Bkash Money Transfer Online | বিকাশ ও ব্যাংক থেকে বিকাশে টাকা আনার নিয়ম

Bkash Money Transfer Online বিষয়ে জানেন কি? এখন আপনি চাইলেই বিকাশ থেকে ব্যাংকে এবং ব্যাংক থেকে বিকাশে টাকা আনতে পারেন। ব্যাংক থেকে বিকাশে টাকা আনার নিয়ম সম্পর্কে বিস্তারিত জানতে এই পোস্ট আপনার জন্য।

যদিও bkash to bkash money transfer বা বিকাশ থেকে বিকাশে টাকা ট্রান্সফার সম্পর্কে আপনারা জানেন। তবে সম্প্রতি Bkash এর সাথে আপনার ব্যাংক অ্যাকাউন্ট যুক্ত করে আপনার প্রয়োজনীয় সময়ে টাকা ট্রান্সফার করতে পারবেন।

বিকাশ বাংলাদেশের জনপ্রিয় মোবাইল ব্যাংকিং সেবা গুলোর মধ্যে প্রথম অবস্থানে রয়েছে।  বিকাশ থেকে ব্যাংকে টাকা নেওয়া এবং ব্যাংক থেকে বিকাশে টাকা নেওয়ার ব্যাপারে লোকেদের আগ্রহ দিন দিন বেড়েই চলেছে তাই আমাদের আজকের এই পোষ্ট।

Bkash Money Transfer Online | ব্যাংক থেকে বিকাশে টাকা আনার নিয়ম

Bkash Money Transfer Online  ব্যাংক থেকে বিকাশে টাকা আনার নিয়ম
Bkash Money Transfer Online | ব্যাংক থেকে বিকাশে টাকা আনার নিয়ম

আপনি ইন্টারনেট ব্যাংকিং পদ্দতি ব্যাবহারের মাধ্যমে ব্যাংক একাউন্ট থেকে বিকাশ কাস্টমার একাউন্টে bkash money transfer করতে পারেন মুহূর্তেই।

ডিসকাউন্টে সকল সিমের মিনিট, ইন্টারনেট ও বান্ডেল অফার ক্রয় করতে DESH OFFER সাইটে ভিজিট করুন।

ব্যাংক থেকে ইন্টারনেট ব্যাংকিং সেবা ব্যবহার করে একটি বিকাশ একাউন্টে টাকা পাঠানোর জন্য প্রথমে আপনাকে বেনিফিশিয়ারি হিসেবে বিকাশ একাউন্ট নম্বর অ্যাড করতে হবে এবং তারপর ফান্ড ট্রান্সফার (bkash money transfer online) করতে হবে।

বর্তমানে (আমারা যখন পোস্ট লিখছি) তখন পর্যন্ত বাংলাদেশের ২৭ টি সরকারি ও বেসরকারি ব্যাংক থেকে bkash money transfer করাতে পারবেন।

আপনি নিচের উল্লেখিত ব্যাংক গুলির ইন্টারনেট ব্যাংকিং সেবা ব্যাবহার করে বিকাশ একাউন্টে টাকা ট্রান্সফার করতে পারবেনঃ 

Internet Banking (iBanking ) এর মাধ্যমে এই মুহূর্তে

Bkash add money bank list IS-

  1. স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক,
  2. সিটি ব্যাংক,
  3. ঢাকা ব্যাংক,
  4. ব্র্যাক ব্যাংক,
  5. মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক,
  6. মিডল্যান্ড ব্যাংক,
  7. ব্যাংক এশিয়া,
  8. ইস্টার্ন ব্যাংক,
  9. যমুনা ব্যাংক,
  10. এনআরবি কমার্শিয়াল ব্যাংক,
  11. সোশ্যাল ইসলামি ব্যাংক লিমিটেড,
  12. কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেড,
  13. এনসিসি ব্যাংক,
  14. ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড,
  15. মধুমতি ব্যাংক লিমিটেড,
  16. সাউথইস্ট ব্যাংক লিমিটেড,
  17. ট্রাস্ট ব্যাংক লিমিটেড,
  18. এনআরবি ব্যাংক,
  19. ইউনিয়ন ব্যাংক লিমিটেড,
  20. পদ্মা ব্যাংক লিমিটে,
  21. সাউথ বাংলা এগ্রিকালচার এন্ড কমার্স ব্যাংক লিমিটেড,
  22. সীমান্ত ব্যাংক লিমিটেড,
  23. স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড,
  24. এক্সিম ব্যাংক
  25. ও প্রাইম ব্যাংক

উপরে উল্লেখিত ব্যাংক সমূহের অনলাইন ব্যাংকিং সার্ভিস অথবা ইন্টারনেট ব্যাংকিং অ্যাপ ব্যবহার করে ব্যাংক থেকে বিকাশে টাকা আনার নিয়ম মেনে টাকা ট্রান্সফার করা যাবে।

এছাড়াও বাংলাদেশের প্রধান দুইটি ব্যাংক সোনালী ও অগ্রণী ব্যাংক একাউন্ট হোল্ডাররা সরাসরি Bkash app থেকেই লিংকড একাউন্ট সার্ভিস ব্যবহার করে তাদের ব্যাংক ও বিকাশ একাউন্টের মধ্যে ফান্ড ট্রান্সফার করতে পারবে।

যে কোন ব্যাংক থেকে টাকা নিয়ে আশার খেত্রে ব্যাংক একাউন্ট হোল্ডারের ব্যাংক এর লিমিট প্রযোজ্য হবে।

