Hello friends, Bkash pin reset process সম্পর্কে আজকে আপনাদের জানাবো। অনেকেই bkash pin lock hole ki korbo বা কি করতে হয় জানেন না। তবে আপনি এখন বিকাশ পিন লক Bkash helpline number কল না করেই বিকাশ পিন পরিবর্তন করতে পারেন। বিকাশ পিন ভুলে গেলে করনীয় এবং নিজেই কিভাবে Bkash পিন রিসেট করবেন সেই সম্পর্কে যেনে নিন সবার আগে।
For instance, বিকাশ গ্রাহক দের জন্য একটি সুখবর হল নিজেই এখন নিজের বিকাশ অ্যাকাউন্টের তথ্য যাচাই করে সহজেই পিন ব্লক হয়ে গেছে এমন অ্যাকাউন্ট পিন পরিবর্তন করতে পারেন ও সহজে reset bkash pin পদ্দিতি গুলি অনুসরন করতে পারবেন।
বাংলাদেশের নম্বর ১ মোবাইল ব্যাংকিং সেবা প্রদান কারী প্রতিষ্ঠান সাম্প্রতিক সময়ে তাদের গ্রাহকদের আরও বেশি সুবিধা দিতে এবং গ্রাহকদের আরও বেশি সুরক্ষা দিতে সর্বাধুনিক প্রজুক্তির নিরাপত্তা বেবস্থা যুক্ত করেছে।
হেডলাইন Off Contents
- 1 Bkash Pin Reset কেন প্রয়োজন – বিকাশ পিন লক হওয়ার কারন
- 2 বিকাশ পিন লক হলে করণীয় – বিকাশ পিন লক খোলার উপায়
- 3 Bkash pin reset online system
- 3.1 How can I reset my bKash PIN number online?
- 3.2 Bkash pin forgot
- 3.3 Bkash pin reset online
- 3.4 নিজে বিকাশ পিন সেট করার নিয়ম
- 3.5 Bkash pin reset with bkash apps
- 3.6 Bkash pin change Online – বিকাশ পিন লক হয়ে গেলে *২৪৭# পরিবর্তন নতুন পদ্দতি
- 3.7 How to check your bKash account’s transaction mini statement
- 3.8 বিকাশ পিন লক খোলার উপায়
- 4 Webchat bKash
Bkash Pin Reset কেন প্রয়োজন – বিকাশ পিন লক হওয়ার কারন
একটি বিকাশ অ্যাকাউন্ট পিন কোড সম্পর্কে বিকাশ গ্রাহক ভালো জানেন, কারন তিনি নিজেই নিজের পছন্দ মত পিন কোড সেট করে থাকেন।
But, নিজ থেকে কখনো বিকাশের পিন কোড লক হয় না। অনেকে বিকাশ গ্রাহক অনেক সময় নিজের গোপন পিন কোডটি ভুলে জান।
আবার অনেক সময় আপনার বিকাশ পিন কোড জানেনা এমন কারো হাতে আপনার মোবাইলটি গেলে সম্ভাব্য পিন ছিন্তা করে তিন বার ভুল পিন প্রবেশ করালে আপনার বিকাশ অ্যাকাউন্ট লক হয়ে যাবে।
তবে, এখন বিকাশ পিন সেট করার নিয়ম আরও সহজ করেছে বিকাশ, এখন আপনি বিকাশ হেল্পলাইনে কল করা ছাড়ও আপনার পিন রিসেট করতে পারবেন।
আরও পড়ুনঃ
Bkash To Bank Transfer System | বিকাশ থেকে ব্যাংকে টাকা ট্রান্সফার
বিকাশ পিন লক হলে করণীয় – বিকাশ পিন লক খোলার উপায়
আপনার বিকাশ পিন ব্লক হলে ছিন্তা নাকরে প্রথমেই আপনার পূর্ববর্তি বিকাশ লেনদেন গুলি এসএমএস পরীক্ষা করুন।
If, আপনার এসএমএস গুলি যদি না থাকে তবে আপ্নাই আপনার সর্বশেষ লেনদেন গুলি মনে করার চেষ্টা করুন। আপনার বিকাশ থেকে সর্বশেষ দুইটি খরছের তথ্য আপনার কাছ থেকে জানা হবে।
প্রথমেই আপনাকে নিদিষ্ট করতে হবে আপনি কোন পদ্দতিতে বিকাশ পিন সেট করার নিয়ম অনুসরণ করবেন। নিন্মে থেকে যে কোন একটি পদ্দতি আপনি অনুসরণ করতে পারবেন।
- বিকাশ হেল্পলাইনে কল করে বিকাশ পিন সেট
- bKash PIN reset the online system
Bkash pin reset online system
মূলত আপনাদের বিকাশ হেল্পলাইন ১৬২৪৭ নম্বরে কল না করে কিভাবে আপনার ভুলে যাওয়া বিকাশ পিন পরিবর্তন করবেন সেই সম্পর্কে জানাতে আজকের এই পোস্ট।
How can I reset my bKash PIN number online?
