সিম কার নামে নিবন্ধন করা কিভাবে জানবো – সঠিক উপায় ২০২৫

প্রতিটি সিম কার্ড ব্যবহারকারীর নামে নিবন্ধন থাকা বাধ্যতামূলক। ৩০ অক্টোবরের পর একজন গ্রাহকের নামে ১০ টি সিম থাকতে পারবে, তাই সিম কার নামে নিবন্ধন করা কিভাবে জানবো এই সম্পর্কে জানতে চান ব্যবহারকারীরা। বাংলাদেশে এখন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (BTRC) এর নির্দেশনা অনুযায়ী একজন ব্যক্তি সর্বোচ্চ ১৫টি সিম নিজের নামে নিবন্ধন করতে পারেন।

অনেক সময় দেখা যায়, আমরা জানিই না আমাদের এনআইডি দিয়ে কতগুলো সিম রেজিস্টার্ড রয়েছে বা কোন কোন অপারেটরের সিম ব্যবহার করা হচ্ছে। তাই অনেকেই জানতে চান সিম তার নামে কতটি সিম নিবন্ধন করা আছে। আজকের এই ব্লগে আমরা খুব সহজ ভাষায় এই বিষয়টি বিস্তারিত আলোচনা করবো।

বর্তমানে নিজের নামের সিম চেক করা খুবই সহজ। আপনার এনআইডি নম্বর ব্যবহার করে আপনি জানতে পারবেন আপনার নামে কয়টি সিম রয়েছে এবং কোন অপারেটরে তা ব্যবহৃত হচ্ছে। এছাড়াও কেউ যদি আপনার নাম ব্যবহার করে অবৈধভাবে সিম নিবন্ধন করে থাকে, সেটাও সহজে যাচাই করা সম্ভব।

এই লেখায় আপনি জানবেন কীভাবে সিমের মালিকানা যাচাই করবেন, এক নামে কতটি সিম ব্যবহার করা যায়, এবং সিম বাতিল করার নিয়ম কী।

সিম কার নামে নিবন্ধন করা কিভাবে জানবো?

সিম কার নামে নিবন্ধন করা কিভাবে জানবো,
ডিসকাউন্টে সকল সিমের মিনিট, ইন্টারনেট ও বান্ডেল অফার ক্রয় করতে DESH OFFER সাইটে ভিজিট করুন।

বর্তমানে বাংলাদেশে যেকোনো মোবাইল অপারেটরের সিম কার্ডের মালিকানা যাচাই করার জন্য BTRC একটি নির্দিষ্ট পদ্ধতি চালু করেছে। আপনি আপনার মোবাইল ফোন থেকে মাত্র একটি এসএমএস পাঠিয়েই জানতে পারবেন, কোন এনআইডি দিয়ে কয়টি সিম রেজিস্টার করা হয়েছে।

একটি এনআইডি কার্ড দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন করা তা জানার জন্য মোবাইলের ডায়াল অপশন থেকে *16001# ডায়াল করুন। তারপর আবার একটি ইনপুট ডায়লগ আসবে, সেখানে আপনার আইডি কার্ডের শেষ 4 ডিজিট টাইপ করে সেন্ড বাটনে ট্যাব করুন। ১৬০০ নম্বর থেকে ফিরতি SMS এর মাধ্যমে আপনার এনআইডি কার্ড দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন করা তার তালিকা জানিয়ে দেয়া হবে।

স্টেপ গুলি অনুসরণ করুনঃ-

  1. মোবাইলের ডায়াল খুলুন এবং সিম রেজিস্ট্রেশন যাচাই কোড *১৬০০১# ডায়াল করুন
  2. এনআইডি কার্ড বা জাতীয় পরিচয় পত্রের শেষ চার সংখ্যার লিখুন
  3. তারপর সেন্ড বাটনে ট্যাব করুন।

নিচে অপারেটর অনুযায়ী নির্দেশনা দেওয়া হলো:

সিম অপারেটরডায়াল কোড
Grameenphone*16001# OR info লিখে সেন্ড করুন 4949
Robi*16001#
Banglalink*16001#
Airtel*16001#
Teletalkinfo লিখে সেন্ড করুন 4949
সিম কার নামে নিবন্ধন করা কিভাবে জানবো

যদি আপনি জানতে চান অন্য কারো নামের সিম, তাহলে NID দিয়ে BTRC নির্ধারিত পোর্টালে গিয়েই জানতে হবে।

সিম কার নামে কিভাবে চেক করবো?

