Prepaid Meter Recharge In Bangladesh | পল্লী বিদ্যুৎ প্রিপেইড মিটার রিচার্জ

Prepaid meter recharge or how to recharge palli bidyut prepaid meter সম্পর্কে অনেকে জানতে ছান। কিভাবে পল্লী বিদ্যুৎ প্রিপেইড মিটার রিচার্জ করবেন এবং পল্লী বিদ্যুৎ প্রিপেইড মিটার সকল কোড সম্পর্কে এই পোস্টে আপনাদের জানাবো।

আপনার নিজের মোবাইলে বিদ্যুৎ বিল পরিশোধ করার নিয়ম এবং পল্লী বিদ্যুৎ প্রিপেইড মিটার রিচার্জে আপনার সকল সমস্যা নিয়ে আলোচনা করা হবে।

Palli bidyut prepaid meter recharge করতে অনেকের সমস্যা হয়। কেননা বিকাশ থেকে পল্লী বিদ্যুৎ প্রিপেইড মিটার রিচার্জ করা সম্বভ ছিল না।

After that, আপনি এখন বিকাশ থেকেও পল্লী বিদ্যুৎ প্রিপেইড করতে পারছেন। মোবাইলে বিদ্যুৎ বিল পরিশোধ করার নিয়ম ও উপায় সমূহ দেখে নিন ।

Electricity prepaid meter recharge করতে অনেকেই ব্যাংকে লাইনে না দাড়িয়ে কিভাবে নিজেই নিজের প্রিপেইড মিটার রিচার্জে করবেন তা অন-লাইন খুজে থাকেন।

চলুন দেখে নেই পল্লী বিদ্যুৎ প্রিপেইড মিটার রিচার্জ করার নিয়ম এবং এই সম্পর্কিত কিছু প্রশ্নের উত্তর-

হেডলাইন Off Contents

পল্লী বিদ্যুৎ প্রিপেইড মিটার রিচার্জ করার নিয়ম – প্রিপেইড মিটার রিচার্জ পদ্ধতি ? 

পল্লী বিদ্যুৎ প্রিপেইড মিটার রিচার্জ করার নিয়ম
পল্লী বিদ্যুৎ প্রিপেইড মিটার রিচার্জ করার নিয়ম
Form BkashYES
From RocketNO
From Gpay walletYES
From RobiCashYES
From NagadYes
Prepaid Meter Recharge In Bangladesh

Palli bidyut Prepaid meter recharge form Bkash | পল্লী বিদ্যুৎ প্রিপেইড মিটার রিচার্জ পদ্দতি

Palli bidyut Prepaid meter recharge form Bkash  পল্লী বিদ্যুৎ প্রিপেইড মিটার রিচার্জ পদ্দতি
Palli bidyut Prepaid meter recharge form Bkash

কিভাবে আপনি Gpay wallet থেকে পল্লী বিদ্যুৎ প্রিপেইড মিটার রিচার্জ করবেন

জি-পে ওয়ালিট থেকে Palli bidyut মিটারে টাকা রিচার্জ করতে প্রথমেই জানতে হবে Gpay wallet কি?

Gpay wallet হল গ্রামীনফোনের একটি wallet , এই Gpay wallet থেকে ঘরে বসে মোবাইল রিচার্জ, বিদ্যুৎ বিল পরিশোধ , গাড়ির টিকিট ক্রয় এবং আরও অনেক কিছুই করতে পারেন।

Gpay wallet কে MobiCash ও বলা হায় । MobiCash অনেকটা বিকাশের মতই ।

Prepaid electricity meter recharge করতে আপনার Gpay wallet এ লগইন করুন। Bill payment options গুলি থকে electricity prepaid সিলেক্ট করুন , তারপর Palli Bidyut সিলেক্ট করুন.

