Nagad Interest Rate Per Month Bangla | নগদ মোবাইল ব্যাংকিং সঞ্চয় হার

Nagad interest rate Per Months সম্পর্কে আপনাদের কাছে আরও একটি পোস্ট নিয়ে হাজির হলাম। নগদ মোবাইল ব্যাংকিং সঞ্চয় হার সম্পর্কে আপনাদের জানা জরুরী। আস্তে আস্তে নগদ মোবাইল ব্যাংকিং সেবার পরিধি বাড়ছে। মোবাইল ব্যাংকিং থেকে সঞ্চয় শুনতে অনেকটা নতুন খবর হলেও, বাংলাদেশে মোবাইল ব্যাংকিং সেবা নগদ এখন গ্রাহদের সঞ্চয়ে লাভ দিচ্ছে।

নগদ একাউন্টের মুনাফা বা লাভ, Nagad interest rate সম্পর্কে আজাকে জানাবো।

2011 সালে চালু হয় বিকাশ। তারপরে আরো অনেক মোবাইল ব্যাংকিং সেবা চালু হলোও নগদ ২০১৮ সালে তার যাত্রা শুরু করে। 

নগদ মোবাইল ব্যাংকিং সেবা শুরু থেকেই গ্রাহকদেরকে তাদের পার্সোনাল একাউন্টে মুনাফা দিচ্ছে তার অ্যাকাউন্ট থাকা টাকা থেকে। 

এছাড়াও নগদ এর ক্যাশ আউট চার্জ অনেক কম হওয়া অনেক গ্রাহকের নগদ এখন পছন্দের শীর্ষে রয়েছে। 

Nagad Interest Rate Bangla | নগদ মোবাইল ব্যাংকিং সঞ্চয় হার

Nagad Interest Rate Bangla  নগদ মোবাইল ব্যাংকিং সঞ্চয় হার
Nagad Interest Rate Bangla | নগদ মোবাইল ব্যাংকিং সঞ্চয় হার

দেশে প্রথম কোন মোবাইল ব্যাংকিং সেবা হিসাবে নগদ একাউন্টের মুনাফা পদ্দতি চালু হয়। 

আপনি আপনার মোবাইল ব্যাংকিং হিসাবে টাকা রাখলে মুনাফা বা লাভ পাচ্ছেন।  

For instance, Nagad interest পেতে হলে অবশ্যই আপনাকে একাউন্ট করার শুরুতেই নগদ মোবাইল ব্যাংকিং সঞ্চয় সিলেক্ট করতে হবে।

নগদ একাউন্টের মুনাফা পাওয়ার পদ্ধতি হচ্ছে আপনার একাউন্টে নির্দিষ্ট পরিমান টাকা জমা রাখতে হবে। 

নির্দিষ্ট পরিমাণ টাকার উপরেই মাসিক হারে মুনাফা পাবেন নগদ গ্রাহক। প্রতিমাসের মুনাফা টাকা নগদ তার গ্রাহকদেরকে পরবর্তী মাসের মাঝামাঝি সময়ে নগদ একাউন্টে পাঠিয়ে দিয়ে থাকে। 

Also Read:

Easy Way To Earn Money Online| অনলাইনে আয় করার সহজ উপায়

ঈদ মোবারক শুভেচ্ছা এসএমএস স্ট্যাটাস

নগদ মোবাইল ব্যাংকিং সঞ্চয় হার

আগেই বলেছি নিজের ব্যক্তিগত নগদ হিসাবে টাকা জমা রেখে Nagad interest পেতে হয়।

এখন আপনার জানা দরকার কত টাকা নগদ মোবাইল ব্যাংকিং হিসাবে রাখলে আপনি কত টাকা মুনাফা পাবেন।

প্রথমে নগদ মোবাইল ব্যাংকিং সঞ্চয় হার সারণী দেখুনঃ- 

মুনাফার স্ল্যাববার্ষিক মুনাফা হার
৫০০০.০০১ টাকা থেকে ঊর্ধ্বে৬.০%
১০০০.০০১ টাকা থেকে ৫০০০ টাকা৪.০%
০ টাকা থেকে ১০০০ টাকা০.০%

আপনার নগদ হিসাবে প্রতিদিন রাত ১২ পর্যন্ত ১০০০ টাকার কম থাকলে আপনি নগদ থেকে কোন ধরনের মুনাফা পাবেন না।

তাই মুনাফা পেতে অবশ্যই আপনার নপগপদ মোবাইল ব্যাংকিং হিসাবে ১০০০ টাকার বেশি থাকতে হবে।

  • ১০০০ থেকে ৫০০০ টাকা পর্যন্ত নগদ মোবাইল ব্যাংকিং সঞ্চয় হার ৪%
  • আবার ৫০০০ টাকা থেকে ঊর্ধ্বে যে কোন টাকায় নগদ লাভের হার ৬%
  • আশা করি বিষয়টি বুজতে পেরেছেন।

Also Read:

নগদ একাউন্ট খোলার পদ্ধতি | Nagad account open

Nagad Pin Code Reset System | নগদ একাউন্টের পিন কোড পরিবর্তন

Nagad interest rate শর্ত

  • নগদ মোবাইল ব্যাংকিং হিসাবের মুনাফা মাসিক ভিত্তিতে বিতরণ করা হবে।
  • আপনার অ্যাকাউন্টে থাক দিনের শেষ ব্যালেন্সে গণনা করে মুনাফা মাসিক ভিত্তিতে বিতরন করা হবে।
  • সরকারি নিয়ম অনুসারে ভ্যাট কর্তন শেষে লাভ সরাসরি গ্রাহকের নগদ অ্যাকাউন্টে সেন্ড করা হবে।
  • সঞ্চয়িত লাভ পেতে, আপনার নগদ অ্যাকাউন্ট অবশ্যই সক্রিয় থাকতে হবে।

উপসংহার

Nagad interest rate Bangla সম্পর্কে সঠিক তথ্য পেয়েছেন। আশা করি আপনি নগদ মোবাইল ব্যাংকিং সঞ্চয় হার বিষয়টি বুজতে পেরেছেন। Nagad interest rate সম্পর্কে আরও জানার থাকলে কমেন্ট করুন। Join our FACEBOOK page.

How does Nagad make profit?

Customers will earn a profit on their wallet balance based on the slab of minimum day-end balance of the month.

What is profit account Nagad?

If you are interested in opening a Nagad mobile banking account to use, select Yes. You will then be paid interest on a monthly basis based on the amount of balance in your Nagad account at the end of each day.

নগদ মোবাইল ব্যাংকিং সঞ্চয় হার?

আপনার নগদ মোবাইল ব্যাংকিং একাউন্ট এ 0 থেকে ১ হাজার টাকা পর্যন্ত জমা থাকলে ঐ টাকা থেকে আপনি কোন ধরনের ইন্টারেস্ট পাবেন না। তবে ১০০০ টাকা থেকে 5000 টাকা নিম্নে পর্যন্ত থাকলে ৪ পারসেন্ট হারে ইন্টারেস্ট পাবেন এবং 5000 টাকার অধিক থাকলে ৬ পার্সেন্ট হারে ইন্টারেস্ট পাবেন।

কমদামে মিনিট, ইন্টারনেট ও বান্ডেল অফার কিনতে ভিজিট করুনঃ এখানে ক্লিক করুন
বিডি অফার নিউজ ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন
বিডি অফার নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকুনঃ এখানে ক্লিক করুন
সকল সিমের অফার সম্পর্কে জানতে ভিজিট করুনঃ www.bdoffernews.com সাইট ।

Leave a Comment