রবি সিমের এমবি দেখে কিভাবে এ সম্পর্কে আপনি জানেন কি? রবি সিম ব্যবহারকারীদের জন্য সহজে ইন্টারনেট ব্যালেন্স বা এমবি চেক করার উপায় সমূহ সম্পর্কে জানাতে আজকের এই পোস্টটি তৈরি করা। বর্তমানে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম টেলিকম অপারেটর রবি।
এই টেলিকম অপারেটরটি গ্রাহকদের কম দামে ইন্টারনেট প্যাকেজ প্রদান করে থাকে। সেই সাথে বাংলাদেশের সর্বপ্রথম বান্ডেল অফার প্রকাশ করে রবি। এই সকল কারণে রবি সিমের ইন্টারনেট ব্যবহার করে থাকেন অনেক গ্রাহক। তাই নতুন রবি সিম ব্যবহারকারীরা রবি সিমের এমবি দেখার নিয়ম সম্পর্কে অনেকেই জানতে চান।
বিডি অফার নিউজ ডটকমের এর আজকের পোস্ট “রবি সিমের এমবি চেখে কিভাবে” বা রবি এমব চেক কোড ব্যবহার করে রবি এমবি ব্যালেন্স দেখার নিয়ম সম্পর্কে জানানো হবে।
এই নিবন্ধে রবি সিমের এমবি চেক করার নিয়ম এবং এছাড়াও রবি সিমের সকল কোড সমূহ সম্পর্কে আপনাদের জানানো হবে।
হেডলাইন Off Contents
রবি সিমের এমবি দেখে কিভাবে । Robi SIM MB Check Code
রবি সিমের এমবি দেখার দুটি পদ্ধতি রয়েছে, একটি পদ্ধতি হচ্ছে রবি এমবি চেক ইউএসএসডি কোড ব্যবহার করে এমবি দেখা এবং দ্বিতীয় পদ্ধতি হলো মাই রবি অ্যাপ ব্যবহার করে রবি এমবি দেখা।
রবি সিমের এমবি দেখার কোড হচ্ছে *8444*88# অথবা *123*3*5#। রবিতে এমবি চেক করতে *৮৪৪৪*৮৮# ডায়াল করুন, আপনার মোবাইল স্ক্রিনে আপনার ক্রয় করা রবি ইন্টারনেট ব্যালেন্স দেখানো হবে।
রবি ইন্টারনেট ব্যালেন্স চেক কোড *৮৪৪৪*৮৮# ডায়াল করা হলে আপনার মোবাইল স্ক্রিনে আপনার রবি সিমের অবশিষ্ট ইন্টারনেট ব্যালেন্স দেখানো হবে।
এছাড়াও রবির ইন্টারনেট ব্যালেন্স চেক করতে *১২৩*৩*৫# ডায়াল করতে পারেন। তবে রবি এমবি দেখার জন্য সব থেকে বেশি ব্যবহৃত কোড হচ্ছে *8444*88#।
রবি এমবি চেক কোড ২০২৫
রবি এমবি দেখা | উপায় |
---|---|
নিয়মিত রবি এমবি চেক কোড | *৮৪৪৪*৮৮# |
রবি এমবি দেখার কোড | *১২৩*৩*৫# |
রবি এমবি দেখার সহজ উপায় | মাই রবি অ্যাপ |
রবি সিমের অফার দেখুন
রবি সিমের এমবি চেক করার সহজ উপায় কি?
