বিপিএল ২০২৪ প্লেয়ার ড্রাফট এর মাধ্যমে ইতিমধ্যে সকল দলগুলো নিজেদের পছন্দের প্লেয়ার গুলোকে দলে কিনে নিয়েছে। এর পরিপ্রেক্ষিতে ১৯ জানুয়ারি থেকে শুরু হয়ে গিয়েছে বিপিএল এর ১০ তম আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগ ২০২৪। ফরচুন বরিশাল টিম ২০২৪ প্লেয়ার লিস্ট কেমন হয়েছে সে সম্পর্কে জানতেও বিভিন্ন সময়ে গুগল সার্চ করেন।
বিপিএলে সেরা দল গুলোর মধ্যে অন্যতম একটি দল হচ্ছে ফরচুন বরিশাল। হট ফেভারিট এই দলটি প্রতি বছরই দুর্দান্ত সকল ভালো ম্যাচ উপহার দিচ্ছে ক্রিকেটপ্রেমী ভক্তদের।
২০২২ বিপিএল ফাইনালে অংশগ্রহণ করে কুমিল্লা ভিক্টোরিয়ান্স এর কাছে মাত্র ০১ রানে পরাজিত হয়ে শিরোপা থেকে বঞ্চিত হয় দলটি।
গত দুই মৌসুমে বাংলাদেশের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের নেতৃত্বে বিপিএলে অংশগ্রহণ করেছিল ফর্চুন বরিশাল।
তবে ২০২৪ বিপিএল এ সাকিব আল হাসান রংপুরে চলে যাওয়ায় এবং ফরচুন বরিশাল দলটি সম্পূর্ণ নতুন রূপে গঠন করায় দেশেরও আপনার তামিম ইকবালের নেতৃত্বে বিপিএলের সকল ম্যাচগুলোতে অংশগ্রহণ করছে ফরচুন বরিশাল।
হেডলাইন Off Contents
- 1 ফরচুন বরিশাল টিম ২০২৪
- 1.1 ফরচুন বরিশাল খেলোয়াড় 2024 – ফরচুন বরিশাল টিম ২০২৪ প্লেয়ার লিস্ট
- 1.2 বিপিএল ২০২৪ ফরচুন বরিশাল খেলার সময়সূচী
- 1.3 FAQS – ফরচুন বরিশাল টিম ২০২৪ প্লেয়ার লিস্ট
- 1.4 ফরচুন বরিশালের মোট প্লেয়ার সংখ্যা কয়জন?
- 1.5 বিপিএল ২০২৪ ফরচুন বরিশালের অধিনায়ক কে?
- 1.6 ফরচুন বরিশাল কতবার চ্যাম্পিয়ন হয়েছে?
- 1.7 উপসংহার
- 1.8 Share this:
- 1.9 Like this:
ফরচুন বরিশাল টিম ২০২৪
Sr. | ফরচুন বরিশাল টিম ২০২৪ প্লেয়ার লিস্ট |
---|---|
1 | তামিম ইকবাল খান (অধিনায়ক) |
2 | সৌম্য সরকার |
3 | ইব্রাহিম জাদরান |
4 | ফাকার জামান |
5 | ফাউল ইস্টারলিং |
6 | শোয়েব মালিক |
7 | মাহমুদুল্লাহ রিয়াদ |
8 | Dunith Wellalage |
9 | মোঃ সাইফুদ্দিন |
10 | মেহেদী হাসান মিরাজ |
11 | প্রীতম কুমার |
12 | মুশফিকুর রহিম |
13 | রাকিবুল হাসান |
14 | মোহাম্মদ আমির |
15 | খালেদ আহমেদ |
16 | কামরুল ইসলাম রাব্বি |
17 | ইয়ানিক কারিহা |
18 | আব্বাস আফ্রিদি |
ফরচুন বরিশাল খেলোয়াড় 2024 – ফরচুন বরিশাল টিম ২০২৪ প্লেয়ার লিস্ট
যে সকল প্লেয়ার গুলোকে এবারের বিপিএল ২০২৪ আসরে ফরচুন বরিশাল নিজেদের দলে নিয়েছে সকলেই ইন্টারন্যাশনাল ক্রিকেটে পরিচিতি পায় নি।
