জিপি ইন্টারনেট অফার ২০২৪ লিস্টে নতুন এমবি অফার সম্পর্কে আপনি জানেন কি? গ্রামীণফোন সিমে নতুন অনেক এমবি অফার চলে এসেছে সেই সাথে অনেক অফারে এমবি পরিমাণ কম করা হয়েছে। জিপি সিমের ৩০ দিন, ৭ দিন ও ৩ দিন মেয়াদি সঠিক ইন্টারনেট অফার সম্পর্কে জানতে আপনি সম্পূর্ণ পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন।
আপনি জানেন কি বর্তমানে গ্রামীণফোনের ১ জিবি ইন্টারনেট অফার মূল্য কত? গ্রামীণফোন বর্তমানে প্রায় প্রতিটি ইন্টারনেট অফারের মূল্য বৃদ্ধি করেছে অথবা ইন্টারনেট অফার ডাটার পরিমাণ কম করেছে।
তাই আপনি যদি একজন গ্রামীণফোন সিম ব্যবহারকারী হন, তবে আপনাকে জিপি ইন্টারনেট অফার ২০২৪ লিস্ট থেকে সকল ইন্টারনেট অফার গুলোর সম্পর্কে জানা প্রয়োজন।
তবেই আপনি দ্রুততম সময়ের মধ্যে সঠিক জিপি ইন্টারনেট অফার ক্রয় করতে পারবেন। চলুন দেখে নেই জিপি ইন্টারনেট অফার ২০২৪ লিস্ট থেকে নতুন ইন্টারনেট অফার সমূহ।
হেডলাইন Off Contents
- 1 নতুন জিপি ইন্টারনেট অফার ২০২৪ লিস্ট । জিপি রিচার্জ এমবি অফার লিস্ট
- 2 জিপি ইন্টারনেট অফার ২০২৪ লিস্ট ৩০ দিন মেয়াদ
- 3 ২০০ টাকায় ২০ জিবি গ্রামীণফোন ইন্টারনেট
- 4 ১০০ টাকায় ১০ জিবি গ্রামীণফোন
- 5 ১৮ টাকায় ২ জিবি জিপি 2024
- 5.1 কিভাবে আপনি জিপি ইন্টারনেট অফার ক্রয় করবেন?
- 5.2 কিভাবে কম দামে জিপি ইন্টারনেট অফার ক্রয় করবেন?
- 5.3 জিপি ইন্টারনেট ব্যালেন্স চেক করার উপায়?
- 5.4 কিভাবে জিপি ইন্টারনেট অফার চেক করবেন?
- 5.5 কিভাবে জিপি কাস্টমার কেয়ারে কথা বলবো?
- 5.6 কিভাবে জিপি ইন্টারনেট ব্যালেন্স চেক করাবো?
- 5.7 উপসংহার,
- 5.8 Share this:
- 5.9 Like this:
নতুন জিপি ইন্টারনেট অফার ২০২৪ লিস্ট । জিপি রিচার্জ এমবি অফার লিস্ট
পূর্বে গ্রামীণফোনের পক্ষ থেকে তিন ধরনের ইন্টারনেট অফার প্রদান করা হলো বর্তমানে নতুন করে ১৫ দিন মেয়াদি জিপি ইন্টারনেট অফার নিয়ে আসা হয়েছে।
বর্তমানে জিপি ইন্টারনেট অফার ২০২৪ মোট চার ধরনের ইন্টারনেট অফার পাওয়া যাচ্ছে.
