কেন আপিলের সুযোগ নেই শেখ হাসিনা ও কামালের?

মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ইচ্ছা করলেই এখনই আপিল করতে পারবেন না। এজন্য তাদের অবশ্যই গ্রেপ্তার হতে হবে বা স্বেচ্ছায় আদালতে আত্মসমর্পণ করতে হবে—এমনটাই জানিয়েছেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন।

জুলাইয়ের গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় এ দুইজনকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রায় ঘোষণার পর জানা যায়, গণঅভ্যুত্থানের মুখে দেশ ছাড়ার পর তারা ভারতেই আশ্রয় নিয়েছেন।

সোমবার বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল শেখ হাসিনা ও কামালকে মৃত্যুদণ্ড এবং রাজসাক্ষী হিসেবে সহযোগিতার কারণে পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেন।

রায় ঘোষণার পর ব্রিফিংয়ে রাষ্ট্রনিযুক্ত আসামিপক্ষের আইনজীবী আমির হোসেন জানান, রায়ে তিনি সন্তুষ্ট নন। তিনি বলেন, ট্রাইব্যুনাল যে রায় দিয়েছে সেটি মেনে নিলেও আমার মনে হয় রায় ভিন্নভাবে আসতে পারত। না হওয়ায় আমি ক্ষুব্ধ এবং কষ্ট অনুভব করছি।

আপিল প্রসঙ্গে তিনি বলেন, আমার ক্লায়েন্টরা আত্মসমর্পণ বা গ্রেপ্তার না হলে আমি কোনোভাবেই আপিল করতে পারব না। এমনকি রায়ের কপিও আমাকে দেয়া হবে না বলে ট্রাইব্যুনাল জানিয়েছে।

কমদামে মিনিট, ইন্টারনেট ও বান্ডেল অফার কিনতে ভিজিট করুনঃ এখানে ক্লিক করুন
বিডি অফার নিউজ ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন
বিডি অফার নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকুনঃ এখানে ক্লিক করুন
সকল সিমের অফার সম্পর্কে জানতে ভিজিট করুনঃ www.bdoffernews.com সাইট ।

আমি শেখ মোঃ আমিনুল ইসলাম (সুজন)। বিডি অফার নিউজ ডটকম এর প্রতিষ্ঠাতা ও লেখক। এইচএসসি (বিজ্ঞান); চাঁদপুর সরকারি কলেজ ও বিশ্ববিদ্যালয়।

Sharing Is Caring:

Leave a Comment