ফরচুন বরিশালের প্লেয়ার গুলোর মধ্যে পিয়ানি কারিহা ওস্টেন্ডিজের জাতীয় দলে এখনো পর্যন্ত অভিষেক হয়নি।
এছাড়াও আব্বাস আফ্রিদি পাকিস্তানের জাতীয় দলে এখনো পর্যন্ত অভিষেক ম্যাচ খেলে নি।
গত ২ আসরে কয়জন বরিশালের যে সকল প্লেয়ার গুলো ছিল তাদের মধ্যে অনেক প্লেয়ারই ২০২৪ বিপিএলে ফরচুন বরিশালে নেই।
অর্থাৎ ফরচুন বরিশাল দলটি শিরোপা অর্জনের লড়াইয়ে নিজেদের দলকে সম্পূর্ণ নতুন রূপে তুলে ধরেছে।
বিপিএল এর অষ্টম আসরে ফাইনালে এক রানে হারার আফসোস মেটাতে ২০২৪ বিপিএলে নিজেদের সর্বোচ্চ দিয়ে খেলতে চায় ফরচুন বরিশাল।
ফরচুন বরিশাল দলটিকে গত দু বছরে নেতৃত্ব প্রদান করেছেন বাংলাদেশের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
তবে এ বছর সাকিব আল হাসান দলটিতে না থাকলেও জাতীয় দলের অনেক খেলোয়াড়কেই দলে ফেরাতে সক্ষম হয়েছে ফরচুন বরিশাল।
বিপিএল ২০২৪ ফরচুন বরিশাল খেলার সময়সূচী
আপনারা অনেকেই ফরচুন বরিশালের ম্যাচ কবে রয়েছে সে সম্পর্কে জানার জন্য গুগলে সার্চ করে থাকেন।
ফরচুন বরিশাল টিম ২০২৪ প্লেয়ার লিস্ট আমরা ইতিমধ্যেই আপনাদের সামনে উল্লেখ করেছি।
এর পাশাপাশি ফরচুন বরিশালের পরবর্তী ম্যাচগুলোর সময়সূচী আমরা আজকের এই নিবন্ধের মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরছি।
তারিখ | ম্যাচ | সময় |
২০ জানুয়ারি | রংপুর রাইডার্স বনাম ফরচুন বরিশাল | দুপুর ১:৩০ মিনিট |
২২ জানুয়ারি | ফরচুন বরিশাল বনাম খুলনা টাইগার্স | সন্ধ্যা ৬:৩০ মিনিট |
২৩ জানুয়ারি | ফরচুন বরিশাল বনাম কুমিল্লা ভিক্টোরিয়াস | সন্ধ্যা ৬:৩০ মিনিট |
২৭ জানুয়ারি | ফরচুন বরিশাল বনাম চট্টগ্রাম চ্যালেঞ্জার্স | দুপুর ১:৩০ মিনিট |
৩০ জানুয়ারি | ফরচুন বরিশাল বনাম সিলেট স্ট্রাইকার্স | সন্ধ্যা ৬:৩০ মিনিট |
৩ ফেব্রুয়ারি | ফরচুন বরিশাল বনাম খুলনা টাইগার | দুপুর ১:৩০ মিনিট |
৬ ফেব্রুয়ারি | ফরচুন বরিশাল বনাম চট্টগ্রাম চ্যালেঞ্জার্স | সন্ধ্যা ৬:৩০ মিনিট |
১০ ফেব্রুয়ারি | ফরচুন বরিশাল বনাম দুরন্ত ঢাকা | সন্ধ্যা ৬:৩০ মিনিট |
১৪ ফেব্রুয়ারি | ফরচুন বরিশাল বনাম দুরন্ত ঢাকা | দুপুর ১:৩০ মিনিট |
১৭ ফেব্রুয়ারি | ফরচুন বরিশাল বনাম সিলেট স্ট্রাইকার্স | দুপুর ১:৩০ মিনিট |
১৯ ফেব্রুয়ারি | ফরচুন বরিশাল বনাম রংপুর রাইডার্স | সন্ধ্যা ৬:৩০ মিনিট |
