Rocket dial Code and Rocket account check সম্পর্কে অনেকেই জানতে চান। তাই ডাচ-বাংলা ব্যাংক পরিচালিত মোবাইল ব্যাংকিং সেবা রকেট ডায়াল কোড ও রকেট একাউন্ট চেক সম্পর্কে আপনাদের জানাতে চলে এলাম। মূলত রকেট ডায়াল কোড হচ্ছে সহজে রকেট মোবাইল ব্যাংকিং সেবা ব্যবহারের জন্য একটি ইউএসএসডি কোড।
অনেক মোবাইল ব্যাংকিং সেবা ব্যবহারকারী জানেন না কীভাবে তাদের রকেট একাউন্টের ব্যালেন্স চেক করতে হয়। মূলত রকেট একাউন্ট চেক করা থেকে রকেট একাউন্ট এর যাবতীয় কার্যসম্পাদনের জন্য রকেট ইউএসএসডি কোড ব্যবহার হয়ে থাকে একে ডায়াল কোড বলা হয়।
তবে আপনি চাইলে ইউএসএসডি কোড ব্যবহার ছাড়া রকেট মোবাইল ব্যাংকিং অ্যাপ ব্যবহার করে সহজেই আপনার রকেট একাউন্টের ব্যালেন্স চেক ও অন্যান্য কার্যাদি সম্পন্ন করতে পারেন।
হেডলাইন Off Contents
- 1 Rocket dial Code – Rocket account check Code – রকেট ডায়াল কোড
- 1.1 রকেট ডায়াল কোড কি কি কাজে ব্যাবহার হয়
- 1.2 Rocket account balance check – রকেট একাউন্ট ব্যালেন্স চেক কোড
- 1.3 Rocket USSD Code – রকেট একাউন্ট চেক *322# ইউএসএসডি কোড ডায়াল করে
- 1.4 Rocket send money – রকেট সেন্ড মানি
- 1.5 রকেট ব্যাংক একাউন্ট অ্যাকাউন্ট
- 1.6 What is rocket dial code?
- 1.7 What is the Rocket number?
- 1.8 রকেট একাউন্ট চেক করার কোড কত?
Rocket dial Code – Rocket account check Code – রকেট ডায়াল কোড
Above all, Rocket dial Code is *322#. If you check rocket account balance and rocket to rocket balance transfer all are possible use this USSD code.
রকেট একাউন্ট চেক কোড হচ্ছে *৩২২#। একে আপনি রকেট ডায়াল কোড ও বলতে পারেন, যা অনেকে বলছেন এখন।
আরও পড়ুনঃ
রকেট ডায়াল কোড কি কি কাজে ব্যাবহার হয়
- একাউন্টের বর্তমান ব্যালেন্স চেক
- রকেট থেকে রকেট নাম্বারে সেন্ড মানি, রকেট ক্যাশ আউট
- রকেট একাউন্ট পিন কোড পরিবর্তন
- আপনার রকেট একাউন্টের অতিরিক্ত সংখ্যাটি কত
- রকেট মোবাইল রিচার্জ
থেকে শুরু করে রকেট একাউন্টে যাবতীয় সকল কার্যাদি এই ডায়াল কোড দিয়ে সহজেই সম্পাদন করা যায়।
Rocket account balance check – রকেট একাউন্ট ব্যালেন্স চেক কোড
Rocket dial Code ব্যবহার করে আপনি সহজেই রকেট একাউন্টের বর্তমান ব্যালেন্স চেক করতে পারেন।
রকেট একাউন্ট ব্যালেন্স চেক করতে প্রথমে আপনার মোবাইলে ডায়াল পেড থেকে *৩২২# ডায়াল করুন।
আরও পড়ুনঃ
রকেট একাউন্ট মোবাইল মেন্যু আপনার সম্মুখে উপস্থিত হবে-
For instance, রকেট মোবাইল মেনু লিস্ট থেকে ( 5. My Acc) অপশনটি নির্বাচন করুন।
তারপর আরো একটি মেনু লিস্ট আপনার সামনে চলে আসবে উক্ত মিলিতে এক নম্বরে থাকা (1. Balance ) ব্যালেন্স অপশনটি নির্বাচন করুন।
এই পর্যায়ে রকেট আপনার কাছ থেকে আপনার বর্তমানে ব্যবহার করা চার সংখ্যার গোপন পিন কোড টি দেয়ার জন্য অনুরোধ করবে.
