বিমান বাংলাদেশ এয়ারলাইন্স টিকেট চেক কিভাবে করতে হয় আপনি জানেন কি? আজ এই পোষ্টের মাধ্যমে আমরা আপনাদের জানাতে চলেছি কিভাবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স টিকিট চেক করতে হয়।
বাংলাদেশে বর্তমানে একটি উন্নয়নশীল দেশ। এদেশে যাতায়াত ব্যবস্থা মোটামুটি উন্নত হলেও প্রায় সময়ই বিভিন্ন বিঘ্ন তার কারণেই স্থলপথে যাতায়াত করা হয়ে পড়ে খুবই সময় সাপেক্ষ।
তাই বর্তমানে মানুষ সময় বাঁচাতে এবং অর্থ বাঁচাতে অনলাইনে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স টিকেট সম্পর্কে নানান তথ্য জানতে চান গুগলের সাহায্যে।
আমাদের দেশে অনেকেই রয়েছেন যারা এখনো জানেন না বাংলাদেশ এয়ারলাইন্স টিকেট চেক গুগলের মাধ্যমে করা যায়।
বিমানের মাধ্যমে চলাফেরা আপনাকে যেমন সুবিধা দেবে এমনই আপনার মূল্যবান সময়টুকু বাঁচাতে আপনাকে সাহায্য করবে।
বর্তমানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বিশ্বের প্রায় 24 টি দেশের সাথে তাদের কার্যক্রম পরিচালনা করছে। এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহির সংখ্যা মোট 18 টি।
প্রাতিষ্ঠানিক ও আন্তর্জাতিক রুটে ছাড়াও বর্তমানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স অভ্যন্তরীণভাবে দেশের ভেতর যাত্রী এবং মালামাল বহন করে থাকে।
হেডলাইন Off Contents
- 1 অনলাইনে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স টিকেট চেক ২০২৪
- 1.1 বিমান বাংলাদেশের ওয়েবসাইট লিংক ও টিকেট চেক
- 1.2 https://www.biman-airlines.com/#flight
- 1.3 বিমান বাংলাদেশ এয়ারলাইন্স টিকেট চেক সম্পর্কে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য
- 1.4 হজ যাত্রীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স টিকেট চেক করার নিয়ম
- 1.5 বিমান বাংলাদেশ এয়ারলাইনস যোগাযোগ ব্যবস্থা ও ওয়েব সাইট লিঙ্ক
- 1.6 ঢাকা থেকে কক্সবাজার যাওয়ার সিডিউল
- 1.7 ঢাকা থেকে দুবাই যাওয়ার সিডিউল
- 1.8 উপসংহারঃ
- 1.9 Share this:
- 1.10 Like this:
অনলাইনে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স টিকেট চেক ২০২৪
এবার আমরা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকেট চেক কিভাবে করা হয় সে সম্পর্কে জানার চেষ্টা করব।
বিমান বাংলাদেশ এয়ারলাইনস অনলাইন টিকেট চেক করবার জন্য আপনাদের বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে সেখানে ঢুকতে হবে।
আমরা আপনাদের সে ওয়েবসাইটটির লিংক নিচে দিয়ে দেবো।
বিমান বাংলাদেশের ওয়েবসাইট লিংক ও টিকেট চেক
https://www.biman-airlines.com/#flight
এই লিঙ্ক থেকে আপনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকেট চেক করতে পারবেন। কিন্তু কিভাবে টিকিট চেক করবেন সে সম্পর্কে আপনাদের এখন আমরা বিস্তারিত জানাবো।
আপনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ওয়েবসাইটটিতে ঢোকার পর মেনুবার থেকে “MANAGE BOOKING” অপশনটি সিলেক্ট করুন।
তারপর আপনি আপনার টিকেট ঢাকা পি এন আর নম্বরটি “Booking ID or PNR” এর জায়গা বসিয়ে দিন।
এবার আপনি আপনার এর শেষ অংশ “Passenger’s Last Name” এর জায়গায় বসিয়ে দিন।
আপনি যদি সঠিকভাবে আপনার পি এন আর ও আপনার নাম বসে থাকেন আপনি “Find Reservation” বাটনটিতে ক্লিক করুন।
খুব অল্প সময়ের মধ্যে আপনি আপনার সকল তথ্য স্কিনে পেয়ে যাবেন।
স্কিনে আপনার টিকিটের তথ্যসমূহ যখন প্রদর্শিত হবে তখন আপনি ঐ খান থেকে আপনার ফ্লাইট এর তারিখ সময় ইত্যাদি সকল তথ্য নিয়ে নিতে পারবেন।
যদি আপনার খুব বেশি প্রয়োজন হয় আপনি টিকিটের একটি কপি প্রিন্ট করে বের করে নিতে পারেন।
এরকম পদ্ধতিতে যদি আপনি আপনার টিকেট যাচাই করে নেন তাহলে আপনাকে কেউ কখনো টিকেট নিয়ে প্রতারণা বা ধোকা দিতে পারবে না।
