GP 1 Paisa Recharge Offer 2025 list সম্পর্কে আজকের এই নিবন্ধে জানাবো। বাংলাদেশে মোবাইল ব্যবহারকারীদের কাছে সবসময়ই সাশ্রয়ী কল রেট অফারের চাহিদা থাকে। GP 1 Paisa Recharge Offer সেই চাহিদা পূরণ করতে এসেছে। জিপি সিমে মাত্র ১ পয়সা প্রতি সেকেন্ড কল রেটে কথা বলার সুযোগ পাওয়া সত্যিই দারুণ একটি সুবিধা। এতে করে যে কেউ দীর্ঘক্ষণ কল করতে পারবেন অনেক কম খরচে।
গ্রামীণফোন সবসময় গ্রাহকদের জন্য বিশেষ ধরনের অফার চালু করে থাকে। কিন্তু GP 1 Paisa Recharge Offer বর্তমানে সবচেয়ে আলোচিত। কারণ এটি শুধু স্বল্প সময়ের জন্য নয়, বরং ৩০ দিন থেকে শুরু করে ৯০ দিন পর্যন্ত মেয়াদে ব্যবহার করা যায়। যারা প্রতিদিন বেশি কথা বলেন, তাদের জন্য এই অফারকে বলা যায় ২০২৫ সালের সেরা কল রেট অফার।
ভাবুন তো, মাত্র ১ পয়সা প্রতি সেকেন্ড মানে ১ মিনিটে মাত্র ৬০ পয়সা। অন্য কোনো ঝামেলা, ট্যাক্স বা অতিরিক্ত চার্জ ছাড়াই এমন সুযোগ পাওয়া অনেক বড় সুবিধা। এ কারণেই GP এই অফারটিকে “Number One Call Rate Offer” নামে চালু করেছে। এখন দেখা যাক, কোন কোন রিচার্জ প্যাকেজে এই সুবিধা পাওয়া যাবে।
On This Page:
GP 1 Paisa Recharge Offer 2025 | জিপি ১ পয়সা রিচার্জ কল রেট অফার

GP 1 Paisa Recharge Offer গ্রামীণফোনের অন্যতম আকর্ষণীয় অফার। এই অফারের মাধ্যমে নির্দিষ্ট পরিমাণ টাকা রিচার্জ করলে ব্যবহারকারীরা পাচ্ছেন ১ পয়সা প্রতি সেকেন্ড কল রেট অফার।
এই জিপি ১ পয়সা কল রেট অফার ২০২৫ লিস্টে তিনটি প্যাকেজ রয়েছে। মূলত তিন ধরনের রিচার্জের মাধ্যমে চালু করা যায়।
- জিপি সিমে ২০৮ টাকা রিচার্জ করলে ৩০ দিনের জন্য ১ পয়সা প্রতি সেকেন্ড কলরেট অফার চালু হবে।
- জিপি সিমে ৩০৯ টাকা রিচার্জ করলে ৬০ দিনের জন্য ১ পয়সা প্রতি সেকেন্ড কলরেট অফার চালু হবে।
- জিপি সিমে ৫০৯ টাকা রিচার্জ করলে ৯০ দিনের জন্য ১ পয়সা প্রতি সেকেন্ড কলরেট অফার চালু হবে।
GP 1 paisa call rate offer তিনটি ভ্যালিডিটি অপশনের কারণে গ্রাহকরা নিজেদের প্রয়োজন অনুযায়ী রিচার্জ করতে পারবেন।
জিপি ১ পয়সা কল রেট অফার 2025
জিপি ১ পয়সা কল রেট অফার মূলত তাদের জন্য যারা কম খরচে প্রতিদিন বেশি সময় কথা বলতে চান। রিচার্জ অফারটি একবার সক্রিয় করলে নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত সব কলেই ১ পয়সা/সেকেন্ড চার্জ প্রযোজ্য হবে।
এর ফলে ১ মিনিট কথা বললে খরচ হবে মাত্র ৬০ পয়সা। বাজারে অন্যান্য কল রেটের তুলনায় এটি অনেক সাশ্রয়ী। বিশেষ করে ছাত্র-ছাত্রী, পরিবার বা ব্যবসায়ীদের জন্য এই অফার যথেষ্ট কার্যকর।
জিপি ১ পয়সা কল রেট অফার ৩০ দিন মেয়াদ চালু করতে ২০৮ টাকা রিচার্জ করুন। এছাড়াও আপনি যদি ৯০ দিন মেয়াদে জিপি ১ পয়সা কলরেট অফার ব্যবহার করতে চান তাহলে ৫০৯ টাকা রিচার্জ করুন।
