Bkash Helpline Number BD | Bkash Helpline Chat | বিকাশ হেল্প লাইন নাম্বার

Bkash helpline number BD এখন অনেকেরি প্রয়োজন হয়।“বিকাশ” বাংলাদেশে একটি Best mobile banking সেবাদাতা প্রতিষ্ঠান। বিকাশ হেল্প লাইন নাম্বার তাই এখন অনেক বিকাশ একাউন্টে সমস্যা হলে bkash customer care নাম্বারে কল করার জন্য প্রয়োজন হয়।

এখন bkash helpline chat সুবিধাও দিচ্ছে, তবে বিকাশ একাউন্ট ইউজারদের সমস্যা ভিন্ন ভিন্ন হওয়ার কারনে, অনেকের সমস্যা নিজে থেকে বিকাশ হেল্প লাইন নাম্বার কল না করেই সমাধান করা যায়।

In addition, কারো বর্তমান বিকাশ একাউন্ট সমস্যা, আবার কারো বিকাশ পিন সেট সম্পর্কিত কোন প্রশ্ন থাকে তাই বিকাশ Bkash helpline নম্বর বা বিকাশ কাস্টমার কেয়ার নাম্বারে কল করার প্রয়োজন হয়।

Bkash helpline number BD এ কাল করে কথা বলতেও অনেক সমস্যা হয়।কোন সমস্যায় কি তথ্য প্রয়োজোন তা জানতে অনেকে ইন্টারনেটে সার্চ করে থাকেন। Bkash helpline নাম্বার bd ও বিকাশ সমস্যা সম্পর্কিত প্রয়োজনীয় তথ্য জানাতে আজকের এই পোস্ট।

হেডলাইন Off Contents

Bkash helpline number BD | বিকাশ হেল্প লাইন নাম্বার

Bkash helpline number BD  বিকাশ হেল্প লাইন নাম্বার
Bkash helpline number BD | বিকাশ হেল্প লাইন নাম্বার
ডিসকাউন্টে সকল সিমের মিনিট, ইন্টারনেট ও বান্ডেল অফার ক্রয় করতে DESH OFFER সাইটে ভিজিট করুন।

Friends Bkash helpline number is 16267 to call 24 hours a day. call 16247 and say all inquiries about bkash mobile banking.

বিকাশ হেল্প লাইন নাম্বার হচ্ছে ১৬২৪৭ এই নম্বরে আপনার জন্য ২৪ ঘণ্টা খোলা আছে, আপনি যে কোন সময় কল করতে পারেন। 24 Hour bkash Call Center bd 16247 কথা বলতে পারবেন আপনার সমস্যা সম্পর্কে।

আপনি দেশের যে প্রান্তে থাকুন না কেন যোগাযোগ করুন ।

Bkash helpline number BD | বিকাশ হেল্প লাইন নাম্বার কত

বিকাশ হেল্প লাইন নাম্বার কত এমন প্রশ্নে আপনাকে বলবো এখন দেশ বা দেশের বাইরে থেকেও আপনি bkash helpline number bd তে কল করতে পারেন।

দেশের ভিতর থকে  যে কোন অপারেটর সিম থেকে 1627 নম্বরে দিনের যে কোন সময় কথা বলতে পারবেন আপনার বিকাশ সম্পর্কিত সমস্যায়।

If, lost your cell phone call this bkash customer care number bd local number 02-55663001

দিনের যে কোন সময় ১৬২৪৭ বিকাশ হেল্প লাইন  অথবা এই ০২-৫৫৬৬৩০০১ নম্বরে কল করুন

  • যেকোনো
  • রবি,
  • গ্রামীণফোন,
  • এয়ারটেল,
  • বাংলালিংক,
  • টেলিটক
  • এবং টি এন্ড টি (TNT number ) নাম্বার থেকে যোগাযোগ করা যাবে।

