বন্ধুরা ব্লগ তৈরি করার নিয়ম সম্পর্কে বর্তমানে অনেকেই জানতে চান। বর্তমানে ব্লগ তৈরি করে টাকা আয় করে অনেকেই তাদের জীবনকে স্বাচ্ছন্দ্যময় করেছেন। How to create a blog site? উন্নত বিশ্বে ব্লগ তৈরি করে আয় করা শুরু হয়েছে অনেক আগে থেকেই। তবে বাংলাদেশে অনেক ব্লগার আছে যারা ব্লগিং করে ভালো পরিমাণ টাকা আয় করেন।
তবে এমন অনেকেই আছেন যারা ইংরেজিতে ব্লগিং করতে পারেন না তারা চিন্তা করেন বাংলায় ব্লগিং করে কিভাবে টাকা আয় করা যায় তাদের জন্য আজকের এই পোস্ট।
2017 সালে বাংলা সাইটকে গুগোল অ্যাডসেন্সে সাপোর্টেড ভাষা হিসেবে যুক্ত করা হয়। তাই বাংলা ব্লগের থেকে টাকা আয় করা মূলত শুরু হয় 2017 সালের পরবর্তী সময়ে।
বর্তমানে আপনি ইন্টারনেট ঘুরে অনেকগুলি বাংলা ব্লগ দেখতে পাবেন।
বাংলাদেশের অনেকগুলো নিউজ পোর্টাল, অনলাইন টেক ব্লগ গুলি খুব ভালো পরিমাণ টাকা আয় করছে এই ব্লগিং থেকে।
মূলত ব্লগ তৈরি করার নিয়ম জানার পূর্বে আপনাকে অবশ্যই জানতে হবে যে ব্লগ গুলি কিভাবে কাজ করে এবং কিভাবে টাকা আয় করা যায়।
মূল জিনিস গুলো আপনার কাছে পরিস্কার হলে আপনি ব্লগ থেকে টাকা আয় করতে খুব বেশি কষ্টসাধ্য ব্যাপার নয়।
কিন্তু আপনি যদি মূল ধারার ব্লগিং থেকে একটু ভিন্ন ধারার ব্লগিংয়ে চলে যান তবে আপনার টাকা আয় করতে কষ্ট হবে।
তাই আপনাকে বলছি আপনি যদি ব্লগিং থেকে টাকা আয় করতে চান এই পোস্টে দেয়া সকল বিষয়গুলো মেনে চলুন।
সেইসাথে আমার দেখানো পথে অনুকরণ করে ব্লগ তৈরি করার নিয়ম জানুন।
হেডলাইন Off Contents
How to create a blog site – ব্লগ তৈরি করার নিয়ম
বন্ধুরা আপনি একটি ব্লগ মাত্র 2 মিনিটে তৈরি করতে পারবেন। একটি ব্লগ তৈরি করার চেয়ে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে ওই ব্লগ থেকে আপনি টাকা আয় করতে চান কিনা এই বিষয়টি আপনাকে নিশ্চিত করা।
আপনি যদি ব্লগ থেকে টাকা আয় করতে চান তবে অবশ্যই কিছু নিয়ম মেনে কাজ করতে হবে।
কেননা কিছু ব্লগার রয়েছেন, তাদের ব্লগগুলো অর্থ উপার্জন তাদের মুখ্য বিষয় নয়, তারা শুধুমাত্র তাদের সখের বসে একটি ফ্রি ব্লগ তৈরী করেন এবং লেখালেখি করে থাকেন।
কিভাবে ব্লগ সাইট বানাব – ব্লগ তৈরি করার নিয়ম
বন্ধুরা ব্লগ তৈরি করার নিয়মে দুইটি পদ্দতির যে কোন একটি ব্যাবহার করতে পারেন। ব্লগ তৈরি করার নিয়ম অনেক সহজ।
তবে আপনার ইচ্ছার উপর নির্ভর করে আপনি কোন পদ্ধতিতে ব্লগ তৈরি করবেন উভয় পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে এখানে।
- গুগোল ব্লগস্পট ব্যবহার করে ফ্রী ব্লগ তৈরি
- ওয়ার্ডপ্রেস ব্যবহার করে ব্লক তৈরি
গুগোল ব্লগস্পট ব্যবহার করে ব্লগ তৈরি করার নিয়ম
বন্ধুরা আপনারা সহজেই google.com এর একটি ফ্রি সেবা গুগলের blogger.com থেকে ফ্রি ব্লগ দিয়ে শুরু করতে পারেন।
তবে ব্লগস্পটের থিম কাস্টমাইজেশন কিছুটা কঠিন ওয়ার্ডপ্রেসের তুলনায়। অসম্ভব কিছু নয় আপনি চেষ্টা করলেই পারবেন তবে আপনার কিছুটা সময় ব্যয় করতে হবে।
আপনি যদি আপনার লেখালেখির স্কিলকে প্রাথমিকভাবে টেস্ট করতে চান এবং লেখায় আপনি নিজেকে মনোযোগী করতে চান অবশ্যই প্রথমে একটি ফ্রি ব্লগ খুলুন গুগলে।
