ইংল্যান্ডে ইতিহাস গড়লেন গিল! এমন রেকর্ড যা কোনো এশীয় ব্যাটসম্যানের নেই!

ইংল্যান্ডের মাঠে যেন রানের ঝড় তুলেছেন শুবমান গিল! ব্যাট হাতে একের পর এক কীর্তি গড়ে এবার পৌঁছে গেলেন এমন এক মাইলফলকে, যেখানে আগে কোনো এশীয় ব্যাটসম্যানের নামই লেখা ছিল না।

ওল্ড ট্র্যাফোর্ডে ইংল্যান্ডের বিপক্ষে চলমান টেস্টের দ্বিতীয় ইনিংসে আবারও জ্বলে উঠেছে গিলের ব্যাট। রোববার ইতিহাস গড়েছেন তিনি – এশিয়ার প্রথম ব্যাটসম্যান হিসেবে ইংল্যান্ডে এক সিরিজে ৭০০ রানের মাইলফলক ছুঁয়েছেন এই ভারতীয় অধিনায়ক।

এর আগে ইংল্যান্ডে এক সিরিজে সবচেয়ে বেশি রান ছিল পাকিস্তানের কিংবদন্তি মোহাম্মদ ইউসুফের। ২০০৬ সালে সাত ইনিংসে তিনি করেছিলেন ৬৩১ রান। ভারতীয়দের মধ্যে এই তালিকায় শীর্ষে ছিলেন রাহুল দ্রাবিড়- ২০০২ সালে ছয় ইনিংসে ৬০২ রান।

চলমান অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফিতে গিলের প্রথম ৩ টি টেস্টে ছিল ৬১৯ রান। ম্যানচেস্টার টেস্টের ১ ইনিংসে ৮১ রান করলেই সাতশ ছোঁয়া, আর মাত্র ১৩ রান দরকার ছিল ইউসুফকে টপকাতে। টেস্টের চতুর্থ দিনই সেই কাজ সেরে ফেলেছেন গিল।

শেষ দিনের খেলা শুরু করেন ৭৮ রান নিয়ে। দিনের দ্বিতীয় ওভারেই পেরিয়ে যান ৭০০ রানের মাইলফলক।

ডিসকাউন্টে সকল সিমের মিনিট, ইন্টারনেট ও বান্ডেল অফার ক্রয় করতে DESH OFFER সাইটে ভিজিট করুন।

তবে এখানেই থামেননি। এরপর আরেকটি বড় রেকর্ড নিজের করে নেন গিল। ইংল্যান্ডের বিপক্ষে হোম ও অ্যাওয়ে মিলিয়ে এক সিরিজে সর্বোচ্চ রান করার কীর্তিতে এবার তিনিই শীর্ষে। আগে এই রেকর্ড ছিল ইয়াশাসবি জয়সওয়ালের দখলে, যিনি ২০২৪ সালে ভারতের মাটিতে ৯ ইনিংসে করেছিলেন ৭১২ রান।

রোহিত শর্মার অবসরের পর এই সিরিজ দিয়েই ভারতের টেস্ট অধিনায়কত্বের যাত্রা শুরু করেছেন গিল। নেতৃত্বের অভিষেকেই হেডিংলি টেস্টে খেলেছেন দুর্দান্ত এক সেঞ্চুরি—প্রথম ইনিংসে ১৪৭ রানের ঝলক দেখিয়ে দিয়েছিলেন নিজের জাত।

এরপর এজবাস্টন টেস্টে যেন ছিলেন দুরন্ত ফর্মে। প্রথম ইনিংসে ২৬৯ আর দ্বিতীয় ইনিংসে ১৬১ রান করে গড়েছেন অনন্য রেকর্ড—টেস্ট ইতিহাসে প্রথম ব্যাটসম্যান হিসেবে এক ম্যাচেই একবার ডাবল সেঞ্চুরি ও আরেকবার দেড়শর বেশি রানের ইনিংস! সেই ম্যাচে জিতেছেন ম্যাচসেরার পুরস্কার।

লর্ডসে অবশ্য ব্যর্থ ছিলেন গিল, করেছেন মাত্র ১৬ ও ৬ রান। ম্যানচেস্টারের প্রথম ইনিংসেও খুব একটা ভালো করতে পারেননি। তবে দ্বিতীয় ইনিংসে আবারও দেখাচ্ছেন, কেন তাঁকে ভারতের টেস্ট দলের ভবিষ্যৎ ভরসা বলা হচ্ছে।

এশিয়ায় প্রথম ৭০০! এরপর আরও কত দূর যেতে পারেন গিল? ক্রিকেটবিশ্ব তাকিয়ে!

কমদামে মিনিট, ইন্টারনেট ও বান্ডেল অফার কিনতে ভিজিট করুনঃ এখানে ক্লিক করুন
বিডি অফার নিউজ ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন
বিডি অফার নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকুনঃ এখানে ক্লিক করুন
সকল সিমের অফার সম্পর্কে জানতে ভিজিট করুনঃ www.bdoffernews.com সাইট ।

Leave a Comment