সব সিমের নাম্বার দেখার কোড জানা না থাকলে অনেক সময় সমস্যায় পড়তে হয়। নতুন সিম কিনলে অনেকেই নাম্বার মনে রাখতে পারেন না। এই পরিস্থিতিতে যদি দ্রুত নাম্বার বের করতে না পারেন, তবে রিচার্জ বা ইন্টারনেট কিনতে গিয়েও ঝামেলায় পড়তে হয়।
বাংলাদেশে বর্তমানে গ্রামীণফোন, বাংলালিংক, রবি, এয়ারটেল এবং টেলিটক এই পাঁচটি মোবাইল অপারেটর রয়েছে। প্রতিটি সিমেই নাম্বার দেখার আলাদা আলাদা কোড রয়েছে। এগুলো ছোট হলেও দরকারের সময় না জানলে বিরক্তিকর পরিস্থিতি তৈরি হয়।
তাই আজকের এই পোস্টে আমরা সহজভাবে সব সিমের নাম্বার দেখার কোড শেয়ার করব। এখানে আপনি বাংলালিংক, জিপি, রবি, এয়ারটেল এবং টেলিটক সিমের নাম্বার চেক করার সবচেয়ে সহজ কোড জানতে পারবেন।
সব সিমের নাম্বার দেখার কোড ২০২৫ সমূহ কি কি?

সব সিমের নাম্বার দেখার কোড হলো এমন কিছু USSD কোড যা মোবাইলের ডায়াল প্যাডে লিখে ডায়াল করলেই নিজের নাম্বার স্ক্রিনে দেখা যায়। নতুন সিম কিনলে বা পুরনো সিমের নাম্বার ভুলে গেলে এই কোডগুলো ব্যবহার করেই নাম্বার দেখা যায়। প্রতিটি মোবাইল অপারেটরের জন্য আলাদা আলাদা কোড নির্ধারিত থাকে।
সব সিমের নাম্বার দেখার কোড বিস্তারিত জানতে পারবেন এই নিবন্ধে। বাংলাদেশের সব মোবাইল অপারেটরের নাম্বার চেক করার কোড নিচে দেওয়া হলো।
সকল সিমের নাম্বার দেখার কোড টেবিল ২০২৫
এই টেবিলে বাংলাদেশে ব্যবহৃত সব সিমের নাম্বার দেখার কোডগুলো এক নজরে দেখা যাবে।
সিম অপারেটর | নাম্বার দেখার কোড |
---|---|
বাংলালিংক | *511# |
গ্রামীণফোন (জিপি) | *2# |
রবি | 2# অথবা 14024# |
এয়ারটেল | *2# |
টেলিটক | *551# |
বাংলালিংক নম্বর চেক কোড হচ্ছে *511#
বাংলালিংক সিম বর্তমানে অনেক জনপ্রিয়। সুলভ মূল্যে ইন্টারনেট ও মিনিট প্যাকেজ এবং দ্রুত ইন্টারনেট স্পিডের জন্য অনেকেই এই সিম ব্যবহার করেন। নিজের বাংলালিংক নাম্বার দেখতে চাইলে মোবাইলের ডায়াল প্যাড থেকে *511# ডায়াল করলেই নাম্বার স্ক্রিনে দেখা যাবে।
গ্রামীণফোন বা জিপি নম্বর চেক কোড হচ্ছে: *2#
জিপি দীর্ঘদিন ধরেই বাংলাদেশে সবচেয়ে বড় মোবাইল অপারেটর। পরিষেবার মান এবং নেটওয়ার্ক কভারেজের কারণে এটি জনপ্রিয়। জিপি সিমের নাম্বার দেখার জন্য মোবাইলের ডায়াল প্যাডে *2# ডায়াল করুন। কয়েক সেকেন্ডের মধ্যে স্ক্রিনে আপনার নাম্বার দেখা যাবে।
রবি নম্বর চেক কোড হচ্ছে 2# অথবা *140*2*4#
