GP To GP Balance Transfer | জিপি থেকে জিপি ব্যালেন্স ট্রান্সফার

GP To GP Balance Transfer 2023 সম্পর্কে আজকের পোস্ট। আপনি কি how to transfer balance from GP to GP মানে জিপি থেকে জিপি ব্যালেন্স ট্রান্সফার করতে চান? GP balance ট্রান্সফার code ব্যাবহার করে মাত্র ২ থেকে ৩ টি স্টেপ অনুসরণ করে গ্রামীন থেকে গ্রামীন টাকা ট্রান্সফার করতে পারেন। In this post we Also see GP balance transfer NEW system.

প্রথমেই আপনাকে গ্রামীন সিমে ব্যালেন্স ট্রান্সফার পদ্দতিতে নিজেকে রেজিস্ট্রেশন করতে হবে। কিন্তু আপনাকে গ্রামীন থেকে গ্রামীন টাকা ট্রান্সফার করতে কিছু পদ্দতি ও নিয়ম মানতে হবে।

Gp balance ট্রান্সফার রেজিস্ট্রেশন পদ্দতি এখন পূর্বের চেয়ে অনেক সহজ, চাইলে আপনিও করতে পারবেন। এখন আপনি সরাসরি কোড ডায়াল করেই রেজিস্ট্রেশন করতে পারেন।

গ্রামীন থেকে গ্রামীন টাকা ট্রান্সফার রেজিস্ট্রেশন , টাকা পাঠানোর পদ্দতি , টাকা পাঠানোর লিমিট সকল তথ্য সম্পর্কে জানতে সম্পূর্ণ পোস্ট টি দেখুন।

হেডলাইন Off Contents

GP To GP Balance Transfer Code new system 2023 – জিপি থেকে জিপি ব্যালেন্স ট্রান্সফার করার পদ্দতি

GP To GP Balance Transfer  জিপি টু জিপি ব্যালেন্স ট্রান্সফার পদ্দতি
GP To GP Balance Transfer | জিপি টু জিপি ব্যালেন্স ট্রান্সফার পদ্দতি
ডিসকাউন্টে সকল সিমের মিনিট, ইন্টারনেট ও বান্ডেল অফার ক্রয় করতে DESH OFFER সাইটে ভিজিট করুন।

এক সিম থেকে অন্য সিমে ব্যালেন্স ট্রান্সফার করতে জিপি তাদের গ্রাহকের জন্য আরও বাড়তি সুবিধা দিতে USSD Code system নেয়ে এসেছে।

জিপি থেকে জিপি ব্যালেন্স ট্রান্সফার করার যোগ্যতা কি?

Grameenphone balance transfer করতে সিমের বয়স ৬ মাস হতে হবে অথবা সিমে ৩০০ টাকা রিচার্জ করতে হবে।

এই দুটি শর্তের যে কোন একটি পূরণ করার পর আপনি আপনার গ্রামীনফোন সিম থেকে আরেক গ্রামীনফোন সিমে টাকা পাঠাতে পারবেন।

কিভাবে জিপি ব্যালেন্স ট্রান্সফার রেজিস্ট্রেশন করবেন?

একটি জিপি সিম থেকে অন্য জিপি সিমে ব্যালেন্স ট্রান্সফার করতে, পূর্বে REGI লিখে ১০০০ নাম্বারে এসএমএস সেন্ড করে রেজিস্ট্রেশন করতে হত। এখন আপনি USSD কোড দিয়েই রেজিস্ট্রেশন করতে পারবেন।

আরও পড়ুনঃ

GP 1GB Offer Internet

GP Power Load Offer 

GP Balance Transfer Registration Code

আপনার GP To GP Balance Transfer করার যোগ্যতা অর্জন করে থাকলে এই কোড *121*1500# ডায়াল করুন। তারপর 1 চাপুন, কোন চার্জ ছাড়ই ফ্রি রেজিস্ট্রেশন হয়ে যাবে।

রেজিস্ট্রেশন কমপ্লিট হলে আপনাকে একটি এসএমএস মাধ্যমে আপনার Balance transfer pin code পাঠানো হবে।

জিপি থেকে জিপি সিমে টাকা ট্রান্সফার পদ্দতি ?

GP To GP Balance Transfer code is *121*1500#, To Send Gp Balance dial *121*1500# and fallow the step. After that, select number 2 Options then type your number, Amount and enter your balance transfer pin.

