হোয়াটসঅ্যাপ আনছে AI ফিচার, কয়েক সেকেন্ডে জানুন কে কী বলেছে!

বিশ্বজুড়ে কোটি কোটি মানুষ প্রতিদিন হোয়াটসঅ্যাপে চ্যাট করেন, ছবি-ভিডিও পাঠান, গুরুত্বপূর্ণ ফাইল শেয়ার করেন। এই জনপ্রিয় মেসেজিং অ্যাপটি প্রতিনিয়তই নতুন নতুন আপডেট এনে ব্যবহারকারীদের অভিজ্ঞতা আরও সহজ আর স্মার্ট করে তুলছে। এবার হোয়াটসঅ্যাপ আনছে একদম ভিন্ন ধরণের এক ফিচার, যার নাম দেয়া হয়েছে কুইক রিক্যাপ

সময় বাঁচাবে, মেসেজ পড়াও হবে সহজ!

ব্যস্ত মানুষদের জন্য দারুণ এক সুখবর! যাদের প্রতিদিন নানান কাজের ব্যস্ততায় পুরনো চ্যাট পড়ে উঠা হয় না, তাদের জন্য হোয়াটসঅ্যাপের কুইক রিক্যাপ ফিচার হবে সত্যিকারের গেম চেঞ্জার।

এই AI-চালিত ফিচারটি আপনার পড়া হয়নি এমন মেসেজগুলো খুব দ্রুত সারাংশ আকারে দেখিয়ে দেবে — ফলে স্ক্রল করে করে হাজারটা মেসেজ খুঁজে বের করার আর কোনো ঝামেলা থাকবে না।

কিভাবে কাজ করবে এই ফিচার?

এই ফিচারটি মেটা এআই ব্যবহার করে চলবে এবং ব্যবহারকারীরা সর্বোচ্চ পাঁচটি চ্যাট বেছে নিয়ে সারাংশ দেখতে পারবেন।

যেভাবে ব্যবহার করবেন:

  1. একাধিক চ্যাট সিলেক্ট করুন (সর্বোচ্চ ৫টি)
  2. উপরের ডান পাশে থাকা থ্রি-ডট মেন্যুতে যান
  3. Quick Recap অপশন বেছে নিন
  4. কয়েক সেকেন্ডেই দেখতে পাবেন পুরো চ্যাটের সংক্ষিপ্তসার
ডিসকাউন্টে সকল সিমের মিনিট, ইন্টারনেট ও বান্ডেল অফার ক্রয় করতে DESH OFFER সাইটে ভিজিট করুন।

এটি প্রাইভেট এবং গ্রুপ— দুই ধরণের চ্যাটেই কাজ করবে।

প্রাইভেসি? নিশ্চিন্তে ব্যবহার করুন

হোয়াটসঅ্যাপ জানিয়েছে, ফিচারটি মেটার নিজস্ব প্রাইভেট প্রসেসিং প্রযুক্তি দিয়ে কাজ করবে। অর্থাৎ আপনার মেসেজের কনটেন্ট কখনোই মেটা বা হোয়াটসঅ্যাপ দেখতে পাবে না।

সবকিছু এন্ড-টু-এন্ড এনক্রিপ্টেড থাকবে। তবে একটি বিষয় মাথায় রাখতে হবে— আপনি যদি চ্যাটে অ্যাডভান্স প্রাইভেসি সেটিংস ব্যবহার করে থাকেন, তাহলে সেসব মেসেজ এই ফিচারে দেখা যাবে না।

ব্যস্ত জীবনে প্রতিদিন হাজারো মেসেজ দেখা খুব কঠিন। হোয়াটসঅ্যাপের নতুন কুইক রিক্যাপ ফিচার সেই সমস্যার সহজ সমাধান আনতে যাচ্ছে। যারা স্মার্ট, দ্রুত আর সময় বাঁচাতে চান — তাদের জন্য এটি হতে পারে হোয়াটসঅ্যাপে এক নতুন অভিজ্ঞতা।

কমদামে মিনিট, ইন্টারনেট ও বান্ডেল অফার কিনতে ভিজিট করুনঃ এখানে ক্লিক করুন
বিডি অফার নিউজ ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন
বিডি অফার নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকুনঃ এখানে ক্লিক করুন
সকল সিমের অফার সম্পর্কে জানতে ভিজিট করুনঃ www.bdoffernews.com সাইট ।

Leave a Comment