এক ইনিংসে ৫ উইকেট + সেঞ্চুরি! কেন ইতিহাস গড়েও কপিল দেবের নজরে নেই বেন স্টোকস

ম্যানচেস্টার টেস্টে আবারও নিজের জাত চিনিয়ে দিলেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস। ব্যাটে-বলে দুর্দান্ত পারফরম্যান্সে রীতিমতো ইতিহাস গড়লেন তিনি। বল হাতে ভারতের ৫টি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেওয়ার পর, ব্যাট হাতে জোড়া শতক হাঁকিয়ে টেস্টের একই ইনিংসে করলেন বিরল কীর্তি।

এই কীর্তির পাশাপাশি আরেকটি অনন্য মাইলফলক ছুঁয়ে ফেলেছেন স্টোকস—টেস্ট ক্রিকেটে ৭০০০ রান ও ২০০ উইকেটের ডাবল। এই তালিকায় তার আগে ছিলেন কেবল দুজন কিংবদন্তি: স্যার গারফিল্ড সোবার্স এবং জ্যাক ক্যালিস। এবার তাদের পাশে জায়গা করে নিলেন স্টোকস।

কেন ইতিহাস গড়লেও কপিল দেবের মনে নেই জায়গা!

তবে এতসব কীর্তি গড়েও ভারতের কিংবদন্তি অলরাউন্ডার কপিল দেব মনে করেন না, স্টোকস এই প্রজন্মের সেরা অলরাউন্ডার। বরং তিনি এগিয়ে রাখছেন ভারতেরই রবীন্দ্র জাদেজাকে।

গতকাল শনিবার (২৬ জুলাই) প্রফেশনাল গলফ ট্যুর অব ইন্ডিয়া (পিজিটিআই)–এর এক অনুষ্ঠানে কপিল বলেন,

“আমি তুলনা করতে চাই না। স্টোকস দারুণ অলরাউন্ডার, কিন্তু তারপরও মনে করি জাদেজা এগিয়ে আছে। ও আরও বেশি ভালো পারফরম্যান্স দেখিয়েছে।”

🧮 পরিসংখ্যান কী বলছে?

  • বেন স্টোকস: ৭০০০+ রান, ২০০+ উইকেট
  • রবীন্দ্র জাদেজা:
    • ব্যাটিং: ৮৩ টেস্টে ৩৬৯৭ রান, গড় ৩৬.৯৭
    • বোলিং: ৩২৬ উইকেট, গড় ২৪.৯৩

রানে কিছুটা পিছিয়ে থাকলেও উইকেট শিকারে স্টোকসের চেয়ে বেশ এগিয়ে জাদেজা। কপিল দেবের মতে, অলরাউন্ডার হিসেবে জাদেজার অবদানই বেশি।

ডিসকাউন্টে সকল সিমের মিনিট, ইন্টারনেট ও বান্ডেল অফার ক্রয় করতে DESH OFFER সাইটে ভিজিট করুন।

আরও পড়ুনঃ হোয়াটসঅ্যাপ আনছে AI ফিচার, কয়েক সেকেন্ডে জানুন কে কী বলেছে!


চতুর্থ টেস্টে ইনিংস হারের শঙ্কায় ভারত, গিলকে সমর্থন কপিলের

ম্যানচেস্টার টেস্টে ভারত রয়েছে চাপের মুখে। দ্বিতীয় ইনিংসে ৩১১ রানে পিছিয়ে ব্যাটিংয়ে নেমে এখনও ইনিংস হার এড়াতে দরকার ৮৮ রান। স্কোরবোর্ডে ৪ উইকেটে ২২৩ রান নিয়ে শেষ দিনের লড়াইয়ে নামবে ভারত।

অধিনায়ক হিসেবে শুভমান গিলের প্রথম সিরিজ, আর সেই সিরিজেই হারের মুখে দল। তবে কপিল দেব তরুণ অধিনায়কের পাশে দাঁড়িয়ে বলেন,

“ওকে সময় দাও। এটা ওর প্রথম সিরিজ, ভুল হবে, শিখবে। তরুণরা সুযোগ পাচ্ছে, তারা ভবিষ্যতে জয় এনে দেবে। নতুন দল মানিয়ে নিতে সময় নেয়—এটাই স্বাভাবিক।”

কমদামে মিনিট, ইন্টারনেট ও বান্ডেল অফার কিনতে ভিজিট করুনঃ এখানে ক্লিক করুন
বিডি অফার নিউজ ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন
বিডি অফার নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকুনঃ এখানে ক্লিক করুন
সকল সিমের অফার সম্পর্কে জানতে ভিজিট করুনঃ www.bdoffernews.com সাইট ।

Leave a Comment