রবি অফার চেক কোড এবং সহজে রবি অফার দেখার নিয়ম সম্পর্কে আপনাদের জানাবো। রবি সিমের সঠিক অফারটি জানতে আপনাকে অবশ্যই রবি অফার চেক করার কোড এবং চেক প্রক্রিয়া সম্পর্কে জানতে হবে। বন্ধুরা বর্তমানে আমরা যারা বাংলাদেশে রবি সিম ব্যবহার করছি তাদের অনেকেই জানিনা কিভাবে রবি অফার চেক করে তা ক্রয় করতে হয়।
রবি সিমের স্পেশাল অফার গুলো পেতে অবশ্যই আপনাকে রেগুলার রবি অফার চেক পদ্ধতি সম্পর্কে জানতে হবে। এছাড়াও আপনার সিমে বেস্ট রবি অফার কোনটি রয়েছে বর্তমানে চলমান তাও আপনার জন্য জানা জরুরী।
কেননা বর্তমানে বাংলাদেশের সিম কোম্পানিগুলো গ্রাহকদেরকে বেশকিছু প্রমোশনাল অফার দিয়ে যাচ্ছে, যে অফারগুলো সম্পর্কে গ্রাহকরা তখনই জানতে পারে যখন সে ফ্লাক্সিলোড করার জন্য উপস্থিত হয়।
তবে বর্তমানে গ্রাহকদের জন্যে এমন কিছু উপায় রয়েছে যেগুলো অবলম্বনে গ্রাহকরা সহজেই তার সিমের অফার গুলো চেক করতে পারেন।
হেডলাইন Off Contents
রবি অফার চেক কোড কত? – Robi Offer Check Code
বাংলাদেশের জনপ্রিয় টেলিকম অপারেটর রবি বর্তমানে গ্রাহকদের বেশ কিছু নতুন নতুন অফার এর সাথে পরিচয় করে দিচ্ছে এবং খুব দ্রুতই রবি তাদের অফার গুলোতে পরিবর্তন নিয়ে আসছে। পূর্বে মনটা ছিল না বলে, অনেক রবি গ্রাহক তাদের সিমের জন্য নির্দিষ্ট অফার গুলো মুখস্থ করে রাখতেন।
তবে এখন সময় পাল্টেছে ডিজিটাল রিচার্জ পদ্ধতি আসার পর থেকে রবি তাদের গ্রাহকদের কে আরো বেশি সস্তা দামে ইন্টারনেট ও মিনিট অফার দেওয়ার চেষ্টা করছে। তাই আপনার সিমের বর্তমান অফার গুলো সম্পর্কে জানা অত্যন্ত জরুরী।
এই কাজটি করতে আপনি একটি এক সংখ্যার একটি ইউএসএসডি কোড ডায়াল করে সহজেই করতে পারেন।
রবি অফার চেক কোড হচ্ছে *৮৮৮#, আপনার রবি সিমে বর্তমান কি কি অফার চলমান রয়েছে সকল অফার সম্পর্কে আপনি জানতে পারবেন। এই রবি ইউএসএসডি কোড ডায়াল করলে আপনি আপনার রবি সিমের বর্তমান সেরা অফার গুলো সম্পর্কে জানতে পাবেন।
এক্ষেত্রে মনে রাখবেন রবি অফার দেখার নিয়ম *৮৮৮# ডায়াল করা, এই রবি অফার দেখার করতে ডায়াল পরবর্তী আপনার মোবাইল স্ক্রিনে সবার আগে আপনার সিমে বর্তমানের সেরা অফার গুলো দেখানো হবে। এরপর কমানুসারে আপনি সকল রবি অফার গুলো দেখতে পাবেন আপনার রবি অফার লিস্টে।
আরও পড়ুনঃ
নাম্বার দিয়ে অফার চেক
নাম্বার দিয়ে অফার চেক করার জন্য আপনাকে রবি রিটেলার এর কাছে যেতে হবে অথবা মোবাইল ব্যাংকিং সেবা অ্যাপ থেকে রবি অফার চেক করতে হবে।
রবি ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য ইন্টারনেট অফার কোড এবং মিনিট ব্যবহারকারীদের জন্য মিনিট বান্ডেল অফার কোড ভিন্ন ভিন্ন রয়েছে।
তবে এই ক্ষেত্রে আমরা আপনাদেরকে সাজেস্ট করব আপনারা একটি সংখ্যার কোড ব্যবহার করে সহজেই আপনার মোবাইল মেনুতে সকল মিনিটও ইন্টারনেট অফার সম্পর্কে দেখতে পারেন ওই অফারগুলি আপনার জন্য সেরা। বিভিন্ন অফারের জন্য ভিন্ন ভিন্ন অফার কোড মনে রাখা কষ্টসাধ্য ব্যাপার।
তাই আপনি এই এক সংখ্যার রবি কোড মুখস্থ করে রাখুন এবং নিজের প্রয়োজনে ডায়াল করে নিজের সিমের অফার সম্পর্কে জেনে নিন।
রবি অফার চেক কোড *৮৮৮# ব্যবহার করে খুব সহজেই আপনি অফার চেক করতে পারবেন। এই রবি ইউএসএসডি কোড ডায়াল করলে আপনি আপনার রবি সিমের বর্তমান সেরা অফার গুলো সম্পর্কে জানতে পাবেন।
