বিকাশ ক্যাশ আউট চার্জ কমল | প্রতি হাজারে ১৪ টাকা খরচে ক্যাশ আউট করুন

বিকাশ ক্যাশ আউট চার্জ সম্পর্কে বর্তমানে অনেকেই জানতে চান। বাংলাদেশের জনপ্রিয় মোবাইল ব্যাংকিং সেবা বিকাশের ক্যাশ আউট চার্জ ১৪.৫০ টাকা নির্ধারণ করেছে। তবে এই ক্যাশ আউট চার্জের কিছু লিমিটেশন রয়েছে। 

আপনি যদি রেগুলার বিকাশ একাউন্ট ব্যবহার করেন তবে অবশ্যই আপনাকে এই লিমিটেশন পদ্ধতি সম্পর্কে জানতে হবে।

এখন বিকাশ ফ্রি সেন্ড মানির পাশাপাশি এবং কম খরচে ক্যাশ আউট করতে আপনাকেও উক্ত পদ্ধতি গুলি মেনে চললেই আপনি কম খরচে বিকাশ থেকে টাকা লেনদেন করতে পারবেন।

বিকাশ ক্যাশ আউট চার্জ কত?

বিকাশ ক্যাশ আউট চার্জ কত
বিকাশ ক্যাশ আউট চার্জ কত?

বন্ধুরা আপনার যদি প্রশ্ন হয় বিকাশ ক্যাশ আউট চার্জ কত, তবে আমি আপনাকে উত্তরে সরাসরি বলব ১.৮৫ %। অর্থাৎ প্রতি হাজারে ১৮.৫০ টাকা। 

বিকাশ ক্যাশ আউট চার্জ অ্যাপ?

ডিসকাউন্টে সকল সিমের মিনিট, ইন্টারনেট ও বান্ডেল অফার ক্রয় করতে DESH OFFER সাইটে ভিজিট করুন।

তবে আপনি যদি বিকাশ অ্যাপ ব্যবহার করেন তবে আপনার কাছ থেকে বিকাশ চার্জ করে হবে ১.৭৫%। অর্থাৎ আপনি বিকাশ অ্যাপ ব্যবহার করে ক্যাশ আউট করলে আপনাকে প্রতি হাজারে ১৭.৫০ টাকা চার্জ কাটা হবে।

বিকাশ ক্যাশ আউট চার্জ প্রিয় এজেন্ট নম্বর?

এছাড়াও বর্তমানে বিকাশ গ্রাহকদের ক্যাশ আউট চার্জ কম করেছে। বিকাশ নতুন পদ্ধতি চালু করেছে এই পদ্ধতিতে একজন গ্রাহক একটি নির্দিষ্ট বিকাশ এজেন্ট নম্বরে ১.৪৯% চার্জে ক্যাশ আউট করতে পারবেন। 

অর্থাৎ নতুন বিকাশ চার্জ পদ্দতিতে একজন বিকাশ গ্রাহক একটি নির্দিষ্ট এজেন্ট নাম্বারে প্রতি মাসে ২৫ হাজার টাকা পর্যন্ত ক্যাশ আউট করতে পারবেন ১৪.৯০ টাকা প্রতি হাজার টাকায়।

বিকাশ ক্যাশ আউট পদ্দতিচার্জপ্রতি হাজারে
*২৪৭#১.৮৫%১৮.৫০ টাকা
বিকাশ অ্যাপ১.৭৫%১৭.৫০ টাকা
বিকাশ প্রিয় এজেন্ট নম্বরে১.৪৯%১৪.৯০ টাকা

১৪.৯০ টাকা খরছে কিভাবে ক্যাশ আউট হবে?  

বিকাশ ক্যাশ আউট চার্জ ১৪.৯০ টাকা খরচে ক্যাশ আউট করতে হলে আপনাকে একটি প্রিয় বিকাশ এজেন্ট নাম্বার অ্যাড করতে হবে আপনার বিকাশ একাউন্টে।  

বিকাশে সেন্ড মানি চার্জ ফ্রি পদ্দিতিতে আপনি ৫ টি প্রিয় পার্সোনাল নাম্বার যুক্ত করার সুবিধা পেয়ে থাকেন।

তবে ক্যাশ আউট করার জন্য বিকাশকে একটিমাত্র এজেন্ট নাম্বার প্রিয় নাম্বারে যুক্ত করার সুযোগ দেয়া হচ্ছে।

তবে একজন বিকাশ পার্সোনাল একাউন্ট ব্যবহার করি প্রতিমাসেই তার বিকাশ এজেন্ট নাম্বার পরিবর্তন করতে পারবেন। 

বিকাশ পার্সোনাল একাউন্টে প্রিয় নাম্বার যুক্তকরণ পদ্ধতির মতো এই পদ্ধতিতে আপনি আপনার নম্বরে একটি বিকাশ এজেন্ট নম্বর যুক্ত করে নিতে হবে কম খরছে ক্যাশ আউট করতে। 

আরও পড়ুনঃ

বিকাশ থেকে ব্যাংকে টাকা ট্রান্সফার

নগদ থেকে বিকাশে টাকা ট্রান্সফার করার পদ্দতি

কিভাবে বিকাশ প্রিয় এজেন্ট নম্বর যুক্ত করব?