এখন আপনার রকেট একাউন্টের গোপন চার সংখাটি প্রবেশ করে ওকে করলেই রকেট আপনার বর্তমান একাউন্ট আপনার মোবাইল স্ক্রীনে প্রদর্শন করবে।
আশা করি আপনি রকেট ব্যালেন্স চেক করার উক্ত পদ্ধতি সহজ হবে বুঝতে পেরেছেন, এই বিষয়ে আপনার কোন কমেন্ট বা মন্তব্য থাকলে আপনি আমাদের জানান আপনারা আপনাদের সাহায্য করার চেষ্টা করব।
আরও পড়ুনঃ
Rocket USSD Code – রকেট একাউন্ট চেক *322# ইউএসএসডি কোড ডায়াল করে
বন্ধুরা রকেট একাউন্ট কোড বা Rocket dial Code ব্যাবহারে করে আপনি যে সকল মেনু লিস্ট পেতে পারেন তার একটি সম্পূর্ণ তালিকা যেখানে রয়েছে।
- বিল পে
- সেন্ড মানি
- টপ আপ/টেলকো সার্ভিস
- ব্যাংক একাউন্ট
- মাই অ্যাকাউন্ট
- রেমিটেন্স
- ক্যাশ আউট
- মার্চেন্ট পে
- টোল কার্ড
- লগ আউট
Pay Bill – পে বিল
Rocket Mobile banking menu লিস্টের প্রথম অপশনটি হচ্ছে পে বিল। তাই আপনি বুঝতে পারছেন রকেট থেকে বিল পে করতে আপনাকে এক নম্বরে থাকা পে বিল অপশন টি সিলেক্ট করতে হবে।
Rocket send money – রকেট সেন্ড মানি
রকেট মেনু লিস্টে দ্বিতীয় নাম্বারে থাকা রকেট সেন্ড মানি অপশনটি সম্পর্কে জানতে আগ্রহী। বন্ধুরা রকেট থেকে রকেট নাম্বারে সেন্ড মানি হয়ে থাকে।
এখন অনেকেই রকেট ব্যবহার করছেন তাই আপনি যদি রকেট থেকে রকেটে টাকা সেন্ড মানি করতে চান তবে অবশ্যই দুই নম্বরে থাকা রকেট সেন্ড মানি অপশনটি নির্বাচন করুন এবং সহজেই একটি রকেট ব্যক্তিগত নম্বর থেকে অন্য আরেকটি ব্যক্তিগত নাম্বারে অর্থ স্থানান্তর করুন।
রকেট টপ আপ/ টেলকো সার্ভিস
রকেট মোবাইল ব্যাংকিং সেবা সমূহের মধ্যে সবচেয়ে চমৎকার এবং সবচেয়ে জনপ্রিয় সেবা হচ্ছে রকেট টপ আপ/ টেলকো সার্ভিস সেবা।
Above all, রকেট মোবাইল ব্যাংকিং থেকে যেকোনো মোবাইল নাম্বারে মোবাইল রিচার্জ করতে আপনি ব্যবহার করতে পারেন সার্ভিস।
এছাড়াও বিভিন্ন টেলকো সার্ভিস ব্যাবহার করতে পারনে যেখানে টেলকো সার্ভিস রয়েছে, সেখানে আপনি এই সেবা ব্যবহার করতে পারেন।
রকেট ব্যাংক একাউন্ট অ্যাকাউন্ট
Rocket dial Code ব্যবহার এখন একজন রকেট গ্রাহক তার ব্যাংক একাউন্ট থেকে রকেটে টাকা আনা নেয়া করতে পারবেন সহজেই।
তাই ব্যাংক থেকে রকেটে টাকা আনতে এবং রকেট কে আরও ভালোভাবে ব্যবহার করতে আপনি অবশ্যই এই চার নম্বরে থাকা রকেট ব্যাংক একাউন্ট অপশনটি দেখে নিবেন।
আরও পড়ুনঃ
Banglalink to banglalink balance transfer system
In conclusion,
আশা করি Rocket dial Code সম্পর্কে আপনি ভালভাবে জানতে পেরেছেন। রকেট ডায়াল কোড মেনুতে কোন মিনু সম্পর্কে আপনার আরও তথ্য প্রয়োজন হলে আমাদের কমেন্ট করুন আমরা অবশ্যই আপনার কমেন্টের জবাব যত তাড়াতাড়ি সম্ভব দেয়ার চেষ্টা করব।
বাংলাদেশে চলমান সকল মোবাইল ব্যাংকিং সেবা সমূহ সম্পর্কে জানতে এবং টেলিকম অপারেটর সম্পর্কে জানতে আমাদের সাথে নিয়মিত থাকুন।
জয়েন করুন আমাদের Facebook Page, ধন্যবাদ।
What is rocket dial code?
Rocket mobile banking dial code is *322#.
What is the Rocket number?
Rocket is the name of the mobile banking service operated by Dutch Bangla Bank. Telecom SIM users can open a Rocket account with their SIM number. This is called a Rocket number.
রকেট একাউন্ট চেক করার কোড কত?
রকেট একাউন্ট চেক করার কোড হচ্ছে *৩২২#। আপনি রকেট ডায়াল কোড *৩২২# চেপে রকেট মেনু লিস্ট থেকে মাই অ্যাকাউন্ট নির্বাচন করে, তারপর চেক ব্যালেন্স অপশান নির্বাচন করে আপনার পিন কোড চেপে সহজেই রকেট একাউন্ট দেখতে পারেন।
বিডি অফার নিউজ ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন ।
বিডি অফার নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকুনঃ এখানে ক্লিক করুন ।
সকল সিমের অফার সম্পর্কে জানতে ভিজিট করুনঃ www.bdoffernews.com সাইট ।