Rabindranath Quotes in Bengali | রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত উক্তি

Rabindranath Quotes in Bengali পোস্টে আপনাদের সবাইকে স্বাগতম।আমাদের মায়ের ভাষা বাংলার একজন বিশিষ্ট সাহিত্যিক রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত উক্তি সমূহ নিয়ে সাজানো হয়েছে এই পোস্ট টি। বাংলা ভাষায় বলা হয় উক্তি, ইংরেজিতে বলা হয় কোর্টস (Quotes)। এখানে আপনাদের জন্য রয়েছে Rabindranath Tagore Quotes in Bengali with Images.

একসাথে অনেক গুলি গুনে গুণান্বিত চিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি ছিলেন একাধারে একজন অগ্রগণ্য মহা কবি, ঔপন্যাসিক, সংগীতস্রষ্টা, নাট্যকার, চিত্রকর, এছাড়াও তিনি ছোটদের জন্য লিখেছেন ছোট গল্প। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রাবন্ধ গুলিও অনেক জনপ্রিয়।

এছাড়াও একাধারে তিনি ছিলেন অভিনেতা, কণ্ঠশিল্পী ও দার্শনিক। Rabindranath Tagore Quotes in Bengali পড়তে অনেকেই ভালোবাসেন।

Rabindranath Tagore Quotes in Bengali | রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত উক্তি

Rabindranath Quotes in Bengali | রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত উক্তি
Rabindranath Quotes in Bengali | রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত উক্তি

রবীন্দ্রনাথ ঠাকুরের বলে যাওয়া অনেক কথা এখন অনেকের বাস্তব জীবনের সাথে মিলে যায়। রবীন্দ্রনাথ ঠাকুরের লিখা বিখ্যাত উক্তি গুলো আজও আমাদের মধ্যে নতুন প্রাণের সঞ্চার করে থাকে।

ডিসকাউন্টে সকল সিমের মিনিট, ইন্টারনেট ও বান্ডেল অফার ক্রয় করতে DESH OFFER সাইটে ভিজিট করুন।

বিশিষ্ট জনদের কথা গুলিই (Rabindranath Quotes in Bengali) অনেক সাহায্য করে থাকে আমাদের সামনের দিকে এগিয়ে চলার জন্য। তাদের লেখা অনুপ্রাণিত করণ কথা গুলি এখনও আমাদের অনুপ্রাণিত করছে শত বছর পেরিয়ে গেলেও।

Rabindranath Quotes in Bengali সংখ্যা অনেক। এখানে আপনাদের জন্য বেশ কিছু সুন্দর সুন্দর রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত উক্তি সাজিয়েছি।

Rabindranath Tagore Motivational Quotes in Bengali

বিশ্বে অনেকে বানী লিখেছেন, তবে Rabindranath Quotes in Bengali ই সেরা।

১. ” প্রেমের দ্বারা চেতনা যে পূর্ণশক্তি লাভ করে সেই পূর্ণতার দ্বারাই সে সীমার মধ্যে অসীমকে,
রূপের মধ্যে অপরূপকে দেখতে পায়— তাকে নূতন কোথাও যেতে হয় না । ”
— শান্তিনিকেতন ৮, ২৯

২” ভক্তের দাসত্বে স্বাধীনতা আছে ,
ভক্তের স্বাধীন দাসত্ব তেমনি প্রকৃত
— প্রণয় স্বাধীন প্রণয়।”
——আদর্শ প্রেম – ১

৩. ” ফুল যে কেবল বনের মধ্যেই কাজ করছে তা নয়
—মানুষের মনের মধ্যেও তার যেটুকু কাজ তা সে বরাবর করে আসছে । ”
—— শান্তিনিকেতন ১১, ১৯

৪. ” আমি রূপে তোমায় ভোলাব না ,
ভালোবাসায় ভোলাব ।
আমি হাত দিয়ে দ্বার খুলব না গো ,
গান দিয়ে দ্বার খোলাব / ভরাব না ভূষণভারে ,
সাজাব না ফুলের হারে –
প্রেমকে আমার মালা করে গলায় তোমার দোলাব । ”
(প্রেম -৯০)

আরও পড়ুনঃ

বাংলা রোমান্টিক ফেসবুক ক্যাপশন

জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস বন্ধু

Rabindranath Tagore poems in Bengali

পরবর্তী প্রজন্মের বা নতুন প্রজন্মের জন্য রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত উক্তি সুমুহ অনেক সুন্দর। 