Bkash Money Transfer Limit

প্রতিটি ব্যাংকের গ্রাহকদের টাকা লেনদেনের একটি নির্দিষ্ট লিমিট সীমা থাকে। ভিন্ন ভিন্ন গ্রাহকের অ্যাকাউন্টে ধরন এবং গ্রাহকের লেনদেনের উপর ভিত্তি করে অ্যাকাউন্টগুলির লিমিট নির্ধারণ করা হয়।

Bkash Money Transfer Online লিমিট সম্পর্কে জানতে আপনি সরাসরি আপনার ব্যাংকে যোগাযোগ করতে পারেন অথবা বিকাশ গ্রাহকদের জন্য একটি লিঙ্ক সাজেস্ট করেছে সেখান থেকে দেখতে পারেন।

বিকাশ একাউন্ট অ্যাকাউন্ট ব্যাবহার কারীর লিমিট সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুনঃ https://www.bkash.com/support/tariff-limits/limits

Also Read:

Bkash Agent Registration System | বিকাশ এজেন্ট একাউন্ট খোলার নিয়ম

বিকাশ পার্সোনাল একাউন্ট লিমিট কত?

How To add Money from Bank to Bkash

How To add Money from Bank to Bkash
How To add Money from Bank to Bkash

Bkash Money Transfer করতে গ্রাহকে প্রথমে বেনিফিশিয়ারি হিসাবে বিকাশ নম্বর অ্যাড করতে হবে।

How to add money in Bkash from bank?

  • প্রথমেই মোবাইল অ্যাপ বা ওয়েবের মাধ্যমে আপনার ইন্টারনেট ব্যাংকিং একাউন্টে লগ ইন করতে হবে।
  • তারপর Manage beneficiary অপশনে যান।
  • নির্দেশিত ধাপগুলো অনুসরণ করে ( প্রয়োজনীয় তথ্য দিয়ে) বেনিফিশিয়ারি হিসেবে বিকাশ একাউন্ট নম্বর অ্যাড করুন।
  • এবার আপনি অ্যাড করা বিকাশ একাউন্টে Bkash Money Transfer Online করতে পারবেন।

Bkash Money Transfer System 

Bkash money transfer charge
Bkash money transfer charge

বিকাশ নম্বর টি ইন্টারনেট ব্যাংকিং বা অ্যাপ ব্যাবহার করে অ্যাড করা সম্পন্ন হলে, ব্যাংক থেকে বিকাশে টাকা আনার নিয়ম  অনেক সহজ।  

  • আপনার ব্যবহৃত ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং সেবা, মোবাইল অ্যাপ বা ওয়েবের মাধ্যমে Fund Transfer অপশনে যান।
  • ফান্ড-এর উৎস (একাউন্ট নাম্বার) সিলেক্ট করুন।
  • ট্রান্সফার অপশন হিসেবে বিকাশ একাউন্ট সিলেক্ট করে নিন। ( যেহেতু আপনি ব্যাংক থেকে বিকাশে টাকা পাঠাতে চাচ্ছেন)
  • বেনিফিশিয়ারি লিস্ট থেকে বিকাশ একাউন্ট নাম্বর সিলেক্ট করুন।
  • টাকার পরিমাণ ও রেফারেন্স লিখুন।
  • এবার ব্যাংকের লেনদেন পদ্ধতি অনুসরণ করে সফলভাবে Bkash Money Transfer Online (ফান্ড ট্রান্সফার) সম্পন্ন করুন।

Bkash money transfer charge

ব্যাংক থেকে বিকাশে টাকা আনার নিয়ম সম্পর্কে জানার পর গ্রাহকদের জন্য কোন ফি প্রযোজ্য কিনা তা জানা জরুরী। প্রিয় বিকাশ গ্রাহকদের জন্য কোন ফি প্রযোজ্য নয় ব্যাংক থেকে বিকাশে টাকা ট্রান্সফার (ফান্ড ট্রান্সফার) করতে।

এখন বিকাশ থেকে কোন কোন ব্যাংকে টাকা পাঠানো যায়। বিকাশ থেকে সোনালী ব্যাংকে টাকা পাঠানোর নিয়ম এবং বিকাশ থেকে ইসলামী ব্যাংকে টাকা পাঠানোর নিয়ম একই।

বিকাশ থেকে নগদে টাকা ট্রান্সফার ও ব্যাংক একাউন্টে টাকা পাঠানোর নিয়ম কিছুটা ভিন্ন। তবে এখানে ব্যাংক থেকে বিকাশে টাকা আনার নিয়ম সম্পর্কে আপনাদের জানানো হল।

বিদেশ থেকে বিকাশে টাকা পাঠানোর নিয়ম সম্পর্কে পরবর্তী কোন পোস্টে আলোচনা করা হবে।

Also Read:

নগদ থেকে বিকাশে টাকা ট্রান্সফার করার পদ্দতি

বিকাশ একাউন্ট বন্ধ করার নিয়ম

In conclusion,

I think your inquiry about Bank to Bkash Money Transfer Online is clear. ব্যাংক থেকে বিকাশে টাকা আনার নিয়ম সম্পর্কে আপনার আরও কিছু জানার থাকলে আমাদের কমেন্ট করে জানান।

এছাড়াও মোবাইল ব্যাংকিং টেলিকম অফার ও নামের অর্থ সম্পর্কে জানতে নিয়মিত আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন। 

জয়েন করুন আমদের ফেসবুক পেজ। 

কমদামে মিনিট, ইন্টারনেট ও বান্ডেল অফার কিনতে ভিজিট করুনঃ এখানে ক্লিক করুন
বিডি অফার নিউজ ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন
বিডি অফার নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকুনঃ এখানে ক্লিক করুন
সকল সিমের অফার সম্পর্কে জানতে ভিজিট করুনঃ www.bdoffernews.com সাইট ।

Leave a Comment