Bkash send money charge আমাদের আজকের বিষয়। বিকাশ সেন্ড মানি চার্জ কত? বিকাশ থেকে টাকা সেন্ড মানি খরচ বৃদ্ধি করেছে। বিকাশ কর্তৃপক্ষ ১ মার্চ 2023 থেকে নতুন করে একটি বিকাশ সেন্ড মানি স্ট্রাকচার তৈরি করেছে তাদের গ্রাহকদের জন্য।
এখন অনেক বিকাশ গ্রাহক নতুন bkash send money system সম্পর্কে বুজেন না। পূর্বে আপনি বিকাশ অ্যাপ থেকে 500 টাকা সেন্ড মানি করলে কোন ধরনের চার্জ প্রযোজ্য ছিল না।
কিন্তু এখন আপনি যদি বিকাশ অ্যাপ থেকে অথবা বিকাশ ইউএসএসডি কোড ব্যবহার করে টাকা সেন্ড করেন তবেও 5 টাকা চার্জ প্রযোজ্য হবে।
Similarly, যা অনেক বিকাশ গ্রাহকের পছন্দ হয়নি।
তো এই পোস্টে আমি আপনাদের জানাতে চাচ্ছি যে বিকাশ সেন্ড মানি করতে এখন আপনাকে কি পদ্ধতি মানতে হবে।
যেখানে পূর্বে বিকাশ সেন্ড মানি খরচ 5 টাকা ছিল এখন তা বৃদ্ধি করে 10 টাকা পর্যন্ত করা হয়েছে।
হেডলাইন Off Contents
- 1 Bkash Send Money Charge form apps and USSD code 2024 | বিকাশ সেন্ড মানি চার্জ
- 1.1 Bkash send money charge by app
- 1.2 তবে বিকাশ সেন্ড মানি সম্পর্কে বলেছে
- 1.3 বিকাশ প্রিয় নম্বর কি?
- 1.4 বিকাশ সেন্ড মানি প্রিয় নম্বর যুক্ত করার পদ্দতি
- 1.5 বিকাশ অ্যাপ থেকে প্রিয় নম্বর যোগঃ
- 1.6 বিকাশ ইউএসএসডি (*247#) থেকে প্রিয় নম্বর যোগ
- 1.7 প্রিয় নম্বর পরিবর্তন
- 1.8 Bkash send money fee | বিকাশ সেন্ড মানি ফ্রি
- 1.9 Bkash send money charge non Favourite number
Bkash Send Money Charge form apps and USSD code 2024 | বিকাশ সেন্ড মানি চার্জ
তবে এখানে উল্লেখ্য যে আপনি পাঁচটি প্রিয় নাম্বারে ফ্রি সেন্ড মানি করতে পারবেন। যা খুব ভালো একটি পদ্ধতি বলে আমি মনে করি। প্রথমে সম্পুর্ন পোস্ট টি মনোযোগ সহকারে পড়ুন তারপর পোস্টটি কেমন লেগেছে আমাদের কমেন্ট করে জানান।
Similarly, এখন কিছু নম্বরে Bkash send money charge free করে দেওয়া হয়েছে।
তবে তার জন্য কিছু সীমাবদ্ধতা রয়েছে। মাসে সর্বোচ্চ 25 হাজার টাকা পর্যন্ত প্রিয় নাম্বারে ফ্রি সেন্ড মানি করা যাবে।
মনে রাখবেন সর্বোচ্চ ৫ টি ট্রানজেকশনে সর্বোচ্চ ২৫ হাজার টাকা সেন্ড করতে পারবেন। এখন আপনি একবারও করতে পারেন, পাঁচবারেও করতে পারেন কিন্তু লিমিট আপনার জন্য 25 হাজার।
অন্য যেকোনো বিকাশ নম্বরে সেন্ড মানি 25 হাজার টাকা পর্যন্ত আগের মতোই 5 টাকা রয়েছে তবে 25 হাজার টাকার বেশি সেন্ড মানি করলে 10 টাকা করে কাটা হবে।
বিকাশ সেন্ড মানি চার্জ 2001 কত? তো বন্ধুরা আসুন প্রথমে দেখে তাদের কি বলেছে তারপরে বিষয়ে আপনাদেরকে বিস্তারিত বলবো।
Bkash send money charge by app
Bkash send money | Priyo number up to 25000 Tk | Regulur price |
1000 TK send money from *247# | 5 TK | 10 TK |
1000 TK send money Bkash app | 5 TK | 10 TK |
তবে বিকাশ সেন্ড মানি সম্পর্কে বলেছে
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে বিকাশ পরিবারের পক্ষ থেকে আপনার প্রতি রইল নিরন্তর শুভেচ্ছা ও অভিনন্দন আপনাদের চেষ্টা ও পরিশ্রমের আজ পাঁচ কোটিরও বেশি গ্রাহক সেবা পৌঁছে গেছে বিকাশের এর জন্য আপনাদের কাছে কৃতজ্ঞ।
বিকাশের এই পাঁচ কোটি গ্রাহক যারা প্রতিদিনই আমাদের এ কার্যক্রম এগিয়ে নিয়ে যাচ্ছে তাদের জন্য আগামী 1 মার্চ 2001 থেকে শুরু হচ্ছে একটি আকর্ষণীয় চমকপ্রদ অফার।
এই অফারে আওতায় বিকাশ অ্যাপ এর মাধ্যমে বা *247# ডায়াল করে যেকোনো বিকাশ গ্রাহক তার পছন্দমত পাঁচটি নম্বরকে বিকাশ একাউন্টে প্রিয় নম্বর হিসেবে মনোনীত করতে পারবেন।
After that, এই প্রিয় নাম্বার ওই গ্রাহক প্রতি মাসে সর্বোচ্চ 25 হাজার টাকা পর্যন্ত করতে পারেন সম্পূর্ণ ফ্রি।
Above all, এখানে উল্লেখ্য যে বিকাশ অ্যাপ ও ussd ব্যবহারকারী উভয়ই এই সুবিধা পাবেন।
কর্তৃপক্ষ কোনো কারণ পরিবর্তন পরিবর্তন ও বাতিল করা.