আপনারা যদি রবি সিমের এমবি দেখে কিভাবে তাহলে আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন রবি সিমের এমবি চেক করার কোড হচ্ছে *8444*88#, তাই রবি এমবি দেখার জন্য প্রথমে আপনার মোবাইলের ডায়াল প্যাড ওপেন করুন এবং ডায়াল করুন *৮৪৪৪*৮৮#। আপনার মোবাইল স্ক্রিনে আপনার রবি ইন্টারনেট ব্যালেন্স বা এমবি দেখানো হবে।
আপনাকে রবি থেকে একটি এসএমএস এর মাধ্যমে সবকিছু জানিয়ে দেওয়া হবে। কয় এমবি আছে মেয়াদ কতদিন। সবকিছু জানিয়ে দিবে সিম ক্ত্রিপক্ষ।
ইতিমধ্যে আপনারা সকলেই জানেন রবি সিমের এমবি দেখার কোড হল *8444*88#, তবে অনেক সময় একসাথে অনেকগুলো রবি ইন্টারনেট অফার ক্রয় করা থাকলে ইন্টারনেট ব্যালেন্স চেক করতে সমস্যায় পড়েন গ্রাহক।
এক্ষেত্রে মনে রাখবেন অপশন নির্বাচন করে আপনি আপনার প্রতিটি রবি ইন্টারনেট প্যাকেজের ইন্টারনেট ব্যালেন্স চেক করতে পারেন।
তবে রবি ইন্টারনেট ব্যালেন্স চেক করার সহজ উপায় হচ্ছে মাই রবি অ্যাপ ব্যবহার করা। যেহেতু আপনি একজন ইন্টারনেট ব্যবহার করি তাহলে অবশ্যই আপনার কাছে স্মার্টফোন রয়েছে।
আপনার রবি সিমে পর্যাপ্ত পরিমাণ ইন্টারনেট ব্যালেন্স থাকলে আপনি খুব সহজেই গুগল প্লে স্টোর থেকে মাই রবি অ্যাপ টি ডাউনলোড ইন্সটল করে নিতে পারেন। আপনার মোবাইলে মাই রবি অ্যাপ ইন্সটল করার পর আপনার নম্বর ব্যবহার করে রবি অ্যাপে লগইন করুন।
একবার সফলভাবে মাই রবি অ্যাপে লগইন করা হলে যেকোনো সময় ওয়ান ক্লিকে একটি ওপেন করে আপনি রবি সিমের এমবি দেখতে পারেন। তবে যদি কোন কারনে আপনার মাই রবি অ্যাপটি ওপেন না হয় তারপর আপনি আমাদের দেখানো রবি এমবি চেক কোড ব্যবহার করে রবি সিমের এমবি চেক করতে পারেন।
MyRobi App থেকে রবি এমবি চেক
হঠাৎ রবি সিমের এমবি শেষ হয়ে গেলে My রবি Apps থেকে রবি এমবি চেক করা যায় না, তাই আপনাকে জানতে হবে রবি সিমের এমবি দেখে কিভাবে।
ইতিমধ্যেই আমরা এই নিবন্ধে রবি এমবি চেক করার দুটি কোড আপনাদের সাথে শেয়ার করেছি। কেননা আপনার সিমে এমবি ফুরিয়ে গেলে মেইন ব্যালেন্স থেকে টাকা কেটে নেয় হয়, তাই নিয়মিত রবি সিমের এমবি চেক করে ব্যবহার করা জরুরি।
ইতিমধ্যেই আপনাদেরকে জানিয়েছি MyRobi App থেকে রবি এমবি চেক করার জন্য অ্যাপে লগইন করুন, My Robi App হোম স্ক্রিনের ড্যাশবোর্ডে আপনার মোবাইল নাম্বার মোবাইলের বর্তমান ব্যালেন্স ও ইন্টারনেট ব্যালেন্স সম্পর্কে জানতে পাবেন।
রবি সিমের সকল কোড
যদি আপনি নিয়মিত রবি সিম ব্যবহার করেন তাহলে রবি সিমের সকল কোড গুলো সংরক্ষণ করে রাখুন। ইউএসএসডি কোড ব্যবহার করে রবি সিমের এমবি দেখে কিভাবে এই সম্পর্কিত পোস্টে আমরা আপনাদের সকল রবি সিমের সকল কোড কোড গুলো সংগ্রহ করেছি।
তাই আপনার নিয়মিত প্রয়োজনে রবি সিমের সকল কোড গুলো আপনার সংগ্রহে রাখুন। রবি সিমের এমবি দেখে কিভাবে এই লিস্ট আপনার কাছে রাখলে আপনি নিজেই জানতে পারবেন।
- রবি মিনিট চেক করার কোড হলো *০#
- রবি ব্যালেন্স চেক করার কোড হলো *২২২#
- রবি নম্বর চেক করার কোড হলো *২#
- রবি এমবি চেক করার কোড হলো *8444*88# OR *3#
- রবি ইন্টারনেট অফার কিনতে করতে ডায়াল করুন কিনতে *4#
- রবি ইমারজেন্সি ব্যালেন্স কোড হলো *8#
- রবি ইমারজেন্সি ব্যালেন্স চেক করার কোড হল *1#
- রবি সিমের সকল সার্ভিস বা অফার দেখতে *121# ডায়াল করুন
আরো পড়ুনঃ
জিপি বান্ডেল অফার ইন্টারনেট ও মিনিট
FAQS – রবি ইন্টারনেট ব্যালেন্স চেক
রবি সিমের এমবি দেখে কিভাবে?