সিম কার নামে নিবন্ধন করা চেক করতে আপনার নামের সিম থেকে *১৬০০১# ডায়াল করে আইডি কার্ডের শেষ চার্জ সংখ্যা লিখে সেন্ড করে দিন।

অনেকেই প্রশ্ন করেন, সিম কার নামে কিভাবে চেক করবো? নিচে ধাপে ধাপে পদ্ধতি দেওয়া হলো:

  1. মোবাইলের মেসেজ অপশনে যান
  2. টাইপ করুন: info
  3. পাঠিয়ে দিন নির্দিষ্ট নম্বরে (যেমন 4949)
  4. কয়েক সেকেন্ডের মধ্যে আপনার এনআইডির অধীনে থাকা সব সিম অপারেটরের তথ্য ফিরে আসবে
  • যদি আপনার নামে 14টি সিম থাকে, তাহলে মেসেজে আপনি দেখতে পাবেন:
    • Total: 14
    • GP: 5
    • Robi: 3
    • BL: 2
    • Robi: 4

এইভাবে আপনি বুঝতে পারবেন, আপনার নামের এনআইডি ব্যবহার করে কয়টি সিম রেজিস্টার হয়েছে।

তবে ১৬০০ থেকে ফিরতি এসএমএসে সিমের নাম্বার আংশিক দেখা যাবে। আপনার ভোটার আইডি দিয়ে যতগুলো সিম রয়েছে তার একটি তালিকা দেখতে পারবেন ঠিকই কিন্তু মোবাইল নাম্বারের শুরুর ৩ সংখ্যা এবং শেষের ৩ সংখ্যা দেখতে পাবেন এবং মাঝের ৬টি সংখ্যা হাইড করা থাকবে।

উদাহরণ স্বরূপঃ-

আপনার মোবাইল নাম্বারটি যদি ০১০০১২৩৫৬৭ হয় তাহলে সেটি ০১০*****৫৬৭ এভাবে দেখাবে। যদি নাম্বারগুলো আপনি নিবন্ধন করে থাকেন তাহলে অবশ্যই নাম্বারের প্রথম এবং শেষের সংখ্যা দেখে তা বুঝতে পারার কথা।

আরও পড়ুনঃ নিজেই নিজের বিকাশ একাউন্ট খোলার নিয়ম

একনামে কতটি সিম থাকতে পারবে?

বর্তমানে BTRC-এর নিয়ম অনুযায়ী একজন গ্রাহক সর্বোচ্চ ১৫টি সিম নিবন্ধন করতে পারবেন। এর মধ্যে সব অপারেটরের সিম একত্রে গণ্য হবে।

তবে বাংলাদেশ সরকার প্রতিটি এনআইডি কার্ডের বিপরীতে দশটি সিম রাখার সিদ্ধান্ত নিয়েছে। এই আদেশটি কার্যকর হবে এক সেপ্টেম্বর থেকে।

তাই ৩০ শে আগস্ট এর মধ্যে আপনার নামে কয়টি সিম রয়েছে তা চেক করুন এবং দশটির অধিক সিম থাকলে অপ্রয়োজনীয় সিম গুলো বাতিল করুন।

আপনি যদি নির্ধারিত সংখ্যার চেয়ে বেশি সিম নিজের এনআইডিতে নিবন্ধন করেন, তবে অতিরিক্ত সিমগুলো অকার্যকর হয়ে যেতে পারে অথবা আইনগত ঝামেলায় পড়তে পারেন।

সিম নিবন্ধন বাতিল করতে কি করতে হবে?

