আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পের পর খাদ্য, পানি, আশ্রয় ও চিকিৎসার সংকটে মানবিক বিপর্যয়ের শঙ্কা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে আফগান জনগণের পাশে দাঁড়াল বাংলাদেশ।
আজ শুক্রবার সকাল আটটায় কাবুলের উদ্দেশে ১১ দশমিক ২২৭ টন জরুরি ত্রাণসামগ্রী পাঠিয়েছে বাংলাদেশ সরকার। বিষয়টি নিশ্চিত করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
কী কী আছে এই সহায়তায়?
ত্রাণের মধ্যে রয়েছে—
- তাঁবু, কম্বল ও শীতবস্ত্র
- খাবার পানি, শুকনা খাবার, বিস্কুট, মিল্ক পাউডার, নুডলস
- কাপড় ও ওষুধ
এসব সামগ্রী হস্তান্তরের পর বিমানবাহিনীর পরিবহন বিমানটি আজই দেশে ফেরার কথা রয়েছে।
বাংলাদেশ সেনাবাহিনীর বক্তব্য
সশস্ত্র বাহিনী বিভাগের অপারেশন ও পরিকল্পনা পরিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আলীমুল আমীন বিমান ছাড়ার আগে সাংবাদিকদের ব্রিফ করেন। তিনি জানান, সরকারের নির্দেশে পাঠানো এই মানবিক সহায়তা আফগানিস্তানের বিপর্যস্ত মানুষের কষ্ট লাঘবে সহায়ক হবে।
আইএসপিআর জানিয়েছে, ভবিষ্যতেও বৈশ্বিক যেকোনো মানবিক প্রয়োজনে সরকারের নির্দেশে সশস্ত্র বাহিনী সর্বদা প্রস্তুত থাকবে।
ভয়াবহ ভূমিকম্পে ক্ষয়ক্ষতি
গত ৩১ আগস্ট স্থানীয় সময় রাত ১১টা ৪৭ মিনিটে আফগানিস্তানের পূর্বাঞ্চলে ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হানে।
- এ পর্যন্ত ২ হাজার ২০৫ জন নিহত
- আহত ৩ হাজার ৬৪০ জন
- ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি ৮ হাজারের বেশি
আরও পড়ুনঃ
বিডি অফার নিউজ ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন ।
বিডি অফার নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকুনঃ এখানে ক্লিক করুন ।
সকল সিমের অফার সম্পর্কে জানতে ভিজিট করুনঃ www.bdoffernews.com সাইট ।