ডিসকাউন্টে সকল সিমের মিনিট, ইন্টারনেট ও বান্ডেল অফার ক্রয় করতে DESH OFFER সাইটে ভিজিট করুন।

তারপর, prepaid Meter নাম্বার দিন , টাকা লিখুন এবং Submit করুন। এখন আপনার Gpay wallet Pin code দিন। আপনাকে এখন আপনি আপনার ক্রয় ক্রিত টোকেন দেখাবে।টোকেন একটি এসএমএস এর মাধ্যমেও দেয়া হবে।

How to recharge a gpay wallet Account ?

yes, Gpay wallet recharge করতে আপনাদের সমস্যা হবে। কেননা, ঢাকা তে শুধু Gpay এজেন্ট রয়েছে।

আপনার রকেট অ্যাকাউন্ট থেকে Gpay wallet recharge করতে পারেন সহজে।

*৩২২# ডায়াল করে রকেট মেনু থেকে ৩ নাম্বার অপশন 3.TopUp/Telco Service .তারপর, ২ নম্বর অপশন 2. MobiCash Refill সিলেক্ট করুন।

then, আপনার MobiCash নম্বার দিন, আপনার রকেট পিন কোড দিন। এভাবেই আপনার Gpay wallet recharge বা MobiCash recharge হয়ে যাবে।

Prepaid electric meter recharge by Bkash

হ্যাঁ, বন্ধুরা অনেকের অনেক সমস্যা সমাধান ও জীবন-যাপন অনেক সহজ করতে কাজ করে যাচ্ছে বিকাশ।

বিকাশ থেকে পোস্টপেইড বিদ্যুৎ বিল দেয়া গেলেও prepaid electricity meter রিচার্জ করা যেত না।কিন্তু এখন আপনি যে কোন প্রিপেইড মিটার রিচার্জ করতে পারবেন বিকাশ থেকে ।

⇒ বিকাশ থেকে আপনি ২ ভাবে বিদ্যুৎ বিল দিতে পারেন।

  1. বিকাশ থেকে ম্যানুয়ালি *২৪৭# ডায়াল করে
  2. Bikash app ব্যাবহার করে

বিকাশ থেকে পল্লী বিদ্যুৎ প্রিপেইড মিটার রিচার্জ করার নিয়ম

img Prepaid electric meter recharge by Bkash 

  • প্রথমেই *247# কোড টি ডায়াল করুন।
  • মেনু থেকে 5. Pay Bill সিলেক্ট করুন।
  • prepaid electricity meter বিল দিতে 1. Electricity ( prepaid ) সিলেক্ট করুন ।
  • আপনার বিলটি palli bidyut prepaid হলে 1. palli bidyut ( prepaid ) সিলেক্ট করুন।
  • Then 2. make payment সিলেক্ট করুন .
  • তারপর , 1. Input Account account
  • AND, ENTER ACCOUNT NUMBER / বিদ্যুৎ বিল নাম্বার
  • তারপর আপনার contact number দিন।
  • টাকা অংক Enter Amount দিন।
  • এখন আপনাকে আপনার দেয়া তথ্য গুলি দেখাবে। ঠিক থাকলে আপনার PIN CODE দিন।
  • That’s its prepaid electric meter recharge by bkash .

Electricity prepaid meter recharge by bkash apps

ম্যানুয়ালি থেকে বিকাশ অ্যাপ( Bkash app ) থেকে বিদ্যুৎ বিল দেয়া অনেক সহজ। হ্যাঁ, অ্যাপ মানেই ত সিম্পল ও সহজ ।

বিকাশ অ্যাপ থেকে পল্লী বিদ্যুৎ প্রিপেইড মিটার রিচার্জ  করতে প্রথমেই বিকাশ অ্যাপ এ লগইন করুন।

  • বিকাশ অ্যাপ এ দ্বিতীয় সারিতে থাকা Pay Bill অপশন সিলেক্ট করুন।
  • palli bidyut ( prepaid ) সিলেক্ট করুন।
  • BILL Account number এবং Contact number দিন।
  • Proceed to Pay তে ক্লিক করুন।
  • Enter Amount দিন এবং আপনার দেয়া তথ্য গুলি দেখাব , সঠিক ভাবে যাচাই করুন।
  • ঠিক থাকলে আপনার PIN CODE দিন।
  • আপনাকে এসএমএস এর মাধ্যমে টোকেন নাম্বার দেয়া হবে।

আরও পড়ুনঃ

টিন সার্টিফিকেট কি? কেন টিন সার্টিফিকেট তৈরি করা জরুরী?