Bkash customer care number in 2024 use hotline

Bkash hotline number in coronavirus covid 19

করোনা ভাইরাস বা Covid- 19 সময়ে bkash hotline number বা বিকাশ হেল্পলাইন নাম্বার ১৬২৪৭ অনেক বেশি কল যাচ্ছে।এই মহামারী সময়ে বিকাশ তাদের স্বল্প সংখ্যক কর্মী নিয়ে কাজ করছে।

বিকাশ এজেন্ট ব্যবসা লাভ সুবিধা

SO, সংকট কালীন সময়ে অনেকেরই বিকাশের সমস্যা সমধানে, বিকাশে কল করে আসছেন, এখন বিকাশ সেবার প্রয়োজনীয়তা অন্য সময়ের চেয়ে অনেক বেশি। তাই bkash helpline bd থেকে তথ্য পেতে অপেক্ষা করুন।

বিকাশ হেল্প লাইন নাম্বার কল সংযোগ জনিত সমস্যা

For instance, সাধারণ সময়ে বিকাশ কাস্টমার কেয়ার নাম্বার 16247 এ সহজেই কল করে সমস্যা সম্পর্কে কথা বলা যেত। এই সময়ে অনেক চেষ্টা পরেও অনেকের কল Connect হচ্ছে না।

তার, কারন বিকাশ হেল্পলাইন ১৬২৪৭ এ এখন কল সংখ্যা অনেক বেশি। আমি নিজে বেক্তিগত কাজে কল করার চেষ্টা করে তা বুজতে পারলাম।

গত ১০ এপ্রিল বিকাশে কল Connect হতে আমাকে ৫৬ বার নাম্বার ডায়াল করতে হায়। গত ২৪ এপ্রিল লাগে ৪৩ বার।

বুজতেই পারছেন, যে কতটা সময় নিয়ে আপনাকে Bkash helpline number 16247 এ কল করতে হবে।

আর সেই সাথে কল চার্জ সমস্যা তো রয়েছে, মোবাইল পর্যাপ্ত টাকা রেখে কল করুন।

১০ এপ্রিল কল Connect হওয়ার পর আমি প্রায় ১২ মিনিট পর লাইন পাই , 2 taka+ প্রতি মিনিট খরচ হয় আমার, প্রায় 29 টাকা। ২৪ এপ্রিল খরচ হয় ৩৫ টাকা।

করোনা ভাইরাস সময়ে বিকাশ সম্পর্কিত সমস্যা

Bkash helpline number থেকে আপনি কি সম্পর্কে জানতে ছান?

After that, বিকাশ নতুন অ্যাকাউন্ট খুলবেন ? এখানে ক্লিক করুন। Bkash online customer care ? ও বিকাশ লাইভ চ্যাট করতে Bkash website visit করুন। 

বিকাশ কাস্টমার কেয়ার নাম্বার কেন যোগাযোগ করবেন?

⇒ বিকাশ ব্লক হয়ে যাওয়া অ্যাকাউন্ট ওপেন করতে চান ?

যদি আপনার অ্যাকাউন্ট তথ্য হালনাগাদ করার কারনে বন্ধ হয়ে থাকে, তবে আপনি এখন বিকাশ হেল্পলাইন নাম্বার সমূহে কল করে সমস্যার সমাধান করতে পারবেন না।

বিকাশ তথ্য হালানাগাদ করতে যত দিন পর্যন্ত “বিকাশ কাস্টমার সার্ভিসি সেন্টের” সমূহ ওপেন না হচ্ছে, ততদিন পর্যন্ত পারবেন না।

যদি আপনারা অ্যাকাউন্ট পিন কোড ভুল প্রবেশ করার কারনে বন্ধ হয়ে থাকে তবে আপনি পোষ্টের নিন্মে আলোচনা করা কিছু তথ্য সমূহ প্রদান করলেই আপনার অ্যাকাউন্ট সচল করতে পারেন।

Bkash live chat support – বিকাশ লাইভ চ্যাট

আপনি এখন বিকাশ কাস্টমার কেয়ারে লাইভ চ্যাট বা bkash live chat support ( Webchat bkash ) করে আপনার সমস্যার কথা জানাতে পারেন। bkash helpline chat করতে আপনাকে এই  https://webchat.bkash.com ওয়েবপেজ টিতে যেতে হবে।

bkash live chat support পেতে আপনার নাম ও মোবাইল নম্বর দিয়ে সহজেই Registretion সম্পন্ন করে সমস্যার কথা জানতে পারেন।

অথবা ইমেইল করতে পারেন এই ঠিকানায় : [email protected]

Bkash Account PIN Block হলে কি করবেন?