Img Bkash Pin Reset System
Yes, এখন আপনি সহজেই অনলাইনে এই লিংকে www.bkash.com/bn/pin-reset প্রবেস করে প্রয়োজনীয় তথ্য দিয়ে আপনার পিন সেট নিজেই করে নিন।
Bkash pin forgot
বধুরা Bkash pin forgot করতে আপনি বর্তমানে একটি নতুন পদ্ধতি ব্যবহার করতে পারেন।
এই পদ্ধতিতে বর্তমানে একজন বিকাশ গ্রাহক তার পিন সেট পরিবর্তন করতে তার ভোটার আইডি কার্ড নম্বর এবং সর্বশেষ কয়েকটি লেনদেন সম্পর্কে তথ্য দিলে সহজেই নিজ থেকে বিকাশ পিন রিসেট করতে পারেন।
Bkash pin reset online
বন্ধুরা bkash pin reset online OR bkash pin change বলতে আপনি কি বুঝেন? তবে আমি আপনাদের বলতে চাচ্ছি বিকাশ সর্বশেষ নতুন আপডেট নিয়ে এসেছে গ্রাহকদের পিন রিসেট সম্পর্কে।
করোনা সময়ে বিকাশ হেল্পলাইন নাম্বার সমূহে কল সংখ্যার বেসিরভাগ আসে bkash pin reset OR bkash pin forgot সম্পর্কে।
এর মূল কারন হচ্ছে বিকাশের ব্যাবহার বৃদ্ধি পাওয়া এবং করণা সমস্যার কারণে গ্রাহকদের আশেপাশে সকল বিকাশ সার্ভিস সেন্টার বন্ধ থাকা। এই কারণে গ্রাহকদের ভোগান্তি পোহাতে হয় বিকাশ পিন রিসেট করতে।
তবে new online bkash pin reset পদ্ধতিকে আপনি বিকাশ পিন কোড রিসেট করতে পারবেন সহজে ঘরে বসে। কারণ এই পদ্ধতিতে একজন গ্রাহক নিজ থেকে তথ্য দিয়ে বিকাশ একাউন্টের পিন রিসেট করতে পারবেন।
তবে যে সকল গ্রাহকগণ অনেকদিন থেকে বিকাশ ব্যবহার করেন না, তাদের ক্ষেত্রেও কোন সমস্যা হবে না কেননা তখন আপনি কোন লেনদেন নেই সিলেক্ট করলেই আপনার বিকাশ ফ্রেন্ড রিসেট করতে পারবেন শুধুমাত্র ভোটার আইডি কার্ড ব্যবহার করে।
আরও পড়ুনঃ
নিজে বিকাশ পিন সেট করার নিয়ম
নিজে bkash pin reset online করতে আপনার বিকাশ একাউন্ট থেকে *২৪৭# ডায়াল করুন। বিকাশ ইউএসএসডি কোড ডায়াল পরবর্তী বিকাশ মেনুতে ৯ নম্বরে একটি নতুন অপশন দেখতে পাবেন। 9. Reset PIN.
