বাংলালিংক নাম্বার চেক করার কোড | বাংলালিংক নম্বর চেক

বাংলালিংক নাম্বার চেক করার কোড সম্পর্কে আজকে আপনাদের জানাবো। আপনি যদি ভুলে গিয়ে থাকেন যে কিভাবে বাংলালিংক নাম্বার চেক করতে হয়, তাহলে চিন্তা করবেন না। কিভাবে বাংলালিংক নাম্বার সহজে চেক করবেন তা আপনাদের সাথে শেয়ার করব।

এছাড়াও এই পোস্টে আপনি বাংলালিংক সিমের অন্যান্য সকল ইউএসএসডি কোড সম্পর্কে জানতে পারবেন। বাংলালিংক সহ বাংলাদেশের জনপ্রিয় টেলিকম অপারেটর সমূহের বেশিরভাগেই ইউএসএসডি কোড দিয়ে থাকে গ্রাহকদের বিভিন্ন অফার সমূহ এবং নাম্বার চেক করার জন্য।

তেমনি বাংলালিংক সিমের নাম্বার চেক করার জন্য আপনাকে একটি ইউএসএসডি কোড ডায়াল করতে হবে।

তবে ইউএসএসডি কোড ছাড়াও আপনি সহজেই মাই বাংলালিংক অ্যাপ থেকে আপনি আপনার নম্বর সম্পর্কে জানতে পারেন। কিন্তু মাই বাংলালিংক অ্যাপে প্রথমবার লগিন করার জন্য আপনাকে বাংলালিংক নম্বর জানা জরুরী। তাই এই পোস্টে মনোযোগ সহকারে পড়লে বাংলালিংক নম্বর চেক করার কোড খুঁজে পাবেন। 

বাংলালিংক নাম্বার চেক করার কোড – বাংলালিংক নম্বর চেক

বাংলালিংক নাম্বার চেক করার কোড - বাংলালিংক নম্বর চেক
বাংলালিংক নাম্বার চেক করার কোড
ডিসকাউন্টে সকল সিমের মিনিট, ইন্টারনেট ও বান্ডেল অফার ক্রয় করতে DESH OFFER সাইটে ভিজিট করুন।

নিজ মোবাইল নাম্বার না জানা অনেকের জন্যই সমস্যার কারণ হয়ে দাঁড়ায়।  কেননা জরুরী প্রয়োজনে মোবাইল রিচার্জ করার প্রয়োজন হলে নিজ মোবাইল নম্বরটি জানা অত্যন্ত জরুরী। 

এছাড়াও বন্ধুবান্ধব আত্মীয়স্বজন বা জরুরী কাজে কাউকে নম্বর প্রদান প্রয়োজন। তাই এই সমস্ত কার্য গুলি নির্বিঘ্নে সম্পন্ন করার জন্য বাংলালিংক নম্বর চেক করার কোড টি আপনার জেনে রাখা ভালো। 

তাহলে জানতে হবে কিভাবে বাংলালিংক নাম্বার চেক করবেন?

বাংলালিংক ব্যালেন্স চেক, বাংলালিংক মোবাইল রিচার্জ ও বন্ধুদের মাঝে মোবাইল নম্বর শেয়ার করার জন্য আপনাকে সাহায্য করার উদ্দেশ্যেই আমাদের এই পোস্ট।  তিন সংখ্যার একটি ইউএসএসডি কোড ব্যবহার করে খুব সহজেই আপনি আপনার বাংলালিংক নাম্বার চেক করে  দেখে নিতে পারেন। 

বাংলালিংক নাম্বার চেক করার কোড হচ্ছে *৫১১#। এই বাংলালিংক নম্বর দেখার ইউএসএসডি কোড টি ব্যবহার করে আপনি সহজেই আপনার বাংলালিংক নাম্বারটি খুঁজে পেতে পারেন আপনার মোবাইলের স্ক্রিনে। 

আরও পড়ুনঃ

Banglalink Bondho SIM Offer 2024

Banglalink Internet Offer 30 Days

কিভাবে বাংলালিংক নম্বর চেক করবেন?

আপনি যখনী আপনার মোবাইল থেকে বাংলালিংক নম্বর চেক কোডটি ডায়াল করবেন, তখন আপনি আপনার নম্বর চেক করতে পারবেন।

সহজে বাংলালিংক সিম নম্বর দেখতে প্রথমে আপনি আপনার মোবাইল ডায়াল অপশনে যান। নম্বর চেক করার জন্য ডায়াল করুন *511#। এর পরে, আপনি আপনার মোবাইল স্ক্রিনে আপনার বাংলালিংক সিম নম্বর দেখতে পাবেন।

বাংলালিংক নম্বর চেক কোড হচ্ছে**৫১১#
বাংলালিংক ব্যালেন্স চেক কোড হচ্ছে*১২৪#
বাংলালিংক মিনিট চেক কোড হচ্ছে*১২১*১০০#
বাংলালিংক এসএমএস চেক কোড হচ্ছে*১২১*১০০#
বাংলালিংক সিমের সকল কোড লিস্ট