আপনার বিকাশ একাউন্ট পিন নাম্বার ভুলে গেলে Bkash helpline number BD 16247 নম্বরে কল করুন। আপনা্নাক বিকাশ হেল্প লাইন  16247, কি কি প্রশ্ন করা হতে পারে ?

  • বর্তমান বিকাশ একাউন্ট টাকার পরিমান ,
  • Bkash account থেকে খরচ করেছেন এমন সর্বশেষ ২ টি লেনদেন।
  • একাউন্ট ওনার / account ownership ভেরিফাই করুন ( অ্যাকাউন্ট টি কার নামে তা )
  • জন্ম তারিখ , বাবার নাম ইত্যাদি

আপনার প্রদান ক্রীত Bkash account তথ্য ঠিক থাকলে, অ্যাকাউন্ট পিন রিসেট করে দেয়া হবে ।সাথে সাথে  আপনার Bkash account এ বিকাশ থেকে একটি নতুন পিন ( Temporally pin code ), এসএমএস এর মাধ্যমে পাবেন।

sms থেকে টেম্পোরারি পিন কোড টি ব্যাবহার করে *২৪৭# ডায়াল করে নতুন একটি পিনকোড তৈরি করে নিন ।

Bkash pin code settings

  • আপনার বিকাশ পিচ কোড পরিবর্তন বা সেটিং করতে *২৪৭# ডায়াল করুন
  • মেনু অপশন থেকে 7. My bikash সিলেক্ট করুন।
  • পরবর্তী মেনু অপশন থেকে 3. Change mobile menu pin সিলেক্ট করুন।
  • এখন আপনার পুরাতন পিন ( OLD PIN ) number দিন।
  • এরপর আপনার নতুন ৫ অখরের পিন ( Enter 5 digit NEW PIN ) number দিন।
  • নতুন পিন টি পুনরায় ( Conform NEW PIN ) দিন।
  • ok করুন।
  • হয়ে গেল আপনার বিকাশ পিন পরিবর্তন।

অথবা, Bkash customer care বা বিকাশ সার্ভিস সেন্টের যোগাযোগ করুন। প্রয়োজনে Bkash Helpline Number BD তে কল করে কাস্টমার কেয়ার নম্বর নিবো।

Bkash helpline number bd | বিকাশ সার্ভিস সেন্টার

For instance, bkash helpline number bd থেকে নিজের সমস্যার সঠিক উত্তর না পেয়ে বিকাশ bkash customer care near me খুজতে শুরু করেন। bkash helpline contact number ঠিক ভাবে আমরা পাইনি, তবে সকল অফিসে ভিজিট করে পাওয়া যাবে।

তাই, এখানে Bkash Helpline Number BD থেকে ঠিকানা না পেলেও আপনি bkash customer care near me ঠিকানা খুজে নিতে পারবেন।

Vikas helpline number | বিকাশ কাস্টমার সেন্টার ঠিকানাঃ

ঢাকা মহাখালী বিকাশ সেন্টার- bkash customer care number dhaka

  • এসকেএস টাওয়ার (গ্রাউন্ড ফ্লোর ) ৭,
  • ভিআইপি রোড,
  • মহাখালী, ঢাকা -১২০৬।

ঢাকা বাংলা মোটর বিকাশ সেন্টার -bkash customer care dhaka

  • রুপায়ন ট্রেড সেন্টার,
  • নীচ তলা,
  • ১১৪ বাংলা মোটর মোড়,
  • কাজী নজরুল ইসলাম এভিনিউ , ঢাকা।
ঢাকা যাত্রাবাড়ি বিকাশ সেন্টার-বিকাশ সার্ভিস পয়েন্ট
  • রহমান প্লাজা, (১ম তলা),
  • ৪০/১/এ,
  • শহীদ ফারুক সড়ক,
  • যাত্রাবাড়ি, ঢাকা

