Nagad USSD code Number and Nagad account check code সম্পর্কে আজকে আপনাদের জানাবো। অনেকেই নগদ এর একাউন্ট ব্যালেন্স চেক করার জন্য ইউএসএসডি কোড খুঁজে থাকেন। কেননা বাংলাদেশে বর্তমানে অতি পরিচিত মোবাইল ব্যাংকিং সেবা নগদ। অন্যান্য মোবাইল ব্যাংকিং সেবার মত Nagad account code রয়েছে।
নগদ গ্রাহক সহজেই নগদ একাউন্ট ব্যালেন্স চেক করার কাজে এবং নগদ সম্পর্কিত যে কোন তথ্য জানতে Nagad account code OR USSD code ব্যবহার করে নিজের একাউন্ট এর সকল তথ্য জানতে পারবেন।
অনেকেই Nagad USSD code সম্পর্কে অনেকেই জানেন।
তবে মূল সমস্যা হচ্ছে একাউন্ট চেক করার জন্য ইউএসএসডি কোড ডায়াল পরবর্তী কিভাবে নগদ একাউন্ট এর ব্যালেন্স একাউন্ট সম্পর্কিত অন্যান্য তথ্য যাচাই করবেন তা অনেকের জানার প্রয়োজন পড়ে। নগদের সেই বিষয় গুলি সম্পর্কে আজাকে আলোচনা করবো।
হেডলাইন Off Contents
Nagad USSD code Number | Nagad account check code – নগদ একাউন্ট দেখার নিয়ম
প্রিয় মোবাইল ব্যাংকিং গ্রাহক আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে বাংলাদেশ 2010 সালে মোবাইল ব্যাংকিং সেবা চালু হয়।
মোবাইল ব্যাংকিং সেবা হিসেবে বাংলাদেশ ডাক বিভাগ কর্তৃক প্রকাশিত সেবা হিসেবে 2019 সালে নগদ এর আগমন।
নতুন মোবাইল ব্যাংকিং সেবা হওয়ায় Nagad USSD code Number সার্চ করে থাকেন। তাই আজ আমি আপনাদের Nagad USSD code Number পোস্ট নিয়ে এসেছি।
আরও পড়ুনঃ
অন্যান্য মোবাইল ব্যাংকিং সেবা গুলো যেখানে গত ১০ বছর ধরে কাজ করেও যে অগ্রগতি অর্জন করতে পারেনি মাত্র দুই বছরেই নগদ তার চেয়ে বেশি অগ্রগতি অর্জন করেছে।
মূলত নগদ এর ক্যাশ আউট চার্জ, নগদ সেন্ড মানি, নগদ মোবাইল রিচার্জ অফার গুলো দিয়ে গ্রাহককে নগর তাদের সেবাটি ব্যবহার করতে উৎসাহিত করতে সক্ষম হয়েছে।
যাইহোক বিপুলসংখ্যক নগদ গ্রাহক Nagad USSD code OR Nagad USSD code Number খুঁজে থাকেন তাদের নগদ একাউন্ট ব্যালেন্স চেক করার জন্য।
Nagad USSD code is * 167 #. By using this Nogod USSD code you can receive all services of nagad. After dialing this Nagad code you will get a menu list related to Nagad services. LIKE Nagad Cash Out, Send Money, Mobile Recharge, Nagad Pin Code Change are all available at Nagad Mobile Banking Services here.
নগদ ইউএসএসডি কোড কে অনেকে আবার নগদ একাউন্ট চেক কোড( Nagad account code ) বলে গুগলের সার্চ করে থাকেন।
আরও পড়ুনঃ
Nagad account code – নগদ একাউন্ট কোড
প্রিয় নগদ গ্রাহক Nagad USSD code Number ব্যবহার করে Nagad account check করতে পারেন সহজেই।
অ্যাকাউন্ট চেক করতে প্রথমেই আপনার মোবাইলে ডায়াল পেড থেকে *১৬৭# ডায়াল করুন।
- এই নগদ কোডটি ডায়াল পরবর্তী নগদের মেনু আপনার সামনে চলে আসবে, মেনু লিস্ট থেকে সাত নম্বরে থাকা মাই নগদ (7. My NOGOD ) অপশনটি নির্বাচন করুন.