কিছুদিন লেখালেখি করুন এবং নিজের রাইটিং স্কিল পরীক্ষা করুন। কেননা ব্লগিং হচ্ছে লেখালেখির বিষয়।
ব্লগ শুরু করলেন অথচ আপনার লেখালেখি করতে ভালো লাগেনা তখন আপনার সমস্ত কষ্টই বেকার যাবে।
গুগোল ব্লগ স্পট থেকে ফ্রী ব্লগ তৈরি করতে আপনার একটি জিমেইল অ্যাকাউন্ট হলেই চলবে।
সাধারণত মোবাইল থেকেও আপনি একটি ব্লগ তৈরি করতে পারেন। মোবাইলে অথবা আপনার কম্পিউটারে জিমেইল অ্যাকাউন্ট লগইন করা থাকলেই চলবে।
আরও পড়ুনঃ
ব্লগ নাম নির্ধারণ
আপনি গুগল সার্চ বাড়ে গিয়ে blogger.com লিখে সার্চ দিলে গুগোল ব্লগস্পট লিংক দেখতে পাবেন। ফ্রি ব্লগ তৈরি করার নিয়ম অনুসরণ করলে আপনি এই পদ্ধতি অনুসরণ করবেন।
ওই লিংকে ক্লিক করলেই আপনি একটি পেজে ওপেন হবে, যেখানে “CREATE YOUR BLOG” লেখা দেখতে পাবেন।
মনে রাখবেন গুগল blogspot.com এ আপনার ব্লগের নাম পরবর্তী blogspot.com লেখা থাকবে। অর্থাৎ আপনার ব্লগ মূলত গুগল blogsport.com এর একটি subdomain এর উপর তৈরি হবে।
আপনার ব্লগের বিষয়ের সাথে সমন্বয় করে আপনি একটি ব্লগের নাম নির্ধারণ করতে পারেন।
আমার নাম আমিনুল আমি google.com এ একটি ফ্রি ব্লগ স্পট ব্লগ খুলতে চাচ্ছি আমার নামে। তাহলে আমার ব্লগ টি এরূপ হবে-
উদাহরণস্বরূপঃ aminul.blogsport.com
আপনি যদি ঠিক সেম নামটি না পান তবে অবশ্যই নামটি পরিবর্তন করে দেখুন।
গুগলে ফ্রি ব্লগ তৈরি করার নিয়ম
আপনি যে কোন ব্লগ সাইট তৈরী করেন না কেন একটি অর্থবহ নাম সাইডের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
যদিও আপনি কাজ না করলে নামে কিছুই বহন করে না তারপরও ভিজিটরদের মনে রাখার স্বার্থে আপনাকে একটি সুন্দর এবং আপনার টপিক এর সাথে সমন্বয় করেন নাম নির্বাচন করতে হবে।
ধরুন আপনি এসইও নিয়ে ব্লগ তৈরি করছেন, কিন্তু আপনি ব্লগ নেম নির্বাচন করলেন টেক রিলেটেড তবে এটা ভালো দেখায় না। তাই আপনার নিশ রিলেটেড নাম নির্বাচন করুন ব্লগের জন্য।
তবে আপনি চাইলে একটি ডোমেইন ক্রয় করে কাস্টম ডোমেন নেম দিয়ে আপনার ব্লগে যুক্ত করতে পারেন।
ব্লগ থেকে থেকে আয় করতে চাইলে কিছুটা খরচ করা জরুরি। অন্তত একটি কাস্টম টপ লেভেল ডোমেইন নিয়ে।
আমি সাজেস্ট করব অন্তত অন্তত আপনি খুব বেশি ইনভেস্ট না করলেও ন্যূনতম একটি ডোমেইন ক্রয় করে ওই ডোমেন এর উপর blogsport.com ফ্রি ডোমেইন তৈরি করুন।
কেননা আপনার নিজস্ব ব্রান্ডিং এর জন্য আপনার একটি ডোমেইন অবশ্যই কোন না কোন সময় ক্রয় করতে হবে তাই আপনি এখনই ক্রয় করুন।
কেননা আপনাকে গুগল ব্লগস্পটে গুগোল অ্যাডসেন্সে আপ্রভাল দেয়া হয়ে থাকে, আপনি যদি পরবর্তীতে ডোমেন নেম পরিবর্তন করে কাস্টম ডোমেইন নেন, তবে আপনার সাইট তখন পুনরায় আপনাকে গুগল এডসেন্স এর জন্য এপ্লাই করতে হবে।
তাই আপনি ঐ সমস্ত কথা ভেবে প্রথমে একটি কাস্টম ডোমেইন নিয়ে নিন।
একটি ডোমেন মূল্য বর্তমানে বাংলাদেশের বিভিন্ন ডোমেইন হোস্টিং কোম্পানি গুলিতে ৮০০ থেকে ১০০০ টাকার মধ্যে পেয়ে যাবেন।
ব্লগিং থেকে কিছু করার ইচ্ছা থাকলে অবশ্যই আপনাকে এই অল্প কিছু টাকা ইনভেস্ট করতে হবে।
আরও পড়ুনঃ
ওয়ার্ডপ্রেস দিয়ে ব্লগ একাউন্ট কিভাবে খুলবো
