টেকনো আবারও দেখিয়ে দিল—স্মার্টফোনের জগতে ‘পাতলা মানেই দুর্বল’ নয়!
MWC ২০২৫-এ মাত্র ৫.৭৫ মিমি পুরু “স্পার্ক স্লিম” প্রদর্শনের পর সাড়া ফেলেছিল টেকনো। এবার সেই উদ্ভাবনের ধারাবাহিকতায় বাজারে এলো Spark 40 Pro Plus—যেটি এখন থেকেই দেশের টেকনো আউটলেটগুলোতে পাওয়া যাচ্ছে।
ডিজাইন আর পারফরম্যান্স—দুইতেই বাজিমাত!
‘Slim Ever, Strong Forever’—এই স্লোগান যে নিছক কথার কথা নয়, তা স্পার্ক ৪০ প্রো প্লাস হাতে নিলেই বোঝা যায়। মাত্র ৬.৪৯ মিলিমিটার পুরু এই ডিভাইস দেখতে যেমন আকর্ষণীয়, তেমনি ভেতরটা একেবারে পাওয়ারপ্যাকড!
Spark 40 Pro Plus তে রয়েছে
- MediaTek Helio G200 চিপসেট (এই মুহূর্তে সবচেয়ে শক্তিশালী ৪জি প্রসেসর),
- ১৬ জিবি র্যাম (৮+৮ এক্সটেন্ডেড),
- এবং ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ।
ভিজ্যুয়ালের রাজা!
ডিসপ্লে প্রেমীদের জন্য দারুণ খবর—এই ফোনে রয়েছে
- ৬.৭৮ ইঞ্চি 1.5K থ্রিডি কার্ভড AMOLED স্ক্রিন,
- সঙ্গে ১৪৪ হার্জ রিফ্রেশ রেট।
ভিডিও দেখা, গেম খেলা বা স্ক্রলিং—সবকিছুতেই ফ্লুইড এক্সপেরিয়েন্সের আশ্বাস দিচ্ছে টেকনো।
পাতলা হলেও টেকসই
স্লিম ডিজাইন দেখে যদি দুর্বল মনে করেন, তাহলে ভুল করছেন! কারণ এতে রয়েছে
- Corning Gorilla Glass 7i,
- IP64 ডাস্ট ও ওয়াটার রেজিস্ট্যান্স,
- এবং ২ মিটার ড্রপ প্রটেকশন।
চার্জিং ফিচার শুনে অবাক হবেন!
শক্তিশালী ৫২০০ এমএএইচ ব্যাটারি-র সাথে মিলেছে
- ৩০ ওয়াট ম্যাগনেটিক ওয়্যারলেস চার্জিং
- এবং ৪৫ ওয়াট ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট।
এতো পাতলা ফোনে এমন পাওয়ারফুল চার্জিং সেটআপ এই প্রথম!
আরও পড়ুনঃ অনলাইনে ইনকাম করার উপায় ২০২৫
ফটোগ্রাফি আর AI-তে জবাব নেই
এই ফোনে রয়েছে
- ৫০ মেগাপিক্সেল AI মেইন ক্যামেরা,
- ১৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা,
সাথে দারুন সব AI ফিচার—
- AI Flash Snap
- AI Eraser
- AI Portrait
- AI Sharpness
এছাড়াও রয়েছে প্রোডাক্টিভিটি AI ফিচার যেমন:
Image to Document, Image to Excel, Image Privacy Blurring, AI Writing, AI Translate, AI Circle Search প্রযুক্তি।
নেটওয়ার্ক না থাকলেও কথা বলা যাবে!
ফোনটিতে TECNO Free Link নামে বিশেষ একটি ফিচার রয়েছে, যা নেটওয়ার্ক ছাড়া কল ও টেক্সট করার সুবিধা দেয়। নেটওয়ার্ক প্রবলেমে যারা ভুগেন, তাদের জন্য এটি হতে পারে গেমচেঞ্জার।
এছাড়াও আছে
- Multifunctional NFC,
- Outdoor Booster Sound,
- Under-display Fingerprint ও Face Unlock।
আরও পড়ুনঃ ১ বছরে ৭টি দেশের ভিসা রিজেক্ট
Spark 40 Pro Plus Price বা দাম কত?
Spark 40 Pro Plus দাম মাত্র ২৪,৯৯৯ টাকা (ভ্যাট প্রযোজ্য) মূল্যে বাজারে এসেছে এই স্মার্টফোন।
এটি এখন বাংলাদেশের সকল টেকনো ব্র্যান্ড আউটলেটে পাওয়া যাচ্ছে।
টেকনোর ভাষ্য অনুযায়ী, তারা দেখিয়ে দিয়েছে আধুনিক ডিজাইন আর প্রিমিয়াম ফিচার একসাথে বাজেটের মধ্যে আনা সম্ভব। Spark 40 Pro Plus শুধু একটি ফোন নয়, এটি এক যুগান্তকারী উদ্ভাবন—একটি ফ্ল্যাগশিপ বিকল্প আলট্রা-স্লিম স্মার্টফোন, যা সাধারণ মানুষের হাতের নাগালে।
টেকনোর নতুন Spark 40 Pro Plus স্মার্টফোনে রয়েছে ৬.৪৯ মিমি স্লিম ডিজাইন, ৫০ মেগাপিক্সেল ক্যামেরা, ১৪৪Hz ডিসপ্লে ও AI ফিচার—মাত্র ২৪,৯৯৯ টাকায়!
বিডি অফার নিউজ ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন ।
বিডি অফার নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকুনঃ এখানে ক্লিক করুন ।
সকল সিমের অফার সম্পর্কে জানতে ভিজিট করুনঃ www.bdoffernews.com সাইট ।