GP 208 Taka Recharge Call Rate Offer
GP 208 Taka Recharge Call Rate Offer হলো ৩০ দিনের মেয়াদি একটি রিচার্জ প্যাক। এই প্যাক রিচার্জ করলে গ্রাহকরা পুরো এক মাস সব নম্বরে ১ পয়সা প্রতি সেকেন্ড কল করতে পারবেন।
এটি তাদের জন্য সেরা যাদের মাসিক কথা বলার প্রয়োজন অনেক বেশি। মাত্র ২০৮ টাকা খরচে এমন সুবিধা পাওয়া নিঃসন্দেহে একটি দারুণ অফার।
GP 309 Taka Call Rate Offer
GP 309 Taka Call Rate Offer হলো ৬০ দিনের মেয়াদি একটি অফার। যারা চান একবার রিচার্জ করে দুই মাস বা ৬০ ধরে নিশ্চিন্তে ব্যবহার করতে, তাদের জন্য এটি উপযুক্ত।
এই অফার রিচার্জ করলে দুই মাস পর্যন্ত সব কল ১ পয়সা/সেকেন্ডে করা যাবে। ফলে যারা দীর্ঘ সময়ের জন্য ঝামেলামুক্ত সমাধান খুঁজছেন, তাদের জন্য এটি জনপ্রিয়।
GP 509 Taka Recharge Offer
GP 509 Taka Recharge Offer হলো সবচেয়ে বড় মেয়াদি GP call rate package. এই প্যাক রিচার্জ করলে গ্রাহকরা ৯০ দিনের জন্য ১ পয়সা প্রতি সেকেন্ড কল রেট উপভোগ করতে পারবেন।
এটি দীর্ঘমেয়াদি ব্যবহারকারীদের জন্য বিশেষভাবে উপযোগী। বারবার রিচার্জ করার ঝামেলা ছাড়াই ৯০ দিন ধরে সাশ্রয়ী কল করার সুযোগ এই অফারে রয়েছে।
আরও পড়ুনঃ
GP 1 Paisa Recharge Offer Call Rate List 2025
রিচার্জ পরিমাণ | কল রেট | মেয়াদ |
---|---|---|
208 টাকা | ১ পয়সা/সেকেন্ড | ৩০ দিন |
309 টাকা | ১ পয়সা/সেকেন্ড | ৬০ দিন |
509 টাকা | ১ পয়সা/সেকেন্ড | ৯০ দিন |
FAQs
How To Buy GP 1 Paisa Call Rate Offer?
To Buy GP 1 Paisa Call Rate Offer recharge 208 Taka and get 30 days validity 1 paisa call rate pack.
জিপি ১ পয়সা কলরেট অফার কিভাবে চালু করবো?
জিপি ১ পয়সা কলরেট অফার ৩০ দিন মেয়াদে চালু করতে ২০৮ টাকা রিচার্জ করুন। এছাড়াও জিবিতে ৬০ ও ৯০ দিন মেয়াদে কল রেট অফার পাওয়া যায়।
জিপি সিমের সেরা কল রেট অফার কোনটি?
বর্তমানে জিপি সিমের সেরা কল রেট অফার হচ্ছে জিপি এক পয়সা প্রতি সেকেন্ড কলরেট অফার।
উপসংহার
GP 1 Paisa Recharge Offer ২০২৫ নিঃসন্দেহে গ্রামীণফোন ব্যবহারকারীদের জন্য সবচেয়ে সাশ্রয়ী একটি কল রেট অফার। নির্দিষ্ট রিচার্জ করলে দীর্ঘ সময় ধরে ১ পয়সা প্রতি সেকেন্ডে কথা বলার সুযোগ সত্যিই অসাধারণ।
যারা প্রতিদিন অনেক কল করেন তাদের জন্য এটি একটি অপরিহার্য প্যাকেজ। মেয়াদ অনুযায়ী রিচার্জ বেছে নিয়ে সহজেই অফারটি ব্যবহার করা যাবে।
সকল সিমের নতুন নতুন অফার আপডেট সবার আগে পেতে আমাদের ফেসবুক পেজ জয়েন করুন।
আরও পড়ুনঃ
বিডি অফার নিউজ ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন ।
বিডি অফার নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকুনঃ এখানে ক্লিক করুন ।
সকল সিমের অফার সম্পর্কে জানতে ভিজিট করুনঃ www.bdoffernews.com সাইট ।