Skitto SIM Balance Check Code Number | স্কিটো সিমের ব্যালেন্স চেক

Skitto Sim Balance Check code number ও সকল পদ্দতি সম্পর্কে আজাকে আপনাদের জানাবো। স্কিটো সিমের ব্যালেন্স চেক কোড সম্পর্কে জানার আগ্রহ অনেকের, গ্রামীণফোন 2017 সালে স্কিটো নামের একটি সিম চালু করে, যা গ্রামীনফনের পক্ষ থেকে একটি আপগ্রেড সংস্করণ বলতে পারেন। স্কিটো সিম যখন চালু হয়েছিল মূলত সিমটি শিক্ষার্থীদের জন্য উপলব্ধ ছিল।

তবে বর্তমান প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন যেকোনো গ্রাহক বর্তমানে স্কিটো সিম ক্রয় করতে পারেন। Skitto balance check and SIM price সম্পর্কে বিস্তারিত একটি পোস্ট রয়েছে আমাদের আপনি চাইলে দেখতে পারেন।

স্কিটো সিম মূলত গ্রাহকদের বেশি পছন্দ হওয়ার মূল কারণ হচ্ছে তাদের চমৎকার সব ইন্টারনেট অফার এর জন্য। প্রথমত স্কিটো সিম ইন্টারনেট অফার এবং কলরেট অফার প্রদান করলেও বর্তমানে মিনিট ইন্টারনেট অফার করছে এবং সেই সাথে রয়েছে চমৎকার সব ডিল।

স্কিটো তাদের বিশেষ ডিল অফার সম্পর্কে গ্রাহকদের জানীয়ে থাকে। স্বল্প দামে ও বেশি মেয়াদে ইন্টারনেট ব্যবহার করতে চাইলে অবশ্যই আপনার একবার স্কিটো ইন্টারনেট অফার (Skitto SIM intenret offer) সম্পর্কে জানা দরকার। 

মূলত  এখন, বেশিরভাগ মানুষ তাদের আকর্ষণীয় ইন্টারনেট প্যাকেজের জন্য স্কিটো সিম কিনছেন, যা যুক্তিসঙ্গত হারে বাড়ছে।

Skitto Sim Balance Check Code Number – স্কিটো সিমের ব্যালেন্স চেক কোড

Skitto Sim Balance Check Code Number  স্কিটো সিমের ব্যালেন্স চেক
Skitto Sim Balance Check Code Number | স্কিটো সিমের ব্যালেন্স চেক

এমন অনেক স্কিটো সিম ব্যাবহার কারী রয়েছে যারা Skitto SIM balance check করতে জানেন না। এছাড়াও তারা Skitto Number check code, স্কিটো ইন্টারনেট ব্যালেন্স, স্কিটো মিনিট প্যাক, এসএমএস চেক এবং জরুরী ঋণ কোড বা USSD কোড সম্পর্কে জানে না।

Skitto sim balance check code is *121*1*1#. To check skitto balance dial *121*1*1#.

সুতরাং, এই পোস্টে আমারা স্কিটো সিমের ব্যালেন্স চেক সহ সমস্ত তথ্য জানার জন্য একটি ভাল বিকল্প হতে পারে আপনার জন্য।

Also Read:

GP Power Load Offer 2025 Grameenphone | জিপি পাওয়ার লোড কি?

GP Recharge Offer 2025 Internet Pack

স্কিটো সিমের ব্যালেন্স চেক করার নিয়ম

আপনি কি আপনার স্কিটো ব্যালেন্স চেক করতে চান? সঠিক তথ্য হচ্ছে আপনি স্কিটো সিম ব্যালেন্স চেক করার জন্য আপনার Skitto apps ব্যাবহার করতে হবে।

Skitto apps লগিন করে Skitto balance check করা একটি সহজ প্রক্রিয়া। কিন্তু আপনি যদি অ্যাপ ছাড়া স্কিটো ব্যালেন্স চেক করতে চান, তাহলে আপনি বিনামূল্যে *১২১*১*১# ডায়াল করবেন। তারপর আপনাকে মেনু তালিকা থেকে প্রয়োজনীয়ও আইটেমটি নির্বাচন করতে হবে।

তবে মনে রখবেন skitto sim balance check number *121*1*1# বেশিরভাগ সময় কাজ করেনা। তাই আপনাকে Skitto apps ব্যাবহার করা শিখতে হবে সকল Skitto offer সম্পর্কে জানতে।

All Skitto SIM USSD Code

Skitto sim balance check code*121*1*1#
Skitto sim Number check code*2#
Skitto sim internet check code*121*1*3#
স্কিটো সিমের ব্যালেন্স চেক কোড

Skitto SIM Number check code

গ্রামীনফোন সিম নম্বর দেখতে আপনি যে কোড ব্যাবহার করেন স্কিটো সিমের নম্বর চেক করতে একই কোড ব্যাবহার করতে পারেন।

Grameenphone and Skitto sim Number check code is *2#. কোডটি ডায়াল করলে আপনি আপনার মোবাইল স্ক্রিনে স্কিটো নম্বর দেখতে পাবেন।

এছাড়াও skitto app login করলে আপনি আপনার SIM number and balance দেখতে পারবেন।

Also Read:

GP SMS Pack 2025

Skitto SIM Price 2025

How can I check my GP skitto number?

You can dial * 2 # from your mobile to check your skitto SIM number. You can also easily find the Number by logging in to skitto apps.

What is skitto number?

Friends skitto is the name of a telecom sim. Grameenphone has launched skitto SIM to make their customers’ internet usage more dynamic. You can easily convert your used Grameenphone SIM number to sitto SIM. So it can be said that skitti number is nothing special.

How to skitto sim balance check?

Skitto sim balance check code is * 121 * 1 * 1 #. You can also learn about numbers using skitto apps.

স্কিটো সিমের ব্যালেন্স চেক কোড কত?

স্কিটো সিমের ব্যালেন্স চেক কোড হল *১২১*১*১#

Conclusion,

আশা করি আপনি Skitto Sim Balance Check পদ্দতি সম্পর্কে জানতে পেরেছেন। এখন আপনার ইচ্ছা আপনি কিভাবে স্কিটো সিমের ব্যালেন্স চেক করবেন।

স্কিটো সিমের ব্যালেন্স চেক করতে আমার মতে স্কিটো অ্যাপ ব্যাবহার করা উত্তম।

বন্ধুরা স্কিটো সিম সম্পর্কে আপনার কিছু জানার থাকলে কমেন্ট করুন। টেলিকম অফার সম্পর্কে জানতে আমাদের ফেসবুক পেজ জয়েন করুন।  

আমরা এই ব্লগে টেলিকম অফার প্রদানের পাশাপাশি অনলাইন ইনকাম সম্পর্কে আপনাদের জানিয়ে থাকি।

তাই ইন্টারনেট থেকে সঠিক তথ্য জানতে নিয়মিত বিডি অফার নিউজ ওয়েবসাইট ভিজিট করুন।

কমদামে মিনিট, ইন্টারনেট ও বান্ডেল অফার কিনতে ভিজিট করুনঃ এখানে ক্লিক করুন
বিডি অফার নিউজ ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন
বিডি অফার নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকুনঃ এখানে ক্লিক করুন
সকল সিমের অফার সম্পর্কে জানতে ভিজিট করুনঃ www.bdoffernews.com সাইট ।

Leave a Comment