রবীন্দ্রনাথ ঠাকুরের নিজে অনুভব করতে পেরছিলের যে আমাদের সামনের দিন গুলি কেমন হবে। তবেই তিনি লিখে গেছেন চমৎকার সব উক্তি। যা আমারা আজ Rabindranath Quotes in Bengali নামে জানি। 

৫. ” মনুষ্যত্বের মূলে আর একটি প্রকাণ্ড দ্বন্দ্ব আছে ;
তাকে বলা যেতে পারে প্রকৃতি এবং আত্মার দ্বন্দ্ব ।
স্বার্থের দিক এবং পরমার্থের দিক ,
বন্ধনের দিক এবং মুক্তির দিক ,
সীমার দিক এবং অনন্তের দিক–
এই দুইকে মিলিয়ে চলতে হবে মানুষকে ।”
——শান্তিনিকেতন -১১

৬. ” মানুষের বিশ্বজয়ের এই একটা পালা বস্তুজগতে;
ভাবের জগতে তার আছে আর-একটা পালা ।
ব্যাবহারিক বিজ্ঞানে একদিকে তার জয়স্তম্ভ,
আর-একদিকে শিল্পে সাহিত্যে । ”
—–সাহিত্যের তাৎপর্য

৭. ” প্রেম যাহা দান করে ,
সেই দান যতই কঠিন হয়,
ততই তাহার সার্থকতার আনন্দ নিবিড় হয় । ”
—- মনুষ্যত্ব

৮. ” স্বার্থ আমাদের যে-সব প্রয়াসের দিকে ঠেলে নিয়ে যায়,
তার মূল প্রেরণা দেখি জীবপ্রকৃতিতে;
যা আমাদের ত্যাগের দিকে ,
তপস্যার দিকে নিয়ে যায় তাকেই বলি মনুষ্যত্ব ,
মানুষের ধর্ম । ”
——মানুষের ধর্ম

৯. ” আপনাকে বৃহতে উপলব্ধি করাই সত্য ,
অহংসীমায় অবরূদ্ধ জানাই অসত্য।
ব্যক্তিগত দুঃখ এই অসত্যে-। ”
—– মানুষের ধর্ম-২

রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট কবিতা

রবীন্দ্রনাথ ঠাকুরের লিখে যাওয়া উক্তি গুলি অন্য সকল লেখকদের থেকে একটু বড়, তাই অনেকে এগুলিকে ছোট কবিতা বা ছোট গল্প বলে থাকেন। 

১০. ” মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে ,
মানবের মাঝে আমি বাঁচিবারে চাই ।
এই সূর্যকরে এই পুষ্পিত কাননে জীবন্ত হৃদয়
– মাঝে যদি স্থান পাই । ”
—- প্রাণ/কড়ি ও কোমল

১১. ” যাহাকে তুমি ভালোবাস তাহাকে ফুল দাও ,
কাঁটা দিও না ;
তোমার হৃদয়-সরোবরের পদ্ম দাও , পঙ্ক দিও না। ”
—– মনের বাগানবাড়ি -১

১২. ” প্রেমের ধর্ম এই ,
সে ছোটোকেও বড়ো করিয়া লয়। আর ,
আড়ম্বর-প্রিয়তা বড়োকেও ছোটো করিয়া দেখে ।
এই নিমিত্ত প্রেমের হাতে কাজের আর অন্ত নাই ,
কিন্তু আড়ম্বরের হাতে কাজ থাকে না ।
প্রেম শিশুকেও অগ্রাহ্য করে না, বার্ধক্যকে উপেক্ষা করে না ,
আয়তন মাপিয়া সমাদরের মাত্রা স্থির করে না । ”
—— হাতে কলমে -১

১৩. ” রমণীর প্রেমের মধ্যে পরিতৃপ্তি আছে ,
বিশ্বাস আছে ,
নিষ্ঠা আছে ,
কিন্তু পুরুষের প্রেমের মধ্যে যে একটি চির অতৃপ্তিপূর্ণ অনির্বচনীয় সুখ আছে,
তাহা বোধ করি খুব অল্প রমণী উপভোগ করিয়াছে । ”
— স্ত্রী ও পুরুষের প্রেমে বিশেষত্ব

১৪. ” স্ত্রী-পুরুষগত প্রেমের ন্যায় প্রবল শক্তি আর কিছু আছে কি না সন্দেহ ।
এই শক্তি ষোলো আনা মাত্রায় সমাজের কাজে লাগাইলে মানবসভ্যতা অনেকটা বল পায়।
এই শক্তি হইতে বঞ্চিত করিলে সমাজের একটি প্রধান বল অপহরণ করা হয় । ”
——- সমাজে স্ত্রী-পুরুষের প্রেমের প্রভাব ।

