১ বছরে ৭টি দেশের ভিসা রিজেক্ট! চিন্তিত বাংলাদেশি ভ্রমণপ্রেমীরা

অনেকে ভাবেন, ইউটিউবার নাদির অন দ্য গো যেহেতু বহু দেশ ঘুরেছেন, তাই তাঁর জন্য পৃথিবীর সকল দেশের দরজা খোলা। কিন্তু বাস্তবতা বলছে সম্পূর্ণ ভিন্ন গল্প। বাংলাদেশি পাসপোর্ট হাতে নিয়ে বিশ্ব ঘোরা যে কতটা কঠিন, তা আবারও প্রমাণ করলেন নাদির নিজেই।

নিজের ইউটিউব ভিডিওতে নাদির জানিয়েছেন, গত এক বছরে তিনি ১৭টি দেশে যেতে চেয়েছিলেন। এর মধ্যে ৭টি দেশ তাঁকে স্পষ্টভাবে ভিসা দিতে অস্বীকৃতি জানায়! ব্যাপারটা শুধুই হতাশাজনক নয়, বরং বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য একটি তেতো বাস্তবতা।

কেন রিজেক্ট হলো ভিসাগুলো?

নাদির জানান, অনেকেই মনে করেন তার পাসপোর্টে প্রচুর দেশের স্ট্যাম্প থাকায় ভিসা পাওয়া সহজ হবে। কিন্তু এটি ভুল ধারণা। অধিকাংশ পশ্চিমা ও ইউরোপীয় দেশের ভিসা প্রসেসিংয়ের ক্ষেত্রে বাংলাদেশি পাসপোর্ট এখনো একটি বড় প্রতিবন্ধকতা।

একাধিক ভিসা রিজেকশনের কারণ হিসেবে তিনি উল্লেখ করেছেন –

  • অতিরিক্ত ট্র্যাভেল হিস্টোরি থাকা সত্ত্বেও সন্দেহের চোখে দেখা
  • আবেদনকারী বাংলাদেশের নাগরিক হওয়ায় অতিরিক্ত যাচাই
  • কিছু দেশে ভিসার জন্য আবশ্যক স্পন্সর বা ইনভাইটেশন না থাকা

বাংলাদেশি পাসপোর্ট নিয়ে ভ্রমণের চ্যালেঞ্জ

নাদিরের মতে, দিন দিন বাংলাদেশি পাসপোর্ট নিয়ে আন্তর্জাতিক ভ্রমণ আরও কঠিন হয়ে যাচ্ছে।
বিশ্বের অনেক দেশই এখন “কম শক্তিশালী পাসপোর্ট” থেকে আসা নাগরিকদের ব্যাপারে কড়া অবস্থান নিচ্ছে। এ অবস্থায়, শুধু ট্র্যাভেল হিস্টোরি দিয়ে নয়—বরং কাগজপত্র, আর্থিক প্রমাণ ও সঠিক প্ল্যানিং দিয়েই ভিসা পেতে হবে।

ডিসকাউন্টে সকল সিমের মিনিট, ইন্টারনেট ও বান্ডেল অফার ক্রয় করতে DESH OFFER সাইটে ভিজিট করুন।

আরও পড়ুনঃ খেলা শেষে কেন জাদেজার সঙ্গে হ্যান্ডশেক করতে চাননি স্টোকস?

আশা vs বাস্তবতা

ভিডিওতে নাদির ভিসা রিজেকশন নিয়ে হতাশা প্রকাশ করলেও, তিনি দর্শকদের অনুপ্রাণিত করেন যেন তারা হাল না ছাড়েন। বাংলাদেশি পাসপোর্ট থাকলেও, সঠিক প্রস্তুতি নিলে অনেক দেশই এখনো অ্যাক্সেসযোগ্য।

নাদিরের অভিজ্ঞতা প্রমাণ করে, বিশ্ব ভ্রমণের ইচ্ছে থাকলেই হয় না—বাংলাদেশি পাসপোর্ট নিয়ে সেই স্বপ্ন বাস্তবে রূপ দিতে হলে দরকার অনেক ধৈর্য, প্রস্তুতি আর বাস্তবতা মেনে নেওয়ার মানসিকতা।

তবু, ভ্রমণপ্রেমীরা জানেন—প্রতিটা না’র পরেও হ্যাঁ আসবেই।

আরও পড়ুনঃ এক ইনিংসে ৫ উইকেট + সেঞ্চুরি! কেন ইতিহাস গড়েও কপিল দেবের নজরে নেই বেন স্টোকস

কমদামে মিনিট, ইন্টারনেট ও বান্ডেল অফার কিনতে ভিজিট করুনঃ এখানে ক্লিক করুন
বিডি অফার নিউজ ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন
বিডি অফার নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকুনঃ এখানে ক্লিক করুন
সকল সিমের অফার সম্পর্কে জানতে ভিজিট করুনঃ www.bdoffernews.com সাইট ।

আমি শেখ মোঃ আমিনুল ইসলাম (সুজন)। বিডি অফার নিউজ ডটকম এর প্রতিষ্ঠাতা ও লেখক। এইচএসসি (বিজ্ঞান); চাঁদপুর সরকারি কলেজ ও বিশ্ববিদ্যালয়।

Sharing Is Caring:

Leave a Comment