যাতে আপনি আপনার পছন্দের জিপি ইন্টারনেট অফার ব্যবহার করতে পারেন। বর্তমানে জিপি সিমে যে সকল ইন্টারনেট অফার গুলো পাওয়া যাচ্ছে সেগুলো কিছুটা এরকম-
জিপি রিচার্জ ইন্টারনেট অফার কত প্রকার হয়ে থেকে
- জিপি ইন্টারনেট অফার ৩ দিন মেয়াদ
- জিপি ইন্টারনেট অফার ৭ দিন মেয়াদ
- জিপি ইন্টারনেট অফার ১৫ দিন মেয়াদ
- জিপি ইন্টারনেট অফার ৩০ দিন মেয়াদ
প্রিয় জিপি গ্রাহক আমাদের কাছে জিপি ইন্টারনেট অফার ২০২৪ লিস্টে থাকা সকল ইন্টারনেট অফার গুলোর তথ্য হাতে রয়েছে। চলুন এক এক করে জিপি সিমের সকল ইন্টারনেট অফার গুলো সম্পর্কে জেনে নিন।
জিপি ইন্টারনেট অফার ২০২৪ মেয়াদ ৩ দিন
বর্তমানে জিপি সিমে ৩ দিন মেয়াদী এই তিনটি রেগুলার নতুন ইন্টারনেট অফার চলমান রয়েছে।
তবে এছাড়া অপূর্বের কিছু ৩ দিন মেয়াদি জিপি ইন্টারনেট অফার চলমান আছে, ছিল সেই অফার গুলোতে এমবির পরিমাণ কম করে দেওয়া হয়েছে, চলুন জিপি ইন্টারনেট অফার ২০২৪ লিস্টে থাকা ৩ দিন মেয়াদি সকল ইন্টারনেট অফার সম্পর্কে জেনে নিন।
তবে জিপি ইন্টারনেট অফার ২০২৪ সারণী দেখে আপনি নিশ্চয়ই জানতে পেরেছেন যে জিপি সিমে ১ জিবি ইন্টারনেট অফার করতে এখন ৪৬ টাকা খরচ করতে হবে।
জিপি ইন্টারনেট প্যাকেজ ৩ দিন মেয়াদ
জিপি ইন্টারনেট অফার ৭ দিন মেয়াদ
রিচার্জ মূল্য | ইন্টারনেট প্যাক | মেয়াদ |
---|---|---|
৪৮ টাকা | ১ জিবি | ৭ দিন |
৬৯ টাকা | ২ জিবি | ৭ দিন |
৯৮ টাকা | ৩ জিবি | ৭ দিন |
১২৯ টাকা | ৪ জিবি | ৭ দিন |
১৫৯ টাকা | ১০ জিবি | ৭ দিন |
১৯৮ টাকা | ২০ জিবি | ৭ দিন |
বর্তমানে জিপি ইন্টারনেট প্যাকেজ লিস্টে তিনটি ৭ দিন মেয়াদী ইন্টারনেট অফার লক্ষ্য করা যাচ্ছে।
তবে এছাড়াও জিপি বান্ডেল অফারে আরো কয়েকটি ইন্টারনেট প্যাক রয়েছে যে অফার গুলোতে মিনিট ইন্টারনেট একসাথে প্রদান করা হয়ে থাকে।
জিপি ইন্টারনেট অফার ২০২৪ লিস্টে সাতটি রেগুলার অফার পাওয়া যাচ্ছে।
আরও পড়ুনঃ
জিপি ইন্টারনেট অফার ১৫ দিন মেয়াদ