See More Article
বিকাশ প্রিয় নম্বর কি?
প্রিয় নাম্বার বলতে বিকাশ কি বুঝাতে চেয়েছে।
Above all, মূলত বিকাশ সেন্ড মানি প্রিয় নম্বর বলতে বিকাশ আপনাকে ওই নাম্বারটি বুঝাতে চেয়েছে যে নম্বরটিতে আপনি আপনার বিকাশ একাউন্ট থেকে লেনদেন করে থাকেন।
তবে এখন আপনাকে প্রিয় নম্বরটি বিকাশে সেভ করতে হবে।
তবেই আপনি ওই নম্বরটিতে 25 হাজার টাকা পর্যন্ত রিসেন্ট মানি করতে পারবেন।
For instance, এক্ষেত্রে আপনি পাঁচটি নাম্বার কে প্রিয় নম্বর হিসেবে সেভ করতে পারেন।
চলুন দেখে নেই Bkash send money charge কম করতে কিভাবে ফ্রি নম্বর যুক্ত করন।
বিকাশ সেন্ড মানি প্রিয় নম্বর যুক্ত করার পদ্দতি
বিকাশে প্রিয় নাম্বার যুক্ত করার পদ্ধতি বিকাশ অ্যাপস এবং বিকাশ ইউএসএসডি কোড থেকে ভিন্ন ভিন্ন।
বিকাশ অ্যাপ থেকে প্রিয় নম্বর যোগঃ
প্রথমেই আপনার বিকাশ একাউন্টে অ্যাপ থেকে লগইন করুন, তারপর আপনার বিকাশ অ্যাপস অ্যাপস থেকে সেন্ড মানি বাটনে ট্যাব করুন।
এখন আপনি সেন্ড মানি মানি করতে যেখানে নাম্বার ডায়াল করা হয় নাম্বার দেয়া হয় তা ঠিক নিচে সিট নাম্বার দেখতে পাবেন।
সি ফেভারিট নাম্বার বাটনে টাচ করলেই আপনাকে নতুন একটি পেজ এ নিয়ে যাওয়া হবে।
এখানে আপনি আপনার ফেভারিট নাম্বার গুলো দেখতে পাবেন নতুন করে নাম্বার যোগ করতে নিচের অংশে থাকা অ্যাড বাটনে টাইপ করুন।
অ্যাড বাটনে টিপ করার পর আপনি আপনার নাম্বারটি প্রবেশ করান অথবা সেভ করা নাম্বার থেকে একটি নাম্বার নির্বাচন করতে পারেন।
add Bkash priyo number[/caption]
- নাম্বারটি নির্বাচন করা হয়ে গেলে এখন আপনার বিকাশের পিন কোড দিয়ে ভেরিফাই করুন।
- আপনার প্রিয় নাম্বারটি সফলভাবে যুক্ত হয়ে যাবে এবং আপনি বিকাশ থেকে একটি কনগ্রেচুলেশন এসএমএস পাবেন।
- আশা করি বুঝতে পেরেছেন।
Firstly, বিকাশ নতুন একটি শব্দ যুক্ত হয়েছে। অনেকে এখনো জানিনা যে কিভাবে bkash send money charge কমিয়ে ফ্রিতে সেন্ড মানি করতে হয়।
See More Article
বিকাশ ইউএসএসডি (*247#) থেকে প্রিয় নম্বর যোগ
- BAKASH ডায়ালিং কোড স্টার *247# ডায়াল করে আপনি প্রিয় নাম্বার যুক্ত করতে পারবেন।
- এই পদ্ধতিতে প্রিয় নম্বর যুক্ত করতে বিকাশ মোবাইল মেন্যু থেকে *247# চাপুন।
- করার পর আট নম্বরে থাকা মাই বিকাশ অপশন সিলেক্ট করুন।
- মাই বিকাশ প্রবেশের পর 4 নম্বর ফেভারিট অপশন দেখতে পাবেন।
- এখন ফেভারিট নম্বর দিন ওকে করুন।
- তারপর পিনকোড দিন এভাবেই আপনার ফোন নম্বরটি সহজে যুক্ত হয়ে যাবে।
প্রিয় নম্বর পরিবর্তন
- বিকাশ পিন নম্বর যুক্ত করার পরবর্তী তিন নম্বর পরিবর্তন করার সুবিধা দিচ্ছে।