রিসেট পিন সিলেট পরবর্তী আপনার কাছ থেকে যে আইডি কার্ড দিয়ে বিকাশ একাউন্টটি ওপেন করেছিলেন সে আইডি কার্ডের নাম্বার চাওয়া হবে।
তাই এখন আপনি আপনার বিকাশ একাউন্টের আইডি কার্ড নাম্বার টি প্রদান করুন।
ভোটার আইডি কার্ড নাম্বার প্রদান পরবর্তী আপনার কাছ থেকে বিকাশ একাউন্টে সর্বশেষ তিনমাস বা 90 দিনের মধ্যে একটি লেনদেন সম্পর্কে জানতে চাওয়া হবে।
আপনি যদি লেনদেন করে থাকেন তবে লেনদেনের পরিমাণ উল্লেখ করুন।
আর যদি গত 90 দিনের মধ্যে আপনার বিকাশ একাউন্টে কোন ধরনের লেনদেন না করে থাকেন তাহলে সে অপশনটি নির্বাচন করুন।
আপনার সকল ইনপুট দেয়া তথ্যগুলো সঠিক থাকলে বিকাশ আপনার পিন রিসেট করবে এবং আপনার bkash pin reset করার জন্য একটি টেম্পোরারি পিন কোড আপনার নাম্বারে সেন্ড করবে এসএমএস এর মাধ্যমে।
উক্ত টেম্পোরারি পিন কোড ব্যবহার করে আপনি সহজেই আপনার বিকাশ একাউন্টটি পুনরায় সচল এর মাধ্যমে একটিভ করতে পারবেন।
Bkash pin reset with bkash apps
বিকাশ পিন লক খুলতে এখন আপনি বিকাশ অ্যাপ ব্যাবহার করতে পারেন। বিকাশ থেকে টেম্প্ররারি ( অস্থায়ী পিন ) এসএমএস পাওয়ার পর বিকাশ অ্যাপ লগইন পেজে “পিন ভুলে গিয়েছি” বাটনে ট্যাব করুন।
After that,
- আপনার বিকাশ অ্যাকাউন্ট নাম্বার দিন
- পরের ধাপে ওয়ান টাইম পাসওয়ার্ড ( OTP ) এবং এসএমএস থেকে পাওয়া অস্থায়ী পিন দিন।
- এখন আপনার পছন্দ অনুসারে পাঁচ টি অগুছালো সংখ্যা দিয়ে আপনার জন্য একটি পিন দিন।
- একই পিন আবার দিয়ে সফল ভাবে আপনার বিকাশ একাউন্ট নাম্বার পরিবর্তন করে নিন।
Bkash pin change Online – বিকাশ পিন লক হয়ে গেলে *২৪৭# পরিবর্তন নতুন পদ্দতি
ভুলে যাওয়া বিকাশ পিন পরিবর্তনে আপনাকে আরও বেশি সুবিধা দিতে বিকাশ মেনুতে একটি নতুন আইটেম অ্যাড করা হয়েছে ৯. রিসেট পিন।
এই পদ্দতিকে অনেকে bkash pin change Online বলে থাকেন। কেননা আপনি আপনার বিকাশ অ্যাকাউন্টের তথ্য গুলি সঠিক ভাবে প্রবান করলে নিজে নিজে আপনার বিকাশ পিন পরিবর্তন করতে পারবেন।
bkash pin change করতে Bkash USSD Code *247# ডায়াল করে আপনি এখন বিকাশ একাউন্ট পিন পরিবর্তন করতে পারবেন।
- *২৪৭ ডায়াল করে মেনু থেকে 9. Pin Reset সিলেক্ট করুন।
- এখন আপনার আইডি নাম্বার দিন ( পাসপোর্ট/ ড্রিভিং লাইচেন/ ভোটার আইডি )
- এখন আপনার জন্মসন টাইপ করুন।
- সর্বশেষ একটি লেনদেনের তথ্য দিন।
- আপনার দেয়া প্রয়োজনীয় তথ্য ঠিক থাকলে আপনাকে এসএমএস এর মাধ্যমে একটি টেম্প্ররারি ( অস্থায়ী ) পিন পাঠানো হবে।
টেম্প্ররারি পিন এসএমএস আশার পর আপনি ম্যানুয়ালি অথবা বিকাশ অ্যাপ থেকে পিন পরিবর্তন করতে পারবেন।
বিকাশ পিন লক হয়ে গেলে কি করবো? এই বিষয়ে আপনার আর কোন সমস্যা হবে না বলে আশা করি।
How to check your bKash account’s transaction mini statement
আপনি বিকাশ “অনুরোধ বিবৃতি” অপশন থেকে আপনার বিকাশ অ্যাকাউন্টের লেনদেনের মিনি স্টেটমেন্টটি চেক করতে পারেন।
এই কাজটি আপনি বিকাশ অ্যাপ এবং ম্যানুয়ালি দুই ভাবে করতে পারেন।
ম্যানুয়ালি bkash statement check
- * 247 # ডায়াল করে আপনার বিকাশ মোবাইল মেনুতে যান
- ” 8. My Bkash ” চয়ন করুন
- ” Mini Statement ” চয়ন করুন
- আপনার bKash PIN প্রবেশ করুন।
- আপনি আপনার বিকাশ অ্যাকাউন্টের শেষ 6 টি লেনদেনের সংক্ষিপ্ত বিবরণ দেখতে পাবেন।
বিকাশ পিন লক খোলার উপায়
আশা করি আপনি বিকাশ পিন লক খোলার উপায় সম্পর্কে জানতে পেরেছেন। বিকাশ পিন সেট করার নিয়ম সম্পর্কে জানতে আপনি সম্পূর্ণ পোস্ট পড়ুন।
বিকাশ পারসোনাল অ্যাকাউন্ট লেনদেন সম্পর্কে জানতে এই পোস্ট ভিসিট করুন।
Webchat bKash
এখন আপনার দরকারি প্রয়োজনীয় প্রশ্ন এখন সরসরি বিকাশ ওয়েব চ্যাট এর মাধ্যমে করতে পারেন। https://livechat.bkash.com/.