বন্ধুরা ব্লগিং করতে ইচ্ছুক অথচ ওয়ার্ডপ্রেস সম্পর্কে জানেন না এমন লোকের সংখ্যা অনেক কম।
তবে আপনি যদি না জেনে থাকেন তবে আপনার উদ্দেশ্যে বলছি ওয়ার্ডপ্রেস হচ্ছে বিশ্বের জনপ্রিয় একটি কনটেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম।
যাকে ইংরেজিতে CMS বলা হয়ে থাকে। এটি এতটা পাওয়ারফুল সিএমএইচ যে, আপনি মাত্র এক ক্লিকেই আপনার ওয়েবসাইট রেডি করতে পারবেন।
বন্ধুরাও wordpress.org থেকে আপনি ওয়ার্ডপ্রেস এর মাধ্যমে একটি ফ্রি ব্লগ তৈরি করতে পারবেন তবে ওয়ার্ডপ্রেসের এই ফ্রি ব্লগেও কিছুটা সীমাবদ্ধতা রয়েছে।
এই ক্ষেত্রেও blogger.com এর মত আপনিও ওয়ার্ডপ্রেসের সাবডোমেইনে আপনার ব্লগ টি তৈরি করবেন।
আপনি যদি সহজে এবং তড়িৎ গতিতে আপনার সাইটকে ডিজাইনিং করতে চান তবে অবশ্যই ডোমেইন এবং হোস্টিং ক্রয় করা আপনার জন্য অত্যাবশ্যক।
আপনি আপনার ওয়েবসাইট ডিজাইন করতে পারবেন আপনার ইচ্ছামত। ওয়ার্ডপ্রেস ব্যবহার করে ওয়েব সাইটের ডিজাইন পরিবর্তন করা খুবই সহজ।
আরও পড়ুনঃ
ওয়ার্ডপ্রেস ব্লগ ব্যাবহারে সুবিধা
তাই বর্তমান বিশ্বের ব্লগাররা সবচেয়ে বেশি পছন্দ করে থাকেন ওয়াডপ্রেস।
মূলত কিছু না জানা লোকদের জন্যই ওয়ার্ডপ্রেস সবচেয়ে চমৎকার একটি সিএমএস।
কোন ধরনের কোডিং নলেজ এবং জ্ঞান ছাড়াই আপনি মাত্র অল্প কিছু সময় ব্যয় করে ওয়ার্ডপ্রেস দিয়ে একটি ওয়েবসাইট তৈরি করতে পারবেন।
ওয়েবসাইট তৈরি করার জন্য ওয়ার্ডপ্রেস ব্যবহার করতে হলে আপনাকে অবশ্যই একটি ডোমেইন এবং একটি হোস্টিং ক্রয় করতে হবে।
ডোমেইন এবং হোস্টিং একসাথে কানেক্ট পরবর্তী আপনি আপনার ওয়েবসাইটে ওয়ার্ডপ্রেস ইন্সটল করতে পারবেন।
ওয়ার্ডপ্রেস কনটেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম আপনি আপনার সাইট ডিজাইন করার জন্য বিভিন্ন ধরনের প্লাগিন পাবেন ফ্রী।
বর্তমানে বাংলাদেশের কোন ওয়েব হোস্টিং কোম্পানি থেকে হোস্টিং এবং ডোমেইন এক বছরের জন্য ক্রয় করলে আপনি মাত্র 2000 টাকার মধ্যে একটি সুন্দর ব্লগসাইট রেডি করতে পারবেন।
আরও পড়ুনঃ
FAQS – ব্লগ তৈরি করার নিয়ম
কিভাবে ফ্রি ব্লগ তৈরি করা যায়?
ফ্রি ব্লগ তৈরি করার জন্য গুগল ব্লগস্পট ব্যাবহার করুন, একটি গুগল একাউন্ট দিয়ে ফ্রি ব্লগ তৈরি করা যায়।
উপসংহার,
বন্ধুরা How to create a blog site ও বাংলায় ব্লগ তৈরি করার নিয়ম সম্পর্কে আপনাদের জানালাম। আশা করি আপনার উপকারে আসবে, এই বিষয়ে কোন মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানান আপনার মূল্যবান কমেন্টের জবাব দেওয়ার চেষ্টা করব।
আপনার কাছে যদি পর্যাপ্ত সময় না থাকে আপনি অবশ্যই আমার সাথে যোগাযোগ করে আপনার একটি ওয়েবসাইট রেডি করতে পারেন।
আমরা আপনাকে স্বল্প খরছে একটি পরিপূর্ণ ওয়েব সাইট তৈরি করে দিব। ওয়েবসাইট তৈরি করা সম্পর্কিত কোন ধরনের হেল্প লাগলে আমাকে ইমেইল করুন।
আমাদের Facebook page জয়েন করুন।
বিডি অফার নিউজ ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন ।
বিডি অফার নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকুনঃ এখানে ক্লিক করুন ।
সকল সিমের অফার সম্পর্কে জানতে ভিজিট করুনঃ www.bdoffernews.com সাইট ।