Bangladesh National ID Card Check Online 2024 | জাতীয় পরিচয় পত্র চেক

Bangladesh National ID Card Check Online 2024 is our Today’s topic. এই পোস্টে অনলাইনে জাতীয় পরিচয় পত্র চেক করার নিয়ম সম্পর্কে আজকে আপনাদের জানাবো। বাংলাদেশ সরকার কর্তৃক প্রদত্ত ভোটার আইডি কার্ড (NID Card) একটি নাগরিকের পরিচয়পত্র।

এখন জাতীয় পরিচয় পত্র (national id card) প্রদর্শনের মাধ্যমে একজন নাগরিক সরকারের পক্ষ থেকে প্রদান করা যাবতীয় নাগরিক সুযোগ-সুবিধা পেয়ে থাকেন।

বর্তমানে বাংলাদেশে নির্বাচন কমিশন দেশের নাগরিকদের কে জাতীয় পরিচয় পত্র অনলাইনে আবেদন করা এবং অনলাইনে চেক করার সুবিধা দিচ্ছে।

তাই এখন লোকজন ঘরে বসেই নিজ জাতীয় পরিচয় পত্র বা এনআইডি কার্ড সম্পর্কে যাবতীয় তথ্য জানতে ও দেখতে পারেন। 

সেইসাথে সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে যদি কারো জাতীয় পরিচয় পত্র সঠিক সময়ে হাতে পেয়ে থাকেন, তবে জাতীয় পরিচয় পত্র আবেদন করার সময় যে স্লিপটি দেয়া হয়েছিল ঐ স্লিপ টি ব্যবহার করে আপনি অনলাইন থেকে জাতীয় পরিচয় পত্র ডাউনলোড করে নিতে পারবেন। 

ডিসকাউন্টে সকল সিমের মিনিট, ইন্টারনেট ও বান্ডেল অফার ক্রয় করতে DESH OFFER সাইটে ভিজিট করুন।

তাই আপনাদের বলছি আপনারা যারা এখনো জাতীয় পরিচয় পত্রের জন্য আবেদন করেননি তারা এখনই অনলাইনে জাতীয় পরিচয় পত্রের জন্য আবেদন করুন। 

আপনি আপনার বর্তমান জাতীয় পরিচয় পত্র স্ট্যাটাস সম্পর্কে জানতে চাইলে জাতীয় পরিচয় পত্রের ওয়েবসাইটে যেতে পারেন। 

এই পোস্টে আমরা আপনাদের অনলাইনে জাতীয় পরিচয় পত্র চেক (national id card check 2024) করার নিয়ম সম্পর্কে বিস্তারিত জানাবো।

অনলাইনে জাতীয় পরিচয় পত্র বা ভোটার আইডি কার্ড চেক করার নিয়ম ২০২৪

অনলাইনে জাতীয় পরিচয় পত্র বা ভোটার আইডি কার্ড চেক করার নিয়ম
অনলাইনে জাতীয় পরিচয় পত্র বা ভোটার আইডি কার্ড চেক করার নিয়ম

আপনি দ্রুত এবং কম সময়ে বাংলাদেশের জাতীয় পরিচয় পত্র অনলাইনে চেক করার সুবিধা পাচ্ছেন এখন। 

অনলাইনে জাতীয় পরিচয় পত্র চেক করার নিয়ম অনুসরণে প্রথমেই আপনাকে বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক প্রদত্ত ওয়েবসাইটে ভিজিট করতে হবে।

আপনার আইডি কার্ডের স্ট্যাটাস সম্পর্কে জানা এবং সেইসাথে কোন ভুল থাকলে তা সঠিক করার জন্য অবশ্যই অবশ্যই আপনাকে একবার হলেও নির্বাচন কমিশন অফিশিয়াল ওয়েবসাইটে ভিজিট করার মাধ্যমে আইডি কার্ড এর বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানা জরুরী। 

এছাড়াও আপনার নামে বর্তমানে কতটি সিম ব্যবহার হচ্ছে এই বিষয়গুলি আপনার জানা অত্যন্ত জরুরী এই বিষয়গুলি আপনি তখনই জানতে পারবেন যখন আপনার ভোটার আইডি কার্ড নাম্বার সম্পর্কে আপনি অবগত থাকবেন।

Bangladesh National ID Card Check Online 2024 – কিভাবে ভোটার আইডি কার্ড অনলাইনে চেক করবেন?

