রবি সিমের নাম্বার দেখার নিয়ম কি? রবি ভুলে যাওয়া সিমের নাম্বার চেক

রবি সিমের নাম্বার দেখার নিয়ম সম্পর্কে আজকে আপনাদের জানাবো। আমাদের মধ্যে এমন অনেকেই আছেন যারা রবি সিম ব্যবহার করেন কিন্তু সিমের নাম্বার সম্পর্কে খুব একটা  চিন্তা করেন না। তবে অনেক সময় নিজের ভুলে যাওয়া সিমের নাম্বার চেক করার প্রয়োজন হয়। 

মূলত এই সমস্যাটা এসেছে একটি কারণে, কারন বেশিরভাগ লোকই ফ্লেক্সিলোড দোকানে গিয়ে মোবাইলটি দিয়ে টাকা লোড করার জন্যও বলে থাকেন। তারা কখনো মুখাস্ত করে বলার চেষ্টা করেন না।  মূলত ভুল-ভ্রান্তি এড়াতেই কাজটা করা হয়।

যেকোনো কাজে সর্তকতা অবলম্বন জরুরি। তবে আপনাদের বলছি আপনারা যারা এই কাজটি করছেন ভালো কিন্তু তথাপিও আপনি আপনার রবি সিমের মোবাইল নাম্বারটি মুখস্ত করে রাখবেন। আপনার মোবাইল টি হারিয়ে গেলে সঙ্গে সঙ্গে কল করার জন্য আপনার নাম্বারটি প্রয়োজন হতে পারে।

অথবা অনেক সময় আপনি যদি কাউকে সিম নাম্বার দিতে চান আপনার মুখস্থ থাকলে সহজেই আপনি সিম নাম্বার তাকে দিতে পারবেন জরুরী প্রয়োজনে।

রবি সিমের নাম্বার দেখার নিয়ম কি? সহজে রবি নাম্বার কিভাবে দেখে

রবি সিমের নাম্বার দেখার নিয়ম কি
রবি সিমের নাম্বার দেখার নিয়ম কি
ডিসকাউন্টে সকল সিমের মিনিট, ইন্টারনেট ও বান্ডেল অফার ক্রয় করতে DESH OFFER সাইটে ভিজিট করুন।

বন্ধুরা রবি সিমের নাম্বার দেখার জন্য আপনি একাধিক পদ্ধতি ব্যবহার করতে পারেন। মূলত পূর্বে রবি একটি ইউএসএসডি কোডের মাধ্যমে রবি সিম নাম্বার দেখার সুবিধা দিয়ে আসছিল। 

তবে সম্প্রতি রবি আরও একটি নতুন ও সহজ ইউএসএস কোড নাম্বার চেক করার সুবিধা দিচ্ছে। 

চলুন দেখে নেয়া যাক রবি সিমের নাম্বার চেক করার কোড। 

রবি নম্বর চেক কোড – রবি নাম্বার দেখার কোড

Robi Number check code
ROBI Number CheckUSSD CODE
রবি সিমের নাম্বার দেখার কোড *২#
রবি সিমের নাম্বার দেখার পুরাতন নিয়ম*১৪০*২*৪#
রবি সিমের নাম্বার দেখার নিয়ম

See More Offer

Robi Balance Check Code

Robi SMS Bundle Packages List

রবি ভুলে যাওয়া সিমের নাম্বার চেক প্রথম পদ্ধতিঃ

বর্তমানে সহজে রবি সিমের নাম্বার দেখার নিয়ম হচ্ছে *২# ডায়াল।  রবি নাম্বার চেক করতে ডায়াল করলেই আপনার নম্বরটি আপনার মোবাইলটি স্ক্রিনে প্রদর্শিত হবে। 

রবি ভুলে যাওয়া সিমের নাম্বার চেক দ্বিতীয় পদ্ধতিঃ

বন্ধুরা প্রথম পদ্ধতি সম্প্রতি প্রকাশিত রবি নম্বর চেক করার সহজ পদ্ধতি।

পূর্বে রবি গ্রাহকরা রবি নাম্বার চেক করার কোড *১৪০*২*৪#  ব্যবহার করে আসছিলেন।

উপরে উল্লেখিত রবি সিমের নাম্বার দেখার পদ্দতি গুলি এখনো কাজ করছে।

একটি রবি নম্বর চেক কোড কাজ না করলে আপনি দ্বিতীয় রবি নম্বর চেক কোড ব্যাবহার করতে পারেন।

যেকোনো একটি রবি নাম্বার দেখার কোড ব্যবহার করে আপনি সহজেই রবি সিমের নম্বর সম্পর্কে জানতে পারবেন। 

আরও পড়ুনঃ

রবিতে মিনিট চেক করে কিভাবে 

রবি ইন্টারনেট অফার ১ জিবি 

রবি নাম্বার দেখার নিয়ম কি?

রবি নাম্বার দেখার নিয়ম হচ্ছে আপনি রবি USSD CODE ডায়াল করুন। রবি নাম্বার দেখার কোড *২# ডায়াল করে কাজটি সম্পন্ন না হলে আপনি MyRobi app install করুন।

বর্তমানে রবি অ্যাপ থেকে সহজেই আপনি আপনার রবি নাম্বার দেখতে পাবেন কোন রবি নাম্বার দেখার কোড ব্যাবহার ছাড়াই।

রবি সিমের নাম্বার দেখার নিয়ম কি?

আপনার রবি ভুলে যাওয়া সিমের নাম্বার চেক করতে ussd code ব্যাবহার করতে পারেন। রবি সিমের নাম্বার দেখার নিয়ম হচ্ছে রবি কোড *২# ডায়াল করুন।

রবি নাম্বার কিভাবে দেখে? 

প্রিয় পাঠক রবি নাম্বার কিভাবে দেখে তে আপনি আপনার মোবাইলের ডায়াল প্যাড থেকে *২# অথবা *১৪০*২*৪# দায়াল করুন।

উপসংহার

আশা করি আপনি রবি সিমের নাম্বার দেখার নিয়ম সম্পর্কে জানতে পরেছেন এবং আপনার রবি সিমের নম্বর সহজেই চেক করতে পেরেছেন। 

See More Offer

Robi Minute Offer 2024 Pack List

Robi Combo Offer 2024

রবি মিনিট চেক ও অন্যান্য সকল কোড সম্পর্কে জানতে রেগুলার আমাদের ওয়েবসাইট ভিজিট করুন।

সকল সিমের অফার সম্পর্কে জানতে জয়েন করুন আমাদের ফেসবুক পেজ। 

কমদামে মিনিট, ইন্টারনেট ও বান্ডেল অফার কিনতে ভিজিট করুনঃ এখানে ক্লিক করুন
বিডি অফার নিউজ ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন
বিডি অফার নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকুনঃ এখানে ক্লিক করুন
সকল সিমের অফার সম্পর্কে জানতে ভিজিট করুনঃ www.bdoffernews.com সাইট ।

Leave a Comment