রাজধানীতে নিষিদ্ধ আওয়ামী লীগের একাধিক ঝটিকা মিছিল, আটক ৮

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল ও ধানমন্ডিতে আজ শুক্রবার ঝটিকা মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা–কর্মীরা। এসব ঘটনায় পুলিশ আটজনকে আটক করেছে।

তেজগাঁওয়ে দুই দফা মিছিল

তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি মো. আসলাম হোসেন জানান, জুমার নামাজ শেষে বেলা পৌনে ২টার দিকে নাবিস্কো মোড়ে ঝটিকা মিছিল বের করে আওয়ামী লীগের নেতা–কর্মীরা। এ সময় তাঁরা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে স্লোগান দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে সাতজনকে আটক করে। পরে তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা কার্যালয়ে নেওয়া হয়।

এর আগে সকাল ১১টার দিকে জিএমজি মোড়েও আরেকটি ঝটিকা মিছিল করে আওয়ামী লীগের কর্মীরা। সেখান থেকে একজনকে আটক করে পুলিশ।

ধানমন্ডিতে মিছিল ভাঙতে পুলিশের ধাওয়া

এদিকে দুপুরে ধানমন্ডি ৪/এ সড়কে মিছিল বের করেন আওয়ামী লীগের নেতা–কর্মীরা। এ সময়ও শেখ হাসিনার পক্ষে স্লোগান শোনা যায়। খবর পেয়ে পুলিশ পেছন থেকে ধাওয়া দিলে মিছিলকারীরা দ্রুত ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যান।

ধানমন্ডি অঞ্চলের জ্যেষ্ঠ সহকারী কমিশনার শাহ মোস্তফা তারিকুজ্জামান জানান, জুমার নামাজ চলার সময় ৩/এ নম্বরের একটি মসজিদ থেকে কয়েকজন যুবক বের হয়ে মিছিল শুরু করেন। পুলিশ তাৎক্ষণিকভাবে ধাওয়া দিলে তাঁরা পালিয়ে যান।

কমদামে মিনিট, ইন্টারনেট ও বান্ডেল অফার কিনতে ভিজিট করুনঃ এখানে ক্লিক করুন
বিডি অফার নিউজ ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন
বিডি অফার নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকুনঃ এখানে ক্লিক করুন
সকল সিমের অফার সম্পর্কে জানতে ভিজিট করুনঃ www.bdoffernews.com সাইট ।

বাংলা ভাষায় অনলাইন থেকে টাকা ইনকাম, টেলিকম অফার এবং মোবাইল ব্যাংকিং পরিষেবা সম্পর্কে সঠিক তথ্য প্রদানের জন্য এই ওয়েবসাইটটি তৈরি করা হয়েছে।

Sharing Is Caring:

Leave a Comment