যদি খুব বেশি প্রয়োজন হয় তাহলে আপনি বাংলাদেশ এয়ারলাইন্স এর সাথে যোগাযোগ করতে পারেন।বাংলাদেশ এয়ারলাইন্সের সাথে যোগাযোগ করবার জন্য তাদের নাম্বার রয়েছে।
যেটি আমরা আপনাদের নিন্মে দেয়ার চেষ্টা করব।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স টিকেট চেক সম্পর্কে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য
খুব সহজ অর্থে বলতে গেলে যদি আপনি ওমান বাংলাদেশ এয়ারলাইন্স থেকে টিকেট চেক করতে চান আপনাকে গুরুত্বপূর্ণ তথ্য তাদের ওয়েবসাইটে গিয়ে প্রদান করতে হবে। সেগুলো হলোঃ
- PNR/ Vendor Locator
- Last Name
এগুলো খুব ভালোভাবে আপনাকে দিতে হবে। কেননা এসব তথ্যের মাধ্যমে আপনি আপনার কাঙ্খিত ফলাফল টি পাবেন।
এবং আপনার টিকিটটি আপনি খুবই সযত্নে রাখবেন কেন সুইটি যদি কোনভাবে আপনি হারিয়ে ফেলেন তাহলে আপনার সবকিছু নষ্ট হয়ে যাবে।
আরও পড়ুনঃ
হজ যাত্রীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স টিকেট চেক করার নিয়ম
বর্তমানে বাংলাদেশ থেকে প্রতিবছর প্রায় চার লাখেরও বেশি মানুষ পবিত্র হজ পালন করবার জন্য সৌদি আরব গিয়ে থাকেন।
প্রত্যেক হজযাত্রীকে একটি নিয়মের মধ্য দিয়ে সৌদি আরবে যেতে হয়। সে সকল নিয়ম কানুন এরমধ্যে বাংলাদেশ এয়ারলাইন্স টিকিট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ।
সাধারণত আমাদের দেশে যখন হজ যাত্রা শুরু হয় তখন বাংলাদেশ এয়ারলাইন এর যে ওয়েবসাইটটি রয়েছে সেখানে নানান ধরনের সমস্যার সৃষ্টি হয়ে থাকে।
যার কারণে আমাদের নানান অসুবিধায় পড়তে হয়।
সাধারণভাবে আমরা যেভাবে অনলাইনে বাংলাদেশ এয়ারলাইন্স টিকেট চেক করি হজ্বযাত্রীরা ঠিক একইভাবে অনলাইনে টিকিট চেক করবেন।
কিন্তু হজ হয় তখন একসাথে অনেক মানুষ টিকিট চেক করতে ওয়েবসাইটে ঢুকে থাকে। যার কারণে ওয়েবসাইটটি সার্ভার আউট হয়ে যায় এবং একই সময়ে সকলকে সঠিক তথ্য দিতে পারেনা।
তাই হজের সময় যদি আপনি প্রথমবারে আপনার সঠিক তথ্যটি না পান তাহলে অবশ্যই আপনি আবার চেষ্টা করবেন। এখানে ভয় পাওয়ার কোনই কারণ নেই।
বিমান বাংলাদেশ এয়ারলাইনস যোগাযোগ ব্যবস্থা ও ওয়েব সাইট লিঙ্ক
ওয়েবসাইট লিঙ্ক | https://www.biman-airlines.com/#flight |
যোগাযোগ ব্যবস্থা | 0978569295,01999099799,01777715566,01777715620. |
ঢাকা থেকে কক্সবাজার যাওয়ার সিডিউল
এ পর্যায়ে আমরা ঢাকা থেকে কক্সবাজার যাওয়ার দিন, তারিখ এবং ফ্লাইট নাম্বার কোন এক নজরে দেখে নেব।
Days | Flight Number | Departure | Arrival | Aircraft |
Everyday | 433 | 11:30 | 12:35 | 738 |
Tuesday | 501 | 11:30 | 14:15 | DH8 |
Sunday | 531 | 12:00 | 13:05 | DH8 |
ঢাকা থেকে দুবাই যাওয়ার সিডিউল
ঢাকা থেকে দুবাই যাওয়ার দিন, তারিখ ও ফ্লাইট নাম্বার গুলো হলঃ
Route | Days | Flight Number | Departure | Arrival | Aircraft |
DXB-DAC | WED,SUN | 048 | 0005 | 06:50 | 773 |
DXB-CGP-DAC | TUE,THU,SAT | 148 | 0005 | 08:40 | 773 |
DXB-ZYL-DAC | MON,FRI | 248 | 0005 | 08:35 | 773 |
আরও পড়ুনঃ
উপসংহারঃ
আশা করি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স টিকেট কিভাবে চেক করতে হয় আজকে আমরা সে সমন্ধে আপনাদের ভালোভাবে অবগত করতে পেরেছি।
তবুও বিমান বাংলাদেশ এয়ারলাইন্স টিকেট চেক সম্পর্কে যদি আপনাদের কোন ধরনের প্রশ্ন কিংবা মতামত থাকে অবশ্যই আমাদের কমেন্ট করুন।
নতুন নতুন জিনিস জানতে এবং আরো নানান বিষয় জানতে
বিডি অফার নিউজ ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন ।
বিডি অফার নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকুনঃ এখানে ক্লিক করুন ।
সকল সিমের অফার সম্পর্কে জানতে ভিজিট করুনঃ www.bdoffernews.com সাইট ।