ব্রেকিং: শেখ হাসিনাকে ফেরাতে ভারতের কাছে জরুরি চিঠি পাঠানোর সিদ্ধান্ত

বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়েছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত আনতে খুব দ্রুতই ভারতের কাছে আনুষ্ঠানিক চিঠি পাঠানো হবে। সোমবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, শেখ হাসিনাকে ফেরাতে ঢাকার পক্ষ থেকে অবশ্যই চিঠি যাবে। আজ রাতেই বা আগামীকাল সকালে পাঠানোর প্রস্তুতি চলছে।

ভারত যদি চিঠির কোনো জবাব না দেয়, সরকারের পরবর্তী অবস্থান কী হবে—এ প্রশ্নে তিনি মন্তব্য করতে চাননি। নিরাপত্তা উপদেষ্টার আসন্ন দিল্লি সফরে এই বিষয়টি আলোচনায় উঠবে কিনা—সেটিও তিনি প্রকাশ করেননি।

এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সর্বশেষ রায়ে পলাতক আসামি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে জুলাই হত্যাকাণ্ডে মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত করা হয়েছে। মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত কাউকে আশ্রয় দেয়া কোনো দেশের পক্ষেই বন্ধুসুলভ নয় এবং এটি ন্যায়বিচারের প্রতি অবমাননাকর বলে উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।

আরও জানানো হয়, দুই দেশের বিদ্যমান প্রত্যার্পণ চুক্তি অনুযায়ী দণ্ডপ্রাপ্ত দুই আসামিকে ফিরিয়ে দেয়া ভারতের জন্য একটি বাধ্যতামূলক দায়িত্ব।

ডিসকাউন্টে সকল সিমের মিনিট, ইন্টারনেট ও বান্ডেল অফার ক্রয় করতে DESH OFFER সাইটে ভিজিট করুন।

এর আগে সোমবার দুপুরে সচিবালয়ে আইন ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেন, শেখ হাসিনাকে ফেরত আনার বিষয়ে আবারও ভারতের কাছে চিঠি পাঠানো হবে। ভারত যদি একজন গণহত্যাকারীকে আশ্রয় দেয়া অব্যাহত রাখে, সেটি বাংলাদেশ ও বাংলাদেশের মানুষের প্রতি শত্রুতামূলক আচরণ হিসেবে বিবেচিত হবে।

উল্লেখ্য, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের প্যানেল জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেন। মামলার দ্বিতীয় নম্বর অভিযোগে তাকে ফাঁসির আদেশ এবং প্রথম অভিযোগে আমৃত্যু কারাদণ্ড দেয়া হয়।

একই মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও মৃত্যুদণ্ড ঘোষণা করেন আদালত। আর সত্য উদ্ঘাটনে সহায়তার কারণে সাবেক আইজিপি চৌধুরী মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।

কমদামে মিনিট, ইন্টারনেট ও বান্ডেল অফার কিনতে ভিজিট করুনঃ এখানে ক্লিক করুন
বিডি অফার নিউজ ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন
বিডি অফার নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকুনঃ এখানে ক্লিক করুন
সকল সিমের অফার সম্পর্কে জানতে ভিজিট করুনঃ www.bdoffernews.com সাইট ।

আমি শেখ মোঃ আমিনুল ইসলাম (সুজন)। বিডি অফার নিউজ ডটকম এর প্রতিষ্ঠাতা ও লেখক। এইচএসসি (বিজ্ঞান); চাঁদপুর সরকারি কলেজ ও বিশ্ববিদ্যালয়।

Sharing Is Caring:

Leave a Comment