পর্যায়ক্রমে জিপি balance ট্রান্সফার করতে নাম্বার, টাকা, পিন কোড পদ্ধতি গুলো সঠিকভাবে অনুসরণ করলে আপনার ব্যালেন্স ট্রান্সফার করার জন্য হয়ে যাবে। এভাবেই আপনি যে কোন গ্রামীন টু গ্রামীন সিমে ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন।

জিপি থেকে জিপি ব্যালেন্স ট্রান্সফার কোড হচ্ছে *১২১*১৫০০#। 

গ্রামীণফোন ব্যালেন্স ট্রান্সফার charge and limit কত?

জিপি টু জিপি আপনি ব্যালেন্স ট্রান্সফার করলে আপনার অ্যাকাউন্ট থেকে বাড়তি কোন চার্জ করা হবে না। কিন্তু যে নাম্বারে আপনি টাকা ট্রান্সফার করেছেন ঐ নাম্বারে ২ টাকা কম যাবে। ধরে নিতে পারেন GP to GP Balance Transfer Fee 2 TAKA.

যেমন ধরুন, আপনি কোন নাম্বারে ১০০ টাকা পাঠিয়েছেন তিনি ৯৮ টাকা পাবেন। অর্থাৎ ২ টাকা চার্জ কাটা হবে।

আরও পড়ুনঃ

Robi SMS Pack Offer Code

GP Monthly Internet Pack

জিপি ব্যালেন্স ট্রান্সফার লিমিট 

আপনি জিপি টু জিপি প্রতিবার ৫০ টাকা থেকে ১০০ টাকা পর্যন্ত টাকা ট্রান্সফার করতে পারবেন। প্রতি মাসে সর্বোচ্চ ১০০০ টাকা পর্যন্ত টাকা পাঠেতে পারবেন।

অর্থাৎ জিপি ব্যালেন্স ট্রান্সফার মাসিক লিমিট হচ্ছে সর্বচ্ছো ১০০০ টাকা। GP To GP Balance Transfer পদ্ধতি ব্যাবহার করে একজন গ্রাহক ১০০০ টাকা পর্যন্ত সেন্ড করতে পারবেন।

How to transfer internet balance from GP to GP?  

YES, ঠিক শুনেছেন আপনি এখন জিপি টু জিপি সহজেই ইন্টারনেট ব্যালেন্স ট্রান্সফার করতে পারেন।

তবে , ইন্টারনেট ব্যালেন্স ট্রান্সফার করতে আপনাকে MyGp apps ব্যাবহার করতে হবে।

MyGp apps থেকে আপনি সহজেই যে কোন ইন্টারনেট প্যাক ক্রয় করে, যে কোন গ্রামীনফোন নাম্বারে ট্রান্সফার করতে পারেন ঐ অফারটি।

গ্রামীনফোন থেকে ইন্টারনেট ট্রান্সফার করতে MyGp apps লগইন করে ফ্লেক্সিপ্লান এ প্রবেশ করুন।

তারপর MyGp Flexiplan থেকে আপনার পছন্দের জিপি ইন্টারনেট প্যাক টি বাছাই করুন। মেয়াদ কত দিন নিবেন তা Select করে। মিনিট ও এসএমএস ফিল্ড 0 করে দিন।

For Example: GP To GP Balance Transfer

  • আপনি ১০০ এমবি,
  • 0 মিনিট ,
  • 0 এসএমএস ,
  • ৩ দিন মেয়াদে সিলেক্ট করুন।
  • যে কোন জিপি নাম্বার এ ট্রান্সফার করবেন।
  • আপনি ২৮% সেভ করে ১১ টাকা ৯৩ পয়সা খরচ করে সহজেই পাঠতে পারেন।

MyGp Flexiplan থেকে অফারটি সিলেক্ট করে Continue Button এ ট্যাব করুন। পরবর্তী ধাপে ক্রয় ক্রিত প্যাকটির বিস্তারিত দেখতে পাবেন।

ঠিক নিছে থাকা Send As Gift চেক বক্স এ টিক দিয়ে, যে নাম্বারে ইন্টারনেট ট্রান্সফার করবেন ঐ নাম্বার টি দিন। এই ভাবে আপনি জিপি থেকে জিপি internet balance transfer করতে পারবেন।

গ্রামীনফোন থেকে গ্রামনফন মিনিট ও এসএমএস ট্রান্সফার পদ্দতি ?

