Bank |
Bank Asia |
AB Bank Limited |
Agrani Bank Limited |
The Premier Bank Limited |
Modhumoti Bank Limited |
First Security Islami Bank |
The City Bank |
Mutual Trust Bank Limited |
Social Islami Bank Limited |
Islami Bank Bangladesh Limited |
এজেন্ট ব্যাংকিং এর সুবিধা ও অসুবিধা
এই সম্পর্কে বিস্তারিত আসছে!
See More Article
In conclusion,
আশা করি আপনি What is agent banking in Bangladesh সম্পর্কে জানতে পেরেছেন। এজেন্ট ব্যাংকিং কি এই প্রশ্নে বলবো, এটি একটি ব্যাংকিং সেবার সাথে মিলিত হয়ে দেশের প্রান্তিক জনগণকে আর্থিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান। জয়েন করুন আমাদের ফেসবুক পেজ।
What is the meaning of agent banking?
Agent Banking means providing limited-scale banking and finance services to the underserved populations through engaged agents under a validated agency agreement, rather than tellers or cashiers. It is the owner who conducts banking transactions for a bank.
How many agent banks are there in Bangladesh?
As of September 2020, 24 banks in Bangladesh have undertaken agent banking through 10,163 number agents and 14,016 outlets. The number of agents grew by 15.96% during this quarter, and the number of outlets grew by 12.59%.
এজেন্ট ব্যাংকিং কি?
এজেন্ট ব্যাংকিং হচ্ছে কোনও ব্যাংক বা আর্থিক নেটওয়ার্ক তার কার্যক্রম সাধারণ জগনের কাছে পৌঁছে দিতে গ্রাহকের জন্য তাদের নির্দিষ্ট ব্রাঞ্চ ছাড়াও কোনও মোবাইল নেটওয়ার্ক অপারেটর দ্বারা বা অন্য কোন উপায়ে গ্রাহকের লেনদেন প্রক্রিয়াজাত করার জন্য চুক্তিবদ্ধ হয়ে ব্যাংকের বাইরেও গ্রাহকের সেবা দিয়ে থাকে।