বিকাশ সম্পর্কে আপনি যে কোন তথ্য জানতে পারেন বিকাশ ওয়েবচ্যাট পদ্দতি ব্যাবহার করে। বিকাশ প্রতিনিধি আপনাকে সকল বিষয়ে সাহায্য ও সহযোগিতা করবে এখানে।
Also Read:
In conclusion,
Bkash pin reset system এবং বিকাশ পিন লক সম্পর্কে আপনাদের জানলাম। এই বিকাশ পিন লক হলে করণীয় সম্পর্কে আপনার যদি আরও কিছু জানার থাকে কমেন্ট করুন।
For instance, bkash pin reset online সম্পর্কে আপনি জানতে পারেছেন। বিকাশ পক্ষ থেকে যদি কোন অফার পরিবর্তন হয় তবে আমারা আপনাদের জানানোর চেষ্টা করব। আমাদের Facebook page জয়েন করুন, আপনি নিয়মিত অফার সম্পর্কে জানতে পারবেন।
বিকাশ পিন লক সম্পর্কিত কিছু প্রশ্ন ও উত্তর
How to reset bkash pin number?
Step 1: Dial bkash USSD code *247# to reset the PIN. Step 2: After getting a temporary PIN in SMS, dial *247# again to set a new PIN.
বিকাশ পিন সেট করার নিয়ম?
ঘরে বসে বিকাশ পিন রিসেট করতে আপনি ডায়াল কোড *২৪৭# ডায়াল করে নম্বর ৯. রিসেট পিন নির্বাচন করুন। তারপর আপনার ভোটার আইডি কার্ড নম্বর এবং সর্বশেষ লেনদেন সম্পর্কে তথ্য দিয়ে সহজেই বিকাশের পিন রিসেট করতে পারেন।
বিকাশ হেল্পলাইন নম্বর কত?
মোবাইল ব্যাংকিং সেবা বিকাশ হেল্পলাইন নম্বর হচ্ছে ১৬২৪৭। বিকাশ পিন রিসেট করতে আপনি বিকাশ হেল্পলাইনে কল করতে পারেন অথবা রিসেট পিন পদ্দতি ব্যাবহার করতে পারেন।
বিকাশ সিম হারিয়ে গেলে করনীয় কি?
আপনার ব্যাবহার করা বিকাশ সিম হারিয়ে গেলে প্রয়োজনীয় তথ্য নিয়ে বিকাশ হেল্প লাইন ১৬২৪৭ নম্বরে কল করুন। তারা আপনার তথ্য গুলি যাচাই সম্পন্ন করে বিকাশ একাউন্ট টি লক করে দিবে।
How can I recover my bKash password?
You can reset your Bkash PIN manually. To reset bKash PIN dial * 247# and Select number 9#Reset PIN. You can then easily reset the bKash PIN with the card number when opening the bKash and provide information about the last transaction.
বিডি অফার নিউজ ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন ।
বিডি অফার নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকুনঃ এখানে ক্লিক করুন ।
সকল সিমের অফার সম্পর্কে জানতে ভিজিট করুনঃ www.bdoffernews.com সাইট ।