Bangladesh National ID Card Check Online

পল্লী বিদ্যুৎ প্রিপেইড মিটার রিচার্জ By RobiCash

আপনি চাইলে RobiCash থেকে ও একই ভাবে আপনার অনলাইনে পল্লী বিদ্যুৎ বিল চেক করতে পারেন ও বিল দিতে পরেন ।RobiCash থেকে prepaid electricity meter recharge করতে গুগল প্লে-স্টোর থেকে Robi Cash apps download করুন।

RobiCash থেকে প্রিপেইড মিটার রিচার্জ করতে নিন্মক্ত পদ্দতি অনুসরণ করুনঃ 

  • RobiCash থেকে Utility payments সিলেক্ট করুন ।
  • Utility Provider থেকে REBP prepaid সিলেক্ট করুন।
  • Action থেকে Purchase Token সিলেক্ট করুন ।
  • Customer Mobile : আপনার মোবাইল নাম্বার দিন, যে নাম্বার টিতে আপনি এসএমএস নিতে চান।
  • Meter Number: আপনার প্রিপেইড মিটার নাম্বার দিন
  • Confirm Meter Number: মিটার নাম্বার পুনরায় দিন।
  • Amount: টাকা অংক লিখুন ।
  • RobiCash PIN: রবিক্যাশ পিন কোড দিন।
  • এভাবে রবিক্যাশ থেকে আপনার পল্লী বিদ্যুৎ প্রিপেইড মিটার রিচার্জ করতে পারেন সহজেই।

Prepaid meter code list – প্রিপেইড মিটার কোড

prepaid meter emergency balance code , prepaid electric meter balance seck code, prepaid meter last recharge codes, prepaid meter all code all here .

bpdb bill information – মিটার তথ্য দেখার জন্য শর্ট কোড লিস্টঃ

শর্ট কোডডিসপ্লেতে প্রদর্শিত তথ্য নির্দেশনা
যে কোন কোডএলাম বন্ধ করা
00ইমারজেন্সি ক্রেডিট চালু করা
801বর্তমান টাকার পরিমান
813গত দিনের বিদ্যুতের ব্যাবহার
814বর্তমান মাসের বিদ্যুতের ব্যাবহারের পরিমান
815গত রিচার্জের তারিখ
816গত রিচার্জের সময়
817গত রিচার্জের পরিমান
820গত মাসের বিদ্যুতের ব্যাবহার
821গত দুই মাসের বিদ্যুতের ব্যাবহার
822গত তিন মাসের বিদ্যুতের ব্যাবহার
823গত চার মাসের বিদ্যুতের ব্যাবহার
830গত রিচার্জ টোকেন কোড
Prepaid Meter balance check code list

Also READ:

Teletalk Number Check Code

Bangladesh National ID Card Check Online

প্রিপেইড মিটার রিচার্জ হচ্ছে না

বিকাশ থেকে অথবা অন্যান্য মোবাইল ব্যাংকিং সেবা থেকে অনেক সময় পল্লী বিদ্যুৎ প্রিপেইড মিটার রিচার্জ করলে রিচার্জ হয় না। 

For instance, কারণ হচ্ছে সার্ভার সমস্যা, এমন সময় আপনি প্রিপেইড মিটার রিচার্জ করা থেকে বিরত থাকুন। অন্যথায় আপনার টোকেন আসতে দেরি হতে পারে অথবা আপনি টোকেন পেতে বিরম্বনা শিকার হতে পারে হতে পারেন।  

If, কোন সময় সময়ে আপনি সমস্যা পরেন তবে একঘন্টা পরে চেষ্টা করুন। অনেক সময় এমন হয় যে অপশন পাওয়া যায় না তাই আপনি অপেক্ষা করুন।   

