মোনাকো কোন দেশের ক্লাব? এই সম্পর্কে জানতে অনেকেই গুগল সার্চ করে থাকেন। বাংলাদেশের অনেক ফুটবল প্রেমি এই ক্লাবের খেলা দেখেন এখন। মোনাকো ফুটবল ক্লাব বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় ক্লাব গুলোর মধ্যে একটি।
ক্লাবটির দখলে বেশ কিছু ফুটবল শিরোপা আছে। ক্লাবটি এখন লীগ-১ এ প্রতিদ্বন্দ্বীতা করে। চলুন জেনে নেওয়া যাক, মোনাকো ক্লাবটি কোন দেশে?
হেডলাইন Off Contents
মোনাকো কোন দেশের ক্লাব? – Monaco Which Country Club?
মোনাকো ইউরোপের দেশ ফ্রান্স দেশের ক্লাব হিসাবে বিবেচনা করা হয়। তবে আর সঠিক ভাবে বললে মোনাকো ফুটবল ক্লাবটি ইউরোপ মহাদেশেীর মোনাকোতে অবস্থান করছে।
এই ক্লাবটির হোমগ্রাউন্ড হল Stade Louis II। এটা তাদের প্রতিবশেী দেশ ফ্রান্সে অবস্থিত। ক্লাবটির ডাকনাম Le Rocher আর সংক্ষিপ্ত নাম AS Monaco
মোনাকো ক্লাবের প্রতিষ্ঠাতা কে? – মোনাকো ক্লাব কবে প্রতিষ্ঠিত হয়?
আজ থেকে ৯৮ বছর আগে ১৯২৪ সালের ২৩ নভেম্বর মোনাকো ক্লাবটি প্রতিষ্ঠিত হয়েছিল।
তবে মোনাকো এফসি ১৯১৯ সালেড ১ আগস্ট ফ্রান্স এবং রাজত্ব ভিত্তিক অসংখ্য স্থানীয় ক্লাবের একীকরণ হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল।
আরো দেখুনঃ
এরপর, অ্যাসোসিয়েশন স্পোর্টিভ ডি মোনাকোর একাধিক স্পোর্টস ক্লাব ১৯২৪ সালের ২৩ আগস্ট প্রতিষ্ঠিত হয়।
AS Monako Football Club পরে মোনেগাস্ক স্পোর্টিং ক্লাবের ফুটবল বিভাগে পরিণত হয়। এরপর থেকে এখন পর্যন্ত ক্লাবটি মোনাকো নামেই খেলে যাচ্ছে, এবং মোনাকো নামেই বেশি পরিচিত।
আর বর্তমানে মোনাকো ক্লাবটির দখলে অনেক গুলো শিরোপা আছে। ইউরোপীয়ান, ঘরোয়া ও অন্যান্য ম্যাচ গুলোতে চ্যাম্পিয়ন ও রানার্স আপ হওয়ার তকমা আছে মোনাকো ক্লাবের।
আরো দেখুনঃ
মোনাকো কোন দেশের ক্লাব?
এটি একটি ইউরোপের ক্লাব। মোনাকো ফুটবল ক্লাবটি ইউরোপ মহাদেশেীর মোনাকোতে অবস্থান করছে।
মোনাকো ক্লাবের প্রতিষ্ঠাতা কে?
মোনেগাস্ক স্পোর্টিং মোনাকো ফুটবল ক্লাবের প্রতিষ্ঠাতা।
উপসংহার
আশাকরি আপনি জানতে পেরেছেন মোনাকো কোন দেশের ক্লাব এবং সেই সাথে মোনাকো ক্লাবের প্রতিষ্ঠাতা কে? এই বিষয়ে আপনাদের জানানোর চেষ্টা করেছি।
মোনাকো ফুটবল ক্লাবটির মালিকানা মোনাকো স্পোর্ট ইনভেস্টমেন্ট লিমিটেড এর দখলে ৬৬.৬৭ শতাংশ ও হাউস অব গ্রিমাল্ডির দখলে ৩৩.৩৩ শতাংশ।
মোনাকো ক্লাবের বর্তমান ম্যানেজার ও কোচ ফিলিপ ক্লিমেন্ট।
সকল টেলিকম অফার, মোবাইল ব্যাংকিং সেবা বিকাশ, নগদ, রকেট সম্পর্কে ১০০% নির্ভুল তথ্য নিয়মিত পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট।
এবং ফেজবুকে আপডেট পেতে জয়েন করুন আমাদের Facebook page
বিডি অফার নিউজ ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন ।
বিডি অফার নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকুনঃ এখানে ক্লিক করুন ।
সকল সিমের অফার সম্পর্কে জানতে ভিজিট করুনঃ www.bdoffernews.com সাইট ।