এখন আপনি নিজেই ঘরে বসে দ্রুত আপনার ভোটার আইডি কার্ড অনলাইনে চেক করতে পারবেন। তবে এর জন্য আপনাকে কিছু ধাপ অনুসরণ করতে হবে। 

বর্তমান সময়ে অনলাইনে ভোটার আইডি কার্ড দেখার জন্য যে পদক্ষেপগুলি অনুসরণ করা দরকার তা নীচে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

Step 1# প্রথমে নির্বাচন কমিশন অফিশিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। অফিশিয়াল লিংক nidw.gov.bd

অনলাইনে ভোটার আইডি কার্ড দেখার ওয়েবসাইট

Bangladesh National ID Card Check Online 2024 - কিভাবে ভোটার আইডি কার্ড অনলাইনে চেক করবেন?
Bangladesh National ID Card Check Online 2024 – কিভাবে ভোটার আইডি কার্ড অনলাইনে চেক করবেন?

অফিশিয়াল ওয়েবসাইটে ভিজিট করলে আপনি হোম পেজে দুটি অপশন দেখতে পাবেন একটি হচ্ছে  “রেজিস্ট্রেশন করুন” এবং অন্যটি হচ্ছে নতুন আইডি কার্ডের জন্য “আবেদন করুন”।

আপনার কাছে যদি বর্তমানে ভোটার আইডি কার্ড না থেকে থাকে তবে আপনি সহজেই অনলাইনে নতুন জাতীয় পরিচয় পত্রের জন্য আবেদন করতে পারেন।

মনে রাখবেন আপনার কাছে যদি জাতীয় পরিচয় পত্র থাকে তবেই আপনি https://services.nidw.gov.bd/nid-pub/ সাইটে একটি একাউন্ট তৈরি করতে পারবেন। 

তাই এখন আপনার করনীয় হচ্ছে- আপনার যদি জাতীয় পরিচয়পত্র থাকে এবং অনলাইনে বাংলাদেশ নির্বাচন কমিশন সাইটে একাউন্ট না করে থাকেন তাহলে জাতীয় পরিচয়পত্র নম্বর অথবা ভোটার আইডি কার্ড করার সময় আপনাকে যে ফর্ম দেয়া হয়েছিল সেই নম্বর এবং জন্ম তারিখ দিয়ে রেজিস্টার করতে পারবেন।

Bangladesh National ID Card Check Online সেরা পদ্ধতি এটি।

Also Read:

ফেসবুকে কিভাবে টাকা আয় করা যায় 2024

ইউটিউব থেকে আয় করবেন যেভাবে 2024

এরপরে আপনার একাউন্টে লগইন করতে পারবেন এবং Bangladesh National ID Card Check Online সম্পন্ন করতে পারবেন।

ভোটার আইডি কার্ড দেখতে রেজিস্ট্রেশন পদ্দতি

Step 2# একাউন্ট রেজিস্ট্রেশন করতে রেজিস্ট্রেশন করুন বাটনে ট্যাব করুন।

তারপর আপনার কাছে ভোটার আইডি কার্ড থাকলে আইডি নম্বর অথবা ভোটার আইডি কার্ড ফর্ম বা স্লিপ নম্বর লিখুন।

আপনার সঠিক ফরমেটে জন্ম তারিখ লিখুন। (তারিখ/মাস/জন্ম শাল)

তারপর কেপচা ফিল করে সাবমিট বাটনে ট্যাব করুন।

ভোটার আইডি কার্ড দেখতে রেজিস্ট্রেশন পদ্দতি

ভোটার আইডি কার্ড দেখতে রেজিস্ট্রেশন পদ্দতি
ভোটার আইডি কার্ড দেখতে রেজিস্ট্রেশন পদ্দতি

Step 3# NID Card করার সময় দেয়া আপনার বিদ্যমান মোবাইল নম্বর প্রদর্শিত হয়েছে।

আপনি যদি এই মোবাইল নম্বর ব্যবহার করেন তবে এই নম্বরেই যাচাইকরন কোডটি পাবেন। আপনি চাইলে মোবাইল নম্বর পরিবর্তন করতে পারেন।

ছয় সংখ্যার যাচাইকরন কোডটি পাঠানো হয়েছে । অনুগ্রহ করে কোডটি প্রবেশ করান এবং সামনে অগ্রসর হোন।

যদি যাচাইকরন কোডটি না পেয়ে থাকেন তাহলে অনুগ্রহপূর্বক নূন্যতম ১ মিনিট অপেক্ষা করুন এবং নতুন কোড পেতে পুনরায় পাঠান বাটনে উল্লেখিত সময় পরে ক্লিক করুন।

Step 4# আপনার বর্তমান ও স্থায়ী ঠিকানা নির্বাচন করুন। আপনার প্রদত্ত তথ্যটি যাচাই করা হবে, তাই সঠিক তথ্য দিন এবং পরবর্তী বাটনে ট্যাব করুন। 