রবি সিম কম দামে ইন্টারনেট ও কল প্যাকেজের জন্য পরিচিত। নিজের রবি নাম্বার চেক করতে মোবাইল থেকে 2# অথবা *140*2*4# ডায়াল করুন। যেকোনো একটি কোড ব্যবহার করলেই নাম্বার রবি নম্বর স্ক্রিনে চলে আসবে।
এয়ারটেল নম্বর চেক কোড হচ্ছে *2#
এয়ারটেল এবং রবি একই গ্রুপের অধীনে পরিচালিত হওয়ায় তাদের পরিষেবাও অনেকটা একইরকম। এয়ারটেল সিমে নিজের নাম্বার চেক করতে মোবাইলের ডায়াল প্যাডে *2# ডায়াল করুন। সাথে সাথে স্ক্রিনে আপনার নাম্বার দেখা যাবে।
আরও পড়ুনঃ
টেলিটক নম্বর চেক কোড হচ্ছে *551#
টেলিটক হলো বাংলাদেশের একমাত্র সরকারি মোবাইল অপারেটর। কম খরচে কল রেট ও ইন্টারনেট প্যাকেজের জন্য এটি অনেকের পছন্দ। টেলিটক সিমের নাম্বার চেক করতে *551# ডায়াল করতে পারেন। যদি কোডটি কাজ না করে, তাহলে ম্যাসেজে বড় হাতের “P” লিখে 154 নম্বরে পাঠিয়ে দিন। ফিরতি ম্যাসেজে আপনার নাম্বার চলে আসবে।
সকল সিমের প্রয়োজনীয় কোড ২০২৫
সব সিমের নাম্বার দেখার কোড ২০২৫ সমূহ সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। বাংলাদেশে জনপ্রিয় টেলিকম অপারেটর গুলোর ভিন্ন ভিন্ন ব্যালেন্স, ইন্টারনেট ব্যালেন্স, মিনিট ব্যালেন্স মোবাইল ব্যালেন্স কোড রয়েছে।
তাই আপনি সকল সিমের নাম্বার দেখার পাশাপাশি অন্যান্য কোড গুলো জানতে পোস্টগুলো পড়ুন।
আরও পড়ুনঃ
নাম্বার দেখার পাশাপাশি প্রতিটি সিমে ব্যালেন্স, ইন্টারনেট, মিনিট, এসএমএস ইত্যাদি চেক করার জন্যও আলাদা কোড থাকে। ২০২৫ সালের জন্য এসব কোড মুখস্থ রাখা না পারলেও সংরক্ষণ করে রাখা ভালো। কোড গুলো ছোট হলেও জরুরি সময়ে অনেক উপকারে আসে।
এগুলো ব্যবহার করে সহজেই যেকোনো সময় অফার চেক, ব্যালেন্স চেক বা ইন্টারনেট কেনা যায়। তাই সবার জন্য প্রয়োজনীয় কোডগুলোর একটি লিস্ট তৈরি করে রাখা উচিত।
গ্রামীন সিমের নাম্বার দেখার কোড
গ্রামীণফোন সিমের নাম্বার দেখার সবচেয়ে সহজ উপায় হলো মোবাইলের ডায়াল প্যাড থেকে *2# ডায়াল করা। এই কোড ডায়াল করার সাথে সাথেই স্ক্রিনে আপনার মোবাইল নাম্বার দেখাবে।
যারা নতুন গ্রামীণফোন সিম ব্যবহার করছেন তারা এই কোডটি মনে রাখলেই যে কোনো সময় নাম্বার বের করতে পারবেন।
আরও পড়ুনঃ
এয়ারটেল সিমের নাম্বার দেখার কোড
এয়ারটেল সিম ব্যবহারকারীদের নাম্বার চেক করার কোড হলো *2#। এই কোডটি রবি সিমের মতোই কাজ করে। মোবাইলের ডায়াল প্যাডে কোডটি লিখে ডায়াল করলেই আপনার নাম্বার দেখা যাবে।