বিকাশ থেকে পল্লী বিদ্যুৎ মিটার রিচার্জ করে যদি আপনি টোকেন নম্বর না পান তবে অপেক্ষা করুন। এই অপেক্ষার সময় কোন কোন সময় 1 ঘন্টা বা তার বেশি হতে পারে। 

After that, যদি আপনার টোকেন নাম্বারটি না পান তবে 04445616247 এই আপানর prepaid meter নাম্বার লিখে এসএমএস সেন্ড করুন। 

এক্ষেত্রে আপনি এসএমএস এ টোকেন নম্বর পেতে পারেন যদি না পান তাহলে আরেকটি পদ্ধতি রয়েছে।  

এই পদ্ধতিটি বর্তমানে চলমান  বিকাশ থেকে রিচার্জ করার ক্ষেত্রে যে অপশনটি সিলেক্ট করে থাকেন অপশন এর নিচের অংশে লেখা আছে এখানে ক্লিক করুন আপনার মিটার নাম্বারটি দিয়ে ওকে প্রেস করুন।  

এক্ষেত্রে সর্বশেষ টোকেন নম্বর গুলো দেখানো হবে,

যদি আপডেট হয়ে থাকে তবে নতুন টোকেন নম্বরটি সভার উপরে থাকবে।

For instance, আপনি আপনার পূর্বের ব্যবহার থাকলে তাও দেখতে পাবেন।  অনেক সময় আপডেট হতে সময় লাগে তাই রিচার্জ পরবর্তী সাথে সাথে চেক না করে 30 থেকে এক ঘণ্টার মধ্যে চেক করুন। 

 If, you NEED TO recharge your prepaid meter use bkash. Firstly, download Bkash apps and install on your smartphone.

FAQS – পল্লী বিদ্যুৎ প্রিপেইড মিটার রিচার্জ করার নিয়ম

প্রিপেইড মিটার সর্বনিম্ন কত টাকা রিচার্জ করা যায়?

প্রিপেইড মিটার সর্বনিম্ন ২১০ টাকা রিচার্জ করা যায়। তবে মাসের প্রথমবার প্রিপেইড মিটার সর্বনিম্ন ৩০০ টাকা রিচার্জ করা যায়, যদি ডিমান্ড চার্জ ৩৫ টাকা হয়।

পল্লী বিদ্যুৎ প্রিপেইড মিটার রিচার্জ করার নিয়ম কি?

নিজেই ঘরে বসে পল্লী বিদ্যুৎ প্রিপেইড মিটার রিচার্জ করার নিয়ম হচ্ছে বিকাশ অ্যাপ ব্যাবহার করে আমাদের দেখান পদ্দতি অনুসরন করা।

উপসংহারঃ

বন্ধুরা আশা করি Electricity Prepaid meter recharge অথবা পল্লী বিদ্যুৎ প্রিপেইড মিটার রিচার্জ সম্পর্কিত আর সমস্যা থাকবে না। আমি নিজে সকল পদ্দতি গুলি ব্যাবহার করেছি। কোন পদ্দতি ব্যাবহারে আপনার কোন সমস্যা হলে আমাকে কমেন্ট করে জানাবেন।

পল্লী বিদ্যুৎ প্রিপেইড মিটার রিচার্জ করার নিয়ম সম্পর্কে আমরা আপনাদের সঠিক তথ্য গুলি জানানোর চেষ্টা করেছি। palli bidyut prepaid meter recharge bkash app থেকে করা অনেক সহজ।

কমদামে মিনিট, ইন্টারনেট ও বান্ডেল অফার কিনতে ভিজিট করুনঃ এখানে ক্লিক করুন
বিডি অফার নিউজ ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন
বিডি অফার নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকুনঃ এখানে ক্লিক করুন
সকল সিমের অফার সম্পর্কে জানতে ভিজিট করুনঃ www.bdoffernews.com সাইট ।

Leave a Comment