বাংলাদেশ জাতীয় বাজেট ২০২৪ পরবর্তী জিপি সিমের নতুন ইন্টারনেট অফার লিস্টে ১৫ দিন মেয়াদী ইন্টারনেট অফার যুক্ত করা হয়েছে।
বর্তমানে একাধিক জিপি ইন্টারনেট অফার বর্তমানে পাওয়া যাচ্ছে ১৫ দিন মেয়াদে।
রিচার্জ মূল্য | ইন্টারনেট প্যাক | মেয়াদ |
---|---|---|
২৪৯ টাকা | ১২ জিবি | ১৫ দিন |
৩৪৯ টাকা | ২৫ জিবি | ১৫ দিন |
আরও পড়ুনঃ
জিপি ইন্টারনেট অফার ২০২৪ লিস্ট ৩০ দিন মেয়াদ
আপনি যদি নিয়মিত জিপি ইন্টারনেট অফার ব্যবহার করেন, তবে নিশ্চয়ই লক্ষ্য করেছেন গ্রামীণফোনের ইন্টারনেট অফার সময়ের মধ্যে সবচেয়ে বেশি পরিবর্তন এসেছে ৩০ দিন মেয়াদী ইন্টারনেট অফার গলিতে।
এছাড়াও বর্তমানে জিপি ইন্টারনেট অফারে অনেক নতুন নতুন ৩০ দিন মেয়াদী ইন্টারনেট প্যাক যুক্ত করা হয়েছে।
রিচার্জ মূল্য | ইন্টারনেট প্যাক | মেয়াদ |
---|---|---|
৪৪৮ টাকা | ২০ জিবি | ৩০ দিন |
৪৯৯ টাকা | ২৫ জিবি | ৩০ দিন |
৫৯৯ টাকা | ৫০ জিবি | ৩০ দিন |
৬৯৮ টাকা | ৬০ জিবি | ৩০ দিন |
উপরোক্ত জিপি ইন্টারনেট অফার ৩০ দিন মেয়াদি সারণী থেকে আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন, গ্রামীণফোন মাসিক ইন্টারনেট অফার লিস্টে কি ধরনের পরিবর্তন এসেছে।
যেখানে পূর্বে ৪৯৯ টাকা ৫০ জিবি ইন্টারনেট প্রদান করা হতো সেখানে বর্তমানে মাত্র ২৫ জিবি ইন্টারনেট প্রদান করা হচ্ছে ৪৯৯ টাকা রিচার্জে।
২০০ টাকায় ২০ জিবি গ্রামীণফোন ইন্টারনেট
বর্তমানে ২০০ টাকায় ২০ জিবি গ্রামীণফোন ইন্টারনেট আপনি পেতে পারেন মাত্র ৭ দিন মেয়াদে। এজন্য আপনাকে আপনার গ্রামীণফোন সিমে ১৯৮ টাকা রিচার্জ করতে হবে জিপি পাওয়ার লোডের মাধ্যমে।
আপনি যদি ২০০ টাকার মধ্যে ৩০ দিন মেয়াদি জিপি ইন্টারনেট অফার খুঁজে থাকেন তবে আপনাকে বলব এই ধরনের অফার বর্তমানে চলমান নেই।
২০০ টাকায় ২০ জিবি গ্রামীণফোন ইন্টারনেট মেয়াদ ৩০ দিন।
আরও পড়ুনঃ
GP Minute Offer 7 Days 2024 | নতুন জিপি ৭ দিন মেয়াদি মিনিট অফার
Who Is The Best Person In The World?