- তবে পাঁচটি প্রিয় নাম্বার যুক্ত করার পরে আপনি একই মাসে নাম্বার পরিবর্তন করতে পারবেন না।
- তবে তবে আপনি মাসে একবার পরিবর্তন করতে পারবেন।
বিকাশ ডায়ালিং কোড ডায়াল প্রিয় হচ্ছে আট নাম্বারে বিকাশ থেকে নাম্বার সিলেক্ট করলে আপনাকে এড রিমুভ স্যারের নাম্বার অপশন দিয়ে থাকে এখান থেকে।
বিকাশ থেকে টাকা পাঠানো ফ্রী বিকাশ অ্যাপ বা স্টার *247# সেভেন হ্যাস ডায়েল করে গ্রাহকের প্রিয় পাঁচটি নম্বরের প্রতি মাসে সর্বোচ্চ 25 হাজার টাকা পর্যন্ত সেন্ড মানি করা ফ্রি।
মূলত এই বিষয়টি সম্পর্কে পরিস্কার না কিন্তু তাদের টাকা কাটা হচ্ছে তো এ বিষয়টি সম্পর্কে আপনাদের আজকে পরিষ্কার একটি ধারণা দেব।
যেখান থেকে আপনি বিকাশে bkash send money charge বাঁচাতে পারবেন বলে মনে করি।
Bkash send money fee | বিকাশ সেন্ড মানি ফ্রি
অফারটি শুরু হবে একমাস 2023 থেকে।
একটি প্রিয় নম্বর প্রতিমাসে একবার বদলানো যাবে।
প্রিয় নম্বর সবগুলো নম্বর মিলিয়ে যে ট্রানজেকশন 25000 টাকা পর্যন্ত ৫ টাকা।
প্রিয় নম্বরে ট্রানজেকশন 25001 টাকা থেকে 50 হাজার টাকা পর্যন্ত ৫ টাকা।
প্রিয় নম্বর লিমিট অতিক্রম করলে, সেই থেকে চলিত মাসে প্রিয় নাম্বার সেন্ড মানি ট্রানজেকশন হয়েছে যথাক্রমে 5 টাকা ও 10 টাকা ফি প্রযোজ্য হোবে.
Bkash send money charge non Favourite number
- প্রিয় নাম্বার ছাড়া অন্য কোন নাম্বারে আপনি টাকা সেন্ড করলে এখন থেকে আপানকে কিছু খরচ বাড়তি গুনতে হবে।
- তবে ০.১ পয়সা থেকে ২৫০০০ টাকা পর্যন্ত ৫ টাকা পূর্বের নিয়মে।
- ট্রানজিস্টার এর পরিমাণ 25000 টাকা অতিক্রম করলে ১০ টাকা চার্জ প্রযোজ্য হবে।
- Bkash send money charge FREE পদ্দিতি যুক্ত হলেও bkash send money limit আগের মতই রয়েছে।
- bkash cash out charge ও আগের মত রয়েছে।
See More Article
In conclusion,
Bkash send money charge 2024 বা বিকাশ সেন্ড মানি চার্জ খরচ সম্পর্কে আপনি ভালভাবে জানতে পেরেছেন বলে মনে করি। এই বিষয়ে আরো কিছু জানার থাকলে আমাদের কমেন্ট করুন।
মোবাইল ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং, ইন্টারনেট অফার, রিচার্জ অফার, কলরেট অফার, মিনিট অফার, এসএমএস অফার, সম্পর্কে সবার আগে জানতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ। পোস্টটি ভাল লাগলে লাইক ও শেয়ার করুন। আমাদের ফেসবুক পেজে জয়েন করুন।
বিডি অফার নিউজ ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন ।
বিডি অফার নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকুনঃ এখানে ক্লিক করুন ।
সকল সিমের অফার সম্পর্কে জানতে ভিজিট করুনঃ www.bdoffernews.com সাইট ।