GP 159 TK Recharge offer পোস্টে আপনাদের সবাইকে স্বাগতম। হ্যালো বন্ধুরা কেমন আছেন, আপনি কি জিপি ১৫৯ টাকা রিচার্জ অফার সম্পর্কে জানেন। জিপি ইন্টারনেট নিয়ে গ্রাহকদের জল্পনা-কল্পনার শেষ নেই। অনেকেই তাদের পছন্দমতো ইন্টারনেট অফার পেতে 159 taka gp offer ইন্টারনেটে সার্চ করে থাকেন।
আপনি যদি জিপি সিমে রেগুলার ইন্টারনেট ও মিনিট একসাথে ব্যবহার করেন, তবে আপনার জন্য আজকের এই পোস্টটি। জিপি ১৫৯ টাকা রিচার্জ অফার জিপি সিমের এক মাস মেয়াদি বান্ডেল অফার সমূহের মধ্যে সব থেকে অল্প দামের একমাস মেয়াদি প্যাকেজ ছিল এক সময়।
এই প্যাকেজটিতে জিপি গ্রাহক একসাথে মিনিটও ইন্টারনেট পেয়ে থাকেন। রেগুলার জিপি সিম ব্যবহারকারী এই অফারটি সম্পর্কে অবগত। প্রথমত রবি 159 টাকা রিচার্জে বান্ডেল অফার প্রকাশ করা হয়। জিপি গ্রাহকদের জন্য অফারটি সম্পূর্ণ নতুন একটি প্যাকেজ।
বান্ডেল অফার এর ব্যাপক চাহিদার প্রেক্ষিতে গ্রামীণফোন তাদের গ্রাহকদের 159 টাকা বান্ডেল অফার প্রদান করছে এক মাস মেয়াদে। অনেক গ্রামীণফোন গ্রাহক তাদের সিমে এমন ইন্টারনেট ও মিনিট অফারের জন্য অনেক দিন থেকে এমন অফারের জন্য অপেক্ষা করছেন।
হেডলাইন Off Contents
GP 159 Tk Recharge offer 2025 | জিপি ১৫৯ টাকা রিচার্জ ইন্টারনেট অফার
প্রিয় পাঠক জিপি ১৫৯ টাকা রিচার্জ অফারটি বর্তমানে একটি কল রেট অফার। আপনি যদি জিপিতে ৩০ দিন মেয়াদে কল রেট অফার ব্যবহার করতে চান তাহলে আপনার জিপি সিমে ১৫৯ টাকা রিচার্জ করুন।
159 Taka GP Offer এ যা যা আছে
- ১.২০ টাকা/ মিনিট কল রেট অফার
- ১০ সেকেন্ড পালস
- ৩০ দিন মেয়াদ।
Price | Offer | Activation | Validity |
---|---|---|---|
159 TAKA | 1.20 Taka/Minute | Recharge | 30 Days |
Recharge | 7 Days | ||
Recharge | 30 Days |
পূর্বে গ্রামীণফোন কর্তৃপক্ষ জিপি ১৫৯ টাকা রিচার্জ অফারে গ্রাহকদেরকে বান্ডেল অফার প্রদান করে আসছিল। তবে বাজেট ২০২৩ পরবর্তী এই অফারটিকে পরিবর্তন করা হয়েছে।
সর্বশেষ বাজেট ২০২৪ পরবর্তী 159 tk gp offer রিচার্জ প্যাকেজে আবারো পরিবর্তন নিয়ে এসেছে।
এক সময় জিপি ১৫৯ টাকা বান্ডেল অফার থেকে জিপি সপ্তাহিক ইন্টারনেট অফারের রূপান্তরিত হবার পর বর্তমানে এই প্যাকেজে গ্রাহকদেরকে ৩০ দিন মেয়াদ কলরেট প্রদান করা হচ্ছে।
GP 159 Taka Recharge internet offer
বর্তমানে GP 159 Tk bundle offer পরিবর্তন করা হয়েছে, এখন আপনি যদি আপনার জিপি সিমে ১৫৯ টাকা রিচার্জ করেন তবে আপনি পাবেন ৬ জিবি ইন্টারনেট সাত দিন মেয়াদে।
Note: তাই এখন পর্যন্ত যারা জিপি ১৫৯ টাকা বান্ডেল অফার সম্পর্কে খুঁজে আসছিলেন তাদের জন্য আর বান্ডেল অফারটি থাকছে না।
আরো পড়ুন:
GP Internet Offer 30 Days 2025
Airtel Internet Offer 2025 30 Days
সারণী দেখে আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে GP 159 Tk bundle offer একটি ৩০ দিন মেয়াদি বান্ডেল অফার।
গ্রামীণফোনে এখন ১৫৯ টাকায় গ্রাহককে দিচ্ছে-
- ৩ জিবি ইন্টারনেট এবং ১৫০ মিনিট যেকোনো নেটওয়ার্কে কথা বলার জন্য।
- মিনিট ও ইন্টারনেট উভয় প্যাকেজের মেয়াদ ৩০ দিন।
তবে এই GP 159 Tk Recharge offer টি ক্রয়ে লক্ষ্যণীয় বিষয় হচ্ছে অফারটি সরাসরি ১৫৯ রিচার্জের মাধ্যমে অ্যাকটিভ করতে হবে। বর্তমানে অফারটির জন্য কোন ধরনের এক্টিভেশন কোড উপলব্ধ নয়।