Nagad Account Check Balance Code Number | নগদ একাউন্ট দেখার নিয়ম
১০০ টাকায় ১০ জিবি গ্রামীণফোন
প্রিয় পাঠক ১০০ টাকায় ১০ জিবি গ্রামীণফোন ইন্টারনেট অফার বর্তমানে চলমান নেই। তবে আপনি যদি জিপি বন্ধ সিমের আওতায় থাকেন তবে আপনার কাছে ১০০ টাকায় ১০ জিবি গ্রামীণফোন ইন্টারনেট অফার সম্পর্কে এসএমএস আসতে পারে।
মনে রাখবেন টেলিকমের পক্ষ থেকে এসএমএস এর মাধ্যমে আপনাদের যে সকল অফার সম্পর্কে জানানো হয় ওই সকল অফারের মধ্যে একটি অ্যাক্টিভেশন কোড দিয়ে দেওয়া হয়।
মূলত যে সকল ইন্টারনেট ব্যবহারকারী নিয়মিত তাদের সিমে ইন্টারনেট ব্যবহার করেন না তাদেরকে উৎসাহিত করতেই ১০০ টাকায় ১০ জিবি গ্রামীণফোন ইন্টারনেট অফার সম্পর্কে গ্রাহকদের জানানো হয়ে থাকে এসএমএস এর মাধ্যমে।
১৮ টাকায় ২ জিবি জিপি 2024
আপনি নিশ্চয়ই অতি উৎসাহিত হয়ে আপনার গুগল সার্চে ১৮ টাকায় ২ জিবি জিপি 2024 সম্পর্কে লিখে সার্চ করেছেন।
আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে বর্তমানে গ্রামীণফোনের কিছু প্রমোশনাল অফারে ১৮ টাকায় ১ জিবি জিপি 2024 দেয়া হচ্ছে।
তবে এই ১৮ টাকায় ২ জিবি জিপি 2024 অফারটি সকলের জন্য প্রযোজ্য নয়, শুধুমাত্র যে গ্রাহকেই অফার সম্পর্কে এসএমএস পেয়েছেন ওই গ্রাহকে এসএমএস এর মধ্যে থাকা এক্টিভেশন কোড ব্যবহার করে ক্রয় করতে পারবেন।
কিভাবে আপনি জিপি ইন্টারনেট অফার ক্রয় করবেন?
এই পোস্টে উল্লেখিত সকল জিপি ইন্টারনেট অফার সমূহ জিপি রিচার্জ ইন্টারনেট অফার ২০২৪। তবে আমরা জিপি সিমের প্রমোশনাল অফার গুলো সম্পর্কে এই পোস্টে আপনাদের জানাইনি।
কেননা জিপি সিমের ফ্রি ও প্রমোশনাল ইন্টারনেট অফার ক্রয় করতে আপনাদের জিপি অ্যাক্টিভেশন কোড করতে হবে।
কিভাবে কম দামে জিপি ইন্টারনেট অফার ক্রয় করবেন?
বর্তমানে অফিসিয়ালি গ্রামীণফোনের পক্ষ থেকে প্রকাশিত জিপি ইন্টারনেট অফার ২০২৪ সমূহে বিশেষ ছাড় পাওয়া যায়।
প্রতি মাসে নির্দিষ্ট দিনে অথবা সপ্তাহের কোনো নির্দিষ্ট দিনে গ্রামীণফোনের পক্ষ থেকে বিশেষ ছাড় দেওয়া হয়ে থাকে জিপি ফ্লেক্সিলোড দোকানদারদের।
তবে এক্ষেত্রে মনে রাখবেন বেশিরভাগ ৩০ দিন মেয়াদ জিপি ইন্টারনেট অফারে বিশেষ মূল্য ছাড় দেয়া হয়ে থাকে। তাইতো আপনারা বিভিন্ন সামাজিক প্ল্যাটফর্ম গুলোতে নির্ধারিত মূল্যের চেয়ে কম মূল্যে ইন্টারনেট অফার ক্রয়ের বিজ্ঞাপন পেয়ে থাকেন।
তবে এক্ষেত্রে মনে রাখবেন বেশিরভাগ ক্ষেত্রেই 500 টাকার অধিক মূল্যের জিপি ইন্টারনেট অফার ক্রয়ে বিশেষ মূল্য ছাড় বেশি দেয়ার প্রবণতা লক্ষণীয়।
জিপি ইন্টারনেট ব্যালেন্স চেক করার উপায়?
যেকোনো জিপি ইন্টারনেট অফার ক্রয় পরবর্তী ইন্টারনেট ব্যালেন্স চেক করা জরুরি। জিপি ইন্টারনেট ব্যালেন্স চেক করার উপায় হচ্ছে *১২১*১*২# ব্যবহার করা। জিপি ইন্টারনেট ব্যালেন্স চেক কোড *১২১*১*২# ব্যবহার করলে এসএমএস এর মাধ্যমে আপনার অবশিষ্ট মিনিট ইন্টারনেট অফার সম্পর্কে আপনাকে এসএমএস এর মাধ্যমে জানানো হবে।
আরও পড়ুনঃ
জিপি মিনিট অফার ২০২৪। গ্রামীনফোন নতুন মিনিট অফার
GP Internet Offer 2024 30 Days, 7 Days, 3 Days Pack List
কিভাবে জিপি ইন্টারনেট অফার চেক করবেন?