জিপি টু জিপি GP To GP Balance Transfer ইন্টারনেট যেভাবে ট্রান্সফার করেছেন, ঠিক একই ভাবে মিনিট ও এসএমএস প্যাক ট্রান্সফার করতে পারবেন। আপনি ছাইলে GP All in one pack ক্রয় করে পাঠেতে পারেন।

মূলত মাই জিপি ফ্লেক্সিপ্লান এবং রিকোয়েস্টিং এর মাধ্যমেই গ্রামীণফোন ব্যালেন্স ট্রান্সফার করা হয়ে থাকে। আপনি যদি মিনিট ও এসএমএস ট্রান্সফার করতে চান অন্য কোন জিপি গ্রাহক তবে আপনাকে মাই জিপি ফ্লেক্সিপ্লান অ্যাপ ব্যবহার করতে হবে।

GP balance transfer পিন কোড কিভাবে পরিবর্তন করবেন

PIN CODE পরিবর্তন করেতে প্রথমেই

  • কোড *121*1500# চাপুন ,
  • তারপর ৩ প্রেস করুন।
  • এখন আপনার পুরাতন পিনকোড দিন।
  • তারপর নিউ পিন > পুনরায় পিন কনফার্ম করুন।

New Pin Change Process  Are:

  • -> Give Old PIN
  • -> Give New PIN->
  • -> Confirm New PIN Register

টেম্পোরারি পিন কোড টি পরিবর্তন করে একটি নতুন পিন কোড সেট করবেন।

জিপি ব্যালেন্স ট্রান্সফার system short code

রেজিস্ট্রেশন*121*1500*1#
টাকা ট্রান্সফার*121*1500*2#
পিন পরিবর্তন*121*1500*3#
GP To GP Balance Transfer

gp sim theke taka transfer করার জন্য উপরোক্ত কোডগুলো আপনার খুবই কাজে দেবে।

আরও অফার দেখুন এখানেঃ

GP Internet Offer 30 Days 50GB

Robi Minute Pack Code 2023

How To Transfer Balance From GP To GP?

To Transfer the Balance From GP To GP, At first dial *121*1500# and press 1 to register your number. After registration Dial *121*1500# then press 2 and follow the instruction and enter your pin, you can successfully send the balance to your GP sim friends.

জিপি ব্যালেন্স ট্রান্সফার পদ্ধতি কি?

বর্তমানে জিপি ব্যালেন্স ট্রান্সফার পদ্ধতি হচ্ছে *১২১*১৫০০# ডায়াল করুন, তারপর রেজিস্ট্রেশন করতে ১ ডায়াল করুন। তারপর জিপি থেকে জিপি ব্যালেন্স ট্রান্সফার করতে *১২১*১৫০০# ডায়াল করে ২ চেপে পরবর্তী নির্দেশনা অনুসরণ করুন, এবং আপনার পিন কোড চাপুন।

জিপি ব্যালেন্স ট্রান্সফার পিন ভুলে গেলে করনীয়?

জিপি ব্যালেন্স ট্রান্সফার পিন ভুলে গেলে জিপি হেল্পলাইনে নম্বরে কল করুন তারা আপনাকে হেল্প করবে এবং জিপি ব্যালেন্স ট্রান্সফার পিন আপনাকে সেন্ড করা হবে।

In Conclusion,

SO, Gp to Gp balance transfer 2023 পোস্ট টি আশা করি আপনাদের ভালো লেগেছে।জিপি টু জিপি ব্যালেন্স ট্রান্সফার পদ্দতি  সম্পর্কে আরও বিস্তারিত জানতে গুরে আসুন গ্রামীনফোন অফিসিয়াল ওয়েবসাইট

GP sim theke taka transfer করার নিয়ম খুবই সহজ আমাদের দেখানো পদ্ধতি গুলো অনুসরণ করে খুব সহজেই আপনি একটি জিপি সিম থেকে অন্য জিপি সিমে টাকা ট্রান্সফার করতে পারবেন। অথবা GP To GP Balance Transfer সম্পর্কে আরও বিস্তারিতও জানতে ১২১ জিপি হেল্পলাইনে কল করুন।

স্কিটো পক্ষ থেকে যদি কোন Skitto SIM Offer 2023 পরিবর্তন হয় তবে আমারা আপনাদের জানানোর চেষ্টা করব। আমাদের Facebook page জয়েন করুন, আপনি নিয়মিত অফার সম্পর্কে জানতে পারবেন এখানে।

কমদামে মিনিট, ইন্টারনেট ও বান্ডেল অফার কিনতে ভিজিট করুনঃ এখানে ক্লিক করুন
বিডি অফার নিউজ ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন
বিডি অফার নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকুনঃ এখানে ক্লিক করুন
সকল সিমের অফার সম্পর্কে জানতে ভিজিট করুনঃ www.bdoffernews.com সাইট ।

2 thoughts on “GP To GP Balance Transfer | জিপি থেকে জিপি ব্যালেন্স ট্রান্সফার”

Leave a Comment