এই প্রক্রিয়াটি ইন্টারনেট ছাড়াই কাজ করে, তাই যেকোনো জায়গা থেকে সহজেই করা যায়।
টেলিটক সিমের নাম্বার দেখার কোড
টেলিটক সিমে নিজের নাম্বার দেখতে *551# কোড ব্যবহার করতে পারেন। যদি কোনো কারণে কোডটি কাজ না করে, তবে ম্যাসেজে “P” লিখে 154 নম্বরে পাঠালে ফিরতি ম্যাসেজে আপনার নাম্বার চলে আসবে।
এই দুই পদ্ধতির যেকোনো একটি ব্যবহার করলেই আপনি সহজে টেলিটক সিমের নাম্বার দেখতে পারবেন।
বাংলালিংক সিম নাম্বার চেক কোড
সব সিমের নাম্বার দেখার কোড পোস্টে এই পর্যায়ে জানাচ্ছি যে বাংলালিংক সিমের নাম্বার দেখতে সবচেয়ে সহজ কোড হলো *511#। মোবাইলের ডায়াল প্যাডে এই কোড লিখে ডায়াল করলেই নাম্বার স্ক্রিনে চলে আসবে।
বাংলালিংক সিমে ইন্টারনেট স্পিড ভালো থাকায় অনেকেই এই সিম ব্যবহার করেন এবং নতুন সিম ব্যবহারকারীদের জন্য এই কোডটি খুব প্রয়োজনীয়।
রবি সিমের নাম্বার দেখার কোড
রবি সিমের নাম্বার দেখার জন্য 2# অথবা *140*2*4# এই দুইটি কোড ব্যবহার করা যায়। যে কোনো একটি ডায়াল করলেই সাথে সাথে স্ক্রিনে নাম্বার দেখা যাবে।
এই প্রক্রিয়াটি খুব দ্রুত এবং সহজ হওয়ায় যেকোনো রবি ব্যবহারকারী সহজেই নাম্বার চেক করতে পারেন।
আরও পড়ুনঃ
হোয়াটসঅ্যাপ আনছে AI ফিচার, কয়েক সেকেন্ডে জানুন কে কী বলেছে!
সব সিমের নাম্বার দেখার কোড নিয়ে – সাধারণ প্রশ্নোত্তর (FAQ)
জিপি নম্বর চেক কোড কত?
*২#
রবি নম্বর চেক কোড কত?
*২# অথবা *১৪০*২*৪#
এয়ারটেল নম্বর চেক কোড কত?
*২#
বাংলালিংক নম্বর চেক কোড কত?
*৫১১#
টেলিটক নম্বর চেক কোড কত?
*৫৫১#
উপসংহার,
সব সিমের নাম্বার দেখার কোড জানলে অনেক ঝামেলা থেকে বাঁচা যায়। নতুন সিম কিনলে নাম্বার মনে রাখা কঠিন হলেও এই ছোট কোডগুলো জানলে সহজেই নাম্বার দেখা যায়।
এই পোস্টে দেওয়া কোডগুলো ব্যবহার করে আপনি বাংলালিংক, জিপি, রবি, এয়ারটেল এবং টেলিটক সব সিমের নাম্বার দেখতে পারবেন।
দরকার হলে এই পোস্টটি সংরক্ষণ করে রাখলে ভবিষ্যতে উপকার হবে।
আমাদের Facebook page জয়েন করুন, আপনি নিয়মিত এয়ারটেল অফার সম্পর্কে জানতে পারবেন।
বিডি অফার নিউজ ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন ।
বিডি অফার নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকুনঃ এখানে ক্লিক করুন ।
সকল সিমের অফার সম্পর্কে জানতে ভিজিট করুনঃ www.bdoffernews.com সাইট ।