জিপি ইন্টারনেট অফার চেক করতে *১২১# ডায়াল করুন এবং ম্যানু থেকে ইন্টারনেট প্যাক লিস্ট চেক করে আপনার সিমের বর্তমান ইন্টারনেট অফার গুলো জেনে নিন।
কিভাবে জিপি কাস্টমার কেয়ারে কথা বলবো?
গ্রামীণফোন সিমে যেকোনো সমস্যায় জিপি কাস্টমার কেয়ারে কথা বলার জন্য আপনি আপনার জিপি সিম থেকে ১২১ ডায়াল করুন।
কিভাবে জিপি ইন্টারনেট ব্যালেন্স চেক করাবো?
জিপি ইন্টারনেট ব্যালেন্স চেক করার জন্য USSD কোড *121*1*2# ডায়াল করুন অথবা মাই জিবি অ্যাপ থেকে সহজে জিপি ইন্টারনেট ব্যালেন্স চেক করুন।
উপসংহার,
আশা করি আপনি গ্রামীণফোন বা জিপি ইন্টারনেট অফার ২০২৪ সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। এই পোস্টের মাধ্যমে আমরা আপনাদের জানাতে চেষ্টা করেছি জিপি রিচার্জ ইন্টারনেট অফার ২০২৪ সম্পর্কে।
সর্বশেষ গত ১০ জুলাই গ্রামীণফোনের সকল ইন্টারনেট অফার সম্পর্কে নতুন আপডেট আমরা হাতে পেয়েছি।
জিপি ইন্টারনেট অফার ২০২৪ আপডেট এর মধ্যে আমরা জিপি সিমের ১৫ দিন মেয়াদী ইন্টারনেট অফার সম্পর্কে জানতে পেরেছি।
সেই সাথে জিপি ইন্টারনেট অফার ২০২৪ মেয়াদ ৩০ দিন, ১৫ দিন, ৭ দিন, ৩ দিন সম্পর্কে আপনাদের বিস্তারিত জানানো হয়েছে।
এছাড়া জিপি সিমের ইন্টারনেট অফার গুলো কিভাবে ক্রয় করবেন এবং জিপি সিমের ইন্টারনেট ব্যালেন্স চেক করার উপায় সম্পর্কে সঠিক তথ্য দেওয়া হয়েছে।
আমরা মনে করি জিপি গ্রাহকদের জন্য এই জিপি ইন্টারনেট অফার পোস্টটি সবচেয়ে বেশি কার্যকর হবে। তাছাড়া আমরা চেষ্টা করব নিয়মিত গ্রামীণফোনের নতুন নতুন ইন্টারনেট অফার সম্পর্কে আপনাদের আপডেট দিতে।
আরও পড়ুনঃ
গ্রামীণফোন বাংলালিংক রবি এয়ারটেল ও টেলিটক সিমের সকল প্রকার অফার সম্পর্কে সবার আগে জানতে আমাদের সাথে থাকুন।
সেইসাথে বাংলাদেশের জনপ্রিয় মোবাইল ব্যাংকিং সেবাসমূহের আপডেট নিয়মিত পেতে জয়েন করুন আমাদের ফেসবুক পেজ এবং নিয়মিত ভিজিট করুন আমাদের বিডি অফার নিউজ ডটকম।
বিডি অফার নিউজ ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন ।
বিডি অফার নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকুনঃ এখানে ক্লিক করুন ।
সকল সিমের অফার সম্পর্কে জানতে ভিজিট করুনঃ www.bdoffernews.com সাইট ।