বিশেষ দ্রষ্টব্যঃ অনেক জিপি গ্রাহককে গ্রামীণফোনের পক্ষ থেকে 159 টাকা রিচার্জে 3 জিবি পরিবর্তে ৫ জিবি ইন্টারনেট দেয়া হচ্ছে, তবে মিনিটের পরিমাণ একই।
জিপি ১৫৮ টাকা রিচার্জ অফার
অনেকে আবার GP 159 Tk Recharge offer অফার সম্পর্কে জানতে চান।
মূলত এই অফারটি একটি জিপি বন্ধ সিম অফার, বন্ধ সিমের আওতায় থাকা গ্রাহক এই অফারের 10 জিবি ইন্টারনেট ও 150 মিনিট ব্যবহার করতে পারবেন 30 দিন মেয়াদে।
আপনি যদি জিপি বন্ধ সিমের আওতায় থাকেন তো অবশ্যই আপনার জন্য সেরা একটি 30 দিন মেয়াদে জিপি বান্ডেল অফার।
আরও পড়ুনঃ
In addition, দেশের অন্যান্য সকল মোবাইল অপারেটর এখন তাদের গ্রাহকদের ১৫৯ টাকা রিচার্জ অফার দিচ্ছে। চলুন দেখে নেই অন্য সকল টেলিকম সিমে ১৫৯ টাকায় বা এর কাছাকাছি অফারে আপনি কি কি দিচ্ছে।
আপনি যদি বাংলালিংক সিমে ১৫৯ টাকার কাছাকাছি কোন অফার প্রয়োজন তবে আপনাকে বলব আপনি বাংলালিংক ১৫৭ টাকা রিচার্জ অফার ক্রয় করতে পারেন। বাংলালিংক এখন ১৫৭ টাকায় দিচ্ছে ৩০ দিন মেয়াদে ২৫০ মিনিট।
এক মাস মেয়াদী কোন মিনিট অফার যদি বাংলাদেশর টেলিকম অপারেটরে খুঁজেন তবে, বাংলালিংক ই আপনাকে দিচ্ছে এই অফারটি সবথেকে স্বল্পমূল্যে।
আপনি যদি আমাদের ওয়েবসাইটে রবি বান্ডেল অফার পোস্টটি পাড়েন তবে অবশ্যই আপনি রবি ১৫৯ টাকা রিচার্জ অফার সম্পর্কে অবগত।
তথাপিও আপনাদের সুবিধার্থে বলছি রবি ১৫৯ টাকা রিচার্জে বর্তমানে গ্রাহকদের দিচ্ছে ৪ জিবি ইন্টারনেট ১৫ মিনিট মেয়াদ ২৮ দিন।
আপনি এই মিনিট সমূহ ব্যাবহার করতে পারবেন দেশের যে কোন নেটওয়ার্ক নম্বরে কথা বলতে।
Airtel 158 Taka recharge offer
রবি এবং এয়ারটেল ১৫৯ টাকা রিচার্জ অফার একই ধরনের সুবিধা গ্রাহককে দিচ্ছে। আপনি যদি আপনার এয়ারটেল সিমে ১৫৯ টাকা রিচার্জ করেন তবে আপনি ৪ জিবি ইন্টারনেট সাথে ১৫০ মিনিট ফ্রি পেতে পারেন। মেয়াদ ৩০ দিন।
*** আমাদের সাথে কানেক্টেড থাকুন *** |
---|
সিমের অফার সম্পর্কিত ভিডিও পেতে – এখানে ক্লিক করুন। |
ব্লগিং ও অনলাইন ইনকাম সম্পর্কে জানতে – এখানে ক্লিক করুন। |
ব্লগ লিখে টাকা ইনকাম সম্পর্কে জানতে – এখানে ক্লিক করুন। |
ফেসবুকে সিমের অফার ও মোবাইল ব্যাংকিং সম্পর্কে জানতে – এখানে ক্লিক করুন। |
Also Read:
GP Internet Package List 2025 Code [New update] জিপি ইন্টারনেট প্যাকেজ
উপসংহার
আশা করি, GP 159 Tk Recharge offer সম্পর্কে আপনি সঠিক ধারণা পেয়েছেন। সমস্ত জিপি বান্ডেল অফার সম্পর্কে জানতে আমাদের জিপি বান্ডেল প্যাকেজ পোস্টটি ভিজিট করতে পারেন।
হেই ব্লগে GP 159 Tk Recharge offer ছাড়াও জিপি সিমের সকল ইন্টারনেট অফার এসএমএস অফার কলরেট অফার সম্পর্কে জানতে নিয়মিত bdoffernews.com ভিজিট করুন।
সেই সাথে আমাদের ফেসবুক পেজ জয়েন করতে পারেন, আপনার ফেসবুকে নতুন নতুন অফার সম্পর্কে জানতে।
বিডি অফার নিউজ ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন ।
বিডি অফার নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকুনঃ এখানে ক্লিক করুন ।
সকল সিমের অফার সম্পর্কে জানতে ভিজিট করুনঃ www.bdoffernews.com সাইট ।
এগুলো কি সব সময় ব্যবহার করা যাবে ?
আপনাকে অনেক ধন্যবাদ
রিচাজ সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ধন্যবাদ