আরও পড়ুনঃ

Valobashar SMS Bangla Lekha font

Bangla Valentine Day SMS

Rabindranath tagore poems in bengali

রবীন্দ্রনাথ ঠাকুরের উক্তি গুলি অনেকেই ভালবাসেন। রবীন্দ্রনাথ ঠাকুর, এই নামটির সঙ্গে জড়িয়ে রয়েছে কবি পাগল বাঙালীর সেন্টিমেন্ট।

Above all, এই মহান বেক্তি কারও কাছে তিনি গুরুদেব, কারও কাছে কবিগুরু, তো কারও কাছে বিশ্বকবি নামে পরিচিত। আবার কারও কাছে তিনি প্রাণের ঠাকুর। একাধারে তিনি ছিলেন অগ্রণী বাঙালি ও বাংলা কবিদের মধ্যে একজন মহান কবি ও বেক্তিত্ত।

১৫. ” ভালোবাসা অর্থে আত্মসমর্পণ করা নহে ,
ভালোবাসা অর্থে ভাল বাসা ,
অর্থাৎ অন্যকে ভালো বাসস্থান দেওয়া,
অন্যকে মনের সর্ব্বাপেক্ষা ভালো জায়গায় স্থাপন করা । ”
——মনের বাগানবাড়ি -২

১৬. ” মানুষের দেবতা মানুষের মনের মানুষ ,
জ্ঞানে কর্মে ভাবে যে পরিমাণে সত্য হই সেই পরিমাণেই সেই মনের মানুষকে পাই
–অন্তরে বিকার ঘটলে সেই আমার আপন মনের মানুষকে মনের মধ্যে দেখতে পাই নে ।
মানুষের যত-কিছু দুর্গতি আছে সেই আপন মনের মানুষকে হারিয়ে,
তাকে বাইরের উপকরণে খুঁজতে গিয়ে , অর্থাৎ আপনাকেই পর করে দিয়েছে । ”
——- মানুষের ধর্ম ১/১১

১৭. ” মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ ,
সে বিশ্বাস শেষ পর্যন্ত রক্ষা করব ।
আশা করব, মহাপ্রলয়ের পরে বৈরাগ্যের মেঘমুক্ত আকাশে ইতিহাসের একটি নির্মল আত্মপ্রকাশ হয়তো আরম্ভ হবে,
এই পূর্বাচলের সূর্যোদয়ের দিগন্ত থেকে ।
আর-একদিন অপরাজিত মানুষ নিজের জয়যাত্রার অভিযানে সকল বাধা অতিক্রম করে অগ্রসর হবে তার মহৎ মর্যাদা ফিরে পাবার পথে ।
মনুষ্যত্বের অন্তহীন প্রতিকারহীন পরাভবকে চরম বলে বিশ্বাস করাকে আমি অপমান মনে করি । ”
——- সভ্যতার সংকট

রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত কবিতার লাইন

১৮. ” যে পাখির ডানা সুন্দর ও কণ্ঠস্বর মধুর তাকে খাঁচায় বন্দী করে মানুষ গর্ব অনুভব করে;
তার সৌন্দর্য সমস্ত অরণ্যভূমির ,
এ কথা সম্পত্তিলোলুপরা ভুলে যায় ।
মেয়েদের হৃদয়মাধুর্য ও সেবানৈপুণ্যকে পুরুষ সুদীর্ঘকাল আপন ব্যক্তিগত অধিকারের মধ্যে কড়া পাহারায় বেড়া দিয়ে রেখেছে।
মেয়েদের নিজের স্বভাবেই বাঁধন-মানা প্রবণতা আছে , সেইজন্যে এটা সর্বত্রই এত সহজ হয়েছে । ”
——– নারী-২

১৯. ” শুধু বিধাতার সৃষ্টি নহ তুমি নারী—
পুরুষ গড়েছে তোরে সৌন্দর্য সঞ্চারি
আপন অন্তর হতে বসি কবিগণ
সোনার উপমাসূত্রে বুনিছে বসন ।
সঁপিয়া তোমার ’পরে নূতন মহিমা
অমর করিছে শিল্পী তোমার প্রতিমা । ” —– মানসী

২০. ” প্রেম শান্তিরূপেও আসবে অশান্তিরূপেও আসবে,
সুখ হয়েও আসবে দুঃখ হয়েও আসবে
–সে যে-কোনো বেশেই আসুক তার মুখের দিকে চেয়ে যেন বলতে পারি তোমাকে চিনেছি ,
বন্ধু তোমাকে চিনেছি । ” ——- শান্তিনিকেতন -১