যদি আপনি চান আপনার এনআইডি থেকে কোনো পুরনো বা ব্যবহার না হওয়া সিম বাতিল করতে, তাহলে নিচের ধাপগুলো অনুসরণ করতে হবে:

সিম নিবন্ধন বাতিল করার পদ্ধতি:

  1. সংশ্লিষ্ট অপারেটরের কাস্টমার কেয়ারে যোগাযোগ করুন
  2. আপনার এনআইডি নম্বর ও সঠিক তথ্য দিন
  3. যেসব সিম বাতিল করতে চান সেগুলো নির্দিষ্ট করুন
  4. অপারেটর যাচাই করে নির্ধারিত সময়ের মধ্যে সেগুলো বাতিল করবে

প্রাথমিকভাবে আপনি টেলিকম অপারেটর কোম্পানির হেল্পলাইনে কল করে আপনার সিম নিবন্ধন বাতিল করা সম্পর্কে জানতে পারেন।

তবে, আপনি সরাসরি অপারেটরের কাস্টমার কেয়ার সেন্টারে উপস্থিত হয়ে আবেদন করতে হবে বলে জানা যায়।

এক্সট্রা টিপসঃ-

  • যদি কোনো নাম্বার চুরি হয়ে যায় বা ভুল করে অন্য কেউ ব্যবহার করে, তাহলে দ্রুত সিমটি বন্ধ করার আবেদন করুন।

আরও পড়ুনঃ জিপি সিম রিপ্লেসমেন্ট অফার

প্রাসঙ্গিক পাঁচটি প্রশ্নোত্তর (FAQ)

কিভাবে জানবো আমার নামে কয়টি সিম রেজিস্টার করা আছে?

আপনার নামে কয়টি সিম রেজিস্টার করা আছে জানতে *১৬০০১# দয়াল করুন।

অন্য কেউ আমার নামে সিম রেজিস্টার করলে কি করবো?

সঙ্গে সঙ্গে অপারেটরের কাস্টমার কেয়ারে অভিযোগ জানান এবং তাদের নম্বরটি দিন (যদি থাকে)।

একটি এনআইডিতে কয়টি সিম রাখা যাবে?

সর্বোচ্চ ১৫টি সিম। তবে ১ সেপ্টেম্বর থেকে সর্বোচ্চ ১৫টি সিম রাখা যাবে।

কি কারণে সিম বাতিল করা উচিত?

যেসব সিম ব্যবহার হচ্ছে না, নিরাপত্তার স্বার্থে সেগুলো বাতিল করা উচিত।

সিম চেক করার জন্য ইন্টারনেট লাগবে কি?

না, শুধুমাত্র এসএমএসের মাধ্যমে করা যায়।

উপসংহার

আজকের এই লেখায় আমরা জানলাম সিম কার নামে নিবন্ধন করা কিভাবে জানবো এবং কীভাবে খুব সহজে নিজের নামে থাকা সিমের তথ্য যাচাই করা যায়।

সঠিক সিম রেজিস্ট্রেশন না থাকলে ভবিষ্যতে বড় ধরনের সমস্যার মুখে পড়তে হতে পারে। তাই আজই আপনার NID কার্ডে থাকা সিমগুলো যাচাই করুন এবং প্রয়োজনবোধে অব্যবহৃত সিম বাতিল করুন। সঠিক তথ্য আপনার ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করবে।

কমদামে মিনিট, ইন্টারনেট ও বান্ডেল অফার কিনতে ভিজিট করুনঃ এখানে ক্লিক করুন
বিডি অফার নিউজ ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন
বিডি অফার নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকুনঃ এখানে ক্লিক করুন
সকল সিমের অফার সম্পর্কে জানতে ভিজিট করুনঃ www.bdoffernews.com সাইট ।

বাংলা ভাষায় অনলাইন থেকে টাকা ইনকাম, টেলিকম অফার এবং মোবাইল ব্যাংকিং পরিষেবা সম্পর্কে সঠিক তথ্য প্রদানের জন্য এই ওয়েবসাইটটি তৈরি করা হয়েছে।

Sharing Is Caring:

Leave a Comment