রবি সিমের এমবি দেখতে *৮৪৪*৮৮# ডায়াল করুন, আপনার মোবাইল স্ক্রিনে আপনার ক্রয় করা ইন্টারনেট অফারে অবশিষ্ট ইন্টারনেট ব্যালেন্স দেখানো হবে।
রবি এমবি চেক করার কোড কত?
রবি এমবি চেক করার কোড হলো *8444*88# OR *3#, এই দুইটি কোর্টের যেকোনো একটি কোড ব্যবহার করে আপনি রবি সিমের এমবি দেখতে পারবেন।
মাই রবি অ্যাপ থেকে রবি এমবি চেক করা যায় কি?
হাঁ, মাই রবি অ্যাপ থেকে রবি এমবি চেক করা যায়, এজন্য আপনার কাছে স্মার্টফোন থাকতে হবে। আপনার স্মার্টফোনে প্রথমে আপনি গুগল প্লে স্টোর থেকে মাইরবি অ্যাপটি ডাউনলোড ইন্সটল করে নিয়ে নম্বর ব্যবহার করে লগইন করুন।
বাটন মোবাইলে রবি এমবি চেক করার নিয়ম?
বাটন মোবাইলে রবি এমবি চেক করার জন্য রবি এমবি চেক কোড *৮৪৪৪*৮৮# ডায়াল করুন আপনার মোবাইল স্ক্রিনে আপনার রবি ইন্টারনেট অফারের অবশিষ্ট ব্যালেন্স দেখানো হবে।
উপসংহার,
আশা করি আপনি জানতে পেরেছেন রবি সিমের এমবি দেখে কিভাবে এই সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। এই নিবন্ধে আমরা আপনাদের রবি সিমের এমবি চেক করার সকল উপায় গুলোর সম্পর্কে জানিয়েছি।
রবি সিমের এমবি চেক করার উপায় (রবি সিমের এমবি দেখে কিভাবে কোড দিয়ে) এই সম্পর্কে জানতে যদি আপনার কোন সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানান।
আরও পড়ুনঃ
রবি ব্যালেন্স চেক কোড কত? কিভাবে রবি সিম ব্যালেন্স দেখবো
রবি কাস্টমার কেয়ারের সাথে কিভাবে কথা বলব ২০২৫
বিকাশ এজেন্ট রেজিস্ট্রেশন করার নিয়ম | বিকাশ এজেন্ট ফি, কমিশন
রবি সিমের এমবি দেখে কিভাবে এছাড়াও এই নিবন্ধে রবি সিমের সকল কোড গুলো আপনাদের সংগ্রহ করেছি, এছাড়া রবি সিম ব্যবহারে আপনার যদি কোন কোড প্রয়োজন হয় তাও আমাদের জানাতে পারেন।
নিবন্ধনটি আপনার বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করুন যাতে তারাও রবি সিমের কোড গুলোর সংগ্রহে রাখতে পারে এবং উপকৃত হতে পারে।
আমাদের রবি সিমের সকল অফার গুলো জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুক পেজ জয়েন করুন।
বিডি অফার নিউজ ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন ।
বিডি অফার নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকুনঃ এখানে ক্লিক করুন ।
সকল সিমের অফার সম্পর্কে জানতে ভিজিট করুনঃ www.bdoffernews.com সাইট ।