২১. ” সোনার চেয়ে আনন্দের দাম বেশি ; …..
প্রতাপের মধ্যে পূর্ণতা নেই , প্রেমের মধ্যেই পূর্ণতা ।
সেখানে মানুষকে দাস করে রাখবার প্রকাণ্ড আয়োজনে মানুষ নিজেকেই নিজে বন্দী করেছে । ”
—— পশ্চিম-যাত্রীর ডায়ারি

২২. ” সহজ মানুষের সত্যটি সামাজিক মানুষের কুয়াশায় ঢেকে রেখে দেয় ।
অর্থাৎ আমরা নানা অবান্তর তথ্যের অস্বচ্ছতার মধ্যে বাস করি ।
শিশুর জীবনের যে সত্য তার সঙ্গে অবান্তরের মিশেল নেই ।
তাই, তার দিকে যখন চেয়ে দেখবার অবকাশ পাই তখন প্রাণলীলার প্রত্যক্ষ স্বরূপটি দেখি ;
তাতে সংস্কারভারে পীড়িত চিন্তাক্লিষ্ট মন গভীর তৃপ্তি পায় ।”
—— পশ্চিম-যাত্রীর ডায়ারি

আরও পড়ুনঃ

Bangla SMS Happy New Year Wishes

ইংরেজি নববর্ষের শুভেচ্ছা বার্তা

বিখ্যাত উপন্যাসের উক্তি

অনেক গুনে গুণান্বিত এই বেক্তি ছিলেন ঔপন্যাসিক, সংগীতস্রষ্টা, সুরস্রষ্টা, নাট্যকার, চিত্রকর, ছোটগল্পকার, প্রাবন্ধিক, অভিনেতা, কণ্ঠশিল্পী ও দার্শনিক।

ভারতের জাতীয় সঙ্গীতও তিনি লিখেছেন। যুগ যুগ ধরে বাংলা সাহিত্যকে সঠিক পথ দেখিয়েছেন তিনি। ১৯১৩ সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদের জন্য সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন কবিগুরু।

For instance, একাধারে কবি, ঔপন্যাসিক, সাহিত্যিক, সংগীতস্রষ্টা হওয়ার পাশাপাশি ভারতের স্বাধীনতা আন্দোলনের সঙ্গেও ওতপ্রোতভাবে জড়িয়ে পড়েন তিনি।

After that, ১৯১৫ সালে ব্রিটিশ সরকার তাকে নাইট উপাধিতে ভূষিত করেন।কিন্তু তারপর, ১৯১৯ সালে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে সেই নাইট উপাধি ত্যাগ করেন বিশ্বকবি।

In addition, জানা যায়, রবীন্দ্র ঠাকুরকে গুরুদেব আখ্যা দিয়েছিলেন স্বয়ং মহাত্মা গান্ধী। আবার, অন্যদিকে, গান্ধীজীকে মহাত্মা বলে প্রথম সম্বোধন করেছিলেন গুরুদেব রবীন্দ্র ঠাকুর।

২৩. ” সুন্দর আপনি সুন্দর এবং অন্যকে সুন্দর করে ।
কারণ , সৌন্দর্য্য হৃদয়ে প্রেম জাগ্রত করিয়া দেয় এবং প্রেমই মানুষকে সুন্দর করিয়া তোলে । ”
—– সৌন্দর্য্য ও প্রেম

২৪. ” কবিদিগকে আর কিছুই করিতে হইবে না ,
তাঁহারা কেবল সৌন্দর্য্য ফুটাইতে থাকুন
—জগতের সর্ব্ত্র যে সৌন্দর্য্য আছে তাহা তাঁহাদের হৃদয়ের আলোকে পরিস্ফুট ও উজ্জ্বল হইয়া আমাদের চোখে পড়িতে থাকুক ,
তবেই আমাদের প্রেম জাগিয়া উঠিবে, প্রেম বিশ্বব্যাপী হইয়া পড়িবে । ”
—- কবিতা ও তত্ত্ব