বাংলালিংক নম্বর জানতে আপনাকে যা করতে হবে –

ধাপ 1: আপনার মোবাইলের ডায়াল প্যাড ওপেন করুন,

ধাপ 2: বাংলালিংক নম্বর চেক USSD কোড ডায়াল করুন *511#

ধাপ 3: তারপর আপনি আপনার মোবাইল স্ক্রিনে নিজ বাংলালিংক নম্বর দেখাতে পারেন।

বাংলালিংক সিমের সকল ইউএসএসডি কোড লিস্ট

বাংলাদেশের জনপ্রিয় টেলিকম অপারেটর সমূহের মধ্যে বাংলালিংক একটি শক্তিশালী নেটওয়ার্ক সহ বিশেষ স্থান দখল করেছে।

মোটামুটি বাংলাদেশের সর্বত্রই বাংলালিংক টেলিকম অপারেটর নেটওয়ার্ক সেবা পাওয়া যাচ্ছে।

সেই সাথে সম্প্রতি পরপর তিনটি বছরে ওকলা স্পীড টেস্ট বাংলাদেশের ফাস্টেস্ট বর্ধনশীল নেটওয়ার্ক গুলির শীর্ষে অবস্থান করছে বাংলালিংক।

গ্রাহকদের ইন্টারনেট অফার মিনিট অফার অফার বেশি বেশি দেওয়ার চেষ্টা করছে।

গ্রাহকদের আরো বেশি গুরুত্ব দিয়ে তারা নতুন নতুন মিনিট ও ইন্টারনেট অফার নিয়ে আসছে। 

তাই আপনি যদি কম দামে বাংলালিংক ইন্টারনেট অফার/মিনিট অফার/এসএমএস অফার ক্রয় করতে চান, তাহলে বাংলালিংক সিমে ফিরে আসুন।

কিভাবে বাংলালিংক নম্বর চেক করে*৫১১#
কিভাবে বাংলালিংক ব্যালেন্স চেক করে*১২৪#
কিভাবে বাংলালিংক ইন্টারনেট ব্যালেন্স চেক করে*৫০০০*৫০০# অথবা *১২৪*৩#
কিভাবে বাংলালিংক মিনিট ব্যালেন্স চেক করে*১২১*১০০#
কিভাবে বাংলালিংক এসএমএস চেক করে*১২১*১০০#
বাংলালিংক এমএমএস চেক কোড*১২৪*২#
বাংলালিংক কাস্টমার কেয়ার নম্বর হেল্প লাইন নম্বর১২১
কিভাবে বাংলালিংক নম্বর চেক করে

আমাদের আমাদের এই ওয়েবসাইটে বাংলালিংক সিমের চমৎকার সব ইন্টারনেট অফার গুলি অফিশিয়াল প্রকাশিত ব্যানার অফ্লক্সেসিন থেকে সংগ্রহ করে প্রদান করে থাকি। 

সাথে প্রতিটি বাংলালিং ইন্টারনেট অফার মিনিট অফার ও কলরেট অফার সম্পর্কে বিস্তারিত আলোচনা করে থাকি। 

আপনি যদি বাংলালিংক সিমের কোন নির্দিষ্ট অফার সম্পর্কে জানতে চান তবে আমাদের কমেন্ট করে জানান। 

আরও পড়ুনঃ

বাংলালিংক সিম বন্ধ করার নিয়ম

Banglalink Minute Offer 2024

বাংলালিংক নাম্বার চেক করার কোড কত?

বাংলালিংক নাম্বার চেক করার কোড হচ্ছে *৫১১#। এছাড়াও আপনি বাংলালিংক নাম্বার চেক করতে মাই বাংলালিংক অ্যাপ ব্যাবহার করতে পারেন।

বাংলালিংক নম্বর চেক কোড কত?

বাংলালিংক নম্বর চেক কোড হচ্ছে *৫১১#। বাংলালিংক নাম্বার দেখার নিয়ম হচ্ছে মোবাইল থেকে *৫১১# ডায়াল করুন।

উপসংহার,

 আশা করি আপনি বাংলালিংক নাম্বার চেক করার কোড সম্পর্কে জানতে পেরেছেন এবং আপনার বাংলালিংক নম্বর চেক করার সমস্যা সমাধান হয়েছে। টেলিকম অফার মোবাইল ব্যাংকিং অফার সম্পর্কে জানতে  আমাদের কমেন্ট করতে পারেন।

আমরা আপনার মূল্যবান কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। সেই সাথে জয়েন করতে পারেন আমাদের ফেসবুক পেজ।

কমদামে মিনিট, ইন্টারনেট ও বান্ডেল অফার কিনতে ভিজিট করুনঃ এখানে ক্লিক করুন
বিডি অফার নিউজ ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন
বিডি অফার নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকুনঃ এখানে ক্লিক করুন
সকল সিমের অফার সম্পর্কে জানতে ভিজিট করুনঃ www.bdoffernews.com সাইট ।

Leave a Comment