গাজীপুর বিকাশ সেন্টার -বিকাশ সার্ভিস সেন্টার

  • বাতেন ভবান,
  • হোল্ডিং নং ৪৯৪,
  • দ্বিতীয় তলা, মাতৃভুমি এন্টারপ্রাইজ,
  • বশির সড়ক, জয়দেবপুর, গাজীপুর
  • টাঙ্গাইল বিকাশ সেন্টার –
  • হোল্ডিং নং ০১১৭-০০,
  • বাছেদ খান টাওয়ার, ভিক্টোরিয়া রোড

ময়মনসিংহ বিকাশ সেন্টার –

  • ২১ জুবিলী ঘাট, ২য় তলা,
  • ময়মনসিংহ

Bkash customer care chittagong

  • চট্টগ্রাম আগ্রাবাদ বিকাশ সেন্টার
  • মক্কা মদিনা টাওয়ার ,
  • ৭৮ , আগ্রাবাদ, (২য় তলা), বা/এ, চট্টগ্রাম

Chittagong Bkash customer care

  • চট্টগ্রাম মুরাদপুর বিকাশ সেন্টার –
  • ইসলাম টাওয়ার,
  • নীচতলা ,
  • ৫৯ সিডিএ এভিনিউ,
  • মুরাদপুর, চট্টগ্রাম

সিলেট বিকাশ সেন্টার –বিকাশ হেল্প

  • জে আর টাওয়ার,
  • ২৩ আবাস ,
  • ২য় তলা, জেল রোড,
  • সিলেট, ৩১০০

খুলনা বিকাশ সেন্টার –

  • ইসরাক প্লাজা, প্লটঃ ৪৩-৪৪,
  • ২য় তলা,
  • মজিদ সরণী,
  • শিব বাড়ী মোড়,খুলনা

বরিশাল বিকাশ সেন্টার –

  • রহমত মঞ্জিল কমপ্লেক্স,
  • ২য় তলা,
  • গোরাচাঁদ দাস রোড,
  • বটতলা, বরিশাল

রংপুর বিকাশ সেন্টার –

  • এ জেড টাওয়ার,
  • ৩৪-৩৫, ২য় তলা,
  • ষ্টেশন রোড,
  • রংপুর সদর, রংপুর

বগুড়া বিকাশ সেন্টার –বিকাশ হেল্প

  • ৩২৪, ঝাউতলা,
  • বড়গোলা,
  • কাজী নজরুল ইসলাম রোড,
  • বগুড়া সদর, বগুড়া

রাজশাহী বিকাশ সেন্টার –

  • ৬১, চাঁদ সন্স শপিং কমপ্লেক্স,
  • ২য় তলা, বোয়ালিয়া, রাজশাহী,

যশোর বিকাশ সেন্টার –

  • হাসান ম্যানশন,
  • (১ম তলা), এম এম আলি রোড,
  • মাইক পট্টি, যশোর

কুমিল্লা বিকাশ সেন্টার –

  • রায় কমপ্লেক্স,
  • (নীচ তলা), ১১৫/২,
  • নজরুল এভিনিউ ,
  • কান্দিরপাড়, কুমিল্লা

ফরিদপুর বিকাশ সেন্টার -bkash helpline

  • হোল্ডিং নং: ৪৬/খ,
  • ফার্স্ট ফ্লোর,
  • থানা রোড, ঝিলটুলি, ফরিদপুর

বিকাশ সেন্টার এর সময়সূচীঃ

  • সপ্তাহে সাত দিন,
  • সকাল ০৯:০০টা থেকে সন্ধ্যা ৭: ০০ টা
  • (সরকারী ছুটির দিন ব্যতীত)