২৫. ” জ্ঞানে প্রেমে অনেক প্রভেদ ।
জ্ঞানে আমাদের ক্ষমতা বাড়ে , প্রেমে আমাদের অধিকার বাড়ে ।
জ্ঞান শরীরের মত , প্রেম মনের মত । জ
্ঞান কুস্তি করিয়া জয়ী হয় , প্রেম সৌন্দর্য্যের দ্বারা জয়ী হয় ।
জ্ঞানের দ্বারা জানা যায় মাত্র , প্রেমের দ্বারা পাওয়া যায় ।
জ্ঞানেতেই বৃদ্ধ করিয়া দেয় , প্রেমেতেই যৌবন জিয়াইয়া রাখে ।
জ্ঞানের অধিকার যাহার উপরে তাহা চঞ্চল , প্রেমের অধিকার যাহার উপরে তাহা ধ্রুব ।
জ্ঞানীর সুখ আত্মগৌরব-নামক ক্ষমতার সুখ , প্রেমিকের সুখ আত্মবিসর্জ্জন-নামক স্বাধীনতার সুখ । ”
——- জ্ঞান ও প্রেম

রবীন্দ্রনাথ ঠাকুরের ভালোবাসার উক্তি

তিনি, আমাদের প্রিয় কবি রবীন্দ্রনাথ ঠাকুর ভালোবাসা ও বিরহের উক্তি লিখে রেখে গেছেন আমাদের জন্য। যা আমাদের কাঁদায়, আমাদের হাঁসায়, বাঁচতে ও বাছাতে শিখায়।  

২৬. ” পৃথিবীর চারি দিকে দেয়াল , সৌন্দর্য্য তাহার বাতায়ন ।
পৃথিবীর আর সকলই তাহাদের নিজ নিজ দেহ লইয়া আমাদের চোখের সম্মুখে আড়াল করিয়া দাঁড়ায় ,
সৌন্দর্য্য তাহা করে না —সৌন্দর্য্যের ভিতর দিয়া আমরা অনন্ত রঙ্গভূমি দেখিতে পাই । ”
—— মর্ত্যের বাতায়ন

২৭. ” ছেলে যদি মানুষ করিতে চাই ,
তবে ছেলেবেলা হইতেই তাহাকে মানুষ করিতে আরম্ভ করিতে হইবে ,
নতুবা সে ছেলেই থাকিবে , মানুষ হইবে না ।
শিশুকাল হইতেই কেবল স্মরণশক্তির উপর সমস্ত ভর না দিয়া
সঙ্গে সঙ্গে যথা পরিমাণে চিন্তাশক্তি ও কল্পনাশক্তির স্বাধীন পরিচালনার অবসর দিতে হইবে ।
” —— শিক্ষার হেরফের

২৮. ” তোর আপন জনে ছাড়বে তোরে ,
তা ব’লে ভাবনা করা চলবে না ।
ও তোর আশালতা পড়বে ছিঁড়ে ,
হয়তো রে ফল ফলবে না ।
আসবে পথে আঁধার নেমে , তাই ব’লেই কি রইবি থেমে–
ও তুই বারে বারে জ্বালবি বাতি ,
হয়তো বাতি জ্বলবে না । ” —– গান

২৯. ” আগুনকে যে ভয় করে সে আগুনকে ব্যবহার করতে পারে না । ”
—— চার অধ্যায়

৩০. ” পৃথিবীতে সকলের চেয়ে বড়ো জিনিস আমরা যাহা কিছু পাই তাহা বিনামূল্যেই পাইয়া থাকি ,
তাহার জন্য দরদস্তুর করিতে হয় না ।
মূল্য চুকাইতে হয় না বলিয়াই জিনিসটা যে কত বড়ো তাহা আমরা সম্পূর্ণ বুঝিতেই পারি না ।”

আরও পড়ুনঃ

ইসলামিক উক্তি বানী এসএমএস

বাংলা শায়েরী লেখা sms ডাউনলোড

Conclusion,

আশা করি আপনি Rabindranath Quotes in Bengali বা বিশিষ্ট সাহিত্যিক রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত উক্তি সম্পর্কে জানতে পেরেছেন।

বিশিষ্ট সাহিত্যিক রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত উক্তি সম্পর্কে এই লেখাটি আপনার ভালো লাগলে আপনার অপনজনকে শেয়ার করুন। এখানে উল্লেখিত উক্তি বা রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট কবিতা বিষয়ে আপনার কিছু বলার থাকলে কমেন্ট করে জানান। 

টেলিকম অফার, মোবাইল ব্যাংকিং সেবা সম্পর্কে জানতে আমাদের সাথে থাকুন। জয়েন করুন আমাদের ফেসবুক পেজ। 

কমদামে মিনিট, ইন্টারনেট ও বান্ডেল অফার কিনতে ভিজিট করুনঃ এখানে ক্লিক করুন
বিডি অফার নিউজ ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন
বিডি অফার নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকুনঃ এখানে ক্লিক করুন
সকল সিমের অফার সম্পর্কে জানতে ভিজিট করুনঃ www.bdoffernews.com সাইট ।

Leave a Comment