বঁধুরা নগদ থেকে বিকাশে টাকা ট্রান্সফার করা সম্পর্কে আপনি কি জানতে চান? তবে এই পোস্ট আপনার জন্য রয়েছে এই প্রশ্নের উত্তর। কেননা এখন অনেকেই গুগল করে বিকাশ( Bkash ) থেকে নগদে টাকা ট্রান্সফার করতে চান। আপনিও যদি এমনটা চিন্তা করেন তবে আপনাকে আগে বিষয়টা ভালোভাবে জানতে ও বুজতে হবে।
বন্ধুরা অনেকেই এখন নিজেদের বিকাশ নম্বরের, নগদ নম্বরে টাকা ভুল করে চলে আশে। এই বিষয়ে অনেকেই সমস্যায় পড়েন।
এখন আপনার প্রশ্ন থাকতে পারে যে নগদ থেকে কি বিকাশে টাকা ট্রান্সফার করা যায়? তাদের জন্য আমার উত্তর হচ্ছে হ্যা, ট্রান্সফার করা যায়।
হেডলাইন Off Contents
- 1 নগদ থেকে বিকাশে টাকা ট্রান্সফার করার পদ্দতি – নগদ থেকে বিকাশে টাকা পাঠানোর নিয়ম
- 1.1 নগদ ভার্চুয়াল কার্ড কি?
- 1.2 কিভাবে নগদ ভার্চুয়াল কার্ড পাবেন?
- 1.3 নগদ ভার্চুয়াল কার্ডের সমস্যা
- 1.4 ভার্চুয়াল কার্ডের সমস্যার সমাধানঃ
- 1.5 নগদ থেকে বিকাশে টাকা ট্রান্সফারের উপায় – (নগদ থেকে বিকাশে টাকা ট্রান্সফার করার নিয়ম)
- 1.6 FAQS – নগদ থেকে বিকাশে টাকা ট্রান্সফার করার
- 1.7 কিভাবে নগদ ভার্চুয়াল কার্ড পাবেন?
- 1.8 নগদ থেকে বিকাশে টাকা ট্রান্সফার করার পদ্দতি কি?
- 1.9 Share this:
- 1.10 Like this:
নগদ থেকে বিকাশে টাকা ট্রান্সফার করার পদ্দতি – নগদ থেকে বিকাশে টাকা পাঠানোর নিয়ম
তবে বন্ধুরা আপনার শুরুতেই জেনে নিন যে নগদ থেকে বিকাশে টাকা সরাসরি ট্রান্সফার করা যায় না। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক থেকে একটি নির্দেশনা এসেছে কিছুদিন আগে।
এরূপ একটি খবরও নিউজ পেপার গুলিতে দেখা গিয়েছিলি যে যে কোন মোবাইল ব্যাংকিং থেকে অন্য মোবাইল ব্যাংকিং করা নম্বরে টাকা পাঠানো যাবে।
আমার জানা মতে বর্তমানে ঠিক এরকম কোন পদ্দিতি চলমান নেই যেখানে আপনি এই কাজটি করতে পারেন।
তবে আপনি চাইলে একটু ভিন্নভাবে নগদ থেকে বিকাশে টাকা পাঠানো যেতে পারে।
বন্ধুরা বর্তমানে নগদ থেকে বিকাশে টাকা ট্রান্সফারের করতে আপনাকে যা যা করতে হবেঃ –
- একটি সচল নগদ একাউন্ট ও নগদ একাউন্ট ভার্চুয়াল কার্ড থাকতে হবে আপনার।
- একটি সচল বিকাশ একাউন্ট থাকতে হবে।
এখন আপনি হয়ত চিন্তা করছেন নগদ ভার্চুয়াল কার্ড আবার কি? ছিন্তার কোন বিষয় নয় আপনরা এই সম্পর্কে জানতে পারবেন।
নগদ ভার্চুয়াল কার্ড কি?
সম্প্রিতি নগদ ভার্চুয়াল কার্ডের একটি নতুন ফিচার চালু করেছে নগদ।
এখান নগদ তাদের গ্রাহককে একটা ভার্চুয়াল কার্ড নাম্বার দিবে, যে কার্ড ব্যাবহার করে নগদ গ্রাহক কোনো জায়গায় পে করতে পারবেন।
অবশ্য এই নগদ ভার্চুয়াল কার্ড শুধুমাত্র বাংলাদেশেই চলবে।
ধরুন আপনি ইভ্যালিতে বা দারাজে শপিং করতে চাচ্ছেন, এখন আপনি চাহিলে নগদ ভার্চুয়াল কার্ড দিয়ে আপনার কেনাকাটার বিল পে করতে পারবেন।
আরও পোস্ট দেখুনঃ
নগদ একাউন্ট হালনাগাদ করার নিয়ম | নিজেই নগদ একাউন্ট ঠিক করুন
কিভাবে নগদ ভার্চুয়াল কার্ড পাবেন?
বর্তমানে নগদ পার্সোনাল একাউন্ট ব্যাবহারকারি প্রতিটা গ্রাহকের একাউন্টেই অটোমেটিক ভাবে নগদ ভার্চুয়াল কার্ড চালু থাকে।
বন্ধুরা নগদ পার্সোনাল একাউন্ট খোলার সময়, গ্রাহককে এই ভার্চুয়াল কার্ডের নাম্বার দেওয়া হয়েছিলো।
কি ভার্চুয়াল কার্ড সম্পর্কে জানেন না? নাকি আপনি আপনার নগদ ভার্চুয়াল কার্ডের নাম্বার ভুলে গিয়েছেন?