বর্তমান ও স্থায়ী ঠিকানা নির্বাচন করুন
বর্তমান ও স্থায়ী ঠিকানা নির্বাচন করুন

Step 5# NID Wallet apps Download and Install

অনলাইনে নিজের জাতীয় পরিচয় পত্র চেক করতে আপনার মোবাইলে Google play store ঠেকে NID Wallet অ্যাপ ডাউনলোড করে ইন্সটল করতে হবে।

NID Wallet apps Download and Install
NID Wallet apps Download and Install

Bangladesh National ID Card Check Online করতে একাউন্ট তৈরি প্রক্রিয়াটি সঠিক ভাবে শেষ করতে হলেঃ

  • আপনার মোবাইল-এ NID Wallet এপ্লিকেশনটি ইনস্টল করুন।
  • অ্যাপ টি ইনস্টল করে ওপেন করলে QR স্ক্যান করতে হবে।
  • পরবর্তী ধাপে আপনার ৩ টি সেলফি নেয়া হবে।
  • এবং যাচাই প্রক্রিয়াটি শেষ হলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে।

NID Wallet থেকে আপনি কাজ গুলি সঠিকভাবে সম্পন্ন করলে একটি স্বাগত স্ক্রীন দেখতে পাবেন। 

অনলাইনে জাতীয় পরিচয় পত্র চেক এ স্বাগতম
অনলাইনে জাতীয় পরিচয় পত্র চেক এ স্বাগতম

Step 6# একাউন্ট UserName এবং পাসওয়ার্ড সেট করা

উপরের পাঁচটি পক্রিয়া সঠিকভাবে সম্পন্ন হলে আপনাকে এখন পাসওয়ার্ড দিয়ে আপনার অ্যাকাউন্টটি সুরক্ষিত করতে হবে। Bangladesh National ID Card Check Online করতে আপনার একাউন্ট সেট করুন।

একাউন্ট UserName এবং পাসওয়ার্ড সেট করা
একাউন্ট UserName এবং পাসওয়ার্ড সেট করা

পরবর্তীতে কোন কাজে জাতীয় পরিচয় পত্র চেক সম্বলিত ওয়েবসাইটে লগইন করার জন্য আপনাকে একটি ইউজারনেম নির্বাচন করতে হবে।

এখন আপনি যদি কোনও ইউজারনেম যুক্ত না করে থাকেন তবে আপনার জাতীয় পরিচয়পত্র নম্বরটি ইউজারনেম হিসাবে ব্যবহৃত হবে।

ইউজারনেম হিসেবে এই অক্ষর(A-Z,a-z), নম্বর(0-9) থাকতে পারবে এবং সর্বনিম্ন ৩ সংখ্যা এবং সর্বোচ্চ ২০ সংখ্যার ব্যাবহার করা যাবে।

পাসওয়ার্ড সেটঃ যদি কোন কারনে আপনি পাসওয়ার্ড ভুলে যান তবে পুনরায় সেট করার জন্য আপনার মোবাইল নম্বর ব্যবহার করতে হবে।

মনে রাখবেন আপনি যদি কোনও পাসওয়ার্ড সেট না করেন, তবে আপনার অ্যাকাউন্টে পুনরায় প্রবেশ করতে আপনার এই প্রক্রিয়াটি পুনরায় সমন্ন করতে হবে অনলাইনে জাতীয় পরিচয় পত্র চেক করতে।

একটি সুরক্ষিত পাসওয়ার্ড যুক্ত করার মাধ্যমে আপনার অ্যাকাউন্টের নিরাপত্তা নিশ্চিত করুন, যাতে অন্নেরা প্রবেশ করতে না পারে আপনার একাউন্টে।

ইউজারনেম এবং পাসওয়ার্ড দেয়া সম্পন্ন হলে আপডেট বাটনে ক্লিক করুন। 

আপনার অ্যাকাউন্ট সফলভাবে সম্পন্ন হয়ে যাবে এবং আপনি বাংলাদেশ নির্বাচন কমিশনের আইডি অ্যাপ্লিকেশন সিস্টেম ওয়েবসাইটে আপনার প্রোফাইলটি দেখতে পাবে ছবি সহকারে।

Bangladesh National ID Card Check Online চেক করতে পারবেন।

Also Read:

অনলাইন থেকে আয় করার উপায় 2024

Teletalk Balance Check Code

Bangladesh NID Application System Profile

Bangladesh national id card check online page
Bangladesh national id card check online page