এখানে আপনাদেরকে রবি ইন্টারনেট ও বান্ডেল অফার সম্পর্কে অবগত করবে।
বেশ কিছু অফার সম্পর্কে এক্টিভেশন কোড এখানে প্রদান করা হয়ে থাকে।
এছাড়াও বেশ কিছু অফারের সরাসরি রিচার্জের পরিমাণ সম্পর্কে গ্রাহককে অবগত করা হয়।
বর্তমানে রবি সিমের সেরা অফার গুলোর সম্পর্কে জানতে রবি টাং রিচার্জ পদ্ধতিতে রিচার্জ করুন। রবি টাং রিচার্জ অফার ২০২৩ সম্পর্কে জানতে এই সম্পর্কিত আমাদের নিবন্ধনটি পড়ুন।
রবি সিমের সকল কোড
রবি অফার চেক কোড | *৮৮৮# |
রবি মিনিট অফার চেক কোড | *০# |
রবি ইন্টারনেট অফার চেক কোড | *৪# |
রবি ইমাজেন্সি ব্যালেন্স কোড | *৮# |
রবি ইন্টারনেট অফার কোড
বন্ধুরা ইন্টারনেট ক্রয়ের জন্য রবিতে ভিন্ন একটি কোড রয়েছে।
এই ইউএসএসডি কোড ডায়াল করলে আপনি আপনার রবি সিমের বর্তমান চলমান ইন্টারনেট অফার গুলো সম্পর্কে জানতে পারবেন এবং আপনার সিমে পর্যাপ্ত পরিমাণ টাকা থাকলে আপনি ওই লিস্ট থেকে ইন্টারনেট অফার ক্রয় করতে পারবেন।
রবি ইন্টারনেট অফার কোড হচ্ছে *৪#। রবিতে ইন্টারনেট কেনার এই কোডটি ডায়াল করলে আপনি একটি ইন্টারনেট অফার লিস্ট দেখতে পাবেন।
আরও পড়ুনঃ
রবি মিনিট অফার কোড
বন্ধুরা আপনাদের আগেই বলেছি রবি ইন্টারনেট ও মিনিট করার জন্য গ্রাহকদের ভিন্ন ভিন্ন মিনিট কোড প্রদান করছে।
রবি মিনিট অফার কোড হচ্ছে *০#। রবিতে মিনিট বান্ডেল কেনার এই কোডটি ডায়াল করলে রবি সিমের মিনিট অফার গুলোর একটি লিস্ট আপনার সামনে প্রদর্শিত হবে এখান থেকে সিলেট করার মাধ্যমে আপনি সহজেই একটি রবি মিনিট অফার ক্রয় করতে পারেন।
রবি ইমাজেন্সি ব্যালেন্স কোড
জরুরী প্রয়োজনে আমাদের সিমের ইমাজেন্সি ব্যালেন্স কোড জানা থাকলে সহজেই জরুরী সময় ইমারজেন্সি ব্যালেন্স নিতে পারবেন।
রবি জরুরী ইমাজেন্সি ব্যালেন্স নিতে রবি এক সংখ্যার একটি ইউএসএসডি কোড প্রদান করে থাকে।
অতএব, রবি ইমাজেন্সি ব্যালেন্স কোড হচ্ছে *৮#
উপরে দেখানো পদ্দতি গুলি সম্পর্কে জানা থাকলে আপনি সহজেই আপনার রবি সিমের অফার সম্পর্কে জানতে হবে।
রবি অফার চেক কোড কত?
রবি অফার চেক কোড হচ্ছে *৮৮৮#, তাই রবি অফার চেক করতে রবি সিম থেকে *৮৮৮# ডায়াল করুন।
রবিতে মিনিট কেনার কোড কত?
রেগুলার রবিতে মিনিট অফার দেখার কোড হচ্ছে *০#
রবি ইন্টারনেট অফার কোড কত?
প্রিয় রবি গ্রাহক আপনি আপনার সিমের ইন্টারনেট অফার সম্পর্কে জানতে *৪# ডায়াল করুন।
আরও পড়ুনঃ
উপসংহার,
আশা করি আপনি রবি অফার চেক কোড সম্পর্কে জানতে পেরেছেন।
বন্ধুরা রবি বর্তমানে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম টেলিকম অপারেটর এবং ইন্টারনেট ও মিনিট প্রধান ক্ষেত্রে বর্তমানে জনপ্রিয় একটি টেলিকম অপারেটর।
আপনি চাইলে রবি সিমের অফার গুলো সম্পর্কে জানতে পারেন এবং একটি রবি সিম ব্যবহার করে দেখতে পারেন।
বাংলাদেশে চলমান সিম অফার, মোবাইল ব্যাংকিং অফার সম্পর্কে জানতে নিয়মিত আমাদের ওয়েবসাইট ভিজিট করুন এবং জয়েন করুন আমাদের ফেসবুক পেজ।
বিডি অফার নিউজ ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন ।
বিডি অফার নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকুনঃ এখানে ক্লিক করুন ।
সকল সিমের অফার সম্পর্কে জানতে ভিজিট করুনঃ www.bdoffernews.com সাইট ।