- মাই নগদ মেনুতে আপনি 6 টি নতুন অপশন দেখতে পাবেন. প্রথম অপশনটি হচ্ছে নগদ ব্যালেন্স ইনকোয়ারি ( 1. Balance enquiry ) সম্পর্কিত। তাই এক নম্বর অপশনটি সিলেক্ট করুন।
- এখন আপনার 4 সংখ্যার গোপন পিন কোড ( Nagad pin code ) টি চাপুন।
আপনার অনুসরণ করা পদক্ষেপগুলি ঠিক থাকলে এবং আপনার নগদ একাউন্টের পিন কোড ঠিক থাকলে নগদ একাউন্টের ব্যালেন্স আপনার মোবাইল স্ক্রীনে প্রদর্শিত হবে।
আরও পড়ুনঃ
নগদ ইউএসএসডি কোড ডায়াল করে ক্যাশআউট করার পদ্ধতি
- আপনার মোবাইল থেকে *১৬৭# চাপুন।
- নগদ মেনু লিস্টে প্রথম অপশন ক্যাশ আউট সিলেক্ট করুন।
- তারপরে নগদ উদ্যোক্তা নাম্বার দিন ( নগদ এজেন্ট নাম্বার ) এবং সেন্ড বাটনে ট্যাপ করুন।
- তারপর টাকার পরিমান লিখুন এবং সেন্ড বাটনে ট্যাপ করুন।
- এখন আপনি আপনার নগদ একাউন্টের পিন কোড দিন।
আপনার দেয়া তথ্য এবং আপনার একাউন্টে পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্স থাকলে আপনার কাজটি সফলভাবে সম্পন্ন হবে।
Note: মনে রাখবেন নগদ একাউন্ট থেকে ক্যাশ আউট করার সময় যে পরিমাণ টাকা আপনি লিখবেন ওই পরিমাণ টাকা এজেন্ট নাম্বারে চলে যাবে এবং খরচ আপনার অ্যাকাউন্ট থেকে কাটা হবে।
তাই একাউন্টে কত টাকা রয়েছে এবং কী পরিমান খরচ হবে এই জিনিসটি লক্ষ করলে কখনো আপনার ক্যাশ আউট করতে সমস্যা হবে না।
Nagad cash out charge সম্পর্কে জানতে আমাদের এই পোস্টটি পড়ুন।
আরও পড়ুনঃ
নগদ একাউন্ট পিন পরিবর্তন
বন্ধুরা আমাদের অনেকেই রয়েছেন যারা তাদের নগদ মোবাইল ব্যাংকিং একাউন্ট নিরাপত্তার স্বার্থে পিন কোড পরিবর্তন করতে চান।
অবশ্যই একটি এটি একটি ভালো দিক। তাই Nagad USSD code Number ব্যাবহার করুন।
অপরিচিত লোক যদি আপনার আপনার পিন কোড জানতে পারে তবে আপনার অ্যাকাউন্টের নিরাপত্তা বিঘ্নিত হবে এবং আপনার টাকা লোকসানের সম্ভাবনা রয়েছে।
For instance, নগদ একাউন্টের পিন পরিবর্তন করতে আপনাকে নগদ ইউএসএসডি কোড ব্যবহার করতে হবে।
- নগদ একাউন্টের পিন পরিবর্তন করতে ডায়াল করুন *১৬৭#।
- নগদ মেনু লিস্টে ৮ নম্বর অপশন পিন রিসেট সিলেক্ট করুন।
- তারপরে আপনার পুরাতন পিন কোড দিন এবং সেন্ড বাটনে ট্যাপ করুন।
- তারপর নতুন পিন কোড চাপুন এবং সেন্ড বাটনে ট্যাপ করুন।
- পুনরায় নতুন পিন কোড লিখুন এবং ওকে করুন।
এভাবেই Nagad USSD code Number ব্যাবহার করে নগদ একাউন্টের পিন কোড পরিবর্তন করতে হয়।
এছাড়াও নগদ হেল্পলাইন নাম্বারে কল সঠিকভাবে কানেকশন না হওয়ার কারণেই নগদ বর্তমানে পিন কোড রিসেট করার জন্য সম্পূর্ণ নতুন একটি পদ্ধতি চালু করেছে।
পদ্ধতি সম্পর্কে জানতে নিম্নোক্ত পোস্টটি ভালো ভাবে পড়তে পারেন।
How to check nagad account balance without apps?
You can use Nagad USSD code to check Nagad account balance without Nagad apps. Here is how to check Nagad account balance without Nagad apps using Nagad USSD code.
আরও পড়ুনঃ
In conclusion,
Nagad USSD code Number সম্পর্কে আপনি সঠিকভাবে জানতে পেরেছেন। নগদ ইউএসএসডি কোড বিষয়ে অথবা নগদ একাউন্ট ব্যালেন্স চেক সম্পর্কিত কোন তথ্য জানার থাকলে আমাদের কমেন্ট করে জানান।
Nagad USSD code Number ছাড়াও বাংলাদেশের চলমান সকল মোবাইল ব্যাংকিং সম্পর্কে কোন তথ্য জানতে চাইলে অবশ্যই কমেন্ট করুন আপনার আপনাদের সর্বোচ্চ চেষ্টা করব সঠিক তথ্য জানানোর জন্য।
মোবাইল অপারেটরের অফার সমূহ, চমৎকার সব বাংলা এসএমএস, নাম ও নামের অর্থসহ আমাদের পোষ্ট গুলো সম্পর্কে আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ জয়েন করুন।
নগদ একাউন্ট দেখার নিয়ম কি?
নগদ একাউন্ট দেখাতে আপনার ডায়াল প্যাড থেকে *১৬৭# ডায়াল করুন। তাপর নগদ মোবাইল মেনু থেকে মাই নগদ (7.My Nagad) নির্বাচন করুন। এরপর ব্যালান্স অনুসন্ধান (1.balance enquiry) সিলেক্ট করুন, এই পর্যায়ে আপনার পিন কোড চাপুন এবং জেনে নিন আপনার নগদ একাউন্ট ব্যালান্স।
What is the USSD code of Nagad?
The Nagad mobile banking USSD code is *167#.
How can I check my Nagad balance?
To check your mobile banking account Nagad balance dial *167#. Then select 7. My Nagad, then select 1. balance inquiry and Enter your Nagad PIN. Your Nagad account balance will be displayed on your mobile screen.
বিডি অফার নিউজ ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন ।
বিডি অফার নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকুনঃ এখানে ক্লিক করুন ।
সকল সিমের অফার সম্পর্কে জানতে ভিজিট করুনঃ www.bdoffernews.com সাইট ।