প্রোফাইলের একপাশে ছবি থাকবে এবং ছবির নিচের অংশে আপনার নাম ভোটার আইডি কার্ড নম্বর বর্তমান ঠিকানা এবং ভোটার এলাকা উল্লেখ করা থাকবে।

পার্স সাইডে আপনার জন্য রয়েছে আপনার একাউন্টের প্রোফাইল, রিইসু, পাসওয়ার্ড পরিবর্তন, স্মার্ট এনআইডি কার্ডের বর্তমান স্ট্যাটাস, ডাউনলোড সম্পর্কিত তথ্যাবলী।

Bangladesh national id card check online এ আরও জানতে বিস্তারিত বাটনে ক্লিক করুন।

অনেক অপশান রয়েছে national id card সম্পর্কে। Bangladesh National ID Card Check Online সঠিক পদ্দতি এটি।

Bangladesh national id card Correction online

Bangladesh national id card Correction online
Bangladesh national id card Correction online

NID Check Bangladesh পোস্টে আপনাদের এখন জানাবো nid service যেখানে NID correction সম্পর্কে মেনু রয়েছে।

ব্যক্তিগত তথ্য অন্যান্য তথ্য ঠিকানা সহ যেকোনো তথ্য এডিট করার জন্য আপনি এডিট বাটনে ক্লিক করার মাধ্যমে সহজেই এডিট করতে পারবেন যদি আপনি nid registration  সম্পন্ন করে লগইন করা অবস্থায় থাকেন।

Bangladesh national id card free download

এখন Bangladesh national id card free download online করার পদ্দতি রয়েছে। Bangladesh National ID Card Check Online পদ্দতি সম্পর্কে আপনি এখানে সঠিক তথ্য পেয়েছেন।

আপনি যদি বাংলাদেশ জাতীয় পরিচয় পত্র এনআইডি কার্ড ডাউনলোড করতে চান, আপনি nidw.gov.bd/forms লিঙ্কে প্রয়োজনীয় তথ্য পূরণ করে সহজেই PDF ডাউনলোড করতে পারেন।

nidw.gov.bd/forms ওয়েবসাইটতে একটি আইডি কার্ড ডাউনলোড অপশন রয়েছে।

আপনি সেখানে ক্লিক করে আপনার NID card PDF Downlead করতে পারবেন।

আরও পড়ুনঃ

টিন সার্টিফিকেট কি? কেন টিন সার্টিফিকেট তৈরি করা জরুরী?

Bangladesh National ID Card Check Online

FAQ about Bangladesh national id card check online

How can I get a NID number by SMS?

To check the number of your National Identity Card (NID) by SMS, go to the SMS option on your mobile phone type <17-digit-national ID number>, and send to 105.

How can I check my national ID card?

You can check your National Identity Card (NIC) by visiting the NIC website and entering your NIC number. You can get a lot of information at one time by checking the status of your ID card, whether someone is using it, whether a SIM has already been registered using your ID, and you can also check if your ID card is active.

How to check Bangladesh national ID card online?

To Check and register Bangladesh national id card online, visit the NID BD website and “Register”, then I will be able to check your national identity card online.

অনলাইনে জাতীয় পরিচয় পত্র চেক করার নিয়ম কি?

অনলাইনে জাতীয় পরিচয় পত্র চেক করতে NID BD ওয়েবসাইটে ভিজিট করে  “রেজিস্ট্রেশন করুন”, তবেই আমি অনলাইনে আপনার জাতীয় পরিচয় পত্র চেক করতে পারবেন।

Conclusion,

আশা করি আপনি Bangladesh National ID Card Check Online 2024 সম্পর্কে সঠিক তথ্য পেয়েছেন।

অনলাইনে জাতীয় পরিচয় পত্র চেক করার নিয়ম (Bangladesh National ID Card Check Online ) সম্পর্কে আপনার আরও কিছু জানার থাকলে আমাদের কমেন্ত করে জানান।

টেলিকম অফার, বাংলা এসএমএস, মোবাইল ব্যাংকিং সেবা ও গুরুত্বপূর্ণ খবর সম্পর্কে জানতে রেগুলার আমাদের ওয়েবসাইট ভিজিট করুন।

এবং জয়েন করুন আমাদের ফেসবুক পেজ।

কমদামে মিনিট, ইন্টারনেট ও বান্ডেল অফার কিনতে ভিজিট করুনঃ এখানে ক্লিক করুন
বিডি অফার নিউজ ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন
বিডি অফার নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকুনঃ এখানে ক্লিক করুন
সকল সিমের অফার সম্পর্কে জানতে ভিজিট করুনঃ www.bdoffernews.com সাইট ।

Leave a Comment