স্টোকস তাণ্ডব, জাডেজা-পন্থের সাহস, শেষ দিনে জমে গেল ম্যাঞ্চেস্টার টেস্ট!

পঞ্চম দিন শুরু হয়েছিল রুদ্ধশ্বাস উত্তেজনা নিয়ে। ভারতের সামনে লক্ষ্য ছিল ইনিংস হার এড়ানো, আর ইংল্যান্ড চাইছিল সিরিজ নিশ্চিত করতে। কিন্তু দিনের শেষেও জয় পেল না কেউ—ড্র হয়ে গেল ম্যাঞ্চেস্টার টেস্ট

শেষ দিনে বল হাতে জ্বলে উঠেছিলেন বেন স্টোকস, আর ব্যাট হাতে ভারতকে বাঁচালেন শুভমন গিল, ওয়াশিংটন সুন্দর ও রবীন্দ্র জাডেজা। ফলে সিরিজে এখন ১-২ ব্যবধানে পিছিয়ে রয়েছে ভারত, তবে শেষ ম্যাচে জিতে সমতায় ফেরার সুযোগ থাকছে।

স্টোকসের আগুন ঝরানো শুরু, রাহুল এলবিডব্লিউ!

দিনের শুরুতেই চমক—লিয়াম ডসন দিয়ে বোলিং শুরু করলো ইংল্যান্ড! মেঘলা আকাশে পেসার না দেখে অবাক হয়েছিলেন অনেকেই। তবে দ্বিতীয় ওভারে এসে নিজেই বল হাতে তুলে নিলেন অধিনায়ক স্টোকস। আগের দিন পায়ে টান থাকায় বোলিং করেননি, কিন্তু এবার নিজেকে আটকে রাখেননি।

শুরু থেকেই ভয় ধরিয়ে দেন ভারতের দুই সেট ব্যাটার শুভমন গিলকেএল রাহুল-কে। অফস্টাম্পের বাইরে লাইন, কিছু বল বুক বরাবর, কিছু নিচু হয়ে যাওয়া—এই বৈচিত্র্যই রাহুলের পতনের কারণ হয়। স্টোকসের বল আচমকা নিচু হয়ে প্যাডে আঘাত করে, রাহুল বুঝে যান রিভিউ নিলে লাভ হবে না। সাজঘরের পথ ধরেন অভিজ্ঞ ব্যাটার।

আরও পড়ুনঃ এক ইনিংসে ৫ উইকেট + সেঞ্চুরি! কেন ইতিহাস গড়েও কপিল দেবের নজরে নেই বেন স্টোকস

পন্থের পা ভাঙা, দায়িত্বে ওয়াশিংটন সুন্দর

ডিসকাউন্টে সকল সিমের মিনিট, ইন্টারনেট ও বান্ডেল অফার ক্রয় করতে DESH OFFER সাইটে ভিজিট করুন।

পাঁচ নম্বরে নামার কথা ছিল ঋষভ পন্থের, কিন্তু তার পা ভাঙা থাকায় আগে পাঠানো হয় ওয়াশিংটন সুন্দরকে। গম্ভীর-শুভমনদের ভালো সিদ্ধান্ত বলেই প্রমাণ হলো এটি। লাল বলের ক্রিকেটে বরাবরই চেনা মুখ হলেও সুন্দর যেন নতুন করে জায়গা করে নিলেন সবার মনে।

ওয়াশিংটন বুঝে খেলেছেন, একটি ভুল মানেই সব শেষ—এই মন্ত্রে নিজের ইনিংস গড়েছেন। বল হাতে আগের ম্যাচে ৪ উইকেট আর এই ম্যাচে পরপর দুটি উইকেট নেওয়ার পরও হয়তো অধিনায়ক শুভমনের আস্থার ঘাটতি ছিল, কিন্তু এদিন প্রমাণ করলেন—তিনি দলে থাকতেই হবেন

জাডেজা মানেই ভরসা—ব্যাটে-বলে ধারাবাহিকতা

পন্থ না থাকায় আরও দায়িত্ব কাঁধে উঠে আসে রবীন্দ্র জাডেজার। বাঁহাতি এই অলরাউন্ডার ফের একবার দেখালেন কেন তিনি ভারতের সবচেয়ে নির্ভরযোগ্য খেলোয়াড়দের একজন।

চলতি সিরিজে টানা ৫টি অর্ধশতরান, কখনও বোলিংয়ে, কখনও ব্যাটিংয়ে নেতৃত্বের মতো পারফরম্যান্স। যদিও আজকের ইনিংসে প্রথম বলেই ক্যাচ তুলে দিয়েছিলেন স্লিপে, কিন্তু জো রুট সেই ক্যাচ না ফেললে হয়তো এই ম্যাচ ড্র-ও হতো না।

শুভমনের শতরান, চাপের মুখে নেতৃত্বে স্থিরতা

সিরিজে অধিনায়ক হিসেবে যতই সমালোচনা হোক না কেন, ব্যাট হাতে শুভমন গিল বারবার প্রমাণ করে যাচ্ছেন নিজের মান। মাত্র ২৫ বছর বয়সে গ্যারি সোবার্স, ব্র্যাডম্যান, গাভাসকরদের মতো কিংবদন্তিদের রেকর্ড ছুঁয়ে ফেলেছেন।

এই ম্যাচেও যখন সব দিক থেকে চাপ, তখন লড়াকু শতরান করে ভারতের হাল ধরলেন শুভমন। ম্যাচ ড্র হলেও তার এই ইনিংস অনেক দিন মনে রাখবে ভারতীয় সমর্থকরা।

এখন সিরিজ পরিস্থিতি

  • সিরিজ: ইংল্যান্ড ২ – ১ ভারত
  • শেষ টেস্ট: ওভাল, ভারতের সামনে সমতা ফেরানোর শেষ সুযোগ
  • গিলের অধিনায়কত্বে প্রথম সিরিজ, শিখছে এই তরুণ দল
কমদামে মিনিট, ইন্টারনেট ও বান্ডেল অফার কিনতে ভিজিট করুনঃ এখানে ক্লিক করুন
বিডি অফার নিউজ ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন
বিডি অফার নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকুনঃ এখানে ক্লিক করুন
সকল সিমের অফার সম্পর্কে জানতে ভিজিট করুনঃ www.bdoffernews.com সাইট ।

আমি শেখ মোঃ আমিনুল ইসলাম (সুজন)। বিডি অফার নিউজ ডটকম এর প্রতিষ্ঠাতা ও লেখক। এইচএসসি (বিজ্ঞান); চাঁদপুর সরকারি কলেজ ও বিশ্ববিদ্যালয়।

Sharing Is Caring:

Leave a Comment