২১ ফেব্রুয়ারি | কুমিল্লা ভিক্টোরিয়ান্স বনাম ফরচুন বরিশাল | দুপুর ১:৩০ মিনিট |
ফরচুন বরিশালের সকল ম্যাচের সময়সূচি বিপিএল 2024 এই নিবন্ধে আপনাদেরকে প্রদান করা হয়েছে।
বিপিএল ২০২৪ আসরে অন্য সকল দলগুলোর তুলনায় অন্যতম শক্তিশালী দল গঠন করেছে ফরচুন বরিশাল।
এই দলের মাঝে বাংলাদেশী এবং অন্যান্য দেশের বেশিরভাগই জাতীয় দলের খেলোয়াড়রা অন্তর্ভুক্ত রয়েছে।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স খেলোয়াড় 2024 তালিকা পড়তে এখানে ক্লিক করুন।
FAQS – ফরচুন বরিশাল টিম ২০২৪ প্লেয়ার লিস্ট
ফরচুন বরিশালের মোট প্লেয়ার সংখ্যা কয়জন?
ফরচুন বরিশালের মোট প্লেয়ার সংখ্যা ১৮ জন।
বিপিএল ২০২৪ ফরচুন বরিশালের অধিনায়ক কে?
বিপিএল ২০২৪ ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল।
ফরচুন বরিশাল কতবার চ্যাম্পিয়ন হয়েছে?
এখনও পর্যন্ত ফরচুন বরিশাল চ্যাম্পিয়ন হতে পারে নি, ২০২২ বিপিএল আসরে ফাইনালে ০১ রানে হারে কুমিল্লার কাছে।
উপসংহার
এই নিবন্ধের মাধ্যমে ফরচুন বরিশাল টিম ২০২৪ প্লেয়ার লিস্ট এবং এর পাশাপাশি ফর্চুন বরিশালের পরবর্তী ম্যাচের সময়সূচি আপনাদেরকে বিস্তারিত জানানো হয়েছে।
আশা করছি আজকের এই নিবন্ধটি আপনাদের ফরচুন বরিশাল টিম ২০২৪ প্লেয়ার লিস্ট সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করে সাহায্য করতে পেরেছি।
ফরর্চুন বরিশালের সকল তথ্যগুলো আমরা আজকের এই নিবন্ধে আপনাদেরকে দেয়ার চেষ্টা করেছি। তবুও ফরচুন বরিশাল সম্পর্কিত আরো তথ্যগুলো পেতে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন।
আমাদের এই ওয়েবসাইটের মাধ্যমে আমরা সকল সময়ে বিপিএল ২০২৪ সম্পর্কিত সকল গুরুত্বপূর্ণ তথ্যগুলো প্রতিনিয়ত প্রদান করে থাকবো।
তাই অবশ্যই আমাদের আজকের এই নিবন্ধ যারা সম্পন্ন পড়েছেন তাদের অনুরোধ রইল আমাদের ওয়েবসাইটটি ফলো করে আমাদের সঙ্গেই যুক্ত থাকবেন।
বি পি এল এর গুরুত্বপূর্ণ সকল বিষয়গুলো আমরা আমাদের ওয়েবসাইট এবং ফেসবুক পেইজ ও ইউটিউব চ্যানেল এর মাধ্যমে আপনাদেরকে আপডেট করব।
বিডি অফার নিউজ ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন ।
বিডি অফার নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকুনঃ এখানে ক্লিক করুন ।
সকল সিমের অফার সম্পর্কে জানতে ভিজিট করুনঃ www.bdoffernews.com সাইট ।