খেলা শেষে কেন জাদেজার সঙ্গে হ্যান্ডশেক করতে চাননি স্টোকস?

শেষ মুহূর্তের ‘না’ বলায় স্টোকসের রাগ, করমর্দনে অস্বীকৃতি! জাদেজা-সুন্দরের সেঞ্চুরিতেই পাল্টে গেল ম্যাচের রং

ম্যানচেস্টার টেস্টে এক সময় মনে হচ্ছিল জয় একপ্রকার ইংল্যান্ডের পকেটেই চলে গেছে। কিন্তু নাটকীয়ভাবে সেই ম্যাচই ভারত নিজেদের দিকে টেনে নেয়, আর শেষ পর্যন্ত ম্যাচের ফল দাঁড়ায় ড্র। তবে ড্র’র পরের ঘটনাগুলো যেন মাঠের বাইরের ‘সুপার ওভার’!

শেষ দিনের খেলায় চূড়ান্ত উত্তেজনা—ক্রিজে তখন রবীন্দ্র জাদেজা ও ওয়াশিংটন সুন্দর। দুজনেই তখন সেঞ্চুরির একেবারে দোরগোড়ায়। এমন সময় ম্যাচ ড্র করার প্রস্তাব নিয়ে করমর্দনের জন্য এগিয়ে আসেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস। কিন্তু জাদেজারা তখনই স্পষ্ট ‘না’ করে দেন।

এরপরই শুরু হয় চূড়ান্ত রোমাঞ্চ। জাদেজা দাপুটে সেঞ্চুরি করেন, সুন্দরও কিছু বল পর সেঞ্চুরি পূর্ণ করেন। খেলা শেষ হয় ড্র’তে, কিন্তু তখনও ভারতের দখলে লিড ছিল।

ম্যাচের মাঝপথেই ইংল্যান্ডের পক্ষ থেকে অনুরোধ আসে—খেলা বন্ধ করে ড্র ঘোষণা করা হোক। স্টোকস ছাড়াও হ্যারি ব্রুক এবং জ্যাক ক্রাউলি এ নিয়ে কথা বলেন। কিন্তু জাদেজা ও সুন্দর নিজেদের সেঞ্চুরির এত কাছাকাছি থাকায় রাজি হননি। আর তাতেই স্টোকসের চক্ষুশূল হয়ে ওঠেন জাদেজা। মাঠেই শুরু হয় উত্তপ্ত বাক্য বিনিময়।

ডিসকাউন্টে সকল সিমের মিনিট, ইন্টারনেট ও বান্ডেল অফার ক্রয় করতে DESH OFFER সাইটে ভিজিট করুন।

আরও পড়ুনঃ  কেন ইতিহাস গড়েও কপিল দেবের নজরে নেই বেন স্টোকস

সুন্দর সেঞ্চুরি পূর্ণ করার পর দুই ভারতীয় ব্যাটার ইংল্যান্ডের খেলোয়াড়দের সঙ্গে করমর্দনের উদ্দেশ্যে এগিয়ে যান। তখন মাঠের আম্পায়াররাও খেলা বন্ধের ঘোষণা দেন। উভয় দল মাঠ ছাড়ে।

তবে এখানেই শেষ নয়। হটস্টারের সম্প্রচারে দেখা যায়, করমর্দনের সময় বেন স্টোকস প্রথমে সুন্দর ও অন্যদের সঙ্গে হাত মেলালেও, জাদেজার দিকে তাকাননি পর্যন্ত! জাদেজা এগিয়ে এলেও মুখ ফিরিয়ে নেন স্টোকস। পরে অবশ্য দুইজন করমর্দন করলেও স্টোকসের সেই মুখ ফিরিয়ে নেওয়ার দৃশ্য ভাইরাল হয়ে গেছে।

এই ঘটনা নিয়ে সঞ্জয় মাঞ্জরেকার বলেন,

“স্টোকস তখনও রেগে ছিলেন। জাদেজা ব্যাপারটা শান্তভাবে নিয়েছিলেন। শেষদিকে যখন করমর্দনের সময় এল, তখন জাদেজাও বিরক্ত হয়ে পড়েন।”

অন্যদিকে শুভমান গিল বলেন,

“ওরা (জাদেজা ও সুন্দর) দারুণ ব্যাট করেছে। তাই ওরা নিজেদের সেঞ্চুরি ডিজার্ভ করত।”

ম্যাচ শেষে ১০৭* রানে অপরাজিত ছিলেন জাদেজা, এবং ওয়াশিংটন সুন্দর ছিলেন ১০১* রানে। সিরিজে এখন ২-১ ব্যবধানে এগিয়ে আছে ইংল্যান্ড। চূড়ান্ত ম্যাচ ওভালে শুরু হবে ৩১ জুলাই, বৃহস্পতিবার।

(এই প্রতিবেদন এআই দিয়ে লিখা হয়েছে, তবে হিউম্যান টাচ দেয়া হয়েছে)

কমদামে মিনিট, ইন্টারনেট ও বান্ডেল অফার কিনতে ভিজিট করুনঃ এখানে ক্লিক করুন
বিডি অফার নিউজ ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন
বিডি অফার নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকুনঃ এখানে ক্লিক করুন
সকল সিমের অফার সম্পর্কে জানতে ভিজিট করুনঃ www.bdoffernews.com সাইট ।

বাংলা ভাষায় অনলাইন থেকে টাকা ইনকাম, টেলিকম অফার এবং মোবাইল ব্যাংকিং পরিষেবা সম্পর্কে সঠিক তথ্য প্রদানের জন্য এই ওয়েবসাইটটি তৈরি করা হয়েছে।

Sharing Is Caring:

Leave a Comment