তাহলে কোনো সমস্যা নেই, কিছু স্টেপ অনুসরণ করে আপনি ভার্চুয়াল কার্ডের নাম্বার সংগ্রহ করতে পারবেন।
নগদ ভার্চুয়াল ক্রেডিট কার্ড নম্বর জানার পদ্দতি বলছি- জেনে নিন
- প্রথমে নগদ অ্যাপ ডাউনলোড করুন।
- তারপর আপনার নগদ একাউন্টে লগইন করুন।
- তারপর নগদ অ্যাপ থেকে ” আমার নগদ ” অপশনে ক্লিক করুন।
- এরপর নাম পরিবর্তনের মেনুতে গেলেই আপনি আপনার ১৬ ডিজিটের ভার্চুয়াল ক্রেডিট কার্ড নাম্বার দেখতে পারবেন।
- এখন আপনি আপনার নগদ ভার্চুয়াল ক্রেডিট কার্ড নাম্বার লিখে রাখুন।
- পরবর্তীতে ব্যাবহারের জন্য সঠিক ভাবে নগদ ভার্চুয়াল কার্ড নম্বর লিখুন।
নগদ ভার্চুয়াল কার্ডের সমস্যা
অনেক নগদ গ্রাহক তাদের ভার্চুয়াল কার্ড নম্বর দেখতে পান না। কারণ তাদের ফোনের ফন্ট সাইজ অনেক বড় থাকে।
ভার্চুয়াল কার্ডের সমস্যার সমাধানঃ
আপনার ফোনের ফন্টের সাইজ ছোট করুন পেয়ে জাবেন। যদি না পান তবে আপনার ফোনটি বন্ধ করে আবার চালু করুন, আবার ট্রাই করুন।
নগদ থেকে বিকাশে টাকা ট্রান্সফারের উপায় – (নগদ থেকে বিকাশে টাকা ট্রান্সফার করার নিয়ম)
যেহেতু আপনি আপনার কার্ড নাম্বার পেয়ে গেছেন সেহেতু এখন আপনি এই স্টেপগুলো ফলো নগদ থেকে বিকাশে টাকা ট্রান্সফার করতে পারবেন।
- প্রথমে আপনি বিকাশ অ্যাপ ডাউনলোড করুন।
- তারপর বিকাশ অ্যাপে আপনার বিকাশ একাউন্ট দিয়ে লগিন করুন।
- এখন সেন্ড এড মানি অপশনে ক্লিক করুন।
- এর পর আপনার সামনে দুইটা অপশন আসবে। একটা হল ব্যাংক টু বিকাশ , আরেকটা হল কার্ড টু বিকাশ।
- আপনি কার্ড থেকে বিকাশ অপশন নির্বাচন করুন।
- আপনাকে নাম্বার সিলেক্ট করুন। এখানে আপনি যার নাম্বারে টাকা অ্যাড করবেন তার নাম্বার দিন।
- নাম্বার অ্যাড করার পর আপনাকে টাকার পরিমান দিতে বলবে। এইখানে আপনি কতটাকা অ্যাড করবেন তা নিশ্চিত করুন।
- টাকার পরিমান দিয়ে কার্ড নাম্বার দেয়ার অপশন আসবে। এই ধাপে আপনি নগদ ভার্চুয়াল কার্ড নাম্বার অ্যাড করুন।
- এরপর আপনার নগদ একাউন্টে একটি ওটিপি ( OTP ) আসবে। এখন ওটিপি দিয়ে কনফার্ম করুন।
এখন আপনার কাজ শেষ এবং আপনার প্রশ্ন নগদ থেকে বিকাশে টাকা ট্রান্সফার সম্পন্ন হয়েছে।
এখন এই বিষয়ে আপনি না বিজে থাকলে কমেন্ট করুন।
আরও পোস্ট দেখুনঃ
বিকাশ পার্সোনাল একাউন্ট লিমিট কত? বাড়লো বিকাশ লেনদেনের লিমিট
FAQS – নগদ থেকে বিকাশে টাকা ট্রান্সফার করার
কিভাবে নগদ ভার্চুয়াল কার্ড পাবেন?
প্রথমে নগদ অ্যাপ ডাউনলোড করুন। তারপর আপনার নগদ একাউন্টে লগইন করুন।তারপর নগদ অ্যাপ থেকে ” আমার নগদ ” অপশনে ক্লিক করুন। এরপর নাম পরিবর্তনের মেনুতে গেলেই আপনি আপনার ১৬ ডিজিটের ভার্চুয়াল ক্রেডিট কার্ড নাম্বার দেখতে পারবেন।
নগদ থেকে বিকাশে টাকা ট্রান্সফার করার পদ্দতি কি?
সরাসরি নগদ থেকে বিকাশে টাকা ট্রান্সফার করার পদ্দতি এখনো চালু হয়নি। তবে এখানে আপনাকে নগদ থেকে বিকাশে টাকা সেন্ড করার পদ্দতি সম্পর্কে বলা হয়েছে।
In conclusion,
আশা করি, নগদ থেকে বিকাশে টাকা ট্রান্সফার করার পদ্দতি সম্পর্কে জানতে পেরেছেন। এমন নতুন সকল তথ্য জানতে আমাদের ফেসবুক পেজ জয়েন করুন।
ধন্যবাদ , ভালো থাকবেন।
বিডি অফার নিউজ ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন ।
বিডি অফার নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকুনঃ এখানে ক্লিক করুন ।
সকল সিমের অফার সম্পর্কে জানতে ভিজিট করুনঃ www.bdoffernews.com সাইট ।