আপনি যদি বিকাশ পার্সোনাল নাম্বারে ফ্রি সেন্ড মানি করতে কারো নাম্বার এড করে থাকেন তবে আপনার জন্য প্রিয় বিকাশ এজেন্ট নাম্বার যুক্ত করা অনেক সহজ। 

বিকাশ এজেন্ট প্রিয় নাম্বার যুক্ত করতে আপনি বিকাশ অ্যাপ অথবা বিকাশ ইউএসএসডি কোড পদ্ধতি ব্যবহার করতে পারেন।

বিকাশ ডায়াল কোড *২৪৭#  ডায়াল করে বিকাশ এজেন্ট নাম্বার যুক্ত করতে, বিকাশ ইউএসএসডি কোড ডায়াল পরবর্তী বিকাশ মেনু থেকে ৮ নম্বরে থাকা মাই বিকাশ অপশন সিলেক্ট করতে হবে।  

মাই বিকাশ পরবর্তী আপনি দুটি অপশন দেখতে পাবেন সেন্ড মানি এবং ক্যাশ আউট।

ক্যাশ আউট সিলেট করলে অ্যাড বিকাশ এজেন্ট নাম্বার দেখতে পাবেন।

অ্যাড বিকাশ এজেন্ট নাম্বার মেনু সিলেক্ট পরবর্তী আপনার কাংখিত বিকাশ এজেন্ট নাম্বারটি দিয়ে আপনি বিকাশ নাম্বারটি যুক্ত করতে পারবেন।

মনে রাখবেন প্রতিমাসে যেহেতু আপনাকে এজেন্ট নাম্বার টি পরিবর্তন করার সুযোগ রয়েছে এবং বিকাশ ব্যবহারে এজেন্ট নাম্বার পরিবর্তন করার প্রয়োজনীয়তা রয়েছে তাই পদ্দতি টি ভাল করে দেখে নিন।

বিকাশ এজেন্ট নাম্বার যুক্ত করার পদ্ধতিতে আপনি অনুসরণ করছেন ঠিক সেইভাবে বিকাশ এজেন্ট নাম্বার পরিবর্তন করার পদ্ধতি রয়েছে।

বিকাশ প্রিয় এজেন্ট নম্বরে লিমিত কত?

একটি ক্যালেন্ডার মাসে একজন গ্রাহক যেকোনো বিকাশ এজেন্ট নাম্বারকে প্রিয় এজেন্ট নাম্বার হিসেবে সেট করতে পারবেন।

গ্রাহক প্রিয় এজেন্ট নাম্বার থেকে ১.৪৯% চার্জ ক্যাশ আউট করতে পারবেন।

এখন প্রিয় এজেন্ট নম্বরে ১.৪৯% চার্জ প্রতি মাসে ২৫,০০০ টাকা পর্যন্ত প্রযোজ্য হবে। 

  • ২৫,০০০ টাকা লিমিট অতিক্রম করলে, ১.৮৫% চার্জ প্রযোজ্য হবে।
  • ক্যালেন্ডার মাসে ১টি প্রিয় এজেন্ট নাম্বার যোগ করা যাবে।
  • প্রথমবার প্রিয় এজেন্ট নাম্বার যোগ করার পর, সেই মাসে তা আর পরিবর্তন করা যাবে না।
  • পরবর্তী ক্যালেন্ডার মাস থেকে আপনি সেভ করা নাম্বারটি বাদ দিয়ে প্রিয় এজেন্ট নাম্বার একবার পরিবর্তন করতে পারবেন।

উদাহরণ সরূপ:

কোনো এক মাসে একজন বিকাশ গ্রাহক ইতিমধ্যে ২৪,৫০০ টাকা ক্যাশ আউটের মাধ্যমে লেনদেন করেছেন।

এখন, তিনি যদি প্রিয় এজেন্ট নাম্বার থেকে ৬০০ টাকা ক্যাশ আউট করতে চান (মোট ২৫,১০০ টাকা) তাহলে এই লেনদেনের জন্য ১.৮৫% চার্জ প্রযোজ্য হবে এবং প্রিয় এজেন্ট নাম্বারে ক্যাশ আউট লিমিট শেষ হয়ে যাবে।

একজন গ্রাহকের যে কোনো মুহূর্তে সর্বোচ্চ ১ টি প্রিয় নাম্বার থাকতে পারবে।

আরও পড়ুনঃ

Bkash Ekyc App Download Link

বিকাশে টাকা পাঠানোর নিয়ম

বিকাশ ক্যাশ আউট চার্জ কত?

বন্ধুরা আপনার যদি প্রশ্ন হয় বিকাশ ক্যাশ আউট চার্জ কত, তবে আমি আপনাকে উত্তরে সরাসরি বলব ১.৮৫ %। অর্থাৎ প্রতি হাজারে ১৮.৫০ টাকা। 

বিকাশ ক্যাশ আউট চার্জ অ্যাপ?

তবে আপনি যদি বিকাশ অ্যাপ ব্যবহার করেন তবে আপনার কাছ থেকে বিকাশ চার্জ করে হবে ১.৭৫%। অর্থাৎ আপনি বিকাশ অ্যাপ ব্যবহার করে ক্যাশ আউট করলে আপনাকে প্রতি হাজারে ১৭.৫০ টাকা চার্জ কাটা হবে।

উপসংহার;

আশা করি আপনি বিকাশ ক্যাশ আউট চার্জ সম্পর্কে জানতে পারবেন। এই সম্পর্কে আরও বিস্তারিত জানতে আপনি আমাদের কমেন্ট করুন। জিপি অফার, রবি অফার, ইন্টারনেট অফার, কল রেট অফার সম্পর্কে জানতে আমাদের ফেসবুক পেজ জয়েন করুন।

কমদামে মিনিট, ইন্টারনেট ও বান্ডেল অফার কিনতে ভিজিট করুনঃ এখানে ক্লিক করুন
বিডি অফার নিউজ ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন
বিডি অফার নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকুনঃ এখানে ক্লিক করুন
সকল সিমের অফার সম্পর্কে জানতে ভিজিট করুনঃ www.bdoffernews.com সাইট ।

Leave a Comment