বিকাশ কেয়ার এর কার্যক্রম সময়সূচীঃ

  • সপ্তাহে ছয় দিন,
  • সকাল ১০.০০টা থেকে সন্ধ্যা ৬: ০০ টা
  • (সরকারী ছুটির দিন ব্যতীত)

বিকাশ সার্ভিস সেন্টার ফ্যাক্সঃ ০০৮৮-০২-৯৮৯৪৯১৬

Bkash কর্পোরেট ঠিকানা:

  • বীর শ্রেষ্ঠ শহীদ জাহাঙ্গীর গেট ৫৪৬,
  • ঢাকা ক্যান্টনমেন্ট,
  • ঢাকা-১২০৬

Bkash Helpline Number BD near me – বিকাশ সার্ভিস সেন্টার

If, your questions in near me bkash center. So, see all lists are here and we publish all possible ways to connect bkash. Also, all Bkash helpline numbers bd details. 

FAQ’s on Bkash

এখানে দেশ সেরা মোবাইল ব্যাংকিং সেবা বিকাশ সম্পর্কে আরও কিছু তথ্য জানুন।

  • ইমেইল করুনঃ  support@bkash.com
  • লাইভ চ্যাটঃ https://livechat.bkash.com
  • বিকাশ অন ফেসবুকঃ https://www.facebook.com/bkashlimited

What is the code of bkash?

আপনার বিকাশ কোড কি? *২৪৭# ডায়াল করুন এবং সহজেই আপনার বিকাশের লেনদেন করুন।

How do I know my bKash account number?

সাধারণত আপনার ব্যাবহার করা সিম নম্বরটি আপনার বিকাশ নম্বর। অর্থাৎ সিম নম্বরে বিকাশ হয়ে থাকে।

If, আপনি নম্বরটি ভুলে গিয়ে থাকেন তবে ১৬২৪৭ নম্বরে কল করে আপনার NID প্রুপ দিয়ে আপনি আপনার নম্বরটি জানতে পারেন।

How recharge mobile from bKash?

বন্ধুরা বিকাশ মোবাইল রিচার্জ অফার এটি অত্যন্ত সহজ একটি পক্রিয়া। যদি আপনি এই পক্রিয়াতি না জানেন তবে ঘুরে আসুন বিকাশ মোবাইল রিচার্জ অফার।

Also Read:

Bkash To Bank Transfer System

নগদ থেকে বিকাশে টাকা ট্রান্সফার করার পদ্দতি

In conclusion,

IF, যদি Bkash helpline number BD বা বিকাশ কাস্টমার কেয়ার নাম্বার, বিকাশ হেল্প লাইন সম্পর্কিত এই পোস্টটি আপনার উপকারে আশে, তবেই এই পোস্টের সার্থকতা। পোস্টটি ভালোলাগলে LIKE, SHARE করতে ভুলবেন না ।

বিকাশ কাস্টমার কেয়ার নাম্বার কত?

বিকাশ কাস্টমার কেয়ার নাম্বার হচ্ছে ১৬২৪৭। আপনার বিকাশ একাউণ্ট সম্পর্কিত যে কোন সমস্যায় কল করুন ১৬২৪৭ নম্বরে।

How can I contact bKash?

This is mentioned at the beginning of the post. However, if there is any problem related to the bKash account, call bKash help at 16247.

What is the code of bkash?

What is your Bkash code? Bkash code is* 247 # and easily transfer your fund.

What is Bkash Helpline Number BD?

Bkash Helpline Number BD is 16247.

কমদামে মিনিট, ইন্টারনেট ও বান্ডেল অফার কিনতে ভিজিট করুনঃ এখানে ক্লিক করুন
বিডি অফার নিউজ ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন
বিডি অফার নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকুনঃ এখানে ক্লিক করুন
সকল সিমের অফার সম্পর্কে জানতে ভিজিট করুনঃ www.bdoffernews.com সাইট ।

1 thought on “Bkash Helpline Number BD | Bkash Helpline Chat | বিকাশ হেল্প লাইন নাম্বার”

Leave a Comment